নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মানুষের জীবনে বিবাহ প্রথা কিভাবে এলো.....

০৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৪

মানুষের জীবনে বিবাহ প্রথা কিভাবে এলো.....

গাধা অতি অবাধ্য পশু। একটা গাধাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখলে, গাধাটি মেজাজ হারিয়ে খুঁটি উপড়ে নিয়ে কোথাও যায়। গাধার চরিত্র হলো ভিন্নধর্মী। একটা গাধা উত্তর দিকে যেতে চাইলে, অন্যটা দক্ষিণ দিকে যাবেই। এক গাধা ছুটে পালাতে চাইলে, অন্য গাধা ধপাস করে বসে পড়বে!

মানুষ বুদ্ধিমান প্রাণী।
এমন যন্ত্রণার হাত থেকে নিস্তার পেতে, বহু যুগ আগে, মানুষ একটা নতুন পদ্ধতি অবলম্বন করে। খুঁটির পরিবর্তে, দুটো গাধাকে পরস্পরের সঙ্গে বেঁধে দেওয়া শুরু হয়!

দুটো গাধাকে এক দড়িতে বেঁধে রাখার এই পদ্ধতি অবলম্বন করলে- গাধা পালানোর ঝামেলার হাত থেকে রক্ষা পেলো।

কথিত আছে যে, মানে শোনা যায় আর কি!
এই পদ্ধতি থেকে অনুপ্রাণিত হয়ে, আমাদের পূর্ব পুরুষদের ইয়ে, মানে বিবাহের কথা মাথায় আসে। অর্থাৎ মানুষের বিবাহ পদ্ধতি আবিস্কার হয়েছে গাধাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি থেকে....
ভাগ্যের নির্মম পরিহাস! বিবাহিত মানুষ কথায় কথায় নির্বুদ্ধিতার জন্য গাধার উদাহরণ দেয়"

(ইহা নিছকই একটি রম্য রচনা, আমাদের হোয়্যাটসয়্যাপ গ্রুপ থেকে)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: গাধা ও গাধীদের গল্প!!!
পেঁচা ও পেঁচীদের কেমনে বিয়ে হয় ভাইয়া?

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৪

জুল ভার্ন বলেছেন: সোশ্যাল মিডিয়ার ধাগাটা জানতে পারে।

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অর্থাৎ বিবাহ একটা বাঁধন। বিবাহের দড়িটা দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে বজ্র আঁটুনি দিতে গিয়ে ফশকা গেরো হয়ে যায়। কিন্তু উন্নত জাতের গাধা এবং গাধীদের ক্ষেত্রে এই ধরণের ঘটনা ঘটে না। :)

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৫

জুল ভার্ন বলেছেন: পার্ফেক্ট অবজারভেশন!

৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬

সামিয়া বলেছেন: যুক্তি আছে কথায়:)

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৫

জুল ভার্ন বলেছেন:

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগলো

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কবি।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৬

অধীতি বলেছেন: তাহলে কাজী সাহেবের বলা উচিত "হে রাব্বিল আলামিন তুমি গাধা-গাধীর মিলনকে কবুল করো, আমিন।"

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: আমীন।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:০৬

আজব লিংকন বলেছেন: নাইস কমেডি।
বিয়ে করে গাধার মতো খাটুনি খাটে সংসারের বোঝা টানা মানুষেদের জন্য এটা একটা ডার্ক কমেডি।

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: একদম!

৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৭

কামাল১৮ বলেছেন:

ছেলে: বাবা গাধারা কি বিয়ে করে?
বাবা: গাঁধারাইতো বিয়ে করে।

০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪০

জুল ভার্ন বলেছেন: কথায় বলে না- "ওস্তাদের মাইর শেষ রাতে"- প্রমাণ করে দিলেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.