নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃত সত্যকে উপলদ্ধি করতে হবে খোলা মন নিয়ে।
https://www.youtube.com/watch?v=ovCW1kjoTWU
আল্লা প্রেমী মানুষ আমি। আল্লা সংক্রান্ত বিষয়ে অনেক গান লেখা ও সুর করা হয়েছে। বেশ কিছুদিন আগে গানটি রেকর্ডিং করেছিলাম। আবার আরো দুইটি গান রেকর্ডিং করছি। আমার প্রতিটি গানই আল্লা সংক্রান্ত বিষয়ে লিখা সুর করা। নিজেই লেখি নিজেই সুর করি। আল্লার প্রতি ভালবাসাতে কেন আমি মগ্ন জানিনা। শত শত লেখা আছে আমার ব্লগে প্রতিটা লেখাতে আল্লার অস্তিত্ব প্রমানের প্রচেষ্টা । গানগুলোতেও ঠিক আল্লার প্রতি প্রেম ছুয়ে যায়।
এই গানটিতে সোনাবন্ধু বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে। আসলে এই সোনাবন্ধু বলতে আল কোরআনের “প্রতিপালক” বা “রব” বোঝানো হয়ে থাকে। যাই হোক এগুলো গভীরের বিষয়।
নতুন দুটি গান আধুনিক দৃষ্টিভঙ্গীতে মিউজিক করা হচ্ছে। পাশ্চাত্ত্য ইনস্টুমেন্ট ব্যবহার করা হচ্ছে। রেকডিং হয়ে গেলে আপনাদের সামনে প্রকাশ করবো। আমার জন্য দোয়া করবেন। স্রষ্টার প্রতি আমার মগ্নতা শুধু লিখনিতে নয় সংগীতেও ছুয়ে যাক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।
বিঃদ্রঃ আমার কন্ঠ ঠিক ক্লিয়ার নয়। এই গানটি রেকডিং এর কিছুদিন আগে একটি মিনি স্টক আমার কন্ঠনালীর ব্যপক ক্ষতি করে দিয়েছিলো। হয়তো আল্রাই চাই না আমি গানের মাধ্যমে কোন কিছু প্রকাশ করি। তথাপিও গান আমার ভালো লাগে। তাই একটি গান আপনাদের জন্য দিলাম আর দুইটি তো অন্তত রেকডিং করি। ভালো না হলে পরবর্তী গান গুলো ভালো কোন নতুন শিল্পী দিয়ে গাওয়াবো।
আমার গান নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন।
০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১২
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: অনিচ্ছাকৃত ভূলের জন্য ক্ষমাপ্রার্থি।
২| ০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গানটা শুনলাম। আপনার গলা বেশ ভালো। গানের সুর, তাল, ছন্দ ভালো লেগেছে।
০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৪
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: @ সাড়ে চুয়াত্তর, ধন্যবাদ ভাই। আমি পূর্বেই বলেছি আমার বেশ ক’জন প্রিয় ব্লগারের মধ্যে আপনি একজন। আমি জানতাম ব্লগে গান কেউ শোনে না। কিন্তু আমার প্রিয় ব্লগাররা অন্তত শুনবে। আপনাকে দিয়েই আমার প্রিয় ব্লগারদের পোষ্ট দেখা শুরু হলো।
ভালো থাকুন ভাই।
৩| ০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭
কামাল৮০ বলেছেন: না জেনেই ভালো বাসছেন।আল্লাহ যে আগুনে পোড়াবে এটা জানেন?
০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫০
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: গানটা কি শুনেছেন? সেটি বলুন? ভালো লাগলো নাকি?
ভালোলাগাটা তো অন্তরের ব্যাপার। বুকে হাত দিয়ে দেখেন অন্তর আছে কিনা? না থাকলে তো ভালবাসা বুঝবেন না।
৪| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৩
অগ্নিবেশ বলেছেন: একদম ইসলামী গান, খুব ভালো লাগল।
১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৯
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আপনি তো গান বোঝেন! ভালো লাগলো আপনার বোঝার বিষয়টি।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১০
পদ্মপুকুর বলেছেন: শব্দটা 'আল্লা' নয়, আল্লাহ।