নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
অনেকদিন আগে এক অনুষ্ঠানে ঢাকার কোন এক হাই ফাই আবাসিক এলাকায় গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে একটি দোকানে ঠান্ডা/কোকাকোলা খেতে গিয়েছিলাম। এলাকাটি তখন খুব নীরব ছিলো।
দেখলাম একটি গাড়ি থেকে দুইটি মেয়ে নামলো। একজন শাড়ী পড়া। আরেকজন কি পড়ছে আমি জানি না। আমি আবার আধুনিক পোষাকের নাম জানি না। আমার জন্ম ১৯৯৫ সালে হলেও, আমার মান মানষিকতা ১৯৫০ সালের লোকদের মত।
মেয়েদের দেখতে অসভ্য লাগছিলো, সেটা আমি বলবো না। ছেলেদের ড্রেসাপ দেখতে খারাপ লাগছিলো। খারাপ লাগা বলতে নারীদের সামনে এমন থ্রি কোয়াটার পেন্ট ও রুপার শ্যান্ডো গেজ্ঞি পড়বে কেন? আমি তো নারীদের সামনে গেলে শার্ট ও ফুল প্যান্ট পড়িয়া যাই। তাছড়া পরিবেশ ও কোন ব্যাক্তির সাথে দেখা করবো সেটার উপর নি্র্ভর করে পোষাক পরিধান করা উচিত।
আসল কথায় আসি। দুই নারীর মধ্যে এক নারী সিগারেট চাইলো। আমি প্রথমে মনে করেছিলাম ঐ ছেলেরা মনে হয় ধূমপান করবে। পরে সিগারেট নিয়ে মেয়েরা গাড়িতে ওঠে গেলো। মেয়েরা সিগারেট টান দিলো। ওদের টান দেওয়া স্টাইল দেখে মনে হইলো তারা খুব অভিজ্ঞ।
আমার অভজারভেশন হচ্ছে: ওরা সিগারেট খাবে কেন? আমি পুরুষ। আমি সিগারেট খাইলে, আমার পিতা মাতা আমাকে পিটাবে। ওদের বাপ মা কি ওদের পিটাবে না? আমি যখন ছাত্র ছিলাম, সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকলে পিতার মাতার কাছে জবাবদিহি করতে হতো (পুরুষ হবার পরেও)। নারী ও পুরুষ এত রাতে বাহিরে..... তাদের বাপ মা কি পোলাপানদের খোজ খবর রাখে না?
আমি যাদের সিগারেট খেতে দেখেছি তারা সবাই চিপা চাপায় সিগারেট খেতো। আমি এমন মেয়ে দেখেছি যারা সবার সামনে ওপেন সিগারেট খায়। আপনার টাকা দিয়ে আপনি সিগারেচ খান, আপনার ফুসফুস আপনি নষ্ট করেন। তাতে আমার কিছু যায় আসে না। আপনার দেখা দেখি তো আমার সন্তান, আমার ছোট ভাই, আমার নাতি নাতনি সিরাগেট খাবে। ওদের স্বস্থ্য নষ্ট হবে আপনার জন্য। কারন আপনাকে দেখে শিখছে যে “সিগারেট খাওয়া মহান কিছু।”
সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকা খারাপ। মানে আজাইরা কাজে বাহিরে থাকা খারপ। আমি এই কথা একক ভাবে নারী বা পুরুষ কাউকে বলি নাই। আপনার সন্তান বিনা কারনে বাড়ির বাহিরে থাকলে পিটাবেন।
২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০০
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
২| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৭
নতুন বলেছেন: আমার অভজারভেশন হচ্ছে: ওরা সিগারেট খাবে কেন? আমি পুরুষ। আমি সিগারেট খাইলে, আমার পিতা মাতা আমাকে পিটাবে। ওদের বাপ মা কি ওদের পিটাবে না? আমি যখন ছাত্র ছিলাম, সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকলে পিতার মাতার কাছে জবাবদিহি করতে হতো (পুরুষ হবার পরেও)। নারী ও পুরুষ এত রাতে বাহিরে..... তাদের বাপ মা কি পোলাপানদের খোজ খবর রাখে না?
এখন ২০২৪ সাল চলতেছে। আমাদের অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে।
সিগারেট পান করা ক্ষতিকর, আমি করিনা, সবাইকে নিষেধ করি। কিন্তু নারী ধুমপান করলে খারাপ দৃস্টিতে দেখার কিছু নাই।
পোশাক ও যদি অস্বালীন না হয় তবে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই।
২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬
নাহল তরকারি বলেছেন: ভাই। আমি কিন্তু এটাও লিখেছি। আমার সন্তান, আমার নাতি নাতনী ওদের দেখাদেখি সিগারেট ধরবে। আস্তে আস্তে নেশা করা শুরু করবে।
আপনি নারী ধূমপানে কিছু মনে করেন না। এটা আপনার অভিজ্ঞতা। আমার ক্ষেত্রে নারী ও পুরুষ কেউ সিগারেট খাবে না। আমার কাছে সিগারেও ও নেশা গ্রহন করা অপরাধ। যেই করুক। নারী পুরুষ ব্যাপার না।
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪
সোনাগাজী বলেছেন:
ভবের চরের লোকজন চাকুরী পাচ্ছে?
২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৭
নাহল তরকারি বলেছেন: ভবেরচরের মানুষ সরকারি চাকরির জন্য চেষ্ট করে ঠিক। কিন্তু তাদের তেমন মেধা নাই। তাই প্রতিযোগিতা মূলক পরীক্ষায় টিকতে পারছে না। তাই চাকরি পাচ্ছে না।
৪| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮
আজব লিংকন বলেছেন: হা হা হা... কে কি পরবে সেটা তার চয়েজ। কে কি খাবে সেটা তার চয়েজ।
আপনি আপনার দৃষ্টিকোন থেকে আপনার ভালো লাগা, না লাগা তুলে ধরেছেন। এটা যেমন আপনার অধিকার। ঠিক অন্যরা কিভাবে চলবে সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার এবং অধিকার।।
আপনার চিন্তাধারায় বেশ কিছু সমস্যা আছে।।
থাক আপনার সাথে বিস্তারিত আলাপে যাব না।
২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
নাহল তরকারি বলেছেন: আমার চিন্তাধারায় এই সমস্যা, ভয় ও আতঙ্ক থেকে এসেছে ভাই।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিড়ি খুবই পুষ্টিকর খাদ্য।
এটা মানুষ আগ্রহসহকারেই খায়।