নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
গত বুধবারে আমি কিছু জাতীয় পরিচয় পত্র পাই, যা আমি রাস্তায় পড়ে থাকতে দেখি। আমি আমি এগুলো খামে ভরে, প্রাপক কে রেজিষ্টার্ড ডাকে পাঠিয়ে দেই। এরকম আমি বেশ কয়েকবার মানুষের জাতীয় পরিচয় পত্র খামে ভরে পাঠিয়ে দিয়েছি। কেউ কেউ ফোন করে প্রাপ্তি স্বীকার করেছেন, ফোনে ধন্যবাদ দিয়েছেন। কেউ কেউ আবার জাতীয় পরিচয় পত্র পেয়ে “ধন্যবাদ” জানানোর প্রয়োজন বোধ করে নাই। আপনারা যদি রাস্তায় কারো ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র বা এরকম গুরুত্বপূর্ন ডকুমেন্ট পেয়ে থাকলে পোস্ট অফিসে রেজিষ্টার্ড ডাকে পাঠিয়ে দিবেন। এটা সুনাগরিকের লক্ষন।
বেশ কিছু দিন আগে আমার এক পরিচিত লোককে একটি মানিব্যাগ উপহার দেই। এই মানি ব্যাগ তাকে ডাকযোগে পাঠাই। ডাক বিভাগে যে এমন সার্ভিস দেয়, সে সেটা জানতোই না।
আমি মুসলিম। তাই আমি নিয়মিত আমার বন্ধু বান্ধব, শিক্ষক, পরিচিত সরকারি কর্মচারী, ব্যাংকের ম্যানেজার কে চিঠির মাধ্যমে ঈদ মোবারক জানাই। গত কুরবানীর ঈদে প্রায় ২২ টির মত চিঠি লেখি। এই চিঠি গুলো আমি পোস্ট অফিসে জমা দেই। সেই চিঠি পোস্ট অফিস ডেলিবারি দেয়। ফেসবুকে ও ঈদের শুভেচ্ছা জানানো যায়। কিন্তু এতে চিঠির মত আবেগ পাই না। ফেসবুকে কোন শুভেচ্ছা পাঠালে সেটা কৃত্রিম মনে হয়।
এখন আসল কথায় আসি। সামনে হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসব আসতেছে। চারজন হিন্দু বন্ধুর সাথে ভালো সম্পর্ক। তাকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে চারটি চিঠি প্রিন্ট করেছিলাম। ভয়ে আর সেটা পোস্ট অফিসে জমা দেই নাই। এখন রাজনৈতিক অবস্থা খারাপ। বাহির দিক থেকে রাজনৈতিক অবস্থা ভালো মনে হলেও, রাজনৈতিক পরিবেশে ঘুমোট আবহাওয়া বিরাজ করছে। “আমি আমার বন্ধু কে সারদীয় শুভেচ্ছা জানালাম” এটা নিয়ে হয়তো কোন ব্যাক্তি কিছু কথা বলতে পারে। সেই কথা শুনে কোন হিন্দুর হৃদয়ে ব্যাথা অনুভব করবে। সেই থেকে একটি রাজনৈতিক ইস্যু সৃষ্টি করে, রাজনৈতিক ফায়দা লুটতে পারে। মাঝখানে আমি আর আমার বন্ধুরা বলির পাঠা হওয়া লাগবে। তাই সার্বিক চিন্তা করে পরে আর সেই চিঠি পাঠাই নি। নির্বাচিত সরকার আসলে, পরের বছর বেচে থাকলে, হিন্দু বন্ধুদের শুভেচ্ছা পত্র পাঠাবো।
০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
দূর্গা দেবী এবার কি নিয়ে এলো?
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬
নাহল তরকারি বলেছেন: আমার এক পরিচিত হিন্দু ছোট ভাই বলেছে “পালকি” নিয়ে আসবে।
৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগমি ঈদে আমাকেও একটা চিঠি দিয়েন।
০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭
নাহল তরকারি বলেছেন: আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক আমাকে ই-মেইল করবেন [email protected]
৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হিন্দু বন্ধুকে পূজার শুভেচ্ছা জানালে কেউ কিছুই বলবেনা; আপনি যা ভাবছেন তেমন হওয়ার সম্ভাবনা নেই। আমার বন্ধুদের কে আমি শুভেচ্ছা জানাই। কিছুতো হয়নি?
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২১
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিঠি পাঠাতে মোবাইল নাম্বার লাগেনা গুরু। ই-মেল করত হবে কেন!! আমি এখানেই আমার ঠিকানা দিচ্ছি।
মোঃ সারোয়ার সোহেন
উত্তর বাড্ডা, তেঁতুলতলা রোড, ওমর আলী মেম্বার বাড়ি, গুলশান, ঢাকা-১২১২
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২
নাহল তরকারি বলেছেন: আপনার আসল নাম, আর মোবাইল নম্বর।
৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭
আজব লিংকন বলেছেন: সত্যি আপনি খুব সুন্দর মনের মানুষ।
পাঠালে কি এমন সমস্যা হবে! চিঠি তো শুভেচ্ছা দেওয়াই যায়। এরকম চিন্তা করবেন না চিঠিগুলো পাঠায় দেন ভাই।
০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২
নাহল তরকারি বলেছেন: ওকে ভাই।
৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৎ মানুষ আর মানবতার পক্ষে আমি,
এবং তাদের কে আমি সৎ বন্ধু বলে মনে করি ।
......................................................................
জাতিগত দন্ধটা এখানে বৃটিশ আমল থেকে বীজ বপন করেছে ।
যেন আমরা শান্তিতে বসবাস করতে না পারি ।
যেমন আরব দেশে ইসরাঈলকে বসায়ে রেখেছে ।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৫
নতুন বলেছেন: সম্প্রিতির প্রচারনা বেশি করতে হবে। হতেই ধমান্ধরা ঠিক ম্যাসেজ পাবে।