নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ হয় দেখি যখন,
শীত রাতে জড়সড় মুখ,
কাগজকুটো্র আগুনে মানুষ,
খোঁজে জীবন গল্প হাসি কান্নায়,
ভাবি-আর হেঁটে যাই আপন মনে।
দুঃখ দেখে-রাস্তা ধারের ভিখারীকে,,
দু মুঠো ভাতের হাহাকারের কান্নায়,
ভগবান খোঁজে,অযথাই সকাল,দুপুর,রাতে,
কষ্ট হয়,তবুও আমি সেই পুরোনো আমি।
দুঃখ দেখি যখন-ষ্টেশন কুলি চিলিম নেশায়,
ভুলে যেতে চায় ওরা আকাশ গান,
ফেলি ক ফোঁটা চোখের জল,
সাহস নেই কিছু করার-হেঁটে যাই আবার।
দেখি না খাওয়া ছেলেটার মুখ,
মুখ ছড়ানো বাঁচার সুর,
অনাথ-সোচ্চার তবু জীবন গানে,
ভেসে যাই কান্নায়-দেখি,তবু বলার নেই কিছু।
দেখি রাস্তার ধারে স্বাধীনতার গল্প,
মা হারা ছেলের কান্না হারায়নি আজও,
আছে বুভুক্ত মুখ,
স্বাধীনতা কি অধিকার শুধু ওদের একার?
কতকাল আর আকাশ দেখা,
কতকাল আর কান্নায় ভেজা,
সবাই খোঁজে মুক্তির আকাশ,
আগামী আলোর স্বছ সকাল।
ভেবেছি বদলাবো এই স্বাধীনতার শৃখল,
বিদ্রোহীর স্রোতে ভেঙ্গে দেব মুখ আর মুখোস ,
পারিনি কিছুই,
আমি স্বাধীনতার আরেক অসহায়।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৩
ইল্লু বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৪
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
বিজন রয় বলেছেন: দারুন, গণমানুষের কবিতা।
এরকম আরো চাই।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৪
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লিখতে থাকুন। সুন্দর লেখা
কিছু টাইপিং মিসটেকে মনে হয় বানান ভুল হয়েছে, ঠিক করে নিবেন।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৫
ইল্লু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ কবিতা। বেশ ভালো লাগলো। ধন্যবাদ।