নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসী তবে সেটা আমাদের মন মতো হতে হবে।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮

সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পুজা উপলক্ষে সুন্দর ব্যানার আপলোড এর জন্য।

হিন্দু ভাই বোনদের বিজয়া দশমীর শুভেচ্ছা। আমাদের এই বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল কিংবা মুসলিম। সবাই মিলে এই দেশ। সং্খ্যলঘু বা সং্খ্যগুরু নামক জঘন্য বিষয় আমার ভালো লাগেন। আমি একজন মডারেট মুসিলিম। আমার ধর্ম আমারে শিক্ষা দেয় অন্য ধর্মের লোকেদের সম্মান করা আমার ঈমানী দায়িত্ব। কারণ ইহা আমার রবের নির্দেশ। যদি আমি তা না মানি তাহলে আমি মুসলিমই না। অন্য একটি ধর্মের লোকেরা পুজা সেলিব্রেট করছে সেখানে গিয়ে ইসলামি গান গাওয়া শুধু পুজা পালনকারী দের প্রতি অত্যাচারই না বরং সরাসরি পবিত্র দ্বীন ইসলামকে অসম্মান অবমাননা ও হেয় প্রতিপন্ন করা।

প্রিয় হিন্দু ভাই-বোন গণ,
অনুগ্রহ অনুগ্রহ করে বাংলাদেশের কথিত ইসলামি দলগুলোকে দিয়ে ইসলাম ধর্মকে মূল্যায়ন করবেন না। আমরা মুসলিমগণ নবী মুহাম্মদ স: কে নবী রাসুল ও নেতা মানি। তিনি বলেছেন যারা অমুসলিম দের উপর অত্যাচার ও জুলুম করে তারা আল্লাহ ইসলাম ও নবীর দুষমন। আমরা ডে অফ জাজমেন্টে বিশ্বাস করি। মুহাম্মদ স: বলেছেন - ডে অফ জাজমেন্ট এ তিনি সে মুসলিম দের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা অমুসলিম দের উপর অত্যাচার করেছে।

আপনারা যদি মিডল ইস্টে ঘুরতে যান দেখবেন সেসব দেশে অন্য ধর্মের লোকেদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিশেষ করে আপনি যদি দুবাই যান সেখানে ল্যাংটা হাটলেও আপনি নিরাপদ।

আমি জানি আপনারা এই পূজায় ভালো নেই। ভারাক্রান্ত মন। জঙ্গি হামলার ভয় আপনাদের মন ভরে পুজা করতে দেয়নি। কিন্তু আপনারা ধৈর্য্য হারা হবেন না। জালিমের পতন অনিবার্য। শুধু কিছু সময়ের অপেক্ষা। জীবন একটাই। মৃত্যু অনিবার্য। দেখুন ঢাবিয়ান নামক একজন হত্যার উদ্দেশ্যে তার সাথে যাদের মতের অমিল তাদের তালিকা প্রস্তুত করেছে। হাসিনার পতনের পরের দিন ভুয়া মফিজ নামক একজন মন্তব্য করছিল "কেউ যেন পোস্ট ও মন্তব্য ডিলিট করতে না পারে"। তারপরও দেখুন আমি নিজের নামে লিখছি। কারণ আমি জানি আমার মওত ঠিক সেভাবে হবে যেভাবে আল্লাহ আমার মওত লিখে রাখছেন। আর এটাই ঈমান।

ছবি- আমি।
আমার সাথে কয়েকজন হিন্দু সহকর্মী কাজ করেন। আমরা যেমন ঈদের ড্রেস এর জন্য একসাইটেড থাকি, ওরাও পুরা বছর পূজার জন্য অপেক্ষা করে। পুজার জন্য স্পেশাল শাড়ি কিনে। উপরে দেয়া ছবিটি দেখুন। বাঙালী নারী কোন উৎসবে যখন শাড়ি পরে তাকে অপরূপা লাগে। কিন্তু অধিকাংশ মৌলবাদীরা যেহেতু পুরুষের প্রতি এডিকটেড তাই নারীর সৌন্দর্যের প্রতি জেলাস।

মন্টপে গিয়ে ইসলামি গজল গাওয়া,কট্টর উগ্রবাদী হয়েও তাদের মন্টপে গিয়ে মন্ত্র পড়া ভন্ডামি ও নষ্টামি। অনুগ্রহ করে ভন্ড ও নষ্ট ও কোরানের নির্দেশ অমান্যকারীদের দিয়ে ইসলামকে জাজ করবেন না।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২১

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষের মধ্যে এই রোগ বেশি!

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের হেল্প করছে এমন বলা যাবেনা।
৩২ নং এ বঙ্গবন্ধুর বাড়ি ভাংচুর লুটপাট নিয়ে কথা বলা যাবেনা।


বললেই আপনি ভারতীয় রাজাকার।

২| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৩

ডার্ক ম্যান বলেছেন: সাম্প্রতিক সময়ে এটার বড় উদাহরণ ম্যাজিস্ট্রেট উর্মি। চাকরি তো গেল। সাথে রাষ্ট্রদ্রোহিতা মামলা ফ্রী।

জামায়াতের যে নেতা গীতা পাঠ করলো, আওয়ামী লীগের কোনো নেতা গীতা পাঠ করলো হইছিলো।
মোল্লারা এখন নতুন ফতোয়া দিচ্ছে, সুদ হালাল। যেহেতু রাষ্ট্রপ্রধান একজন সুদী।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রাণ বললেন, খুলে সমালোচনা করুন। যখন চোখে আঙ্গুল দিয়ে দোষ দেখিয়ে দেয়া হল তারপর দমন পীড়ন নির্যাতন হত্যার উদ্দেশ্যে তালিকা প্রস্তুত করা শুরু করল। তারেকের সমালোচনা করাই হিরু আলমের মত প্রায় পাগল একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করতে চাওয়া হলো।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৮

মিরোরডডল বলেছেন:





ঢাবি কিছু ব্লগারের নাম লিখে পোষ্ট করে যারা আওয়ামীলীগের সমর্থক এবং সরকার পতনের পর তাদের আর ব্লগে দেখা যাচ্ছে না। সেই পোষ্ট দেখে, I was very disappointed.

মতের অমিল হলে লেখার উত্তর লেখা দিয়ে হবে, এভাবে লিস্ট করে তাদের হাইলাইট করা বিষয়টা একদম ভালো লাগেনি।
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু দিনশেষে সামুতে তাদের একটাই পরিচয়, তারা সহব্লগার।

একদল ক্ষমতাসীন থাকতে অন্যদের কটাক্ষ করবে, আবার সেই দল ক্ষমতা হারালে অন্যদল তাদের লিস্ট করবে।
সামু বাংলাদেশের পার্লামেন্ট না।
We don't wanna see this kind of behavior and attitude here.

ঠিক একইভাবে এই পোষ্টে উল্লেখিত স্টেটমেন্টের জন্য অবজেকশন জানাচ্ছি :

দেখুন ঢাবিয়ান নামক একজন হত্যার উদ্দেশ্যে তার সাথে যাদের মতের অমিল তাদের তালিকা প্রস্তুত করেছে।

হত্যার উদ্দেশ্যে???? are you out of your mind?
সেই পোষ্ট যেমন আপত্তিজনক ছিলো, your statement is much more offensive too.
you must edit your wording.

কোন হত্যার উদ্দেশ্য নিয়ে সেই পোষ্ট লেখা হয়নি।
কাউকে এভাবে একিউজ করার আগে দশবার চিন্তা করবে।

সামু কমিউনিটি ব্লগ।
এখানে ধর্ম এবং রাজনীতি নিয়ে সকল ভিন্নমতের ব্লগারদের প্রতি আমরা পারস্পারিক সহমর্মিতা এবং রেস্পেক্ট আশা করি।



১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখুন ঢাবিয়ান নামক একজন হত্যার উদ্দেশ্যে তার সাথে যাদের মতের অমিল তাদের তালিকা প্রস্তুত করেছে।

সে যে হত্যার উদ্দ্রশ্যে এই তালিকা করেনি তা কিভাবে আপনি নিশ্চিত হলেন? তার সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? যখন কোন বিরোধী মতাদর্শের ব্লগারদের যখন তালিকা প্রস্তুত করা হয় তখন উগ্র জঙ্গিবাদী কর্তৃক তাদের হত্যার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং প্রত্যক্ষ বা সরাসরি না হলেও পরোক্ষ ভাবে তালিকাভুক্ত ব্লগারদের জঙ্গি বা অন্য যে কেউ কর্তৃক হামলার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

এখানে কোন এবিউজ করা হয়নি। এখানে যা সত্য তাই তুলে ধরা হয়েছে।

আপনি কাইন্ডলি বারবার ঢাবিয়ান নামক এই লোকের পক্ষে কথা বলে আপনার প্রতি আমার সম্মান ও ভালোবাসাকে অসম্মান করবেন না।

৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২১

নতুন বলেছেন: বিশেষ করে আপনি যদি দুবাই যান সেখানে ল্যাংটা হাটলেও আপনি নিরাপদ। =p~

ভাই ল্যাংটা হাটলে আপনাকে ১০ মিনিটের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করইয়া থানায় নিয়া যাবে, তারপরে জরিমানা+জেল খাটার পরে বাড়ী পাঠিয়ে দেবে। B-)

তবে জনগন পুলিশে ফোন করবে। নিজেরা কিছুই বলবেনা।

তবে দেশের মানুষের ভন্ড আছে। তারা নিজের মতের বিরোধীতা নিতে পারেনা, সমালোচনা করতে গিয়ে আঘাত করে।

ভাই, রাগের মাথায় কিছু করে ফেলা, নিজের সার্থ হাসিলের জন্য পরিকল্পনা করে কিছু করা। হিট অফদা মমেন্টের অপরাধ সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভবনা।

কিন্তু সমাজে অপরাধের বিচার হলে মানুষ অপরাধ করার আগে ১৪ বার ভেবে দেখবে।

হিরু আলমের পিটুনির জন্য গ্রেপ্তার হলে, সাজা হলে এমন কাজ ভবিষ্যতে কমে যাবে এটার লক্ষেই সরকার কাজ করছে।

আরব বিশ্বে ওয়াজ নিষেধ, দেশে মানুষ বিধর্মীদের খারাপ দৃস্টিতে দেখার জন্য ওয়াজবাজ হুজুররা দায়ী। এটা মনিটর করতে হবে।

মুসলমানেরা তাদের ধর্মের দাওয়াত দিক। অন্য ধর্মের মানুষেরাও তাদের ধর্মের দাওয়াত দিক। কিন্তু বাংলাদেশের শুরুই হয়েছিলো পাকিদের বৈষম্যের বিরোধিতা করতে গিয়ে। এখানে নতুন করে বৈষম্য তৈরি করার ভাবনা বন্ধ করতে হবে।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: দুবাই এ আইন নিজের হাতে তুলে নেয়ার সিস্টেম নাই। আমি দুবাই ছিলাম ২ বছর। লেংটা না হলেও প্রায় লেংটা হয়ে দুবাইতে ললনাদের চলাচল করতে দেখা যায়।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৫

ডার্ক ম্যান বলেছেন: দেখুন ঢাবিয়ান নামক একজন হত্যার উদ্দেশ্যে তার সাথে যাদের মতের অমিল তাদের তালিকা প্রস্তুত করেছে। হাসিনার পতনের পরের দিন ভুয়া মফিজ নামক একজন মন্তব্য করছিল "কেউ যেন পোস্ট ও মন্তব্য ডিলিট করতে না পারে।


ঢাবিয়ানের উদ্দেশ্য কি ছিলো সেটা পরিস্কার নয়। তবে সেটা যে সৎ ছিলো না, সেটা পরিস্কার।

ভুয়া মফিজ সাহেবকেও এখন কম দেখা যায়।

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুয়া ভালো লোক। মন ভাল। আবেগের ঠেলায় বা রাগের হেতু বলছেন। উনি ব্যস্ত থাকেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৫

ডার্ক ম্যান বলেছেন: মিরর আপু @ সবাই যদি আপনার মতো সহজ সরল হত তাহলে কথাই ছিলো না।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি কয়েকজন টক্সিককে ভালো ভেবে ভুল করেন। সামান্য মতের অমিল হলে কিংবা রাজনৈতিক বিরোধ এএ যে যে তার সহব্লগারদের জঙ্গি হামলার সম্মুখীন করে তারে সাপোর্ট দেয়া দু:খজনক।

৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৯

পবন সরকার বলেছেন: মুর্তি ভাঙলেই সে বেহেস্তে যাবে এমন কোন হাদীস মনে হয় নাই।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কারও ধর্মানুভুতিতে আঘাত দেয়ার পারমিশন ইসলামে নেই।

৮| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৭

নতুন বলেছেন: লেংটা না হলেও প্রায় লেংটা হয়ে দুবাইতে ললনাদের চলাচল করতে দেখা যায়।

;) ছি ছি ভাই আপনি কাম কাজে ঠিক মতন না কইরা ললনাদের দিকে চাইয়া ছিলেন B-))

ভাই অপরাধের ঠিক মতন সাজা হইলে আমাদের দেশেও মানুষ সোজা হইয়া চলে।

দুবাইতে কোন নারীকে বাংলাদেশীরা টিজ করেনা! রাস্তায় ময়লা ফেলেনা, মারামারি করেনা।

কারন সবাই জানে, পুলিশে সুপারিসে কাজ হবেনা। প্যাকেট কইরা দেশে পাঠাইয়া দেবে।

দুনিয়া শক্তের ভক্ত।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখালে তো দেখতে হবে। যদি বলি দেখিনাই তাহলে সেটা মিথ্যা। মিথ্যা বলা সম্ভব না।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

বাকপ্রবাস বলেছেন: আমি ধার্মিক এই বিষয়টা মাথায় গিজগিজ না করলে স্বাভাবিক থাকা যাবে, যে যেই ধর্মের হোক আমার মাথায় যেন সেটা সমস্যা না করে, মিলেমিশে থাকার মানসিকতা থাকলে আর প্রবলেম হয়না। আমি মুসলমান কিন্তু পুজা দেখতে যাব, এটাই আমার ধরন, এখন কেউ যদি বলে তুমি যেতে পারবেনা তার মাথায় হাতুড়ি পেটা করব।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১০| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



শুভ বিজয়া।
সবার জন্য শুভ কামনা।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ বিজয়া।

ধন্যবাদ আপনাকে।

১১| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



পুজা মন্ডপে গিয়ে শিবিরের ৬ জন সদস্য গজল/ইসলামী গান গাইলো; আপনি বলছেন যে, তাদের আচরণ দিয়ে ইসলামকে "জাজ" না করতে; কাদের আচরণ ইসলামের সম্পুরক?

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মোহাম্মদ গোফরান এর আচরণ দিয়ে। আমি বিশ্বাস করি আমি একজন ভালো মানুষ। এবং আমি একজন মুসলিম।

১২| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৬

কামাল১৮ বলেছেন: গাজী সাহেব, বিনিময়ে এক হুজুর পুজামন্ডপে নিজে গীতার শ্লোক মুখস্ত বলেছে যশোরে।আমি শুনে অবাক হয়ে গেলাম।এতো বড় শ্লোক সে মুখস্ত করলো কি ভাবে আর কেনই বা করলো।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ওরা আসলে ভন্ড।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৫

এনামেল হউক বলেছেন: Says the gofra bitch supporting the Digital Security Act implemented during the Awami era.

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বলদ।

১৪| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাতে ইসলামী তো খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসছে।
আপনার তখন কী উপায় হবে?
আপনার পেশার কী হবে?
আপনি তো নাজায়েজ পেশায় আছেন।
সামনে আপনরা খবর আছে।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: জীবন একটাই। মৃত্যু অনিবার্য। আমার মওত কিভাবে হবে পূর্ব নির্ধারিত। তাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। অত্যাচারীর সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। এতে মৃত্যু হলে আমি আমি শহীদ। শহীদ হলে ইহকালে আমার পরিবারের দায়িত্ব আল্লাহ নিবেন। পরকালে জান্নাত।

১৫| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভুয়া ও ঢাবি উগ্র মানুষ।
এমন মানুষ বেশী থাকলে দেশের খারাপ ছাড়া ভালো হয় না।

১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: দু:খিত। আমি এই মন্তব্যের প্রতিউত্তরের আমার আগের জবাবটি ও বর্তমান মন্তব্যটি মুছে দিলাম।

১৬| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাকস্বাধীনতা মানে মিথ্যাচারের স্বাধীনতা নয়, হেইট স্পীচ ছড়ানোর স্বাধীনতাও নয়।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কোনটা মিথ্যাচার?

স্বাধীনতা বিরোধী দের হেইট না করে কি করবে?

১৭| ১৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

এনামেল হউক বলেছেন: No need to sign an empty reply to identify yourself; we already know you from your nature — 'boldami'.

১৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি।

ব্লগার চাঁদগাজী মহোদয় আমাকে আর্থিকভাবে সহযোগিতার জন্য ইমেইল করেছিলেন।
আমি তাকে সবিনয়ে বলেছি যে আমি আমার নিজের চেষ্টায় বেঁচে থাকতে চাই ।
আপনাদের শুভ কামনাই আমার জন্য যথেষ্ট।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো থাকবেন সব সময়।

১৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: আমি মোহাম্মদ গোফরান এর আচরণ দিয়ে। আমি বিশ্বাস করি আমি একজন ভালো মানুষ। এবং আমি একজন মুসলিম।



মক্কা বিজয়ের পর নবীজী ৩৬০ টি মুর্তি ভেঙ্গে চুর্ন বিচুর্ন করেছিলেন। আপনি তার পেয়ারা উম্মত হয়ে কয়টা মুর্তি ভাঙতে পেরেছেন?
রোচ হাশরের দিন উনার সামনে মুখ দেখাবেন কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.