নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

মডারেশনের প্রতি অনুরোধ প্লিজ ব্লগে ন্যায় বিচার নিশ্চিত করুন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০

ব্লগে থাকার ও লেখার কোন ইচ্ছা বা ইন্টারস্ট আপাতত নাই। এটা আপাতত শেষ পোস্ট সবাই ভাল থাকবেন।


ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ করে প্রতিদিন ১ টি পোস্ট ও গড়ে ১৫/২০ টি মন্তব্য করে কিছু ব্যক্তি আক্রমণ কারী । কোন ব্লগার যদি ব্লগের নীতিমালা ভাঙে তাকে দমন করার জন্য ব্লগ টিম ও মডারেটর আছেন। ব্লগার সোনাগাজী যদি ব্যক্তি আক্রমণ এর দায়ে অগণিত বার নীতিমালায় আসে, তাহলে এসব গায়ে পারা দিয়ে যারা ঝগড়া করে তাদের কেন একবারও নীতিমালাতে আনা হয়না? কিসের দুর্বলতা অন্য ফেতনাবাজ ফ্যাসাদকারী, ক্যাচাল বাজ, নিন্দুক, মিথ্যুক, হিংসুক এসব গরু ছাগল এর প্রতি?।ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ২/৩ টা সাইকো মাল্টি থেকে ১৫/২০ জনের ভেক ধরে ব্লগারদের হত্যার উদ্দেশ্যে তালিকা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, বিএনপি জামাত কাঠমোল্লাদের নোংরামির সমালোচনা করলে অকথ্যা ভাষায় গালিগালিগালাজ করছে। মতের অমিল হলেই ব্লগ থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছে। বিএনপি জামায়াত ঘরনার ২/৩ জন মুই কি হণুরে ভেক ধরছে।

শুধু মাত্র মডারেশনের সাথে জড়িত দুইজন এর ছায়া তাদের উপর আছে বলে তারা প্রতিদিন ভিন্নমতের ব্লগারদের নোংরা ব্যক্তি আক্রমণ করছে। হক কথা বলার অপরাধে স্বয়ং মডারেটরকে জবাবদিহি করতে বাধ্য করছে। সারাদিন বিএনপি জামাতের দালালি করে পোস্ট দেয়, ভিন্নমতের ব্লগারদের গালি গালাজ করে অথচ এই ইবলিশ এর ভাইরা ভাই দের কেউ বিএনপি জামাত বললে মডুকে ডেকে নিয়ে আসছে। আর মডু বারবার এই নোংরা নর্দমার কীঠদের কথা শোনছেন।

মডারেটর বলুক এই ব্লগে কথিত জাতীয়তাবাদী ভেক ধরা একটা ঘৃণ্যরা যা ইচ্ছা তা করবে। নীতিমালা তাদের জন্য না। এটা তাদের বাপের ব্লগ, এই ২/৩ জন নরপিশাচ ১৫/২০ জনের ভেক ধরে ব্লগকে ডাস্টবিন বানাবে কেউ কিছু বললে তারে ব্যান করা হবে তাহলে আমার কোন চাওয়া নেই। কিন্তু মডারেশন যদি বলে এই ব্লগে ফ্যাসিস্ট ও ছাগু ছাড়া সকলের অধিকার সমান। নীতিমালায় মডারেশনের অতিপ্রিয়রা ভাঙুক কিংবা সামুর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নারী ব্লগার শায়মা ভাঙুক অথবা ৯৯% ব্লগার এর প্রিয় ব্লগার মিরোরডডল ভাঙুক। নীতিমালা সবার জন্য সমান তাহলে সম্মানিত মডারেটর এর নিকট বিনীত আবেদন অনুগ্রহ করে উক্ত ১৫/২০ জনের ভেক ধরা ২/৩ জন ঘৃণিত জঘন্য ব্যক্তি কর্ত্তৃক ব্লগার সোনাগাজীকে ব্যক্তি আক্রমণ গালিগালাজ করে প্রতিদিন ১টি পোস্ট ও ১৫/২০ টি মন্তব্য বন্ধ করুন। অনুগ্রহ করে ব্লগারদের নিরাপদ ব্লগিং নিশ্চিত করুন।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ডার্ক ম্যান বলেছেন: বিপ্লবী ঢাবিয়ান সাহেব আমি আপনি সোনাগাজীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে পোস্ট দিয়েছিলেন। আমাকে স্বৈরাচারের দোসর উপাধি দিয়েছিলেন। মডুর অনুরোধে সেটা নাকি এখন সরিয়ে ফেলেছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ফ্যাসিস্ট হাসিনা পতনের পরের দিন এসব ব্যক্তি আক্রমণ কারী ফ্যাসাদপ্রিয় কুলাঙ্গাররা মনে করিছে তাদের বাপ বম্পি জামাত ক্ষমতায় আসছে ফলে বিরোধী মতের সাথে ফ্যাসিস্ট এর মত আচরণ করছে। হাসিনা ক্ষমতায় নাই তারপরও নিজের নামে গুন্ডামি মাস্তানি করার মুরদ নেই। এসব হিজড়াদের পাত্তা দেয়ার কিছু নেই। ব্লগার হত্যার উদ্দেশ্যেই মূলত ঐ তালিকা। মডারেশনের উচিত ছিল ওরে লাথি দিয়ে বের করা ব্লগ থেকে। এরকম একজন তালিকা প্রস্তুত কারীকে অনুরোধ করা দু:খজনক।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৫

গার্ডেড ট্যাবলেট বলেছেন: তু এ বি মা!!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মানে কি?

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

ডার্ক ম্যান বলেছেন: ব্লগার হত্যার উদ্দেশ্যেই মূলত ঐ তালিকা

আপনি তো আমাকে ভয় ধরিয়ে দিলেন। সাবধানে থাকতে হবে দেখছি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি তো জাস্ট ভয় পাইছেন, আমি ঢাবিয়ান নীল আলাশ গং এর ভয়ে রীতিমতো মুতে দিছি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬

এস.এম.সাগর বলেছেন: লেখক বলেছেন: বাপ বম্পি জামাত

আপনি যে শব্দ ব্যবহার করেছেন এর অর্থ কি? দয়া করে উত্তর দিবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝেও না বুঝার ভান করলেন?

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩

এস.এম.সাগর বলেছেন: আমরা সোনা গাজী আর রূপা গাজী বুঝিনা, কিংবা অতিরঞ্জিত জাতীয়তাবাদী বুঝিনা, বুঝতে চাইও না, সত্যটা বুঝতে চাই, সত্য প্রতিষ্ঠা করতে চাই, জারা সত্যকে চাপা দিয়ে পক্ষপাতিত্ব করবে অথবা যে বা জারা পলাতক হাসিনালীগের সাফাই গাইবে কিংবা বর্তমান ও ভবিষ্যতে অন্যায় অপরাধ সমর্থন করবে তাদেরকে জণগনের আদালতে প্রকাশ্যে বিচার করতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: সকল সীমালঙ্ঘন কারী ব্যক্তি আক্রমণ কারীকে নীতিমালায় আনতে হবে। শুধু ৩ জনের ক্ষেত্রে নীতিমালা প্রয়োগ না করার জন্য অনুরোধ করছি।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯

চারাগাছ বলেছেন:
সোনাগাজী নিজেও খোঁচা দিয়ে মন্তব্য করেন, পোষ্ট দেন।
তিনি দীর্ঘদিন যাবত এমনটা করে আসছেন। আমার সাথে তেমন আচরণ করলে আমিও ছেড়ে দিতাম না। তবে কেউ কেউ ছেড়ে দেয়। সবাই এক রকম না।

কারো কারো পোষ্টে পুরোটা না পড়েই মন্তব্য করেন আক্রোশে। কয়েকদিন আগে স্বপ্নবাজের পোষ্টে 'পাকিস্তানী শৈশব' বলে বিদ্রুপ করেছেন বিনা কারণে। ব্লগার মুসাকে চাকুরী না পাওয়ায় হেয় করেন। এইগুলো সঠিক বলে আমার মনে হয় না। আপনি তাঁর স্নেহভাজন মানুষ, তাতে আপনার কিছু মনে হয় না।

আপনার একজন শ্রদ্ধেয় মানুষ খায়রুল আহসান নিয়ে মনোভাব দৃষ্টিকটু এবং বিদ্রুপসুচক।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী নীতি মালা ভাঙলে মডারেশনের বরাবর মেইল করতে বলা হয়েছে। কেউ যদি কোন ব্যাক্তি আক্রমণ এর বিচার নিজেই করে ফেলে তাহলে মডুকে ডাকা নোংরামি। ব্যাক্তি আক্রমণ এর জবাব যা ব্যাক্তি আক্রমণ করে দেয় ওরাও অপরাধী। শুধু একজনকে নীতিমালায় আর ধোয়া তুলসীপাতা দের কিছু করবেনা এটা অনুচিত।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

অস্বাধীন মানুষ বলেছেন: কি হয়েছে এত্ত পাগল আর গরম হলে কি চলে । ধৈর্য ধরুন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সীমালঙ্ঘন এর একটা লিমিট থাকা দরকার।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

অস্বাধীন মানুষ বলেছেন: আমি নতুন ব্লগার বলতে পারেন নেহাত এই লাইনে আমি শিশু । আপনি কিন্তু ৮ বছর পার হয়ে ৯বছরের কাছাকাছি
আপনার মনে আছে কি না আমি জানিনা বা আপনি দেখছেন কি না তাও আমি জানিনা। আজ থেকে ৮ থেকে বছর আগে
ব্লগে যে ক্যাচাল হতো তা এখন কিন্তু হয়না । মডারেটর দের কাছে বিচার দিয়ে বন্ধু কোনো লাভ এইটা হলো ব্লগ এখানে
ক্যাচাল থাকবে মত বিরোধ থাকবেই ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাচাল আর স্বাধীনতা বিরোধ করে রাজাকার ছাগুর ভুমিকায় অবতীর্ণ হওয়া এক নয়।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সোনাগাজীর সাথে আমারো বেশ কয়েকবার মতের অমীল হয়েছে। সে কটাক্ষ্য করে মন্তব্য করে কিংবার তার উত্তর দেয়। তবে তাকে ছাড়া ব্লগে জমেও না। আর আপনীতো অনেক উচ্চ মর্গীয় জন আপনার সাথে অন্যদের মতের অমিল থাকতেই পারে। তবে ভাষার পরিবর্তন চাই। দল মত থাকতেই পারে। আর এত ভিন্নতা রয়েছে বলেই এতো সব আয়োজন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী সামু ব্লগের সম্পদ। উনাকে ব্লগের প্রাণ বলা যায়। ২ একজন সম্মানিত ব্লগার উনাকে দেখতে পারেননা হুদায় কটাক্ষ ব্যাক্তি আক্রমণ সূলভ মন্তব্য এগুলো করার কারণে।তবে যারা উনার ব্যান চায় তাদের ৯৯% বিম্পি ভেক ধরা ছাগু। বিম্পি ভেক ধরা এই ছাগু গুলো চায় সামু অচল হয়ে যাক। কারণ তারা মনে করে ইসলামি রাষ্ট্র বানাতে দবচেয়ে বড় বাঁধা ব্লগাররা। এবং বাংলাদেশকে জঙ্গিস্থান বানাতেও সবচেয়ে বড় বাঁধা ব্লগাররা। এই কারণে এক বিম্পি ভেক ধরা রাজাকারের পাচাটা জারজ ছাগু হত্যার উদ্দেশ্যে কয়েকদিন আগে ব্লগারদের হিট লিস্ট প্রস্তুত করেছিল। সামু ব্লগকে যেসব ব্লগার প্রাণবন্ত করে রাখেন তারা একেকজন একেকমতের। ছাগু ও কাঠমোল্লা বিরোধী দের হত্যার উদ্দেশ্যে তালিকা প্রস্তুত কারী সামু ব্লগকে ব্লগার শূন্য করতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.