নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
শেখ হাসিনার পতনে আমার সমর্থনে আমার প্রিয় লীগ সহব্লগাররা মন খারাপ করছেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন আপনারা দেশের বাইরে থাকেন। চাকুরী করেন। তাই বুঝবেন না কি ভয়ংকর একটি সময়ের মধ্য দিয়ে গেসে ১৬ টি বছর। স্পেশালি ২০১৩ সালের নির্বাচনে জোর করে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার কথিত লীগরা দেশের ব্যাবসায়ীদের উপর অত্যাচার শুরু করে। আমি ছোট্ট একটা ব্যবসা করি। মিডয়া বিজনেস। লীগের সুবিধাবাদী মন্ত্রী এমপি দের মন রক্ষা করা ছাড়া ব্যবসা করা খুবই কঠিন। লীগের আমলে রিয়েল এস্টেট ধ্বংস, শেয়ার বাজার ধ্বংস, মোটাদাগে প্রতিটি ব্যবসার করুণ অবস্থা ছিল। ব্যাংক গুলোতে দিনে রাতে চলেছে হরি লুট।
আমি ব্লগে অনেকবার লিখেছি দেশের ৯০% মানুষ চেয়েছে হাসিনার পরিবর্তন। বিকল্প চেয়েছিল। আগে তো খেয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হবে তারপর দল। দেশের মানুষ জাস্ট জিম্মি ছিল। তৃণমূল ও ত্যাগীদের কোনঠাসা করে দলে জায়গা করে নিয়েছিল দূর্নীতিবাজ ও সুবিধাবাদীর।উদ্ভট মস্তিষ্কের সব পলিসি মেকারদের নিয়োগ দেয়া হয়েছিল। পাপন-সালাউদ্দীন ক্রিকেট ও ফুটবলকে রীতিমতো ধ্বংস করার পরও শেখ হাসিনা ১% স্টেপ নেননি।
আমার কাছে দলের চেয়ে দেশ বড়। আমি লীগ সমর্থন করি কারণ এটি মুক্তিযুদ্ধের পক্ষের দল। যে দল ১৯৭১ সালে আমাদের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিল। কিন্তু একজন দেশপ্রেমিক হিসেবে হাসিনার স্বৈরশাসন মেনে নেয়া আমার পক্ষে সম্ভব ছিলোনা। আমি নিজের চোখে পুলিশ ও ছাত্রলীগকে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালাতে দেখেছি।
হাসিনার আরেকটা নির্যাতন এর কথা বলি। আপনারা জানেন চট্টগ্রামে ৬০% বিএনপি, ২০% ধর্মীয় দল, ২০% লীগ। তাই আমার পরিবারের ও আত্নীয়ের অনেকেই বিএনপি করেন। আমার এক ফুফির বিয়ের ১ মাসের মধ্যে ফুফাকে দুবাই চলে যেতে হয়েছিল মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া থেকে বাঁচতে।কারণ তিনি বিএনপির অনেক বড় নেতা ছিলেন। আসলে চট্টগ্রামে দলের চেয়ে সম্পর্ক বড়। তিনি ৯ বছর পর আসছেন।ফুফির বাড়িতে যেন উৎসব। এরকম চট্টগ্রামে হাজার হাজার পরিবার এখন আনন্দে মুখরিত যাদের ঘরে বিদেশীরা ফিরছেন। হাসিনার স্বৈরাচার এর শিকার আমার পরিবার তাও আমি কখনো লীগ সাপোর্ট পরিবর্তন করবনা কারণ আমি কেন লীগ করি আগেই বলছি।
২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনে গ্রেফতার হওয়া আমাদের এক অভিনেত্রী নওশাবার কথা মনে আছে? আয়না ঘরে টানা ২১ দিন রেখে নির্যাতন করা হয়েছিল। তার অপরাধ সে সরকারের বিরুদ্ধে পোস্ট দিয়েছিল। এরকম শত শত শিল্পী, ফিল্ম-নাটক নির্মাতা, অরগানাইজার, মডেল দের উপর শারিরীক ও শারিরীক ও মানসিক নির্যাতন করেছে শেখ হাসিনার কথিত আওয়ামী লীগ। আর এই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে এসেছে - ৯৮% শিল্পী। এমন সব ঘটনা সম্পর্কে আমি জানি যা জানলে আপনাদের গা শিউরে উঠবে। ওরা ইন্ডাস্ট্রিতে এমন অবস্থা করে রেখেছিল যে, হয় তাদের কথা শোন লীগ কর না হলে আয়না ঘরে যাও।
অনেকে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে শিবির আছে। কথাটা পুরাপুরি ঠিক নয়। শিবির এই আন্দোলন এর সুযোগ নিয়েছে মাত্র। এদেশের মানুষ কখনোই এদের ক্ষমতায় আনবেনা। যদি কখনো প্রকাশ হয় সমন্বয়করা শিবির এর পরের দিন দেশের অন্তত ৭ কোটি মানুষ আন্দোলন করবে। আওয়ামী পন্থী সাংবাদিক গুলো বসে নেই। এরা খুবই টেলেন্ট। মাটির নিচে থেকে হলেও সত্য তথ্য বের করে আনবে। 'র' তো আছেই।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: উররে মাল্টিরে!
২| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৫
সোনাগাজী বলেছেন:
উনার বাবাকে মিলিটারী হত্যা করার পর, ছাত্রলীগ মিলিটারীকে রাস্তায় ফুল ও মিষ্টি কিনে ছিয়েছিলো' এবার ছাত্রলীগের আক্রণকে ও চাঁদাবাজীকে আন্দোলনের থিম হিসেবে নতুন ও প্রাক্তন মিলে, ২ কোটি ছাত্রকে রাস্তায় এনেছিলো শিবির। শেখ হাসিনাও বিতাড়িত হয়েছে ছাত্রলীগের কারণে।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: তৃণমূল ত্যাগী বঞ্চিতরা এই আন্দোলনের সাথে ছিল। কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে।
৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
সোনাগাজী বলেছেন:
উনার সামনে ব্যাংক ডাকাতী হয়েছে, স্টক-মার্কেট ডাকাতী হয়েছে, সিন্ডিকেটরা ও ব্যুরোক্রেটরা সরকারী টাকা ডাকাতি করেছে; উনি কিছু করেননি।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: উনার এই নিরবতাকে লুটপাট এর মৌন সমর্থন মনে করে লীগ থেকে বেনিফিটেড যারা হয়েছিল তারা ৯০% এর মনে ক্ষোভ জন্মেছে।
৪| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫
ডার্ক ম্যান বলেছেন: রাজনীতি করলে মামলা খেতেই হবে। জেলে যেতে হবে। এগুলো নিয়ে ন্যাকামি করে কোনো লাভ নেই। আমাদের এক মুক্তিযোদ্ধা ব্লগারও মামলা খেয়েছিলেন।
গনেশ উল্টে গেছে তাই এখন সব শেখ হাসিনার দোষ। গণেশ আবার উল্টে গেলে শেখ হাসিনা ত্রাতা হয়ে যাবেন।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আওয়ামী লীগ এর প্রধান হিসেবে শেখ হাসিনা আমার কোন কালে পছন্দ ছিল না। আমি ব্লগে নিয়মিত হয়েছি ২০২১। এর আগে ফেবুতে এক্টিভ ছিলাম। ২০১৪ থেকে ২০২০ আমি হাসিনার আওয়ামী লীগ এর সমালোচনা করে ১০০০ পোস্ট দিসি। আমার ফেবু ওয়ালে দেখে নিন।
৫| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০২
আঁধারের যুবরাজ বলেছেন: গত ১৬ বছরের অত্যাচারের যা যা আপনি বললেন , তা সত্ত্বেও আপনি এই ২০২৪ সালের ডামি নির্বাচনে হাসিনাকে সমর্থন দিয়েছেন। একজন মন্তব্য করেছেন , গণেশ উল্টেছে বলে এখন সবাই হাসিনাকে দোষারোপ করছে ! অথচ শুধু ' আওয়ামীলীগের অন্ধভক্ত " ছাড়া সবাই সমালোচনা করেছে , তাদের সবাইকে ট্যাগ করা হয়েছে। আজ গণেশ উল্টানো সত্ত্বেও সেই তারাই হাসিনা বা আওয়ামীলীগের সাফাইও গাইছে !
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ২০২৪ এর ডামি নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন করা ছাড়া আমার কি কিছু করার ছিল? কোন বিকল্প ছিল? এখন তো বিকল্প সৃষ্টি হয়েছে। বিএনপি-জামায়াত আসলে স্বৈরাচার + ধর্মান্ধতা+ মৌলবাদ + দেশ আগগান + দূর্নীতি + লুটপাট সব হত। তাই চাইছিলাম বিএনপি জামায়াত না আসুক। লীগ থাকলে শুধু স্বৈরাচার আর দূর্নীতি এই সমস্যা।
আসলে প্রত্যেক দলে ভালো খারাপ আছে। তারেক কোকো কি করছে আমরা ভুলিনাই। জামাত হেফাজত দেশে কিভাবে জঙ্গি ও আই এস প্রবেশ করাইছে আমরা ভুলিনাই। কোন দলই ধোয়া তুলসিপাতা নয়।
৬| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার বিরুদ্ধে কেউ কমেন্ট কমেন্ট করলে সেই কমেন্টে লাইক দেয়ার জন্য ২৪/৭, চারপাঁচটা মাল্টি চালু রাখে। এরা আমাকে সেলিব্রিটি না বানাইয়া ছাড়বেনা।
৭| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ২০২৪ এর ডামি নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন করা ছাড়া আমার কি কিছু করার ছিল? কোন বিকল্প ছিল?
অবশ্যই ছিল, অন্যায় কে অন্যায় বলতে হবে। যদি আপনার বাস্তবে বিপদের সম্ভবনা থাকতো আপনি ব্লগে নীরব থেকেও অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন। কিন্তু আপনি তা না করে হাসিনার পক্ষে লিখেছেন। আমি আসলে ওই লেখার কথাই বলতে চেয়েছিলাম। তবে যাই হোক,এখন যে সমালোচনা করছেন সেটাও ভালো।
অন্য দল অন্যায় করেছিল বলেইতো ২০০৮ এ জনগণ আয়ামীলীগকেই সমর্থন দিয়েছিলো। আজকে তো ওদের নিয়ে কথা হচ্ছে না ,কথা হচ্ছে হাসিনা বা আওয়ামীলীগকে নিয়ে। ওরা করেছে বলেও আমরাও করেছি , এটা কোনো যুক্তি হয় না।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি জুলাই এর ২৭ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে লিখছি। আপনি আমার ফেবুতে আছেন কিনা জানিনা। যিদি থাকে দেখবেন ১০ বছরে ১০০০ এর মত পোস্ট দিসি হাসিনার আওয়ামী লীগ এর বিরুদ্ধে সমালোচনা করে।
৮| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: বিএনপি-জামায়াত আসলে স্বৈরাচার + ধর্মান্ধতা+ মৌলবাদ + দেশ আগগান + দূর্নীতি + লুটপাট সব হত।
স্বৈরাচার + ধর্মান্ধতা+ মৌলবাদ + দূর্নীতি + লুটপাট এই সবই গত ১৬ বছরে হয়েছে। "কওমি মাতা " খেতাব হাসি মুখে নিয়েছে। হাসিনার আমলেই মৌলবাদ সবচাইতে বেশি বেড়েছে। গণতন্ত্রের চর্চা না থাকলে ,যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা না থাকলে ,আইনের শাষণ না থাকলে মৌলবাদ বেড়ে যাবে। আর দেশ "আফগান হবে " এটা একটা বাজে প্রলাপ।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বললাম তো হাসিনাকে আমার কোন কালেই লীগের প্রধান হিসেবে পছন্দ হয়নি?
৯| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩
কামাল১৮ বলেছেন: আপনি যে চুপা শিবির এটা আমি অনেক আগেউ বুঝতে পেরেছিলাম।আপনি ধর্মনিরপেক্ষ কখনই ছিলেন না।চুড়ান্ত বিশ্লেষণে প্রতিটা ধার্মিক এক একটা শিবির।সেটা আলেম হোক আর মোল্লা হোক।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: জীবনে প্রথম শিবির ট্যাগ খাইলাম। এর আগে বহুবার নাস্তিক ও ভাদা ট্যাগ খাইছি। তো আপনি যেখানে থাকেন সেখানে এখন কয়টা! লাল পানি বা গাঁজা জাতীয় কিছু খেয়েছেন! পূর্বের মন্তব্য ও পুরা পোস্ট না পড়ে ছাগুদের মত মন্তব্য করে বসেন কেন?
১০| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
আঁধারের যুবরাজ বলেছেন: কামাল১৮ বলেছেন: চুড়ান্ত বিশ্লেষণে প্রতিটা ধার্মিক এক একটা শিবির।
আপনার মনে হয় ঘুম হয় না অনেক দিন যাবৎ !
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: বয়স হয়েছে তো - উনাকে ক্ষমা করে দিন। উনাদের কথা একটু এলোমেলো হবেই।
১১| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৫৪
অক্পটে বলেছেন: কামাল ১৮ কে কেউ পাবনায় নিয়ে যান।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা ব্যাক্তি আক্রমণ কারী ছাড়া আর কাউকে পাবনায় না পাটাই?
১২| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৩৩
চারাগাছ বলেছেন:
গোফরান, অবশেষে শিবির ট্যাগ খেলেন!
কামাল১৮ এর আগে বলেছিলো ছাদ থেকে পড়ার ভয়ে আপনি ভোল পাল্টেছেন।
নিষিদ্ধ বয়সের পর ব্লগিং ছেড়ে দেয়া উচিত। পদত্যাগ করা উচিত।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: হক কথা লেখার অপরাধে নীল আকাশ গং বহুত রকমের ছাগলামি করবে। মতের অমিলের জন্য পাগলরা পাগলামি করবে। এগুলো কি পাত্তা দেয়া চলে?
১৩| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫৫
কামাল১৮ বলেছেন: প্রতিটা ধার্মিক অন্ধ বিশ্বাস করে।আর যারা অন্ধ বিশ্বাস করে তারা যুক্তি ছাড়া যে কোন কিছু বিশ্বাস করতে পারে।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: যে যার বিশ্বাস নিয়ে চলুক। অন্যের স্বাধীনতা বা ধর্ম পালনে হস্তক্ষেপ করা ভদ্র লোকের কাজ নয়। ছাগু ও কাঠমোল্লাদের ভণ্ডামি ছাড়া সব ওকে।
১৪| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৫
কামাল১৮ বলেছেন: @ আঁধারের যুবরাজ।আমি এপেল ওয়াচ হাতে দিয়ে ঘুমাই।প্রতিদিন সকালে দেখি ঘুম কেমন হলো।ছয় থেকে সাত ঘন্টা ঘুম হয় প্রতিদিন।এরমধ্যে এক দেড় ঘন্টা গভীর ঘুম হয়।ঘুম কোন সমশ্যা না।সমস্যা হলো চিন্তা চেতনায়।ধর্ম তত্ত্বের উপর অনক বই পড়া আছে আমার বিশেষ করে মার্কসবাদীদের দৃষ্টি কোন থেরে।
তাছাড়া অভিজিৎ রায় তার বিশ্বাসের ভাইরাস এবং রায়হান আবীর্র সাথে যৌথ ভাবে লেখা অবিশ্বাসের দর্শনেও বইতে বিষয়টা স্পষ্ট ভাবে দেখিয়েছিন যুক্তি প্রমান সহ।সেটাই মেনে চলি।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি মাথা ঠান্ডা করুন। ব্লগ থেকে কটা দিন দূরে থাকুন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা আমার পরামর্শ।
১৫| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দোহার নবাবগঞ্জে একটা কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে- যার যা কাম না জোলায় বেঁচে তেল!!
আন্দোলনটা ছিল কোটা সংস্কারের ।
কিন্তু তৃতীয় পক্ষের লোকজন ঢুকে পড়ায় দেশী-বিদেশি ষড়যন্ত্রের কারণে সেটা হয়ে দাঁড়ায় সরকার পতনের আন্দোলন।
৯০ এর গণঅভ্যুত্থানের সাথে এটাকে কোনোভাবে তুলনা করা যায় না ।
এটা একটা ষড়যন্ত্রের ফসল মাত্র।
১৬| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৭
শ্রাবণধারা বলেছেন: অভিনেত্রী নওশাবার ঘটানটি আপনি যথার্থ লিখছেন। এখানে লেজওয়ালা শয়তানের দল আপনাকে জামাত শিবির ট্যাগ দিয়ে এটা গণঅভ্যুত্থান নয় ইত্যাদি বলে আপনাকে আহত করার চেষ্টা করছে আপনি তাদেরকে উপেক্ষা করুন।
ধর্মান্ধরা ধার্মিক নয় আবার কতগুলো নাস্তিক চোখে পড়ে এগুলো বেশিরভাগের লেখাপড়া ক্লাস ফাইভ পাশও নয়, অতএব এদের কথায় আহত হবেন না। আপনি যা অনুভব করেন সেটা নিঃসঙ্কোচে প্রকাশ করুন।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কখন কি লিখব তা ঠিক করে দিতে চাচ্ছে নীল আকাশ গং ও আরও কয়েকজন। এগুলো কি ফ্যাসিবাদ নয়?
ধন্যবাদ।
১৭| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: সহমত
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৮
নীল আকাশ বলেছেন: সারাজীবন ব্লগে আওয়ামী লীগের দালালী করে এসে এখন ব্লগে এইসব পোস্ট দেন?
গত ১৫ বছর এইসব ডায়ালগ কোথায় ছিল?
কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই জামাত শিবির ট্যাগ লাগাতেন, জঘন্য নোংরা ভাষায় গালাগালি করতেন।
আমাকেও কতবার ট্যাগ লাগিয়েছেন তার হিসাবও দিতে পারবেন না।
আওয়ামী লীগ লোক মাত্রই ভণ্ড, বাটপার আর আজন্ম মিথ্যুক।
সুযোগ বুঝে ভোল পাল্টাতে ১ সেকেন্ড সময়ও লাগে না। ঠিক এদের খুনি হাসিনা মতো স্বভাব সবকয়টার।
ব্লগে আর কত যে এইসব হাস্যকর পোস্ট দেখতে হবে!!!
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগ এর দালালি না করে কি রাজাকার জামাত শিবির এর দালালী করব আপনার মত? ছাগলামি করেন বলেই ব্লগে সবাই আপনারে সাগুর দানা বলে।
আপনি বলেছেন - "কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই জামাত শিবির ট্যাগ লাগাতেন, জঘন্য নোংরা ভাষায় গালাগালি করতেন। "
কেউ ল্যিগের বিরুদ্ধে কিছু লিখলে তাকে আমি কখন শিবির ট্যাগ লাগাইছি প্রমান দেন, দিতে না পারলে রিপোর্ট করব মিথ্যবাদী কোথাকার। যান ভাগেন। মিয়া সাগুর দানা নির্লজ্জ আপনারে বলছিনা আমার পোস্টে মন্তব্য না করতে? আরেকবার মন্তব্য করলে কানে ধরে ব্লগের বাইরে রেখে আসব। এখনো আপনার বাপরা ক্ষমতায় আসেনি। মাস্তানি শুরু করে দিছেন ব্লগে। রামছাগল কোথাকার। আমি কখন কি লিখব তা কি আপনার মত সাগুর দানা ঠিক করে দিবেন? আমি স্বৈরাচার এর বিরুদ্ধে লেখা শুরু করছি ১৯ জুলাই থেকে প্রকাশ্যে। ফেসবুকে ১০০০ পোস্ট দিসি স্বৈরাচার এর ও সরকারের সমালোচনা করে। মিথ্যাচার করলে রিপোর্ট করব।
আরে সাগুর দানা আপনার আমারে দেখলে পশ্চাতদেশে আগুন লাগে কারণ আপনি নারী বিদ্বেষী। আপনার গু পোস্টের চেয়ে আমার হাস্যকর পোস্ট অনেক হেলিদি।
১৯| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: জুলুম করে টিকে থাকা যায়না। আয়না ঘরে কত মানুষের উপর জুলুম হয়েছে, জীবন গেছে, তাই ক্ষমতা থাকতেই ভাবতে হয়।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আয়না ঘরের নির্যাতন, এবং সে নির্যাতন এর শিকার আমার প্রাণের সহকর্মীরা জানার পর শেখ হাসিনার প্রতি আমার কোন সম্মান অবশিষ্ট নেই। আমি বঙ্গবন্ধু কন্য বলে উনাকে কত সাপোর্ট দিসি। এখন অনুতপ্ত।
ব্লগে যারা জোর প্রয়োগ করতে চায় অন্যের উপর নির্যাতন করে ওরাও একেকটা হাসিনা।
২০| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০
রানার ব্লগ বলেছেন: ব্রুটাল মেজরিটির ভুতে ওনাকে পেয়ে বসেছিলো। যাক ভুত ছাড়ানো গেলো শেষ পর্যন্ত।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: সকল স্বৈরাচার এর পতন হোক।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৩
এনামেল হউক বলেছেন: উররে পল্টি রে!