নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
প্রথমেই বলে রাখি ছবিটি নব জন্ম নেয়া এক নব জাতকের। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম এর মেয়ে। লিনার কাজিনের বেবি।ওর নাম রাখা হয়েছে আন্দোলন। এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার পরিবার ছিল।ছাত্রছাত্রী ও মিডিয়া প্রফেশানালরা রাস্তায় ও ঘরের মুরুব্বিরা পরোক্ষ ও মানিসিক সমর্থন দিয়েছেন। আমি টানা ১৬ দিন অফলাইনে অনলাইনে রাজপথে হাসপাতালে কোর্টে এই আন্দোলন এর সাথে ছিলাম।
এইবার আসি মূল পোস্টে। গণভবনে ছাত্ররা ঢুকার পর থেকে অত্যন্ত লজ্জাজনক কাজ করছে। আমাদের ১৬ কোটি মানুষের জিনিসপত্র আসবাবপত্র লুটপাট করছে। পুরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। সং্খ্যলঘুদের হুমকি দিচ্ছে। বিশৃঙ্খলা করছে।এই বিজয়ের পর বিএনপি জামায়াত এর সন্ত্রাসীরা আওয়ামী মুক্তমনা সমর্থিত ব্লগার অনলাইন এক্টিভিস্টদের সাথে পোস্ট মন্তব্য ইত্যাদির মাধ্যমে এমন আচরণ করছে যেমন আচরণ করেছিল কথিত ছাত্রলীগ। বাংলাদেশের জনপ্রিয় ইউটুবার সালমান মিক্তাদির যাদের নাম দিয়েছে টুকাই লীগ।
গণভবন লুটপাট এর কিছু ছবি দেখুন। শুধু তাই নয়। জাতীর জনকের ভাষ্কর্য ভেঙেছে কিছু কুলাঙ্গার। সে ছবি আপলোড দিয়ে পৈশাচিক উল্লাস করছে আরও কিছু কুলাঙ্গার।
মনে রাখবেন এই বিজয় আল্লাহ দিয়েছেন। কারণ তিনিই আল ফাত্তাহ। তিনি সীমালঙ্ঘন কারীদের পছন্দ করেন না। দুনিয়ায় আছে তাদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি ও পরকালে চিরস্থায়ী জাহান্নাম।আল্লাহ মাত্র একটি মশা দিয়ে পতন করেছিলেন নমরুদ এর। মাত্র একটি মুখের কথা দিয়ে পতন ঘটিয়েছেন হাসিনার। সে আল্লাহ আপনাকেও মুহুর্তের মধ্যে ডাস্টবিন বানাতে পারে।
।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু ব্লগার ও পাঠক আছেন সম্মান পাওয়ার যোগ্য। যারা সত্য হক ন্যায় এর পক্ষে। এই পোস্ট তাদের। কিন্তু যারা রাজাকারের পা চাটে কুকুর ওদের চেয়ে বেশি সম্মানিত। ওদের কে পাত্তা দেয়?
আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, এবং তার উপর ভরসা করি। আল্লাহ ছাড়া কাউরে ভয় করিনা। তাই এদের চোখে পড়া না পড়া এগুলো আমি পাত্তাই দেইনা।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
এখন মেধাবীদের সাথে মিলে লুটপাটে শরিক হোন।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কোনদিন জালেমের পক্ষে ছিলামনা। ভবিষ্যতেও থাকার সম্ভাবনা নেই।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
নইলে রাজাকার তকমা দুর হবে না
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজাকার গোফরান নামটা শুনলেই "ওই মুক্তি বাহিনীর গোফরান আসছে পালা বল্র দৌড়ে পালায় '
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
আঁধারের যুবরাজ বলেছেন: যে কেন ভাবে পরিস্থিতি শান্ত রাখা উচিত। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতেই হবে। যে যার মহল্লার মানুষজন নিয়ে এগিয়ে আসতে হবে। যারা বঙ্গভবনে লুটতরাজ বা ভাংচুর করেছে ,ওরা সুযোগ সন্ধানী।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। আগে মসজিদ গুলো থেকে বেদাত বের করতে হবে একই সাথে আমাদের সং্খ্যালঘু ভাই বোনদের নিরাপত্তা দিতে হবে।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
রানার ব্লগ বলেছেন:
৩২ নম্বর পুড়ছে। বাহ!! অনেক মজা পাচ্ছি। ইচ্ছে হচ্ছে আন্দোলনকারীদের গালে চুমা দেই।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: লড়াই করল বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্রজনতা, লুটপাট সন্ত্রাস নৈরাজ্য করছে খনিকের পোলা রাজাকাররা।
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
আঁধারের যুবরাজ বলেছেন: পুলিশ এখন ভয়ে আছে ,আর্মির উচিত কিছু দিন নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখা। না হলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। অনেকেই সুযোগ নেবে প্রতিশোধের কথা বলে। আওয়ামীলীগের অনেকের বাসায় হামলা হতে পারে। অনেক মৃত্যু হয়েছে ,থামানো উচিত।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে। জালিম ও সীমালঙ্ঘন কারীদের জন্য দুনিয়ায় আছে যন্ত্রণাদায়ক শাস্তি ও পরকালে চিরস্থায়ী জাহান্নাম।
৭| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
নতুন বলেছেন: ইতিমধ্যে ভারতীয় টুইটারেরা সংখ্যালুঘুদের উপরের আক্রমন শুরু হয়েছে জিকির শুরু করেছে।
ছাত্রদের উচিত হবে সব রকমের ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা এবং অন্যদের বিরত রাখার চেস্টা করা।
সামনে নতুন চ্যালেন্জ নিয়ে কাজ করতে হবে। সবাইকে গঠনমুলক কাজে সামিল হতে হবে। সেটা নিয়ে সচেতনতা বাড়াতে ব্লগে, সোসাল মিডিয়াতে প্রচারনা বাড়াতে হবে।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও তাই বলছি। কিন্তু রাজাকারের ছানাপোনা দের এটা কে বুঝাবে?
৮| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কিছুদিন পোস্ট দিয়েন না। নীরবে থাকার চেষ্টা করেন।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: কেন মেরে টেরে ফেলার সম্ভাবনা আছে?
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
রাসেল বলেছেন: যে অপরাধে সরকারকে পদত্যাগ করতে হলো, সেই অপরাধই জনগন করা শুরু করল।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: তাহলে লাভ টা কি হইল? এই আন্দোলনে সফলতা লাভ করে?
১০| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অকারণে রাজাকার, জামাত, শিবির এই শব্দগুলি বলে বেড়ান আপনার পোস্টগুলিতে। আপনার বুঝতে হবে যে আওয়ামীলীগ না করলেই সে রাজাকার, জামাত বা শিবির না। এটা বুঝতে আপনার আরও সময় লাগবে হয়তো। জামাত, শিবির, রাজাকার নিয়ে আপনি মনে হয় এক সময় ট্রম্যায় ছিলেন। যার কারণে শয়নে, স্বপনে, জাগরনে শুধু জামাত, শিবির, রাজাকার বলে বেড়ান। মেহেরবানী করে এগুলি এখন বন্ধ করেন। সাধারণ মানুষ জানে এই শব্দগুলি রাজনৈতিক হাতিয়ার হিসাবে এখন ব্যবহৃত হয়। আপনি মনে হয় রাজনীতি করেন না। তাহলে কেন এগুলি বলে বেড়ান। জামাত, শিবির আর রাজাকার নিয়ে আপনার কথাগুলি একটু বাড়াবাড়ি পর্যায়ের। কাকে উদ্দেশ্য করে যে বলছেন সেটাও বোঝা দুষ্কর। এগুলি বলে নিজেকে মানুষের কাছে নির্বোধ হিসাবে উপস্থাপন না করাটাই আপনার জন্য মঙ্গল হবে। যারা এখনও ভাবছে যে জামাত, শিবির আর বিএনপি এই বিজয় অর্জন করেছে তারা বোকার স্বর্গে বাস করছে।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: অকারণে জামাত বিম্পির নাম কোথায় নিসি দেখি একটা প্রমাণ দিন। আওয়ামী যারা করেনা তাদের কোথায় রাজাকার জামাত বলছি প্রমাণ দিন। মিথ্যাচার করেন কেন? পারলে আমি পোস্টে কোন লাইনটা ভুল বা মিথ্যা বলছি ধরিয়ে দিন। আমি ভুল স্বীকার করে স্যরি বলতে ও নিজেকে সংশোধন করে নিতে লজ্জা পাইনা।
আমি অকারণে কখন এবং যারা আওয়ামী লীগ করেনা তাদের কখন কোথায় রাজাকার জামাত শিবির বলছি তার প্রমাণ দিবেন। না হলে আপনি আমার কাছে মিথ্যা অপবাদ দানকারী হিসেবে থাকবেন সারাজীবন। এবং আপনার প্রতি সম্মানের জায়গাটাও নষ্ট হয়ে যাবে।আমি নিজে মিথ্যা বলিনা, মিথ্যা বাদীকে পছন্দও করিনা। কারণ মুনাফিক এর ১ নং লক্ষ্মণ মিথ্যচার।
১১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৯
করুণাধারা বলেছেন: বিজয়ের পর লুটতরাজ আর অগ্নিসংযোগের অরাজকতা কখনোই কাম্য নয়। তাছাড়া রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা অধিকারও কারো নেই।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: এটাইতো আমি বুঝাতে চাইতেসি। ফেসবুকে সবাই এই ছবিগুলো আপলোড দিয়ে বলতেছে দেখেন মেধাবীদের কাজকর্ম।
১২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার ভালোর জন্যই বলেছি। আপনি রাগ করলে সমস্যা। আপনি আবেগের বশে অনেক কিছু লেখেন। এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি প্রমাণ দিতে পারলেন না। দিবেন কোত্থেকে আপনার কাছে প্রমাণ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে আমি যে প্যাটার্নে লিখতাম অর্থাৎ জামায়াত এর বিরুদ্ধে লেখা এটা বন্ধ করার মানুষ আমি নই।
জামায়াতের ও জঙ্গিদের বিরুদ্ধে লিখতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে ও ব্যান হতে প্রস্তুত।
১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন ন্যায় নিষ্ঠা নিয়ে কিন্তু শামীম ওসমানও হাকাতো। মনে রাখবেন কি করছেন তার প্রমাণ হবে কর্মে জাতি কাউকে ভুলবে না।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র আল্লাহ ছাড়া আমি নিজেকে কারও কাছে ১% ও ব্যাখ্যা করতে রাজি নই। উপরে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ঠিক থাকে দুনিয়ায় কাউরে আপনার পাত্তা দেয়া লাগবেনা।
১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৮
সোনাগাজী বলেছেন:
গোফরান, আপনি বুঝতেছেন না যে, জাতি কি সমস্যার মাঝে প্রবেশ করেছে; ভয়ংকর অনেক কিছুই ঘটবে সামনে; আপনি পোষ্ট লেখা থেকে দুরে থাকেন; আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা ও চট্টগ্রাম শহরের ভয়ংকর ভয়ংকর ঘটনাগুলোর কথা জানেন না। দেশে এখন মিলিটারীকে পাত্তা না'দেয়ার মতো বাহিনী আছে।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কাল থেকে জাস্ট বিজনেস ছাড়া কিছু বুঝবোনা। ব্লগে আসার সময় হবেনা। আর আপনি আমাকে নিয়ে চিন্তিত হবেন না। আমার জন্ম চট্টগ্রামের সাতকানিয়ায় যেখানে ৯৮% জামাত। জামাতের জন্ম ওখান থেকে। আর লিনার আত্নীয়দের একজন বর্তমানে হেফাজতের সেন্ট্রাল লিডার। এরা আমার একটা লোমও বাঁকা করতে পারবেনা। আর বিম্পি হিজড়া। এগুলো আমার কাছে জাস্ট বাতাস।
১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানাই। একটি সুন্দর দেশ গড়তে হবে। তবে একটা বিষয় না বলে পারছি না। গত একযুগ ধরে যারা বিভিন্ন অপকর্ম করেছে তারা সেম ট্রিটমেন্ট পেতে পারে। এটা প্রকৃতিরই বিধান। টিট ফর ট্যাট ।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সেলিম ভাই আপনি তো স্মার ফেবুতে আছেন। আমি নিজে প্রতিদিন রাজপথে অফলাইনে অনলাইনে ছাত্রদের পাশে ছিলাম। অথচ আমি নিএ একজন চিহ্নিত লীগার। অন্যায় কারী ও জালেম যেই হোক - হোক বিম্পি জামাত অথবা লীগ আমি অলওয়েজ তাদের বিরুদ্ধে।
১৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৬
আলামিন১০৪ বলেছেন: এগ্রী
০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫১
শ্রাবণধারা বলেছেন: আপনি ঠিক কথা বলছেন। আপনাকে ধর্মান্ধ গোষ্ঠির লোকেরা চুপ করতে বলতে পারে, কিন্তু এর বাইরেও কেউ কেউ কেন চুপ থাকতে বলছে এটা বুঝতে পারছি না।
আপনার দেয়া ছবিগুলো দেখে দুঃখিত হলাম। এক গাধার বাচ্চা নারীর অন্তর্বাস হাতে নিয়ে যে ছবিটা দিয়েছে, এর চেয়ে লজ্জাকর কিছু হতে পারে না।
এখন সবচেয়ে জরুরী কাজ ধর্মান্ধ গোষ্ঠিগুলোকে নিবৃত করা। এদের কে ক্ষমতা বলয়ের বাইরে রাখতে হবে, যে কোন ভাবে।
০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা। কারও কাছে মাথা নত করিনা। একজন মডারেট মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি আমার মৃত্যু কিভাবে হবে তা আমার জন্মের আগেই নির্ধারিত। সো কারও ভয়ে আমি চুপ থাকার মানুষ না।
এখন সবচেয়ে জরুরী কাজ ধর্মান্ধ গোষ্ঠিগুলোকে নিবৃত করা। এদের কে ক্ষমতা বলয়ের বাইরে রাখতে হবে, যে কোন ভাবে।
হ্যাঁ। এরা দেশকে আফগান বানাতে চাইলে আরও একটি যুদ্ধ হবে।
১৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৭
আঁধারের যুবরাজ বলেছেন: কিছু দুস্কৃতিকারী সুযোগের সন্ধানে থাকে এবং এই অন্যায় গুলি করে। আবার আওয়ামীলীগের কিছু লোকজন যদি এই সব নাশকতার নেপথ্যে থাকে আমি অবাক হবো না। ওরা চাইবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে। প্রতিবিপ্লবের চেষ্টাও হতে পারে।
০৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ৫-১০% আওয়ামী লীগ আছে যারা ভালো। বাকি ৯০% টোকাই লীগ হয়ে গেসে। আলহামদুলিল্লাহ আমি ৫-১০% এর মধ্যেই।
১৯| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৩
আলামিন১০৪ বলেছেন: শ্রাবণধারা বলেছেন:
এখন সবচেয়ে জরুরী কাজ ধর্মান্ধ গোষ্ঠিগুলোকে নিবৃত করা। এদের কে ক্ষমতা বলয়ের বাইরে রাখতে হবে, যে কোন ভাবে
আপনারা কবে ঠিক হবেন? ধর্ম ছাড়া কি কিছু কিছু চোখে পড়ে না? মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন- ও তাদের মন্দির রক্ষার দায়িত্ব নিয়েছেন অথচ আপনি তাঁদের দোষারোপ করেছেন।
মবকে সামলিয়েছেন কখনো?
২০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৫
রাজীব বলেছেন: শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেননি। ক্ষমতা ত্যাগ করে পালিয়ে গেছেন। ক্ষমতায় এখনো শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি, শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান। তাহলে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এসবের জন্য দায়িত্ব কার?
ছাত্রদের মনোনীত লোকদের কাছে এখনো ক্ষমতা হস্তান্তর হয়নি।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি কি মনে করছেন যে, ব্লগের ৩০ জন আপনার ভাবনাচিন্তার জন্য অপেক্ষা করছেন? আপনি নিজের কাজে থাকেন, মানুষের চোখে পড়িয়েন না।