নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
বিএনপি জামায়াত কি এই আন্দোলন লুট করতে চাচ্ছে?
সেনা বাহিনী প্রধান জামায়াতের আমির শব্দটা এত শ্রদ্ধার সাথে কেন বললেন?
বিকল্প হিসেবে আসিফ নজরুল কেন? ও তো বিম্পি-জামাত। ওরে কে পাত্তা দেয়?
এই বিজয় ছাত্র জনতার।
বিম্পি জামাত আন্দোলন ও বিজয় লুট করার ধান্দা করছে।
সবাই সতর্ক থাকুন।
আমরা বিকল্প চেয়েছি।
রাজাকারদের ক্ষমতায় দেখতে চাইনি।
রাজাকারের গাড়িতে আবার স্বাধীন বাংলার পতাকা উড়ুক এটা চাইনি।
সবাই সতর্ক থাকুন।
বিএনপি জামায়াত আন্দোলন ও বিজয় লুট করতে চাইলে আবার যুদ্ধে যেতে হবে।
এই যুদ্ধ স্বৈরাচার চোর ও রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ওদের মাথায় রাখতে হবে আমরা স্বৈরাচার এর পতন চেয়েছি। বিএনপি জামাতকে চাইনি। যারা তুলতে পারে তারা আছাড়ও মারতে পারে।
২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৭
সোনাগাজী বলেছেন:
দেশ বদলে গেছে, আপনি পোষ্ট টোষ্ট কম দেন।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: মৃত্যুকে যে ০% ভয় করেনা তার কাছে আজরাইল পর্যন্ত আসেনা ওরা জাস্ট দুধভাত।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
জুন বলেছেন: গোফরান দয়া করে কিছুদিন এই বিম্পি জামাত তসবিহ পড়া বাদ দেন। আমিও ব্যক্তিগত ভাবে তাদের পছন্দ করি না, যেমন করি না আয়ামীকে। এখন আয়ামীকে অপছন্দ করলেই কি সবাই বিম্পি জামাত হয়ে যাবে?? অতিরিক্ত কচলালে মিষ্টি জিনিসও তেতো হয়ে যায়। যেটা আয়ামীলিগের ক্ষেত্রেও হয়েছে। ছেলেপুলেরাও যেমন জেদের চোটে আন্দোলনের সময় বলেছে "হ্যা আমরা রাজাকার "।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: আপু এই আন্দোলন ছাত্রদের। দলমত নির্বিশেষে বাংলার ৯০% মানুষের। কেউ এই আন্দোলন ও বিজয় লুট করতে চাইলে আমি বিরোধিতা। এতে আপনার বিরক্ত লাগলেও আমার কিছু করার নেই। স্যরি।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২১
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: বিম্পি-জামাত আসলে আবার আন্দোলন হবে।
এখন থেকে বাংলাদেশ হবে বিম্পি-জামাত-লীগ মুক্ত।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত। আমিও সেটা চাই। আমি একদিন রাস্তায় নেমে ছাত্রদের সাপোর্ট দিসি দেশে একটা সৎ সভ্য ন্যায় পরায়ণ অবিভাবকের জন্য।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
সোনাগাজী বলেছেন:
২/১ সপ্তাহ কিংবা ২/৩ মাসের মাঝে বুঝতে পারবেন যে, বুদ্ধিহীন শেখ হাসিনাকে পরাজিত করেছে জামাত-বিএনপি ও প্রাক্তন সামরিক অফিসারেরা।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: শেখ হাসিনার পরাজয়ই দেশের ৯০& মানুষের চাওয়া ছিল। বিএনপি জামায়াত এই আন্দোলন লুট করতে চাইলে আবার লড়াই হবে।
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার পরাজয়ই দেশের ৯০& মানুষের চাওয়া ছিল।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ৯০% লিখতে চেয়েছিলাম। ধন্যবাদ।
৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ৯০% লিখতে চেয়েছিলাম। ধন্যবাদ।
বুঝেছি ,আপনার ওই বক্তব্যের সাথে একমত।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আবারও সহমত এর জন্য।
৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৩
জুন বলেছেন: এই বিজয় ছাত্র- ছাত্রীদের এটাই বলতে চাইছি। যদি জামাত ক্ষমতায় আসতে চায় তাদের সরানো এই ছাত্র জনতার কাছে কোন ব্যাপার না।
০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: এতদিন স্বৈরাচার এর বিরুদ্ধে ব্লগ্র রাস্তায় ফেবুতে কোর্টে লড়াই করছি দেশ ও দেশের মানুষের দরকার ছিল তাই।হাসিনা পলায়ন এর পর জামায়াত শিবির এর বাংলাকে আফগান বানানোর লোভে লালা ফেলছে তাই পোস্ট দিয়ে বলছি বিজয় লুট করতে চাইলে খবর আছে। এতে কারও বিরক্ত হওয়া দু:খজনক।
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৪
নতুন বলেছেন: উনি মাননীয় প্রধানমন্ত্রী বলে বিব্রত বোধ করেছেন।
জামাত/শিবির ক্ষমতায় আসতে পারবেনা। জনগনই প্রতিরোধ করবে।
এটা আয়ামীলীগ বিরোধী আন্দোলন, দেশ বিরোধী আন্দোলন না।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: জামাত আবার আসতে চাইলে আবার লড়াই হবে।
১০| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৬
রানার ব্লগ বলেছেন: জামাত বিএনপি দিন গুনছে।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: যার পতন হয়েছে তিনি এবং জামাত বিএনপি জাস্ট মুদ্রার ২ পিঠ।
১১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
রাসেল বলেছেন: জামাত শিবির, বিএনপি সর্বোপরি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: রাইট। আমিও তাই চাই।
১২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
কামাল১৮ বলেছেন: সব কিছু পরিস্কার হতে সময় লাগবে।তবে লক্ষন ভালো না।নিষিদ্ধ জামাত কে আমন্ত্রন জানিয়েছেন আলোচনার জন্য।
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: নিষিদ্ধ জামাত শিবির কে আমন্ত্রণ জানানো একদম অনুচিত হয়েছে।
১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
হাবিব ইমরান বলেছেন:
আপনারা কারা? কোন পক্ষ?
আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এরকম কোন প্রমাণ আছে?
০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কোন হনু আপনারে প্রমাণ দিতে হবে? জান ভাগেন।
১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
আঁধারের যুবরাজ বলেছেন: তারেক রহমানকে দেখলাম বলেছে , "বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ পূর্বক কেউ প্রতিশোধ পরায়ন হবেন না।” বিএনপির লোকজন আশা করি তাদের নেতার কথা শুনবে,অন্তত শোনা উচিত। সেই সাথে আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাদের উচিত যত দ্রুত সম্ভব অন্য দলের সবার সাথে যোগাযোগ করে দেশের পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাহিরে না যায় সেটার ব্যবস্থা করা।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: যাক এই কাজটা তারেক রহমান ভালো কাজ করছেন। বিশৃঙ্খলা কাম্য নয়।
আপনি সঠিক কথা বলেছেন।
১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০১
জুন বলেছেন: এই জামাতই না আওয়ামী জোটের সদস্য ছিল! তাই তো জানতাম এতদিন।
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: জামায়াত এগুলো আগাছা। এদের যে যেভাবে পারে ইউজ করে টিস্যুর মত ইউজ করে ছুড়ে ফেলে।
১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৮
শ্রাবণধারা বলেছেন: আপনার সাথে একমত। এখন তালেবানি শক্তির মাথা চাড়া দিয়ে ওঠার একটা বড় সুযোগ এসেছে। এদেরকে প্রতিহত করাটা এখন একটা বড় চ্যালেঞ্জ।
নতুন বোতলে পুরনো মদ নয়, এখন বোতলটাকেই পাল্টাতে হবে। আর এটা খুবই কঠিন একটা কাজ। আর এই কাজটা কিন্তু ছাত্রদের নয়। সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, শিক্ষক, আমলাসহ সকল পেশাজীবীদের।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: জীবন দিয়ে হলেও জঙ্গি ও তালেবান ঠেকাব ইনশাআল্লাহ। আমি মনে প্রাণে চাইছি নতুন সরকার আসুক। নিজে ১৬ দিন ছাত্রদের সাথে ছিলাম। বিম্পিবিয়ান বলদটিল, গরুমেঘ বলছে আমি নাকি ভোল পাল্টেছি।
নতুন বোতলে পুরনো মদ নয়, এখন বোতলটাকেই পাল্টাতে হবে। আর এটা খুবই কঠিন একটা কাজ। আর এই কাজটা কিন্তু ছাত্রদের নয়। সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, শিক্ষক, আমলাসহ সকল পেশাজীবীদের।
এটাই।
১৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১
আলামিন১০৪ বলেছেন: আপনি এবার অফ যান। আওয়ামী লীগ যখন ভোটািধিকার ছিনিয়ে নিয়েছে তখন কোথায় ছিলেন? পরিশুদ্ধ হতে পয়সা লাগে না
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মা আমারে বাঘের দুধ খায়েছিল। তাই বিম্পি জামাত কে ভয় তো দূরের কথা জাস্ট দুধ ভাত মনে করি। ওদের ভয়ে অফ যাওয়ার প্রশ্নই আসেনা। ছাগলামি করেন কেন? আমি নিজেই তো অফ লাইনে অনলাইনে রাজপথে ছাত্রদের আন্দোলনে শরীক হইছি। শুধু আমি না দেশের ৯০% এই আন্দোলনে ছিল।
১৮| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৩
আলামিন১০৪ বলেছেন: কামাল১৮ বলেছেন: সব কিছু পরিস্কার হতে সময় লাগবে।তবে লক্ষন ভালো না।নিষিদ্ধ জামাত কে আমন্ত্রন জানিয়েছেন আলোচনার জন্য।
কনট্রল
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: কনট্রল মানে কি?
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬
সোনাগাজী বলেছেন:
"সাধারণ ছাত্রদের" সমন্বয়কগুলো ও অনেক লীডার জামাত ও বিএনপির নিযুক্ত লোকজন।