নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
ছবিটি আমার প্রিয় বন্ধু একট্রেস মেঘলা মিজান মুক্তার। দেশের এই ক্লান্তিলগ্নে ৯৯% শিল্পীরা ছাত্রদের পাশে আছেন।আমিও আছি। তাই ব্লগের বিম্পি-জামাতপন্থীরা আমি দল ত্যাগ করেছি বলে যে গুজব ছড়াচ্ছেন তা বন্ধ করুন। তাদের ব্যাপারে নতুন কিছু বলার নাই। এখন লড়াই করার সময়। আপনাদের মত ব্লগে হিজড়ার মত ছদ্ম নামে চাপাবাজী করার টাইমই নাই। কারণ এই লড়াই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। এই লড়াই ৯০% মানুষের লড়াই। এই লড়াই বিম্পি জামাতের মনে করে পাগলের মত মনে মনে সুখ অনুভব করবেন না। এখন একটাই লক্ষ্য এই লড়াইয়ে জিততে হবে।
১)
একজন স্টুডেন্ট অনেক্ষন ধরে স্ট্যাটাসে লিখছে ইংলিশে। জিজ্ঞেস করলাম কি কর? বলে স্ট্যাটাস লিখি। বললাম মানুষ বাংলাই পড়েনা এখন আবার ইংলিশ?
উত্তর: মূর্খ টোকাই লীগ ও পুলিশ মুবাইল চেক করছে রাস্তাঘাটে। তাই ইংলিশ লিখলে বুঝেনা কি লিখছি। রিস্ক কম।
২)
গতরাত অর্থাৎ ৩৫শে জুলাই দিবাগত রাত ছিল টোকাই দের গুজবের রাত। ছাত্রজনতাকে ভয় লাগাতে বমি পিয়াল গং এর নির্দেশনায় একের পর এক গুজব ছড়াতে থাকে। যেমন: ৭ মিনিটের মধ্যে রাজপথ ক্লিয়ার করা হবে, ছাত্র জনতা রাজপথে নামলে মেরে ফেলবে কেটে ফেলবে। কিন্তু প্রকৃত সত্য হলো এদের জানে পানি নাই। পুলিশ বিজিবি আর্মি গুলি চালাবেনা। এবং ওরা অনেক টাকা অফার করেও টোকাই পাচ্ছেনা। টোকাইরাও ছাত্র মারতে লজ্জা পাচ্ছে। কারণ যেই ছাত্রদের বিপক্ষে যাচ্ছে তাকেই ছি: ছি: করছে দেশের ৯০%।
৩)
দেশের ব্যাবসা বাণিজ্য অফিস আদালত জাস্ট নামকাওয়াস্তে খোলা। সবাই এখন দেশ নিয়ে বেশি চিন্তিত। ব্যাবসা ট্যাবসা পরে। আগে স্বৈরাচার এর পতন চায়। ৯০% মানুষের মনোভাব এরকম। দেশের ২/৩ ভাগ অফিসে কর্মী উপস্থিতি গড়ে এক চতুর্থাংশ এরও কম।দেশের সকল পেশাজীবি প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ছাত্রদের।
৪) থু থু থেকে বাঁচতে কিছু মানবতা বিরোধী ছাত্রদের সমর্থন দিলেও গতকাল তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা বলছে ৯ দফার সাথে ছিলাম, ১ দফার সাথে নেই। অথচ ১ দফার জন্ম ৯ দফা না মানার কারণে।
৫)
গতকাল মন্ত্রী নওফেল এর বাসায় হামলা করছে ছাত্রলীগ নিজে। নিজেরা নিজেরা মারামারি করে একটা আতংক সৃষ্টি করছে। দোষ দিসে ছাত্র জনতার। কারণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে জানলে দলীয় সুবিধার সাথে স্বার্থ হাছিল হবে, সাথে বিএনপির নেতাদের বাসায় হামলা চালিয়ে আতংক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মিশন সাকসেসফুল।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: তখন প্রয়োজন হয়েছে ৩০ লক্ষ প্রাণ দিয়েছে। এখন প্রয়োজন হলে আরও ১ কোটি প্রাণ দিবে।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬
নতুন বলেছেন: গতকাল মন্ত্রী নওফেল এর বাসায় হামলা করছে ছাত্রলীগ নিজে। নিজেরা নিজেরা মারামারি করে একটা আতংক সৃষ্টি করছে। দোষ দিসে ছাত্র জনতার। কারণ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় হামলা হয়েছে জানলে দলীয় সুবিধার সাথে স্বার্থ হাছিল হবে, সাথে বিএনপির নেতাদের বাসায় হামলা চালিয়ে আতংক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মিশন সাকসেসফুল।
ভাই আপনার আইডি কি হ্যাক হয়েছে?
ছাত্রলীগ নিজেদের মন্ত্রীর বাসায় হামলা করতে পারে?
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হক ও ন্যায়ের পক্ষে থাকতে হবে ভাই। এটা আমার পারিবারিক শিক্ষা।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
জ্যাক স্মিথ বলেছেন: রাজপথ যাদের দখলের থাকবে আগামীর বাংলাদেশ তাদের হবে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: রাজপথ ছাত্রদের দখলেই থাকবে। ছাত্রদের চোখে এখন বিজয় নিশান উড়ানির নেশা। আমাদের যখন সিগারেট এর নেশা উঠে আমরা কি করি? পাগলামি করিনা এক টান সিগারেট এর জন্য? এখন অবস্থাও সেরকম। মনে হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়বেন।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
সিরাজগন্জে থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশকে হত্যা করা হয়েছে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: মুক্তি যুদ্ধে পাক হানাদার বাহিনী দেরকে আমাদের মুক্তিযোদ্ধারা হত্যা করতে বাধ্য হয়েছিলেন। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২২
কামাল১৮ বলেছেন: যিদ সরকর টিক যায় তবে অনেকের খবর আর যদি পতন হয় তবে জনগনের খবর আছে।দেশ এখন উভয় সংকটে।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তাঁর উপরে ভরসা করি। রাখেন আল্লাহ মারে কে?
৬| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
এক্সম্যান বলেছেন: প্রচন্ড ভীত, এত মৃত্যু মানতেই পারতেছিনা।
@কামাল১৮ আপনি একজন সাইকোপ্যাথ। নিজের আখের গুছায়া দেশ থেকে পালাইছেন, আপনার কোনো অধিকার নেই রক্তাক্ত বাংলাদেশ নিয়ে কথা বলার।
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ভীত হবেন না। মনে সাহস রাখুন।
আমার বয়স ৩৮। আমিই মৃত্যুকে দুধ ভাত মনে করি। এবার ভাবুন আমার চেয়ে ১৩/১৫ বছরের যারা ছোট তাদের মৃত্যুর ভয় আছে কিনা? এই প্রজন্ম মৃত্যুকে ভয় করেনা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ৭১ সালে ৩০ লক্ষ শহীদ না হলে এখন দেশের জন সংখ্যা আরো এক কোটি বেশী থাকতো।