নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
থার্টি ফাস্ট নাইটে মদ খাইনা, আতসবাজি ফাটাইনা, মেয়ে নিয়ে চিল করিনা, পার্টিতে যাইনা। ৩১ তারিখ রাত ১১.৫০ মিনিটে দুই রাকাত সালাতুত তাওবা বা তওবার নামাজ পড়ি। বরাবর ১১.৫৫ টাই দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। ১২.০০ টাই দুই রাকাত হাজতের নামাজ পড়ি।এটা শুধু আমি না, আমার পুরা পরিবার মেনে চলে। বোন খুব ভালো কেক বানায়। বড় একটা কেক কাটা হয়।মিষ্টি আনা হয়। সবাই মজা করে খাই।
আমি প্রগতিশীলতার পক্ষে। তবে যে প্রগতিশীলতা যুব সমাজকে নেশার প্রতি আকৃষ্ট করে, মেয়ে নিয়ে হোটেলে রাত কাটাতে উদ্ভুদ্ধ করে, স্বামী/স্ত্রী থাকার পরও পরকিয়া প্রেম করে একজন মানুষকে ঠকানোর ইন্ধন যোগায় আমি সে প্রগতিশীলতাকে ঘৃণা করি।
যদিও আমরা কাঠমোল্লাদের খ্যাত বলি, তবুও আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ খ্যাত হলো তারা, যারা নিউ ইয়ার সেলিব্রেট করতে আতসবাজি ফাটাইয়া প্রচন্ড শব্দ দূষণ করে। শব্দ দূষণের যন্ত্রনায় নীড়ে ফেরা ঘুমন্ড পশু পাখিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অসুস্থ রোগীদের কষ্ট হয়, হৃদ রোগে আক্রান্ত মানুষ গুলোর মৃত্যু হয়। সারাদিন খেটে খাওয়া মানুষ গুলো মাঝরাতে ঘুম ভাঙ্গিয়ে কষ্ট দেয়। নিজে মজা করতে গিয়ে স্রষ্টার সৃষ্টিকে যারা কষ্ট দেয় তাদের মতো আনস্মার্ট আর খ্যাত আর কে আছে?মোল্লারা ওয়াজের নামে মাইক বাজিয়ে হাউকাউ করে শব্দ দূষণ করে, মানুষের ঘুমের ডিস্টার্ব করে কথিত প্রগতিশীলরা গান বাজিয়ে বাজি ফাটিয়ে শব্দ দুষণ করে মানুষ ও জীবজন্তুর ও শিশুদের ক্ষতি করে। প্রার্থক্যটা কোথায়?
অনেক বড় বড় পার্টিতে আমন্ত্রিত হই। ২০১৫ সালের পর থেকে কখনোই উপরোক্ত নিয়ম ছাড়া থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করিনি। ভবিষ্যতে করারও কোন সম্ভাবনা নেই।
যাই হোক সামুর সকল ব্লগার, পাঠক ও মডারেশনের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। মডারেশনের কাছে বরাবরের মতো এবারও একটাই চাওয়া - ছাগু কাটমোল্লা হিংসুক ও সিন্ডিকেট মুক্ত ব্লগ চাই। প্রতিবার ব্লগার চাঁদগাজী যখন আনব্যান হোন আমি খানা পিনার পোস্ট দিয়ে মজা করি। এইবার আমি নিজেই নীতিমালাতে আসার ফলে পোস্ট দেয়া হয়নি। ভাবলাম আজ বছরের শেষ দিন। ব্লগে উস্তাদ চাঁদগাজীর ফ্রন্ট পেজ ব্যান মুক্ত হওয়া উপলক্ষে হালকা খানাপিনার আয়োজন হোক। চাঁদগাজীকে নিয়ে পোস্ট দিলে একজন ব্লগার খুব জেলাস হন। উনি তার কয়েকটি মাল্টি থেকে চাঁদগাজীর ব্লগিং যারা ভালোবাসেন তাদের চাঁদগাজীর চামচা - চেলাচেমেন্ডা ইত্যাদি সম্বোধন করেন। কিন্তু চাঁদগাজীর ব্লগিং যারা ভালোবাসেন তারা খুব চালাক। চামচা চেলাচেমেন্ডা এসব শব্দ প্রয়োগের কারণ যে হিংসা তা সহজে বুঝে যান এবং এগুলো কার মাল্টি সেগুলোও জানেন। ফলে তেমন পাত্তা পায়না।
যাই হোক একটু খানাপিনা হয়ে যাক।
কেক বানিয়েছে বোন - সোহামনি।
চট্টগ্রামে ছোট খাট দাওয়াতে গেলেও এতটুকু আয়োজন আপনার জন্য করা হবে।
শীতে গরম গরম ভাপা পিঠা না হলে চলে চলে?
মাটির পাতিলের ভেতর যখন গরম গরম তেহারী ঢুকিয়ে দেয়া হত তখন উহা খাওয়ার লোভ আরও বেড়ে যায়।
কবি সেলিম আনোয়ার হাঁসের মাংসের কথা মনে করাতে পোস্টে চট্টগ্রামের ঐতিহ্য বাহী রেস্টুরেন্ট বীর চট্টলার হাঁসের মাংস যুক্ত করছি। বাংলা খাবারের জন্য বীর চট্টলা অতুলনীয়।
পরিশেষে কাউকে কষ্ট দিলে (জামাত শিবির মানিসিকতার লোকজন ছাড়া) আমি স্যরি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার - ২০২৪।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: কন্যার হাতের রান্না বলে কথা। স্বাদ তো হবেই।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
শুভেচ্ছা নতুন বছরের।
নামাজের সময় হয়ে যাচ্ছে।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: শুভেচ্ছা আপনাকেও। আরও ১ ঘণ্টা আছে। বলদরা এখন থেকেই বাজি ফাটাচ্ছে।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
আঁধারের যুবরাজ বলেছেন: আপনাদের ওদিকে ১৯৯২ এর দিকে উখিয়াতে গিয়েছিলাম। প্রত্যন্ত এক গ্রামে বিন্নি চালের ভাত খেয়েছিলাম ,সাথে রূপ চাঁদা ( শুটকি না) মাছের ঝোল। সম্ভবত চিকন করে কাটা বেগুন বা আলু ছিল। এতই ভালো ছিল যে আজও মনে আছে।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: উকিয়া আসলে টেকনাফ এর কাছে। চট্টগ্রাম শহরব থেকে ৭/৮ ঘণ্টার পথ। ঐদিকে সামুদ্রিক মাছের ছড়াছড়ি। ফ্রেস মাছ পাওয়া যায়। বিনি চালের ভাত স্বাদে আসলেই অতুলনীয়। আরেকবার চট্টগ্রাম আসলে জানাবেন। আপনাকে অরিজিনাল মেজবানির মাংস খাওয়াবো।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আজকে আমরা অবশ্য হাসের মাংস আর চালের রুটি খেয়ে উৎসব করেছি। এতো স্বাদের হাঁস রান্না আগে খা্ইনি। নববর্ষের শুভেচ্ছা ।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: উফ হাসের মাংস আসলেই অসাধারণ। চট্টগ্রামে একটা রেস্টুরেন্ট আছে। নাম বীর চট্টলা। অতুলনীয় স্বাদ। আপনাকে বীর চট্টলায় হাঁসের মাংসের দাওয়াত।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও। অনেক ধন্যবাদ।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০
কামাল১৮ বলেছেন: হাজতের নামাজ কি?হাজত বাসের জন্য, না হাজত থেকে মুক্তির জন্য।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হাজত মানে মনের ইচ্ছে। এটা এক অলৌকিক নামাজ। এই নামাজ আপনাকে ইনস্ট্যান্ট বিপদ হওয়া থেকে রক্ষা করবে ও মনের উচ্ছা গুলো (বৈধ) পূরণ করতে হেল্প করবে।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৫
কলাবাগান১ বলেছেন: উনাকে এখনও ১০০% সেফ করা হয়নি।
জামাত-রাজাকার এর নতুন প্ল্যান হল নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করার জন্য শিবির এর মনোভাব এর লোকজন কে আওয়ামী কর্মী সাজিয়ে ক্যামেরা লাগিয়ে মিনিটে ৬০ জাল ভোট দেওয়ার ছবি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। প্রথম সারির পত্রিকায় লাইনে দাড়ানো মুসলমান নারীদের মাথায় ফটোশপ করে সিদুর লাগিয়ে প্রচার করা যে ওনলি হিন্দুরা ভোট দিয়েছে।
-
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: উনার মতো একজন মজার মানুষ ও নিবেদিত প্রাণ ব্লগারকে কি কারণে ১২ মাসের মধ্যে ১০ মাস ব্যান করে রাখা হয় এটাই বুঝিনা। জামাতিদের নোংরামি আগেও সফল হয়নি ভবিষ্যতেও হবেনা। ওদের গোবর ভরা মস্তিষ্কের এডিট করা ছবি ধরে ফেলা খুবই সহজ।
৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইহা ইহুদি নাসারাদের কালচার। মমিন মুসলমানরা ইহা পালন করিতে পারে না।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ইহুদি নাসারা দের কেউ আল্লাহ ইহুদি নাসারা না বলতে বলছেন।
আজকে আফসোস লিখেন নি কেন?
৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৩
জনারণ্যে একজন বলেছেন: শুধু 'খানার' ছবিই তো দেখলাম। 'পিনার' তো নাম-গন্ধ'ও পেলাম না।
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: যাহা খানা উহাই পিনা।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আফসারাফ।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও।
১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নুতন বৎসরের শুভেচ্ছা
.......................................................
আমাকে মাঝে মাঝে চট্টগ্রামে যেতে হয় ।
তবে বেশির ভাগ সময় আত্নীয় বাসায় খেতে হয় ।
বেশি লোক থাকলে হয় চট্টগ্রামে ক্লাব বা রোদেলাতে খাই ।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রাম ক্লাবে মেম্বারশিপ আছে? আমার অধিকাংশ ইভেন্ট ক্লাবের অডিটোরিয়ামে হয়। রোদেলার চেয়ে রেড চিলি ভালো। রেডচিলির রুফটপে খাবেন। আরেকবার চট্টগ্রাম আসলে আমাকে জানাবেন।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব ছবি দেখলেই খাইতে ইচ্ছা করে।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: স্বাভাবিক।
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে ছাগুটিল ল্যাদাচ্ছে। ওরে গদাম দেন না কেন?
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮
প্রামানিক বলেছেন: এতো এতো খানার মাঝে নববর্ষের শুভেচ্ছা্
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২
বিজন রয় বলেছেন: হা হা হা .......... গাজী সাহেবকে আপনি আসলেই ভালোবাসেন।
দারুন ব্যাপার।
তবে আমি বলবো বিভিন্ন সময়ে বা বিষয়ে আপনার আরো কুল থাকা প্রয়োজন।
তাহলে অনেক কিছুই দেখবেন নিজের নিয়ন্ত্রণে চলে আসবে।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: গাজী সাহেবকে আমি কখনো দেখিনি। তবে উনার ব্লগিং আমি ভালোবাসি।
০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আহাম্মকরা কুল থাকলে নোংরার পরিমাণ বাড়িয়ে দেয়।
১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:১৯
জনারণ্যে একজন বলেছেন: -- লেখক বলেছেন: যাহা খানা উহাই পিনা।
হ্যাঁ, আমিও তাই ভাবি।
ব্রেইন আসলে গ্রে ম্যাটার এর পরিবর্তে পচা গোবর দিয়ে ভর্তি থাকলে মানুষ ব্যাসিক কিছু পার্থক্য ধরতে পারে না।
আপনার মন্তব্য উপরোক্ত ঘটনার চমৎকার এক উদাহরণ।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: খানাপিনা আমরা খাবারের ক্ষেত্রে ব্যবহার করি। এই খাবার গুলো যে খাবে সে অবশ্যই পানি খাবে। পানি একপ্রকার পিনা যা এখানে উহ্য।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: সোনাগাজী, চাদগাজী, মোহন গাজীর পেজ এত ঘন ঘন ব্যান করার কারন কি ভাই? আমি তো কিছুদিন আগে চাঁদগাজী নিকে দেখতাম তিনি লিখতেন পরে শুনি তিনি ব্যান হয়ে গেছেন। তার নতুন জন্ম হয়েছে তিনি চাঁদগাজী। আবার আপনার কাছ থেকে শুনলাম চাঁদগাজীর ফ্রন্ট পেজ ব্যান হয়েছে উঠিয়েও নেওয়া হয়েছে। আবার কবে শোনা যাবে চাঁদগাজী মরহুম হযে গেছে। তার নতুন জন্ম হইছে নাম তার মোহনগাজী!
আমি একটা জিনীষ বুঝলাম না! তিনি যে ইহুদী নাসারা না সেটা বোঝা হয়ে গেছে। তবে তিনি কি হিন্দু ধর্মের লোক নাকি নইলে কেনো ঘন ঘন তার পূর্নজন্ম হচ্ছে। আসলে বুঝি না।
তো আমি আর কি খাবো আপনাদের খাবার দেখে আমার পেট ভরে গেছে!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা মন্তব্য মজার ছিল।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: সরি ভাই, ভূল বলেছি। প্রথমবার চাঁদগাজী, দ্বিতীয়বার সোনাগাজী এবারে আসবে মোহনগাজী। তো যাই উনি লিখেন ভালোই কিন্তু কাউকেই সন্মান দেন না কেনো যেনো! বুঝিনা! একি তার সমস্যা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ইটস ওকে বুঝছি।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ২য় প্যারাটি আমার মন কেড়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খানাপিনা আমার খুবই পছন্দের জিনিস। কিন্তু বাজার করতে গেলে আমার টাকায় কুলোয় না। কি যে করি। তাই অপেক্ষায় থাকি কেউ যদি দাওয়াত দিত!
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এখনই দাওয়াত দিলাম। এখনই আসুন।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: মোরগ পোলাও খেলাম । কন্যা অফিস থেকে এসে ঝটপট বানিয়ে সারভ করল । কেন জানি ঝটপটে স্বাদ বেশী হয়েছে ।