নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

এই দেশে আইন করে ভন্ড হুজুরদের ওয়াজ নিষিদ্ধ করা সময়ের দাবী।

০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:২০


এক হুজুর ওয়াজে গান করতেছে
যদি মাহিয়া মাহি পরিমণি বুক ফুলিয়া চলতে পারে দেশে---তবে আল্লামা সাইদী, মামুনুল হক কেন কারাগারে?
দেখুন এদেশীয় কাঠমোল্লাদের মানসিকতা। মাহিয়া মাহি তাদের বিচারে অপরাধী কারণ সে একজন অভিনেত্রী। পরিমণি তাদের দৃষ্টিকোন শুধুমাত্র নায়িকা হওয়ার অপরাধে কারাভোগ করার মতো দোষী।
বাংলাদেশের সংবিধানের কতো নাম্বার ধারা অনুযায়ী পরিমনি মাহিয়া মাহি অপরাধী কাঠমোল্লাদের কাছে কোন জবাব কি আছে?

গতকাল হোমপেজে একটা ছবি হয়তো আমার মতো সবাইকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছাগল কোরবানি দিয়েছে তার মুসলিম বন্ধু কলাকৌশলী সহযোগী ও সহকর্মীদের জন্য। উপরে দেয়া ছবিটি আপলোড দিয়ে বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন "
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানী ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও
আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন,ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেওনা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
সবাইকে ঈদ মোবারক।"

এখন ব্লগের ছাগু ও কাঠমোল্লা মানসিকতার লোকদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই - আল্লাহর কাছে কে বেশী সুন্দর? মামুনুল এর মতো ধর্ষক এর জন্য যে মায়াকান্না করছে, সাইদীর মতো মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত যাবৎজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীর পক্ষে সাফাই গাওয়া সে বলদ কাঠমোল্লা নাকি হিন্দু 'বিদ্যা সিনহা মিম'।

ত্যাগ ও মহিমার এক অসাধারণ সমন্বয় পবিত্র ইদুল আজহা। এই ঈদে গরীব দু:খি মেহনতি ঋণে জর্জরিত মানুষের কাছে দেশের সবচেয়ে এক্সপেনসিভ বিফ ফ্রোতে বিতরণ করা হয়। লক্ষ লক্ষ মানুষ হজ করে পবিত্র হয়। অথচ এই শোয়রের বাচ্চা কাঠমোল্লারা হিংসা ছড়াতেই আছে, ছড়াতেই আছে।

মনের হিংসাটা যদি কোরবানি না দেয় এই শোয়রদের কোরবানি কি গ্রহণযোগ্য হবে? মাহিয়া মাহি, পরিমণি কার ভাতের প্লেটে ছাই দিসে। ওরা শিল্পী। মামুনুল সাইদীর মতো অপরাধী নয়। ওরা সজ্ঞানে কারও ক্ষতি করেনা, ওয়াজের নামে হাউকাউ করেনা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়না। ৩০ লক্ষ শহীদের রক্ত ভেজা সবুজ বাংলায় ওরা বুক ফুলিয়ে না হেটে কি তোগো রাজাকার বাপরা হাঁটবে।



বি:দ্র: কিছু মাওলানা মোত্তাকি মুমিন ইমাম আছেন যারা অত্যন্ত ভালো ওয়াজ করেন। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান নিবেদন করছি।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১:২৫

চারাগাছ বলেছেন:
কিছু ভালো ওয়াজকারী যাদের আপনার পছন্দ, তাদের নাম বলেন। দেখি তাদেরটা শুনে দেখি।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আহমেদ উল্লাহ, আর কিছু বিদেশী বক্তা আছেন।

২| ০১ লা জুলাই, ২০২৩ রাত ২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশ ও পাকিস্তানে সামরিক শাসকরা নির্বিঘ্নে টিকে থাকার জন্য ধর্মিয় নেতাদের বিপুল অর্থ ও পৃষ্ঠপোষকতা দিয়ে গেছে। ব্যাঙ্ক বিমা রিয়েলস্টেট ব্যাবসা প্রতিষ্ঠিত করে দিয়েছে।
যে কারনে একসময় কোরবানির চামড়া বেচা টাকায় ভিক্কা করে চলা জামাতি মোল্লারা, মাওলানা মান্নানরা অল্পদিনেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়।
২০০৯ এ হাসিনা আসার পর মাওলানা মান্নানের দল আর সুবিধা না পেয়ে রাজনীতি ত্যাগ করে ব্যবসায়ে মন দেয়।
৫ জামাতি নেতাকে ফাঁসিতে ঝুলানোর পর জামাত আর হালে পানি পায় নি। আর সেভাবে সামনে আসতে পারেনি জামাতিরা।
তবে জামাত নিজে মাঠে নামতে না পারলেও বি টিম হেফাজতিদের দিয়ে কয়েকদফা তান্ডোব চালিয়ে মোটামোটি কোনঠাসা করে ফেলেছিল সরকারকে। সরকার উৎকোচ দিয়ে সফিহুজুরকে নিরস্ত্র নিষ্কিয় করেছিল।

কিন্তু পরে মামুনুলের দল সফি হুজুরকে হত্যা করে হেফাজতের নিয়ন্ত্রন নেয়।
মামুনুল ভয়ানক ভাবে উদয় হয় একসময় তার হুংকারে ঢাকা নারায়নগঞ্জ রাস্তা আগুন জ্বলে দুই দিন অচল ছিল।

রোজার কারনে আন্দলোন বিরতিতে মামুনুল নারী নিয়ে ফুর্তি করতে যায় এক রিসোর্টে।
কিন্তু বিধি বাম। ছাত্রলীগ-যুবলীগের তৃনমুলের দুচারজন দুঃসাহসি সদস্য জীবন বিপন্ন করে ৫০১ নম্বর রুমে নক করে।
মাওলানা মামুনুলকে চ্যালেঞ্জ করে। তাৎক্ষনিক হাতেনাতে ধরা খেয়ে মামুনুল কিছু ভুল করে ফেলে, বাকবিতন্ডা বেড়ে গেলে রিসোর্ট কতৃপক্ষ পুলিশ কল করে। মামুনুল তার দলে জরুরি সাহায্য চায়, তার আগেই মুল কাজ শেষ। যদিও মামুনুলের দলবলের হাতে যুবলীগের সেই কজন মামুনুলের গুন্ডাদের হাতে গনপিটুনি খেল, পুলিশের সামনেই। পরে বাড়ীঘর ভাংচুর। কিন্তু শেষ রক্ষা হয় নি।
ঢাকা চট্টগ্রামের সব আলেমরা সম্মিলিত ভাবে মামুনুলের পক্ষে '২য় স্ত্রী বৈধ' বলে রায় দিয়েও আন্দলনে মানুষ আনতে পারেনি।
কোন বন্দুক কামান গুলি খরচ না করেই বিশাল এক দানবকে থামিয়ে দেয়া হলো।

মামুনুল বা বিকাশ নুরারা আর কোন দিন বাংলার মাটিতে মাথাতুলে হাটতে পারবে না।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য।

৩| ০১ লা জুলাই, ২০২৩ রাত ২:৩৮

কামাল১৮ বলেছেন: ওয়াজিরা সংবিধান মানে না।তারা আল্লার বিধান মানে।সেটাও তাদের মতো করে।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়াজীরাই আল্লাহর বিধান সবার আগে অমান্য করে।

৪| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ৭:১৭

জগতারন বলেছেন:
বেশির ভাগ ওয়াজি হুজুর ভণ্ড।
মৌলানা মামুনুল হক একটা ভণ্ড ও শূকর।
এই সমস্ত শূকররা মহান ইসলাম ধর্ম নিজের সুবিধায়
ব্যাবহার করে।
এরা ধিকৃত।

আমি মনে করি সকল ওয়াজি'কে ইসলামিক ফাঊন্ডেশনের আওতায়
এনে এদের জ্ঞানের মানদন্ড যাচাই করে ওয়াজ করার লাইচেঞ্জ প্রদান
করা যেতে পারে। যাতে যে কেহ ওয়াজ করতে না পারে এবং ওয়াজের
ব্যাবসা করতে পারে। যাতে কেহ নিজের সুবিধায় ওয়াজ করে ফতোয়া দিতে না পারে।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

৫| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ৮:৩৬

বিজন রয় বলেছেন: দেশের ভাল'র জন্য ব্লগে যে কয়জন সাহসী বক্তব্য দিয়ে ভূমিকা রাখে আপনি তাদের মধ্যে অন্যতম। সাম্য প্রতিষ্ঠার জন্য আপনার কলম সব সময় সেইসব ভন্ড ও দেশ বিরোধীদের বিরূদ্ধে সোচ্চার। সেজন্য আপনাকে স্যালুট।

আপনার সাথে আছি। এটা অব্যাহত থাকুক।
বাংলাদেশকে অন্ধকারের হাত থেকে উদ্ধার করতেই হবে।

শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ বিজন দা।

৬| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ৯:৩৫

ধুলো মেঘ বলেছেন: কোন মুসলিম যদি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে পূজা মন্ডপে ঘুরে ঘুরে বেড়ায়, সুযোগ মত আবার পূজাও করে, তাকে আমি কখনোই ভালো মানুষ বলতে পারিনা। বিদ্যা সিনহা মীমের রোজা রাখা, ইফতার করা, আবার কোরবাণী করা - এগুলো আমার কাছে ভন্ডামি ছাড়া আর কিছু মনে হয়না। সে যদি হিসাব করে যাকাত দিত, তাহলেও মানতাম জনস্বার্থে সে কিছু একটা করেছে। সস্তা জনপ্রিয়তা বাড়ানোর এসব উদ্যোগ কোন কাজে আসেনা।

আর একটা কথা, ঈমান না আনলে সে পুরো দুনিয়ার উপকার করে বেড়ালেও আল্লাহ্‌র কাছে তার কোন মূল্য নেই। তাই যুদ্ধাপরধী সাঈদী বা দুশ্চরিত্র মামুনুল হক আল্লাহ্‌র কাছে নিঃসন্দেহে মীমের চেয়ে অধিক সম্মানিত - যদিও তাদের অপকর্মের বিচার আল্লাহ পরকালে ঠিকই করবেন। তবে তার আগে তাদের জন্য তওবার রাস্তা খোলা আছে।

আপনার অনেক কিছু জানার আছে ইসলাম সম্পর্কে। যুগ বদলে হিন্দু ধর্ম এখন সার্বজনীন হয়েছে। মানে, যে কেউ অন্য ধর্মে থেকেও নিজেকে হিন্দু বলে দাবী করতে হবে। কিন্তু ইসলাম এখনও ১৪০০ বছর আগের রূপেই আছে। কাউকে মুসলিম হতে হলে তাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। (সূরা বাকারাঃ ২০৮)

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরাই একটা ম্যাওপ্যাও মন্তব্য।

৭| ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: মীম ভালো কাজ করেছেন।
তার কাছ থেকে অনেকের শেখা উচিৎ।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক।

৮| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১২

বোবাকান্না বলেছেন: নানা কিসিমের হুজুর- হেলিকপ্টার হুজুর, ভইরা দেই হুজুর, সরকারি হুজুর

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এরা আসলে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে।

৯| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গত ১৪ বছরে দেশে কাঠমোল্লাদের বাম্পার ফলন হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এখনো হচ্ছে।

১০| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:১৭

নাহল তরকারি বলেছেন: কিছু কিছু নকল হুজুরের জন্য অরজিনাল হুজুরদের খারাপ ভাববেন না।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: অরজিনাল হুজুর ২/৪:জনের বেশী নেই।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:


কৃত্তিমভাবে তৈরী অনুকুল পরিবেশে যেমন করে
ব্যাঙ্গের ছাতার মত ওয়াজ গজিয়েছে, তেমন করেই
খানিকটা প্রতিকুল পরিবেশ পেলে অসার ওয়াজগুলি
শুকনো পাতার মত সহসাই একটু বাতাসে ঝড়ে যাবে,
কালের গর্ভে টিকে থাকবে সার্বজনীন খাটি সত্যটাই ।

১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। সহমত পোষণ করছি।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

জুন বলেছেন: আপনার মেয়ের কি হয়েছে জানি না গোফরান। তারপর ও তার জন্য রইলো আমার অন্তর থেকে দুয়া ও শুভকামনা। আরেকটি কথা ব্লগ ছাড়া আর কোন মাধ্যমে আমার কারো সাথে যোগাযোগ নেই। কি করির ব্যাপারটি নিয়ে আমাকে ভুল বুঝবেন না। আমি আপাতদৃষ্টিতে যা দেখেছি অর্থাৎ পড়েছি তার উপর ভিত্তি করেই মন্তব্য করেছি। তার জন্যই কাভার পোস্টে বলেছি আমি কনফিউজড। যদি আমার মন্তব্যে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিক দু:খিত।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আন্তরিক ভাবে দু'খিভ ও লজ্জিত। এত সম্মানিত সব ব্লগার এই পোস্টটি অলংকৃত করেছেন আনি জবাব দেই নাই। আমি বেশ কিছ মাস ধরে খুবই বিপদ ও পারিবারিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। প্লিজ কেউ মাইন্ড করবেন না।


@,জুন আপু
আমার মেয়েটা খুবই অসুস্থ। ওর ট্রিটমেন্ট চালাতে পারতেছি আলহামদুলিল্লাহ। সময় করে বিস্তারিত বলব। প্লিজ আমি কোন ভাবে আপনাকে হার্ট হলে খুবই স্যরি। তবে এতটুকু বিশ্বাস আমার উপর রাখবেন - যেখানে আমার মেয়েটাই মারাত্নক অসুস্থ সেখানে একজন অসুস্থ সহব্লগার সম্পর্কে মিথ্যা কথা বলা অসম্ভব। আমি এমনিতেই মিথ্যা না বলার চেষ্টা করি। জাদিদ ভাই এবং শায়মা আপু আমাকে বিশ্বাস ও আস্থা রাখে বলেই পাঠিয়েছেন। আমি ব্লগ থেকে দেয়া আমার দায়িত্ব টুকু পালন করেছি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.