নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সোনাগাজী ও রাজীব নুরের ফ্রন্ট-পেজে ফেরা উপলক্ষে খাওয়া দাওয়া নাছ গানঃ (জাস্ট ফান পোস্ট ডোন্ট বি সিরিয়াস)

২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:৩১


ব্লগ অনেক দিন ধরে ঠাণ্ডা মনে হচ্ছে। আসলে ব্লগে হৈচৈ না থাকলে পানসে লাগে। হৈচৈ মানে কোন অবস্থাতেই ক্যাচাল বা ব্যক্তি আক্রমণ নয়। অধিকাংশ ব্লগার এক হয়ে ব্লগার সোনাগাজীর বিরুদ্ধে ব্যক্তি আক্রমণের অভিযোগ তোলার কারণে তাঁকে তাঁর ভাষ্যমতে সেমি-ব্যান করা হয়। যদিও তিনি বারবার বলছেন ," আসলে, আমার মন্তব্যে কোন সমস্যা ছিলো না; ব্লগে অনেকেই অনেক বিষয়ে লিখতে গিয়ে নীচুমানের পোষ্ট দেন; বিষয়ের মুল ধারণা না'বুঝে ভুল লেখেন; তাদেরকে ভুলের কথা বললে, তারা ইহাকে "ব্যক্তি আক্রমণ" নাম দিয়ে ক্ষেপে যায়।" । ব্লগার সোনাগাজী যখনই নীতিমালায় এসেছেন তখন তাঁকে যেসকল ব্লগার পছন্দ করেন তাহারা তাঁর ব্যান মুক্তি চেয়ে মডারেশন বরাবর আবেদন করতেন। কিন্তু এইবারের আগের বার মডারেশন থেকে নীতি মালা নির্ধারণ করা হয়, নীতিমালায় আসা কোন ব্লগারের পক্ষে কেউ কথা বললে তাকেও নীতিমালায় আনা হবে । সম্ভবত সে কারণে নীতিমালায় আসেন ব্লগার "রাজীব নুর" । আমরা দেখেছি - গত ১৯ ই মে ব্লগার রাজীব নুরকে ফ্রন্ট পেজ ব্যান মুক্ত করা হয় ও গতকাল ২৩ শে রোজ মঙ্গলবার রাত ১০ ঘটিকায় ব্লগার সোনাগাজীকে ব্যান মুক্ত করা হয়।

ব্লগে অনেক ব্লগার আছেন। একেকজন ব্লগার একেক চরিত্র ও বৈশিষ্ট্যের অধিকারী। আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই। দোষ গুণ ভুল ত্রুটি নিয়েই আমাদের জীবন। কোন ব্লগার নীতিমালায় এসেছে বলে তাঁকে ঘৃণা করার ও ইগনোর করার পক্ষে আমি নই। আমি নিজে শত শত দোষে দুষ্ট অন্যজনকে দোষী বলি কি করে? যাই হোক সামুতে বিএনপি ভেক ধরা জামাত মানসিকতার অপ-ব্লগাররা ছাড়া সকলেই আমার খুবই প্রিয়। আমি সবাইকেই ভালোবাসি। সম্মান করি। ছাগু ও কাঠমোল্লা মানসিকতার লোকজন ছাড়া আমার সাথে কারও কোন ক্যাচাল হওয়ার সম্ভাবনা ০ % এরও কম।


যাই হোক। এটি একটি ফান পোস্ট। এই পোস্টের মাধ্যমে ব্লগার সোনাগাজী ও রাজীব কে ফ্রন্ট পেজে ওয়েলকাম করছি। আমার আশে পাশে আসলে সব ক্রিয়েটিভ লোকজন।৯৯% ই শিল্পী। আমি সব কিছুই সরল ভাবেই চিন্তা করতে ভালোবাসি। অনুগ্রহ করে পোস্টের কোন কিছুতে জটিলতা খুজতে যাবেন না। শুধু সোনাগাজী বা রাজীব নয়, আমার যেকোনো প্রিয় ব্লগার নীতিমালায় যাওয়ার পর, ফ্রন্ট পেজে ব্যাক করলে আমি এভাবে সেলিব্রেশন পোস্ট দিয়ে ওয়েলকাম করব।


প্রথমে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। প্রতিটি খাবার রান্না করেছে টিএসবির অফিসিয়াল ফ্যাশন ও স্টাইল ডিরেক্টর লিনা:


-পাকুড়া -

- সরসে ইলিশ -

-চিকেন চুই ঝাল -

-কাবাব -

- হালিম -


ছবিতে - লিনা


এবার একটু নাছ দেখি। বৃষ্টি মুখর এই দিনে এই ক্লাসিকাল নাছটি মনে হয় পারফেক্টঃ নাছটি পরিবেশন করছে টিএসবির ডিজিটাল মার্কেটর "মাটি" ।




এইবার একটা গান শোনা যাক। গানটি পরিবেষণ করছে টিএসবির কর্পোরেট শো পারফর্মার "নিলম সেন"


সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি ব্লগ এবার জমজমাট হয়ে উঠবে।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা হা.।।

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে।

২| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনারা তো মাঝে মাঝেই ব্যান হন। তাই এই রকম খাওয়া দাওয়া, নাচ গান মাঝে মাঝে হবে এই কামনা করছি।

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ২/১ জন তো এমন থাকা চায়। ব্যান হবে, আবার ফিরে আসবে, আবার সেলিব্রেশন হবে। মন্দ কি?

৩| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সোনাগাজীরাজীব নুর সাহেবকে ওয়েলকাম জানাতে গিয়ে আপনি সামুর অন্যসকল ব্লগারকে হেয়ো করেছেন বলে যদি অভিযোগ উঠে তখন কি হবে? যদিও এটি একটি ফান পোস্ট!! তথাপি সোনাগাজীরাজীব নুর ছাড়া অন্যেরা সামুকে জমাতে পারেনা বিষয়টা কউ কউ সহজ ভাবে মনে নাও নিতে পারে।
তবে আপনার এমন একটা পোস্ট আমি আশা করছিলাম।
সোনাগাজীরাজীব নুরকে প্রথম পাতায় পূনরায় স্বাগতম।

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সরলরা সরল মনে চিন্তা করবে। জটিলরা জটিল মনে চিন্তা করবে। প্যারা নাই চিল।

৪| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১২

কামাল১৮ বলেছেন: যাওয়া দাওয়া নাচ গান উপভোগ করলাম।বিশেষ করে গানটি খুব ভালোলাগলো।শাহ আব্দুল করিমের এই গানটি সহ তার অনেক গান আমার খুব প্রিয়।

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: উপভোগ করেছেন জেনে ভালো লাগল। একটি পোস্ট তখনই সার্থক যখন পাঠকগণ তা উপভোগ করেন।

৫| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

কামাল১৮ বলেছেন: খাওয়া দাওয়া হবে।

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পেরেছি।

৬| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৭

স্মৃতিভুক বলেছেন: রাজিব আর সোনাগাজী প্রথম পাতায় ফেরাতে খুশি হয়েছি। কাউকে বেঁধে রাখার পক্ষে আমি নই। কিন্তু মাঝে মাঝে আসলে এমন কিছু সিচুয়েশন হয়, বেঁধে না রাখলেও চলে না। নয়তো অজায়গা-বেজায়গাতে ঢুসা-ঢুসির কসরত প্রদর্শন করতে যেয়ে শিং ভেঙে ফেলার প্রবল সম্ভাবনা তৈরী হয়। আর কে না জানে, পরিণত বয়সে শিং ভেঙে ফেললে, ওই শিং আবার গজাতে অনেক অনেক সময় লাগে।

মূল কথায় আসি। আগেও একবার জিজ্ঞাসা করছিলাম উত্তর পাইনি। "প্যারা নাই চিল" - এই মহান বাণীর অর্থ কি গো ভাইজান? বিদ্যা-বুদ্ধি তেমন একটা নাই, ইট্টুসখানি বুঝায়া দিলে কেতার্থ হতুম।

২৪ শে মে, ২০২৩ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ' প্যারা নাই চিল ' হইল বাংলা নাটকে ব্যাবহৃত একটি বহুল জনপ্রিয় ডাইলগ। প্যারা নাই মানে হইল - চিন্তার কারণ নেই, চিল মানে নিশ্চিন্তে রিলাক্স থেকে ফান করুন।

আসলে এখন অধিকাংশ পোস্ট মন্তব্য শূন্য। আগে সব পোস্টে ব্লগার সোনাগাজীর গড়ে ৩/৪ টি, মন্তব্য থাকত। রাজীবের ১ টি মন্তব্য থাকত। দস্যু ভাই এর ১ টি মন্তব্য থাকত, আমার একটি মন্তব্য থাকত। প্রয়াত ব্লগার নুরু ভাই এর একটা মন্তব্য থাকত। অর্থাৎ যে কোন পোস্টে সর্বনিম্ন ১০ টি মন্তব্য থাকত। এখন তা হচ্ছেনা।

৭| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:২৯

স্মৃতিভুক বলেছেন: হুমম। ধন্যবাদ।

২৪ শে মে, ২০২৩ রাত ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে স্বাগতম।

৮| ২৪ শে মে, ২০২৩ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর আয়োজন। সুন্দর উপস্থান।
ধন্যবাদ আপনাকে।

ভালোবাসা নিরন্তর।

২৪ শে মে, ২০২৩ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রাজীব। ব্লগ সুন্দর সাবলীল সৃজনশীল পোস্ট ও মন্তব্যে ভরে উঠুক। ব্লগে প্রতিটি মুহুর্ত উপভোগ্য হয়ে উঠুক।

৯| ২৫ শে মে, ২০২৩ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: গতকাল সোনাগাজীর পোস্টে কমেন্ট করে রাতে দেখি আম ছালা দুইটাই গায়েব । ওই পোস্টে তেমন আপত্তিকর কিছু ছিল না ।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি তিনি নিজে ড্রাফট করেছেন । এখন আছে পোস্টটি ।

১০| ২৫ শে মে, ২০২৩ সকাল ১১:৪৫

শাওন আহমাদ বলেছেন: চিংড়ি খেতে ইচ্ছে করছে, ছবিতে পেট ভরছেনা। :|

২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: চিটাগাং আসলে খাইয়েন।

১১| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: " পরাজয়ে ডরেনা বীর " - এ কথা রাজীব নুর ভাই ও সোনাগাজী ভাই সব সময়ই প্রমাণ করে যাচছেন।
আর তাদের প্রথম পাতায় আগমন উপলক্ষে রইলো শুভেচছা।

আর ভাইজান , একটা কতা জানবার মুনচায় ;) কানে কানে , - রাগ ন অরি

এই যে এত সব মজার মজার খানার রাধুনি লিনা (আমার বোন/ভাবী) উনি কি এসব বিনা পারিশ্রমিকে আপনার খুশি এবং সোনাগাজী ও রাজীব নুর ভাইকে ভালবেসে তাদের প্রথম পাতায় আগমন উপলক্ষে করে দিয়েছেন নাকি এখানেও বিনিময় বাণিজ্য নিহিত?

২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লিনা আর আমি দেহ দুই হলেও আত্না এক । যা কিছু আমার সব কিছুই তার ,যা কিছু তার সব কিছুই আমার । বিনিময় বানিজ্য আবার কি ?

১২| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,

ইডা ইত বিনিময়--------------------
আমার যা তোমার , তোমার যা আমার ।

তার মানে আমার লিনা বোন আপনার আধা হিসসা/ঘরওয়ালী ( এটাই জানতে চেয়েছিলাম)

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ও আমার প্রতিষ্টানের অফিসিয়াল স্টাইল ডিরেক্টর , আমার বেস্ট ফ্রেন্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.