নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
তুই ছেলে,
তুই বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবি।
প্রেমিকার ঠোঁটে চুমু খাবি।
পাড়ার গলিতে ক্রিকেট খেলবি।
টঙ এ আড্ডা দিতে দিতে চা বিড়ি খাবি।
তুই কুটনি মাইয়াগোর মতো,
এর সাথে ওর, হের সাথে তার ঝামেলা লাগাবি কেন?
তুই মেয়ে,
তুই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবি।
ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে
নেচে গেয়ে বৃষ্টি বিলাস করবি।
প্রেমিককে জড়িয়ে ধরবি।
রিক্সার হুডি নামিয়ে প্রেমিকের সাথে বৃষ্টিতে ভিজবি।
চুল খোলা রেখে শাড়ি পড়বি।
বাসার সবাইকে মাতিয়ে রাখবি।
তুই অন্য মেয়ের সফলতা দেখে হিংসা করবি কেন?
তুই বাংলাদেশী।
তুই স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা গালে লাগাবি।
বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাবি।
দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলবি।
অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবি।
নিশ্চিত মৃত্যু জেনেও ৭১ এর বীর সেনানীদের মতো
দেশের জন্য লড়াই করবি।
তুই পাকিস্তানের দালাল হবি কেন?
তুই ইমাম।
তুই সমাজের নেতা।
তুই ওয়াজে হক কথা বলবি।
মানুষকে আলোর পথ দেখাবি।
তুই মন গড়া ভুলভাল ওয়াজ করবি কেন?
তুই বিজ্ঞানী ভেক ধরবি কেন?
তুই দলাদলি করবি কেন?
ওয়াজের নামে গীবত করে,
হিংসা বিদ্বেষ ছড়িয়ে কাঠমোল্লা হবি কেন?
২৩ শে মে, ২০২৩ রাত ১০:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি অবশ্যই। আবৃত্তি ভিডিও করে ইউটুবে আপলোড করে ব্লগে শেয়ার করবেন। ব্লগে নতুন মনে হচ্ছে। আপনাকে স্বাগতম।
২| ২৩ শে মে, ২০২৩ রাত ১০:৩০
উম্মে হানী কারিমা বলেছেন: জ্বি। একদিন হয়েছে মাত্র ব্লগ এ এসেছি। আমিও টুকটাক লিখালিখি করি। পারলে আমার প্রোফাইলের গল্প, কবিতা গুলো একবার দেখে আসবেন। ধন্যবাদ। আমি আবৃত্তি করে লিংক দিয়ে দেবো।
২৩ শে মে, ২০২৩ রাত ১০:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখে এসেছি। ২ দিনে ৫ টি পোষ্ট। কমেন্ট করছেন অন্যের পোস্টে। আশা করছি তাড়াতাড়ি আপনাকে জেনারেল করে প্রথম পাতায় এক্সেস দেয়া হবে।
৩| ২৩ শে মে, ২০২৩ রাত ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
এমন সমাজ আর দেখা যাবে বলে মনে হয় না।
২৩ শে মে, ২০২৩ রাত ১১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কবি কি এমনি বলেছেন? একদিন সবকিছুই নষ্টদের অধিকারে চলে যাবে?
৪| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:০৫
উম্মে হানী কারিমা বলেছেন: আমার আবৃত্তিটি: https://youtu.be/baf8bal1rns
২৩ শে মে, ২০২৩ রাত ১১:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি তাড়াহুড়ো করতে গিয়ে মাঝখানে এলোমেলো ও ভুল হয়ে গেসে। শুদ্ধ করে আবৃত্তি করে ডাউনলোড করুন প্লিজ।
৫| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:০৫
উম্মে হানী কারিমা বলেছেন: আমার আবৃত্তিটি: https://youtu.be/baf8bal1rns
২৩ শে মে, ২০২৩ রাত ১১:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে ইউটিউব ভিভিও শেয়ারের নিয়ম:
প্রথমে [ দিবেন, তারপর | দিবেন, তারপর লিংক এর শেষ অংশ baf8bal1rns দিবেন, তারপর ] দিবেন।
[yt | baf8bal1rns ]।
আমি স্পেস ইউজ করেছি। আপনি স্পেস দিবেন না।
৬| ২৪ শে মে, ২০২৩ ভোর ৪:৫২
চারাগাছ বলেছেন:
চমৎকার আবৃত্তি শুনলাম।
এখন একটা কবিতা লিখতে ইচ্ছা হচ্ছে। সমস্যা হচ্ছে সেটা পারি না।
অনেকদিন পর ব্লগার গোফরান ভাইকে দেখলাম।
ভালো আছেন নিশ্চয়ই?
২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: চেষ্টা করুন হয়ে যাবে। কেউ আমার ফান করে লেখা এই অকবিতা আবৃত্তি করবে কল্পনাও করিনি।
পারসোনাল লাইফে একটু সমস্যা যাচ্ছে। দোয়া করবেন।
৭| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৬
রানার ব্লগ বলেছেন:
তুই বাঙ্গালী
তুই আহালান ওয়াস সাহালান বলবি ক্যান
তুই সব্বা খায়ের বলবি ক্যান
তুই শুকরান বলবি ক্যান
তুই ভাবুক হবি আকাশ দেখবি
মন হারালে কাব্য করবি
কষ্ট পেলে আকুল স্রতে ভাসবি ভাসাবি
প্রতিবাদে মুখর হয়ে প্রতিরোধ ঘটাবি ।
২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: আরে বাহ!
অসম্ভব সুন্দর।
ধন্যবাদ রানা ভাই।
৮| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইনে রাগ ক্ষোভ আর তেজের প্রকাশ হয়েছে।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: নষ্টদের প্রতি তিক্ততা প্রকাশিত হয়েছে।
৯| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:২১
শাওন আহমাদ বলেছেন: যথার্থ বলেছেন
২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২৩ রাত ৯:৩৯
উম্মে হানী কারিমা বলেছেন: আপনার কবিতাটি আবৃত্তি করতে চাই। অনুমতি পাবো?