নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

নির্মাতা আশফাক নিপুণ কি আওয়ামিলীগ নাকি বিএনপি?।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৫


বাঙালির ভালো কিছু সহ্য হয়না কেন? মহানগর ২ কত ভালো একটা ওয়েব সিরিজ। বস্তা পঁচা নাটক সিনেমা গুলো দেখে ভদ্র লোক বর্তমান নাটক সিনেমার নাম শোনলেই যেখানে নাক ছিটকাচ্ছে সেখানে - "হাওয়া, পরাণ, মহানগর, শনিবার বিকেলে এগুলো যেন এক একটা স্বস্তির নিঃশ্বাস।

মহানগর ২ এর পরিচালক কোন একসময় সরকারের সমালোচনা করেছিলেন ফেবু স্টাটাসে। তাতেই কি তিনি সরকার বিরোধী বা বিএনপি হয়ে গেলেন? আবার জাসি ছাগুরা কিছু স্কিনশট ছেড়ে প্রমাণ করছে আশফাক নিপুণ শাহবাগে রাজাকার বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।

একজন পরিচালক সম্পর্কে বিস্তারিত না জেনে তাঁর কিছু এক্টিভিটিজ এর উপর ভিত্তি করে তাঁকে জোর করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বানিয়ে দেয়ার কি মানে? পৃথিবীর কোন দেশে কি এগুলো আছে? একটা দেখার মতো ভালো মানের ওয়েব সিরিজ আসছে। সবাই মজা করে দেখবে। বিনোদিত হবে। কেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কারও ভালো কিছু সহ্য করতে পারে না? সবখানে রাজনীতি টানারই বা কি মানে?

কেউ রাজনৈতিক কোন নাটক সিনেমা ওয়েব সিরিজ বানালেই তারে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে ফেলার এমন নোংরা প্রবনতাটাই তো আপত্তিকর। অনেকটা স্বাধীনতায় হস্তক্ষেপ। আমাদের পুলিশ কি ধোয়া তুলশি পাতা? সমাজের বাস্তব চিত্র গুলো থেকেই তো নাটক সিনেমা ওয়েব সিরিজ হয়।

মহানগর - ২ এ সরকারের অব্যবস্থাপনার কিছু চিত্র ফুটে উঠেছে বলে নির্মাতা আশফাক নিপুনকে জোর করে বিএনপি সমর্থক বানানো রেডিকিউলাস।আমাদের কোন নাম করা ব্লগার - যেমন : ব্লগার হাসান মাহবুব, ব্লগার চাঁদগাজী, ব্লগার আহমেদ জি এস সরকারের সমালোচনা করে কোন পোস্ট দিলে বা মন্ত্যব্য করলে উনারা কি বিএনপি সমর্থক হয়ে যাবেন? আর রাজাকার দের বিরুদ্ধে আন্দোলন করতে শাহবাগ গেলেই কি কেউ আওয়ামীলীগ হয়ে যাবে?

এই ঈদে মহানগর -২ দেখুন। এখানে আমার অতিপ্রিয় একজন অভিনয় করছেন, "জাকিয়া বারি মম " এছাড়াও দেখুন "পায়ের ছাপ "। পায়ের ছাপ সম্পর্কে আগেই লিখেছিলাম। সেটিতে মূল চরিত্রে অভিনয় করেছে "মেঘলা মিজান মুক্তা "।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইদানিং ওয়েব সিরিজে ভালো ভালো কাজ হচ্ছে শুনতে পাই, দেখা হয়ে উঠে না।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি দস্যু ভাই। ভালো ভালো ফিল্ম বানানোর একটা একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। এটা খুবই ভালো লক্ষ্মণ। আমরা কিছু ভালো সিনেমা পাবো।

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৪

গেঁয়ো ভূত বলেছেন: ঈদ এ মহানগর ২ দেখব..... আমার ছেলে কারাগার চালিয়ে দিয়ে বললো আব্বু এটা দেখেছো....আমি একটু দেখতে গিয়ে পুরা কারাগার সিজন ১-২ দেখে শেষ না করে পারিনি। দেশে যে এমন অসাধারণ কাজ হচ্ছে না দেখলে জানাই হতো না। কারণ, ছবি দেখার চেয়ে সময় পেলে আমার বই এ ডুবে থাকতেই বেশি ভাল লাগে। মহানগর ২ সময় করে দেখে ফেলতে হবে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কারাগারও খুব ভালো হয়েছে।।তাড়াতাড়ি হৈচৈ থেকে মহানগর ১ ও মহানগর ২ দেখে নিন।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১২

হাসান কালবৈশাখী বলেছেন:

আশফাফ নিপুণ একজন চলচ্চিত্র নির্মাতা।
সে কোন দলের রাজনীতি করে এটা এখানে বিবেচিত হওয়া উচিত নয়।
মহানগর ২ একটি সুনির্মিত চলচ্চিত্র। সুন্দর স্টোরি, এখানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকারের অব্যবস্থাপনার কিছু চিত্র ফুটে উঠেছে।
সরকারি সংস্থাগুলো জেনেশুনেই এর অনুমোদন দিয়েছে।

কিন্তু রাজনীতিতে দেউলিয়া নিঃস্ব বিএনপি জামাত প্রচলিত রাজনীতিতে ব্যর্থ হয়ে গাধার মত সামান্য একটি চলচ্চিত্রকেই বিশাল অস্ত্র মনে করছে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হাসান ভাই ওসি হারুন কে বলতে হবে বিম্পি জামাতের গাধাদের নাম টুকে রাখার জন্য।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

বিটপি বলেছেন: জাকিয়া বারী মম কি এএসপি চরিত্রে অভিনয় করেছে? তাহলে বলব তার অভিনয় ভালো হয়নি। এই চরিত্রে একটা রুক্ষ্ম কঠিন চরিত্রের দরকার ছিল। মম মোটেই সেরকম নয়।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মমকে যে চরিত্র দেয়া হয়েছে সে সেটা পারফেক্টলি করেছে। বিম্পি লীগ এর সাথে কোন সম্পর্ক নেই।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

কামাল১৮ বলেছেন: সত্যজিৎ রায়ের মহানগর দেখে ছিলাম।এটা দেখা হয় নাই।দেখে নিবো।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দেখে নিবেন। ভালো লাগবে।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


এ নিমার্তা পলিটিকাল কারও বায়োপিক বানিয়েছে নাকি?

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার জানামতে না।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

নতুন বলেছেন: মহানগনের কাহিনি ভালোই লেগেছে।

কিন্তু মম এর অভিনয় মানাইনাই।

হইচইয়ের সাবক্রিবসন আবার নিতে হবে, এখন নেটফ্লিক্স চলতেছে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মমকে আসলে একটু রাফ এন্ড টাপ ক্যারাক্টারে মানায়। আল্লামা বিটিপি রহ: ব্যাপারটি ধরতে পারছেন।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২০

নতুন বলেছেন: আর যারা বিএনপি/আয়ামী পরিচালক দেখে নাটক ছবি দেখে সেই সব মূর্খ সম্পর্কে আর কি বলবো। B-)

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা বিএনপি/আয়ামী পরিচালক দেখে নাটক ছবি দেখে ঐগুলা আসলে বলদ।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০০

নতুন বলেছেন: লেখক বলেছেন: মমকে আসলে একটু রাফ এন্ড টাপ ক্যারাক্টারে মানায়। আল্লামা বিটিপি রহ: ব্যাপারটি ধরতে পারছেন।

এএসপি হিসেবে অভিনয়ে মাঝে মাঝে বাচ্চা মেয়ের মতন লেগেছে.

সব মিলিয়ে মহানগর খুবই ভালো লেগেছে....

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: সে আসলে গুণী অভিনেত্রী। এই ক্যারেক্টরে সমস্যা হল কেন বুঝতেছিনা।

১০| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬

জ্যাক স্মিথ বলেছেন: হইচই অল্প কিছুদিনেই হইচই ফেলে দিয়েছে, মহানগর দেখতে হবে। মমকে মূলত রোম্যান্টিক চরিত্রেই ভালো লাগে, এএসপির চরিত্রে মমকে কেমন লাগে তা আমাকে একটু দেখতে হবে।

এই দেশের জনগণ খুবই অস্থির, আগ পিছ না ভেবে হুট হাট ঢালাও ভাবে মন্তব্য করে বসে।

২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: মিডিয়ায় আমার দেখা সেরা স্মার্ট ব্যক্তিত্ব সম্পন্ন স্মার্ট মেয়ে গুলোর মধ্যে মম অন্যতম। ওর অভিনয় করা নাটক উচ্চতর ভালোবাসা দেখুন।

১১| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

রাজীব নুর বলেছেন: ভাই সাহেব আপনি কি জানেন আমি ও আমার ওস্তাদ কবে ব্যান মুক্ত হবো?

২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার মতো আমিও কিছু জানিনা। সামুর শক্তিমান ব্লগাররা আপনার উস্তাদের উপর এখনো বেশ ক্ষ্যাপা।

১২| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:০৬

siyam বলেছেন: সাহসী ও শক্তিশালী নির্মান ছিল মহানগর ২।

০১ লা মে, ২০২৩ রাত ১০:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.