নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

এক নজরে জব্বারের বলি খেলা - ২০২৩ (ছবি ব্লগ)

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৭


মৌলবাদী আলকায়দা জামাত শিবির এর কোন কিছুই যেন সহ্য হয়না। পহেলা বৈশাখ ও বৈশাখী উৎযাপন নিয়ে এবং মেয়েদের পড়া লেখা না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাসী বানিয়ে রাখার জন্য এরা সবচেয়ে বেশী তৎপর।

গতবছর রমজানে ঈদের ও ট্রাফিক জ্যাম হবে এই বাহনায় একদল চেষ্টা করেছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু বীর চট্টলার বাংগালী সংষ্কৃতি প্রিয় মানুষ তা হতে দেয়নি।

অথচ জব্বারের বলিখেলা উপলক্ষে যে মেলা বসে সেখানে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এবার চট্টগ্রামের লালদিঘীতে ১১৪ তম জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। চাঁটগাইয়া রাণী নামক একজন ফেসবুক ইনফ্লুয়েঞ্জার এর তোলা কিছু ছবি পোস্টে শেয়ার করা হল। আমি নিশ্চিত ছবি গুলো আপনাকে নস্টালজিক করে দিবে।


প্রেমিকাকে উপহার দেয়ার জন্য অসম্ভব সুন্দর সব কাঁচের চুড়ি।
অসম্ভব সুন্দর মাটি ও রঙ দিয়ে প্রস্তুতকৃত পুতুল।
চাটগাঁইয়া ভাষায় এগুলোকে কুলা চালৈন ও পুরৈন বলে।

চমৎকার আর্টিফিশিয়াল ফুলের অসাধারণ কালেকশন।
আগেও বলছি এক পোস্টে - এই পৃথিবীতে যা কিছু কিউট সুন্দর আনন্দের সবকিছুকেই কাঠমোল্লারা নিষিদ্ধ করে রেখেছে নিজেদের ধর্ম ব্যবসা করার স্বার্থে। ওদের পাত্তা না দিয়ে পরিবার ও প্রিয়জনকে নিয়ে জব্বারের বলি খেলা উপভোগ করুন প্রাণ ভরে। বলি খেলার ছবি গুলো তুলেছেন সাংবাদিক "কমল দাস " দাদা।আমি ১ তারিখ পর্যন্ত গ্রামে থাকব তাই এখনো মেলায় গিয়ে ছবি তুলতে পারিনি। আশা করছি খুব তাড়াতাড়ি নিজের তোলা ছবি ও মেলা ভিজিটের পর একটা ভ্লগ শেয়ার করব সামুতে।

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

ঘুম ঘুম চোখে বলেছেন: ভায়া কোন কোন গিয়ার ব্যবহার করেন?

২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: একটাই ক্যামেরা ভায়া। নিকন ডি-৮০০, লেন্স- নিক্কর ৫০ এম এম এফ/১.৮।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: কতদিন চলে এই মেলা?

এই ছুটিতে মেলাটা ঘুরে আসবো কিনা ভাবছি!

২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে তো খুবই ভালো হয় আপু। আমি আপনাকে পুরা শহর ঘুরে দেখাবো। এখানে আমাদের ব্লগার জোতির্ময় দা, ডার্ক ম্যান, শূন্য সারমর্ম ও আছেন। আসলে মজা হবে।

২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বৈশাখ মাস জুড়ে এই মেলা।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৩

আমি সাজিদ বলেছেন: দিদার বলী আর কোনও এক মারমা পুলিশ অফিসারের মধ্যের দ্বৈরথ অনেকগুলো বছর ছিল। এইবার চ্যাম্পিয়ন হলো কে?

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৪ তম আসরে কক্সবাজার জেলার চকরিয়ার তারিকুল ইসলাম জীবন বলীকে হারিয়ে এবার শ্রেষ্ঠত্বের মুকুট ও শিরোপা লড়াইয়ে বিজয়ী হয়েছেন গতবারের রানার্সআপ কুমিল্লার শাহজালাল বলী।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: আমার স্ত্রী চাকুরির সুবাদে চট্টগ্রামে একবছর ছিলো।সেই সেময় একবার মেলাটি দেখেছিলাম।তখন ঘন ঘন চট্টগ্রাম যাওয়া হতো।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রাম আসলে প্রকৃতির মাধুরি দিয়ে গড়া একটি ছবির মতো সুন্দর শহর। মোল্লা বেশী এটাই হইল সমস্যা।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: মিঠাইগুলো কমবেশি সব ঐতিহ্যবাহী মেলাতে দেখা যায়। খেতে ভালোও লাগে।
সুন্দর ছবি ব্লগ!

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে জব্বারের বলি খেলা উপলক্ষে যে মেলা বসে সেখানে এমন কিছু আনকমন জিনিস পাওয়া যায় যা খুবই দুর্লভ। আর যান্ত্রিকতাবাদ এর দৌরাত্নে যখন আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা কমে যাচ্ছে। সেখানে এই ধরনের মেলা গুলো দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে মনে রাখতে দারুণ সহযোগিতা করে।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৬

কামাল১৮ বলেছেন: মাজারের জন্য কি মোল্লা বেশী?

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: মাজার পন্থি এবং রাজাকার পন্থি দুইটাই বেশী।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনো এই মেলা বা খেলা দেখার সুযোগ আমার হয়নি। ইচ্ছে আছে সুযোগ হলে কখনো মেলাটা দেখতে যাওয়ার। খেলা দেখার ইচ্ছে নেই যদিও।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এইবার চলে আসুন না দস্যু ভাই। ট্রেনে আসুন। ভালো লাগবে নিশ্চিত।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


যাচ্ছেন কবে?

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এই শুক্রবারের পরের শুক্রবার।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩২

বিটপি বলেছেন: আবদুল জব্বারের বলী খেলার কথা আমি ছোটবেলায় যখন চট্টগ্রামে ছিলাম, তখন থেকেই শুনে এসেছি। এটা একটা ঐতিহ্যবাহী আয়োজন। এখানেও আপনি জামাত শিবির ও মোল্লাদের গন্ধ খুঁজে পেয়েছেন? কি আশ্চর্য!

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: এক কথার উত্তর বার বার দেয়ার কোন মানে হয়না। আপনি খুব ভালো করেই জানেন মোল্লা জাশি এগুলোর বিরুদ্ধে। সবসময় চায় এগুলো না হোক। শুধু ওয়াজ এর নামে হাউ কাউ হোক।

১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আসলেই দারুণ ব্যাপার!

'আমার পেটে বাচ্চা দিয়ে তুমি চলে গিয়েছিলে' টাইপের নাটকের ব্যপারে মোল্লাদের দৃষ্টি ক্যামন বলে আপনার ধারণা?

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা ওরা নিজেদের হাউকাউ ও ম্যাওপ্যাও ছাড়া আর কিছুই পছন্দ করে না।

১১| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬

বিটপি বলেছেন: জাশি বা মোল্লারা কখনও আবদুল জব্বারের বলী খেলার বিরোধিতা করেছে বলে শুনিনি। করলেও সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। জাশি বা মোল্লাদের এত ক্ষমতা নেই যে এরকম ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান আয়োজনে সামান্য কোনরকম বাধা সৃষ্টি করতে পারে। এরকম স্ট্যাটাস ইগনোর করে যান। কথায় কথায় জাশি-মোল্লা গন্ধ ছড়ালে এদের ক্ষতিকর প্রভাব জনগণের কাছে কোন আবেদন সৃষ্টি করবেনা। জাশি-মোল্লারা যেখানে প্রভাব বিস্তার করারা যথার্থ ক্ষমতা রাখে - পারলে সেগুলো হাইলাইট করুন, যাতে মানুষ সচেতন হয়।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: জাশি যেখানে বাংলাদেশের সৃষ্টি হোক সেটাই চায়নি সেখানে বাংলার নিজস্ব ঐতিহ্য গুলো কে কিভাবে পছন্দ করবে?

১২| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: এইবার চলে আসুন না দস্যু ভাই। ট্রেনে আসুন। ভালো লাগবে নিশ্চিত।
লিখেছেন বৈশাখ মাস জুড়েই এই মেলা চলে। অর্থাৎ এখনো হাতে বেশ সময় আছে। তবে আমার বাড়ির কাজের চাপ খুব বেশী, আবার হাতে টাকা পয়সারও খুব টানাটানি। তারপরও একবার হয়তো চেষ্টা নেয়া যায়, দেখা যাক, সময় আছে এখনো। নিমন্ত্রণের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় গোফরান ভাই।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: সব গুছিয়ে সময় করে আসুন। প্রতিবছর তো হয়। শুভকামনা প্রিয় দস্যু ভাই।

১৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: মেলা আমার অনেক পছন্দ।
এবার আমাদের বাসার কাছে একটা মাঠে মেলা বসেছে। সেই মেলাতে আমি এখন পর্যন্ত দশ বার গিয়েছি।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে মাজার বেশি হওয়াতে ওরশ বেশী। সে সব ওরশ উপলক্ষে মেলা বসে। আমি যাই মেয়েকে নিয়ে সেসব খেলায়। ভালো লাগে।

১৪| ২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো সুন্দর। + +

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.