নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
এক শ্রেণীর মৌলবাদী হুজুর ও কাঠমোল্লা প্রচার করছে আজ ইসরাফিল সাহেব সিঙ্গায় ফুক দিয়ে এক বিকট আওয়াজ তুলবেন। এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটু আগে ছোট বোন মাটি স্ট্যাটাস দিসে এলাকার ট্রান্সফরমার ভাস্ট হয়ে একটা বড় শব্দ হল এটাই কি তাহলে সে আওয়াজ!
চিন্তা করুন কাঠমোল্লারা কি বিশ্রী ভাবে ইসলামকে কলংকিত ও হাস্যকর করছে। ইফতারের পর একটা কেক কেটে কারও জন্মদিন সেলিব্রেট করা একটা সাধারণ বিষয় অথচ মোল্লারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে জন্মদিন সেলিব্রেট করা হারাম।
আমাদের মুড অফ হলে, মন খারাপ হলে আমরা গান শোনি। গান শোনার পর আমাদের হৃদয়ে একপ্রকার প্রশান্তি অনুভব করি। অথচ মোল্লারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিছে গান শোনলে লোহার শিক গরম করে এক কান দিয়ে ঢুকিয়ে আল্লাহ নাকি অন্য কান দিয়ে বের করবেন কেয়ামত এর মাটে।
আমরা একা চলতে পারিনা। আমাদের একজন গার্লফ্রেন্ড /বয়ফ্রেন্ড দরকার হয় সময় কাটানোর জন্য, শেয়ার করার জন্য, স্পেশাল কেয়ার জন্য। এরা সাধারণ মানুষকে ভয় লাগায় প্রেম হারাম।অথচ নিজেরাই প্রেম করে। মামুনুল হক হোটেলে মেয়ে নিয়ে যায়। ইসলামি আন্দোলন করে আবার প্রেমের কবিতা গল্প উপন্যাস লিখে।
কিছু মৌলবাদী কিন্তু বাস্টার্ড শুধু মাত্র অভিনয় ও মডেলিং করার অপরাধে দেশের অভিনেত্রী,মডেল ও শিল্পীদের গালাগালি করে। এক ভন্ড মৌলবাদী হুজুর সামু ব্লগের মত একটি সভ্য ও মেধাবীদের প্ল্যাটফর্মে গতকাল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম বিকৃত করে নোংরামি করেছে। অথচ এরা বোরখা পড়ে / দাড়ি রেখে টুপি পড়ে নিজেরাই কত নোংরামি করেছে তার হিসাব নেই।
এই ছাগল গুলো নিজেরা যা করে সব হালাল ও ঠিক। অথচ অন্য কেউ জন্মদিন পালন করলে, গান শোনলে, মুভি দেখলে হারাম ফতোয়া দেয়।
ইউটুব হুজুর বিজ্ঞানী দের ওয়াজ শোনে হুজুর বিজ্ঞানী দের বক্তব্য শুনলে হাসব নাকি কাঁদব বুঝতে পারিনা।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: রাসুল স: মা আয়েশা কে খুব ভালো বাসতেন। তাহলে ভালোবাসা কিভাবে হারাম? আবার বলে পর পর ৩ শুক্রবার জুমাহ এর নামাজ না পড়লে নাকি কাফের হয়ে যায়।
২| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: ভাইস্তা , চালায়া যাও , যত পার কেক কাটো । ধুনফুন মোল্লাহগো পাত্তা দিবা না ।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে চাচাজি
৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৫
নূর আলম হিরণ বলেছেন: আপনার সাথে ফেইসবুকে এড থাকায় TBS এর বেশ কিছু প্রমোশন দেখেছি। কাজ গুলো দারুন ছিল।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই করোনার ২ বছর ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে প্রায় ৭২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। বঙ্গবাজারের ব্যবসায়ীরা সবাইকে বলতে পারছে আমরা কাউকে বলতে পারছিনা।
ঘুরে দাড়ানোর জন্য স্ট্রাগল করছি রাত দিন। দোয়া করবেন।
৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৬
নূর আলম হিরণ বলেছেন: *TSB
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পেরেছি।
৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪০
কামাল১৮ বলেছেন: হালাল হারাম বিষয়টাই একটা বিতর্কিত বিষয়।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা যা করে সব হালাল। অন্যরা যা করে সব হারাম।
৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মীয় অনেক বিধিনিষেধ আছে; সেগুলো ঠিকঠাক পালন করলে দুনিয়ায় বাঁচা কঠিন। কিছু মানুষ সেসব ছাড়তেও পারবে না; অথচ পাপ পাপ বলে বলে নিজেকে ধার্মিক হিসেবে জাহিরের চেষ্টা চালাবে।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: যারা ধর্ম ধর্ম করে সারাক্ষণ তারা নিজেরাই আসলে ধর্মকে সবচেয়ে অসম্মান করে।
৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আজকে কার জন্মদিন? যাদের জন্ম দিন তাদের শুভেচ্ছে
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বোনের মেয়ের জন্মদিন ছিল কাল। আমিও আপনার মতো শুভেচ্ছা জানাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৩
রানার ব্লগ বলেছেন: কেক হালাল খাদ্য। আপনি উহা কাটবেন না চাটবেন উহা আপনার নিজেস্ব বিষয়। মোল্লাদের হালাল হারাম উহাদের নিজেদের স্বার্থ মোতাবেক হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: গরু কাটা হালাল হলে কেক কাটা কেনো হারাম হবে বুঝি না।
৯| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: আমি তো শুনেছি শুধু রমজান না জন্মদিন পালন করাই নাকি হারাম।
তো কে মানে এসব?
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি মানি না বলেই তো মৌলবাদী জংগীরা আমার পেছনে লেগে থাকে সারাক্ষণ।
১০| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:১০
শূন্য সারমর্ম বলেছেন:
মৌলবাদী,কাঠমোল্লার বলয় থেকে বের হন,ঘুরপাক খাবেন আর কত!!
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এই নোংরারা প্রতিদিন এতই বেশী নোংরামি করছে যে ইচ্ছা থাকা স্বত্বেও ঘৃণা আসে।ঘৃণা গুলো প্রকাশ না করলে অস্থির লাগে।
১১| ০৮ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধর্ম মেনে চলতে হলে অনেক কিছুই বাদ দিতে হবে। খুব কঠিন। মোল্লাদের দোষ নাই। আমি গান বাজনা ছাড়তে পারিনি। এতে গুনাহ হচ্ছে। সাইকেডেলিক রকেও কোন ছাড় নাই।
অযথা মোল্লাদের গালাগাল করে লাভ কি?
দোষ ইসলাম ধর্মের। কোরআন - হাদীসের।
এইভাবে গান বাজনা বাদেও আরো কিছু আছে। কি আর করা বলেন। ধর্ম পরিপূর্ণ ভাবে পালন করতে পারি না। এই দায়ভার কেউ নিবে না।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম যা সহজ করেছে মোল্লারা তা কঠিন করছে। গতকাল দুনিয়া ধ্বংস হইল না কেন?
১২| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩৮
বিটপি বলেছেন: মামুনুল হক মেয়েমানুষ নিয়ে হোটেলে ধরা খেয়েছে বলেই কি বিবাহ বহির্ভুত প্রেম করা হালাল হয়ে গেছে? আপনি কি মোল্লাদের দেখে ইসলাম শেখেন, নাকি কোরআন হাদীস অল্প আধটু পড়েন?
জন্মদিন রাসূল (স) নিজেও পালন করতেন, কিন্তু জন্ম বার্ষিকী করতেন না। তাই রাসুলের (স) জন্ম বার্ষিকী পালন করা বিদআত। তবে সোমবার দিন রোজা রাখা সুন্নত।
আপনি এসব হুজুরদের ভিডিও দয়া করে দেখবেন না। আশা করি ভালো থাকবেন।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: তো মোল্লারা নিজেরাই যেখানে হারাম হালাল মানে না সেখানে ফতুয়া বাজী করে কেন?
১৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৭
কালো যাদুকর বলেছেন: আপনি না মানতে চাইলে না মানুন, সমস্যা নেই।
যতদুর জানি, সব ধর্মেই কিছু বিধি নিষেধ আছে। কেন আছে, কখনো ভেবে দেখেছেন?
শুধু ধর্মের দোষ দিয়ে লাভ কি?
আপনি যেটা ঠিক ভাবছেন, সেটা যেমন আপনার কাছে ঠিক মনে হচ্ছে, বিশ্বাসীদের কাছেও তাদের বিশ্বাস ঠিক মনে হয়।
ব্যক্তিগত ভাবে কেক খেতে আমারও খুব ভাল লাগে, কাউকে উপহার দিতে ও নিতেও ভাল লাগে। তবে সেটা শুধু জন্মদিনেই কেন করতে হবে?
জানি ,এ শুধুই অরন্য রোদন। ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা নিজেদের সুবিধাজনক উপায়ে মন গড়া হাদিস বানায়।
১৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৭
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: গরু কাটা হালাল হলে কেক কাটা কেনো হারাম হবে বুঝি না।
কেকের মধ্যে আবার গরু ঢুকালেন কেনো ? চার পেয়ে যাহা ঘাস খায় তাহা সব খাওয়া হালাল । শুকর ব্যাতিত।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
১৫| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: কেক কাটা মন্দ কিছু নয়। হারাম কিছু নয়। কেক সারা বছর কাটা যাবে। যদি সেটা জন্মদিন উপলক্ষ্যেও সেটাও কোনো সমস্যা নয়।
অলরেডি এই রমজানে দুটা কেক কাটা হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।
১৬| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কোন হুজুর কি আকাম করল, কোন মেয়ে বোরকা পরে বিবাহ বহির্ভূত শারিরীক সম্পর্ক করল - এগুলো বলে তো ইসলামের বেসিক বদলানো যাবে না।
আপনি রাসুল (সাঃ)-এর স্ত্রীর সাথে ভালবাসা কে বর্তমান যুগের বিবাহবহির্ভূত ভালবাসাকে মেলালেন যা মুসলমান হিসেবে খুবই আপত্তিকর। নাটক, সিনেমা, মডেলিং এসব ইসলাম সমর্থন করে না - এটা মুসলমানরা জেনেই করে। কিন্তু আপনার মত হালাল বানানোর চেষ্টা করে না।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা নিজেরাই যেখানে শত শত পাপে পাপী সেখানে অন্য কাউকে পাপী বলা ঠিক না।
১৭| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৩
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু বেসিক আছে। বেশিরভাগ মানুষই তা পালন করে না। তাই বলে আপনার পালন না করাটা (পাপ কাজটা), জোর করে ধর্মের নীতির মধ্যে ঢোকাতে যাবেন না।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: ওরা প্রচার করছিল গতকাল পৃথিবী ধ্বংস হবে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি?
১৮| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল বেশির ভাগ মানুষই তো শিক্ষিত,পড়তে জানে।যে যে ধর্ম মানে সেই ধর্মের স্রষ্টা কি বলছে সেটা নিজে পড়ে জানলেই তো হয়।
ইসলামে যেটা হারাম সেটা হারামই,হারামকে হালাল বানানোর কোন উপায় নাই।
০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের অধিকাংশ মানুষ মোল্লাগো বক্তব্য শোনে ধর্ম পালন করে থাকেন।
১৯| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০৮
ক্যাপ্টেন অফ ব্যাচেলর বলেছেন: বক্তব্য হচ্ছে আপনি এবং তারা দুই শ্রেণীর লোকই সীমালংঘনকারী। দুই জনই উলটপালট বলছেন। তারা উলটপালট বললে দোষ। আর আপনি হারামকে হালাল বলে দোষ নয় কেন?
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: এটা একটা ম্যাওপ্যাও মন্তব্য হয়ে গেল।
২০| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মোল্লা গান বাজনা কে হারাম করেনি। করেছে ইসলাম।
আর গতকাল দুনিয়া ধ্বংস হবে এটা ইসলাম বলেনি।
জন্মদিন পালন নিয়ে নিয়ে প্রচলিত কথাবার্তা আমি মেনে নিতে পারিনা।
ছোটবেলায় আমার জন্ম দিনে দোয়ার আয়োজন করা হতো। মানে যেটাকে মিলাদ বলা হয়। সবার জন্যই ভালো খাবার আয়োজন থাকত। সন্ধ্যায় কেক কাটা হতো। বাপ মা ছেলের জন্য এমন আয়োজন করতে পারবে না কেন আমাকে কেউ বোঝাতে পারিনি। আমি তর্কেও যায়নি।
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: মোল্লারা আসলে ধর্ম নিয়ে বেশী বাড়াবাড়ি করে।
২১| ১২ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আসলে কিছু ব্যাপার বাড়িবাড়িও ঠিক না। গান বাজনা নিয়ে স্টং রেফারেন্স আছে। তবে সেগুলো নিজের সুবিধায় ব্যবহার করতে চাই । নিজেকে বোঝাতে চাই গান বাজনা জায়েজ।
১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: আমি তো শুনেছি শুধু রমজান না জন্মদিন পালন করাই নাকি হারাম।
তো কে মানে এসব?