নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
জীবনকে জটিল করে কোন লাভ নেই। একা একা ও সিম্পল থাকাই ভালো। যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস থাকে তবে দিনে ৫ বার নামাজ পড়া, সারাদিন অফিসে/ব্যবসা প্রতিষ্ঠানে নিজের দায়িত্বটুক ঠিকঠাক ভাবে পালন করা, নিজস্ব রেসপনসিবিলিটি ফুলফিল করা, হালাল রোজগার করা, পরিবার নিয়ে সম্মানের সাথে সারভাইব করা।এই তো। উচ্চ বিলাসিতা বাদ দিয়ে অভাব, ক্রাইসিজ, টেনশান ফ্রী থাকা।
যত প্রাচুর্য তত টেনশান। স্টাটাস/ক্লাস মেন্টেন করার টেনশন, প্রেজেন্ট ফ্যাশন ট্রেন্ড মেন্টেন করার টেনশন, ল্যাটেস্ট ফোন, ল্যাটেস্ট গাড়ি, মডার্ণ এপার্টমেন্ট মেন্টেন করার টেনশান। হুদাই এতো প্যারা নিয়ে কি লাভ?
ক্রাইসিজ এর সময় মোস্ট অফ দ্যা জি এফ বেটার অপশান বেছে নিবে। সৌন্দর্য ও স্মার্টনেস হ্রাস পেলে বিএফ অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হবে।ক্রাইসিজ এর সময় দুনিয়ার সবাই স্বার্থপর এর মতো নির্বাচন করবে।আপনার ফিনানশিয়াল কন্ডিশন দিয়ে আপনাকে মূল্যায়ন করবে।
বাংলাদেশের সব মসজিদ কমিটির লোকজন দেখবেন সমাজের বিত্তবান লোকজন। প্রকৃত নামাজিরা শুক্রবারে ১ম কাতারে জায়গা টুকুও পায়না। ইমাম সাহেব টাকার বিনিময়ে বিত্তবান দের নাম ধরে ধরে দোয়া করবে।
একা ও সিম্পল থাকাই বেটার। বিশেষ করে একা থাকলে অনেক ভাল থাকা যায়। যেমন:
১) গীবত করতে হয়না।
২) মিথ্যা বলতে হয়না।
৩) স্ট্যাটাস/ক্লাস মেন্টেন করার প্রয়োজন পড়েনা।
৪) হাউকাউ ও ম্যাওপ্যাও করতে হয়না।
৫) তুলনা মূলক অনেক রিলাক্স থাকা যায়।
৬) ব্রেন কুল থাকে।
৭) কারও সাথে ঝগড়া হয়না।
৮) ফেতনা ফ্যাসাদ মুক্ত থাকা যায়।
৯) পরিবারকে বেশী সময় দেয়া যায়।
১০) ভেজাল মুক্ত থাকা যায়।
১১) সুখে থাকা যায়।
১২) অসুখী থেকেও ভালো থাকার অভিনয় করতে হয়না।
এরকম শত শত উপকার আছে। শুধু ১২ টা উদাহরণ দিলাম।তাই একা থাকুন। সুখে থাকুন। ভালো থাকুন।কোরানেও নাকি আছে সৃষ্টিকর্তা যদি কাউকে ভালোবাসেন তবে তাকে একা করে দেন যেন সে প্রার্থনায় কনসেন্ট্রেট করতে পারে।আর যার উপর বিরক্ত তাদে কর্মব্যস্ততা টেনশান ইত্যাদিতে এমন ভাবে নিমজ্জিত করেন তারা ইবাদত বা নামাজ পড়ার কথাও ভুলে যায়।
একজন শিল্পী হিসেবে আমি হেনরি মিলারের এই কোটটির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি।
"An artist is always alone - if he is an artist. No, what the artist needs is loneliness.
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। না ওরকম কিছু না। এমনি লিখলাম।
২| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
সত্যিকারের একা মানুষ জাপানে বেশি।
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: মাঝে মাঝে একা থাকা ভালো।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২২
সোনাগাজী বলেছেন:
আপনি কিছু লিখতে গিয়ে "জটিল" শব্দটা না'লেখার চেষ্টা করবেন, ইহা একটি বিশ্রী শব্দ
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন:
বুঝতে পেরেছি কি মিন করেছেন। জটিল আর নিজ নামে ব্লগে আসবে না। ও ফান করলেও মনে হয় ক্যাচাল করছে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৬
নেওয়াজ আলি বলেছেন: আপনার বারটা পয়েন্টের সাথে আমি অনেকটা একমত। আমি কিছুদিন বিদেশে ছিলাম তখন ডিউটি শেষ হলে বাসায় একা একা থাকতাম বই পড়তাম এবং টিভি দেখতাম। তবে এতে মানসিক সমস্যা হতেও পারে।
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: একাকীত্ব মাঝে মাঝে যন্ত্রণাময়। তবে উপকারীতা বেশী।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৫৭
কামাল১৮ বলেছেন: মানুষ সামাজিক জীব।সমাজবদ্ধ হয়ে বাস করা মানুষের ধর্ম।
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: সমাজ ব্যবস্থায় পছন ধরেছে। কামাল ৮০ কি ব্যান?
৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫২
শেরজা তপন বলেছেন: একা একা পথ চলা- একা একা কথা বলা...
একা একা অল্প কিছু সময় ভাল লাগে। নিজেকে জানতে বুঝতে কিছু সময় একা থাকা প্রয়োজন। বিশেষ করে ক্রিয়েটিভ মানুষের কিছু সময় একা থাকা বিশেষ প্রয়োজন। তবে একা থাকলে ঘরের মধ্যে প্রচুর হাটবেন- দেখবেন অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে!
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ শেরজা ভাই সুন্দর মন্তব্যের জন্য।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: কিন্তু কথায় বলে যে একা সে-ই সামান্য।
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: একাকী থাকার মধ্যে একটা ফীল আছে।
৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২১
বাকপ্রবাস বলেছেন: সবার সাথে থেকে ভাল থাকায় জীবন, একাকী জীবন রিস্কি এবং আত্মকেন্দ্রিক
১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকটা সঠিক বলেছেন তবে একা থাকলে প্যারা কম থাকে।
৯| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: একটানা একাকীত্ব ভালো নয়, তবে মাঝে মাঝে থাকলে মন্দ নয়। একাকীত্ব মানুষের তৃ্তীয় নয়ন খুলে দেয়, অন্তর্দৃষ্টি প্রসারিত করে।
২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: একদম সঠিক। ধন্যবাদ খায়রুল ভাই।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই ভাবীর সাথে ঝগড়া হয়েছে তাই না
সমস্যা নাই ঝগড়া মিটে গেলে তখন আবার আপনিই লিখবেন । এই জীবনটা একা নয় বরং সাথে আরেকজন থাকলে খুব সুন্দর হয় !
যাকগে , আমি বিশ্বাস করি একা থাকাটাই শ্রেষ্ঠ কাজ । প্রয়োজনের জন্যই প্রিয়জন ! এরপর সব অন্ধকার , সুতরাং একা থাকাই শ্রেষ্ঠ পথ !!