নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইনে ১০০কে হিট সেলিব্রেশন উইথ ব্লগার আহমেদ জী এস এন্ড মিরোরডডল।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৩


ডিসেম্বর ২০২২। আমার কাছে ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, খুবই স্পেশাল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে দেশ থেকে বের করে দিয়েছিল বীর বাংলাদেশী মুক্তিযুদ্ধারা। জয় বাংলা বলে ২৬ শে মার্চ যে যুদ্ধ শুরু হয়েছিল ৯ মাস ধরে ৩০ লক্ষ শহীদ প্রাণ দিয়ে ও ৩ লক্ষ মা বোন নিজের ইজ্জত দিয়ে একটি স্বাধীন মানচিত্র ও পতাকা উপহার দেয়ার মাধ্যমে সে যুদ্ধের সমাপ্তি ঘঠেছিল। একই সাথে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য ও মার্চ স্বাধীনতা যুদ্ধের সূচনার জন্য আমার কাছে ভীষণ স্পেশাল।

২০২২ এর মার্চ মাস থেকে সামহোয়্যার ইনে নিয়মিত ব্লগিং শুরু করি। ৭/৮ মাসে অনেকের সাথে ব্লগিং ইন্টারেকশান ও ক্যচাল দুইটাই হয়েছে। আমার খুব প্রিয় একজন ব্লগার জনাব নূর মোহাম্মদ নূরু ভাই এর সাথে আমার চমৎকার ব্লগীয় ইন্টারেকশন ছিল যিনি এই পোস্টটি হয়তো স্বর্গ থেকে পড়ছেন। তিনি জীবিত থাকলে অবশ্যই আমার এই পোস্টে মন্তব্য করতেন। আমার ব্লগ ১ লক্ষ বার হিট হওয়া উপলক্ষ হিসেবে দেয়া এই পোস্টে উক্ত সম্মানিত ব্লগার এর জন্য দোয়া রইল। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

ব্লগে আমার খুব বেশী প্রাপ্তি নেই। তবে সবসময় ব্লগের প্রতি ডেডিকেটেড ছিলাম। সামু আমার খুবই প্রিয়। ১৩০ টি পোস্ট করেছি ৮ মাসে। কিছু অবুঝ গাধা আমার কয়েকটি পোস্ট অটো রিফ্রেশ দিয়েছিল হুদাই। ঐগুলা বাদ দিলে বলা যায় আমার পোস্ট গুলোর পাঠক উপস্থিতি ভালোই ছিল। ছাগু ও কাঠমোল্লা মানসিকতার লোকজন ছাড়া আমাকে ব্যক্তিগত কারণে ব্লগে কেউ অপছন্দ করে কিনা আমি জানিনা। সাড়ে ৬ বছরে কোনদিন ব্লগীয় নীতি মালায় আসিনি।এটাকে আমি প্রাপ্তি ও অর্জন মনে করি।

এই ব্লগে আমার প্রিয় ব্লগার অনেক। তবে শ্রদ্ধেয় ব্লগার আহমেদ জী এস এর মন্তব্য আমার খুবই প্রিয়। নারী ব্লগার দের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মিরোরডডল। তার সাহসীকতা স্পষ্টবাদিতা ও মিথ্যা কথা না বলার কারণে উনাকে আমি খুবই ভালোবাসি। কারণ আমি নিজে ওরকম চলার চেষ্টা করি।

ভেবেছিলাম ব্লগ দিবসের দিন এই পোস্ট দিব। কিন্তু তার আগেই ব্লগ হিট ১ লক্ষ হয়ে যাবে বুঝতে পারিনি। যেহেতু ব্লগিং আমার খুবই প্রিয় তাই ১ হাজার তম মন্তব্য, ৫০ হাজার হিট, ৫ হাজার তম মন্তব্য ১ লক্ষ হিট এগুলো আমি পোস্ট দিয়ে সেলিব্রেট করি।এটা আমার ইমোশান। কাইন্ডলি কেউ এনোয়েড না হয়ে বিষয়টি সুন্দর ও সরল মনে চিন্তা করবেন।

আমার কোন আচরণে কেউ কষ্ট পেলে আমি আন্তরিক ভাবে দু:খিত। আমার অলমোস্ট সমবয়সী ছোট চাচা গত মাসে পৃথিবী থেকে বিদায় নেয়ার পর আমার ভেতরে মৃত্যুর ভয় ঢুকে গেসে।আল্লাহ ডাক দিলে স্যরি বলার সুযোগ কি আমরা পাব? নূরু ভাই চলে গিয়েছেন আমরা কি জানতাম। আমরা কেউ কাউকে (ঘৃণ্য মৌলবাদী ও নির্ধিষ্ট কোন ধর্মবিদ্ব্বেষী ছাড়া) কথা বা কাজের মাধ্যমে কাউকে আঘাত করা বা অপমান করা থেকে বিরত থাকি)।

নূরু ভাই বলেছিলেন লিনার রান্না করা করা চট্টগ্রামের ঐতিহ্য বাহী কালা ভুনা ও মেজবানি খাবেন। লিনার রান্না করা এই কালা ভুনা দেখে তিনি মন্তব্য করেছিলেন। যদি জানতাম আর কোনিদিন তিনি আমার কোন পোস্টে মন্তব্য করবেন না আমি নিজে গিয়ে দিয়ে আসতাম।

১০০কে হিট উপলক্ষে একটু ভার্চুয়াল খানাপিনা। সব ফুড কুকিং এ ছিল লিনা।

চাটগাঁইয়া কালা ভুনা।

বীফ স্যালাড।

স্পাইসি ভেজিটেবলস।

পেরিপেরি চিকেন।

চাটগাঁইয়া মেজবানি মাংস।

ফুড ডেকোরেশন আমি ও লিনা।

সুস্বাদু চাটগাঁইয়া গুড়ি পিঠা।

এটা আমার ম্যাগাজিন। প্রতিবছর ফেব্রুয়ারিতে ছাপানো হয়। এটি একটি ফ্যাশন, লাইফস্টাইল ও বিজনেস ইংলিশ ম্যাগাজিন। উক্ত বিষয়ে কেউ ফিচার লিখতে চাইলে লেখা পাঠাতে পারেন।

ম্যাগাজিনটির ফ্যাশন ও স্টাইল সম্পাদক লিনা। ছবিতে লিনা:


ওয়েস্টার্ন, কামিজ এবং শাড়ি ৩ টা গেটআপেই অতি সৌন্দর্য সে।

মেক আপ ছাড়া সুন্দর খুব কম। যে কজন আছে তাদের মধ্যে সে একজন।



আগামী ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। আমার পক্ষ থেকে সম্মানিত ব্লগারদের জন্য ছোট্ট উপহার স্বরূপ ১টি কেক পাঠাবো ইন শা আল্লাহ। সম্ভবত মাসের শেষের দিকে সামহোয়্যারইন দিবসটি সেলিব্রেট করবে। যথাযথ সফলতা কামনা করি।


গানটি ব্লগার মিরর এর জন্য :

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

অভিনন্দন।
লিনার হাতের রান্না নিশ্চই সুস্বাদু হবে।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ওর রান্নার হাত সত্যি ভালো।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

নূর আলম হিরণ বলেছেন: চাটগাঁইয়া মেজবানি মাংস খেতে ইচ্ছে হচ্ছে। লিনার রান্নার হাত ভালোই মনে হচ্ছে, ছেকে দেখলে মন্তব্যে বড় করে করতে পারতাম :)। নুরু ভাইয়ের জন্য দোয়া রইল।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি চিটাগাং আসলে আমি লিনাকে বলব মেজবানি রান্না করতে। ও আসলেই খুব ভালো রাঁধুনি।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:




আপনার লেখায় টাইপো:
আপনি লিখেছেন, "নূরু ভাই বলেছিলেন লিনার রান্না করা চট্টগ্রামের ঐতিহ্য বাহী কালা ভুনা ও মেজবানী *খাবেনা।"

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ স্যার। ভুল টি শোধরিয়ে দেয়ার জন্য। এডিট করে দিয়েছি।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৬

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে - প্রথম কালাভুনার ছবিটা দেখে লোভ জেগেছিল:)

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ শেরজা ভাই। কালাভুনা আসলে লোভনীয় খাবার গুলোর মধ্যে একটি।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এক লক্ষ হিটের জন্য আপনাকে অভিনন্দন। যাদেরকে উদ্দেশ্য করে উদযাপন করতে চান তাদের কাউকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আশা করি ওনারা শীঘ্রই চলে আসবেন আপনাকে অভিনন্দন জানাতে। :)

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সাচু ভাই। সবসময় সাথে থাকার জন্য।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ প্রিয় নেওয়াজ ভাই। আপনার খুব কাছে চট্টগ্রাম। আপনি বেড়াতে আসুন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,




অভিনন্দন আর শুভেচ্ছা।
আপনার এক লাখ হিট যেন কয়েক লাখ ছাড়িয়ে যায় অচিরেই সে কামনা রইলো।
আপনার এই স্মরণীয় মূহুর্তেও আমাদের দু'জনকে মনে করে রেখেছেন দেখে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ।
আশা করি "মিরোরডডল"ও আমার সাথে গলা মেলাবেন।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,

ধন্যবাদ আপনার উইশ এর জন্য। আসলে আপনার মন্তব্য আমার খুবই প্রিয়। আপনি আর মিরোর কোথাও মন্তব্য করলেই আমি পড়তে মিস করিনা।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।
চট্টগ্রামের লোকদের ব্যবসা বাণিজ্য কেমন?

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ স্যার।

সম্পূর্ণ চট্টগ্রামে ব্যাবসার অবস্থা খুবই মন্দা। অধিকাংশ ব্যসবসায়ীয় ক্যাপিটাল নেই বললেই চলে।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৮

কাছের-মানুষ বলেছেন: অভিনন্দন আপনাকে। এগিয়ে যান আরো সামনে, পথচলা মসৃণ হোক।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ কাছের মানুষ ভাই।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: ১। শিরোনামে ব্লগারদের নাম ভুল আছে। টাইপ করে ঠিক করে নিন।
২। আপনি অল্প সময়ে অনেক পোষ্ট দিয়েছেন। এবং অনেক মন্তব্য পেয়েছেন।
৩। ভার্চুয়াল নয়, এসব খাবার আমাকে খাওয়াতে হবে।
৪। আপনি একজন বিনয়ি মানুষ। এবং আপনি দুষ্টলোকদের জম।

১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রাজীব।

মানুষ তো শতভাগ পারফেক্ট হওয়া সম্ভব না। আমার ব্যক্তি জীবন আছে, সুবিধা অসুবিধা আছে, দেনা পাওয়া আছে, পরিবার সংসার , ব্যাবসা, আত্নীয়, বন্ধু , ভালো লাগা , মন্দ লাগা, ব্লগ ফেসবুক ইনস্টাগ্রাম কার সাতে সুসম্পর্ক কারো সাথে ভুল বুঝাবুঝি , কারও সাথে দন্ধ এই তো জীবন ।
ইনশা আল্লাহ বাস্তবেই খাওয়াবো।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন আপনাকে। এগিয়ে চলুন নিজ গতিতে।

১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই ভালো থাকুন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: আশাকরি আপনি আপনার হিট ইমোশন ভালো ভাবেই উপভোগ করছেন !!!

১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যা ❤️

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:




Congratulations!

লিনা খুব সুন্দর এবং গুণী মেয়ে।

গজল ছাড়া হিন্দি গান খুব একটা শোনা হয়না কিন্তু এই গানটা ভালো লেগেছে ।
থ্যাংক ইউ ।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: Thank you.

লিনা একজন ভালো মানুষ ও ভালো মানের শিল্পী।

গজল পছন্দ জানলে এটা ডিডিকেট করতাম।


ইউ আর মোস্ট ওয়েলকাম ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.