নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কিছু কিছু মানুষের আচরণে সে মানুষ নাকি বলদ ও ছাগল কনফিউজড হয়ে যাই। দেখা যাক কে মানুষ আর কে বলদ। বলদ চেনার সহজ ১০ উপায়:
১) নিজেকে মুই কি হণুরে মনে করবে।
২) প্রভাবশালী দের পা চেটে যারা চাটেনা তাদের উপর হণুত্ব জাহির করবে।
৩) অহেতুক মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করবে।
৪) সুন্দর বাংলা ভাষায় মধ্যে গালি মিশ্রিত করবে।
৫) সারাক্ষণ অন্যদের ছোট করার চেষ্টা করবে।
৬) একটু মতের অমিল হলেই নোংরা ভাষায় আক্রমণ করবে।
৭) নিজেকে ছাড়া সবাইকে ভুল মনে করবে।
৮) হুদাই প্রত্যেক মানুষকে নিজের উপর ভিত্তি করে অনুমান করবে।
৯) অন্যের ক্ষমতায় নাচবে।
১০) কথা বা মন্তব্যের মধ্যে এতই হিংসা ও বিদ্বেষ বিদ্যমান যে স্বয়ং কুকুরের মতো জঘন্য হিংসাত্নক প্রাণীও লজ্জা পাবে।
১১) সবলের বালটাও ছিড়তে পারবেনা দুর্বলের উপর অত্যাচার করবে।
১২) এরা যখন কথা বলবে বা মন্তব্য করবে মনে হয় পুরনো গ্রাম্য ল্যাট্রিনের দরজা খুলেছে।
বলদ এড়িয়ে চলুন। এদের সাথে তর্ক করবেন না। করলে এরা টেনে আপনাকে তাদের লেভেলে নামাবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: কারও ধন্যবাদ ভাই।
কারও সম্পর্কে ব্লেম করতে হলে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে হয় এতো টুকু শিক্ষা যাদের নেই তারাও আসলে বলদ ও ছাগল। এই পোস্টেও দুই কাটমোল্লা ও ছাগল মানসিকতার বলদ আসছিল। খোয়াড়ে ঢুকাইছি। এদের কাজই হচ্ছে ল্যাদানো।
ভালো থাকুন
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ঋণাত্মক শূণ্য @
সব পোস্টে ছাগলামি করেন কেন?ব্লগে কাউকে ব্লেম করতে হলে প্রমাণ সহ করতে হয় জানেন না? আপনি আমার পোস্টে অনেক নোংরামি করেছেন।রাজনৈতিক প্রতিহিংসার কারণে নোংরামি রিপিটি করার অপরাধে অপানাকে আমার ব্লগ থেকে আজীবন ব্যান করা করা হলো।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: @মহাজাগতি
আমার পোস্টে কাঠমোল্লা নিষিদ্ধ।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৩
অনল চৌধুরী বলেছেন: আবার সেই বিবাদ-বাক্তি আক্রমণ !!!!
গরু-ছাগলদের কেউ মানুষ বানাতে পারেনা।
তাই এরা যেকোনো কৌশলে নোংরামী চালিয়ে যায়।
কারণ লিখতে তো পারেনা কিছুই।
০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: নোংরা লোকজন নোংরামি করবে, নোংরা ভাষা ব্যবহার করে অন্যদের হেয় করবে,মানুষ মানুষের মতো আচরণ করবে। প্রকৃত এজজন মানুষ কখনো আল্লাহর কোন সৃষ্টিকে (জাহান্নামী ছাগু যাদের আমরা জামাত শিবির নামে চিনি ও ভণ্ড হুজুর যাদের আমরা কাঠমোল্লা নামে চিনি ওরা ছাড়া) অসম্মান করবেনা।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১১:০২
নেওয়াজ আলি বলেছেন: মজার কথা তবে দুঃখের বিষয়।
০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বলদ ছাগলা গুলা ফেসবুকে পোস্ট দিবে। কমেন্ট সেকশন উম্মুক্ত রাখবে। মন্তব্য মন মতো না হলে মন্তব্যের এগেইন্সটে স্ট্যাটাস দিবে। ভদ্র মন্তব্য করলেও বস্তির লোকের মতো জবাব দিবে। বালছাল কাউন্টার পোস্ট দিবে। সেসব পোস্টে গুটি কয়েক ছাগল ল্যাদাবে। কি খায় এগুলো। এতো ল্যাদানোর এনার্জি কেমনে পায়?
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৫
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনার পেশার লাইনটি বেশ চ্যালেন্জিং; ইহা নিয়ে লিখুন এবং চট্টগ্রামের মানুষের জীবন নিয়ে লিখুন।
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: যাইও লিখি তাই নিয়ে তো বলদ ও ছাগলের বাচ্চারা ত্যানা প্যাঁচায় । ব্লগকে তাদের বাপের সম্পত্তি মনে করে। একেবারে তাদের মন মতো করে লিখতে হবে কমেন্ট করতে হবে না হলে কুকুরের মতো দলবল নিয়ে কামড়াবে।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০৭
অনল চৌধুরী বলেছেন: উপায় তো ১০ টার জায়গায় ১২ টা হয়েছে !!
শিরোনাম সংশোধন করেন।
০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: ২ টা বোনাস।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২১
নতুন বলেছেন: আরেকটা ভুলে গেছেন
১৩) উপরের অনেক লক্ষনের সাথে মিল থাকার পরেও নিজে বুঝতে পারবেনা যে তার সাথে কত গুলি লক্ষন মিলেছে।
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: ১৪) মতের অমিলের কারণে বা রাজনৈতিক ভিন্নতার কারণে পছন্দ করেনা এমন কারও নামে কোন গরু গাধা ছাগল একটা পোস্ট দিলেই হইল । সাথে সাথে কাপড় খুলে উলংগ হয়ে কটাক্ষ করে ব্যক্তি আক্রমণ করবে ও অন্যদের কাছে কালার করার হীণ নোংরা প্রচেষ্টা চালাবে।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৭
নাহল তরকারি বলেছেন: তাহলে আমাদের দেশে ছাগলের অভাব নাই।
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আশে পাশের দৃশ্য দেখে তো তাই মনে হইতাছে।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৯
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট,
সহমত!
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ জগতারন ভাই ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৩
বিটপি বলেছেন: বলদ চেনার উপায় দুইটিঃ
১। দেখতে গরুর মত হতে হবে।
২। পেছনের দুই পায়ের ফাঁকে যেখানে বিচি থাকার কথা, সেখানে কুঁচকানো চামড়া থাকবে।
ছাগল চেনার উপায় দুইটিঃ
১। দেখতে কুকুরের মত সাইজ কিন্তু মাথায় দুটি শিং থাকবে।
২। পেছন দিকে অর্ধেক সাইজ লেজ থাকবে।
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ্পোস্টে মানুষের বেক ধরা বলদ ও ছাগলের কথা বলা হয়েছে।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: গোফরান, আপনি জানেন আমি কে?
কত কি করেছি?
কত লোকের বই ছাপিয়েছি?
আন্দোলন করেছি, মাঠে ঘাটে। অনেক গুলো বই লিখেছি। প্রকাশনী করেছি। সংগঠন করেছি। কত ব্লগার নিয়ে হই হুল্লা করেছি। আপনারা সামুতে নতুন এসেছেন কিছুই জানেন না। আমার ইতিহাস জানার জন্য গুগল করেন। তারপর জানুন আমি কে? কি? বুঝে শুনে কথা বলবেনে।
আমি অনেক বড়। বহু লোক আমাকে চিনে। জানে। মানে। আমি অনেক বা* ছিড়ছি।
এখন থেকে আমাকে সালাম দিবেন। আমার সামনে নত হয়ে কথা বলবেন।
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি কুটি কুটি বছর ধরে বাল ছিড়ছি। আমি বিরাট বড় লেখোয়াড়। । আমি একটা কিছু। নতুন যারা আসছে এরা কোন লেখকই না। -- জনৈক বলদ। ও ছাগল।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: গোফরান ভাই কিছু ছাগল, বলদ থাকবেই। নইলে সমাজ পরিপূর্নতা পাবে না। এগুলো বিনোদন হিসেবে নিবেন। মজা পাইবেন। সত্যটা আমরা জানি। তাই দূর থেকে ওদের ছাগলামি এবং বলদামি দেখে হাসি। আপনিও হাসুন।
০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: েশের এবং ব্যবসার নাজুক পরিস্থিতি। টিকে থাকায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৩ এ সারভাইব কিভাবে করব তা অনেক চিন্তিত। হনু ফনু টনু কি বালছাল বলছে চিন্তা করার সময় কোথায় ?
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: আপনি কি একজন ক্ষুধার্থকে পেট ভরে ভাত খায়েছেন?
আপনি কি অসুস্থ লোককে চিকিৎসা করিয়েছেন?
আপনি কি দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দিয়েছেন? তাদের লেখাপড়ার খরচ দিয়েছেন?
আপনি কি যারা ফুটপাতে ঘুমায় তাদের মধ্যে থেকে দুইজনকে থাকার ঘর দিয়েছেন?
আপনি কি পাঁচ জন বেকারকে চাকরীর ব্যবস্থা করে দিয়েছেন?
আপনি কি একটা লাইব্রেরী করেছেন, সেখানে অংখ্য মানুষ এসে বিনামূল্য বই পড়তে পারে?
আপনি কি নিরক্ষর মানুষকে শিক্ষা দান করেছেন?
আপনি কি মানুষের নিপদে ঝাঁপিয়ে পড়েছেন?
আপনি কি আপনার দরিদ্র আত্মীয়স্বজনদের খোজ খবর নিয়েছেন?
আপনি সমাজের কোন উপকারটা করেছেন?
গুগলে সার্চ করে আপনার সম্পর্কে এসব কিছুই পেলাম না!
০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: ১৩ বছরে ২০ টা পোস্ট করে ৩ হাজার মন্তব্য করে নিজেরে মুই কি হনুরে মনে করতে জীবনে প্রথম দেখছি।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৮
অনল চৌধুরী বলেছেন: বলদ,গরু ও ছাগল ২ ধরনের হয়।
১। যরা কিছই লিখতে পারেনা ।
২। এমন ধরণের ছড়া-কবিতা ও গল্প লেখে যা দেখে ৩ য় শ্রেনীতে পড়া শিশুরাও লজ্জা পায়।
আর গবেষণামূলক এবং সমাজ-পরিবর্তনমূলক লেখা কি সেটা তাদের স্বপ্নেও বোঝার মতো ক্ষমতা নাই।
চাপাবাজী আর হিংসা-হীনমন্যতার বশবর্তী হয়ে দূর থেকে মেরুদন্ডহীন-কাপুরুষের মতো বাক্য সন্ত্রাস আর ভালো কিছু লেখা যে এক জিনিস না, এটা বোঝার মতো ক্ষমতাও এদের ইহকালে হবেনা, সেটা এরা ৭ বা ১৬ , যতো বছর ধরেই লেখার অপচেষ্টা করুক।
লেখালেখি একটা সাধনার জিনিস।
একই কলম দিয়ে লিখে কেউ হোমার, কেউ টলষ্টয়, কেউ গোর্কি, রবীন্দ্রনাথ,নজরুল, সুকান্ত, জীবনানন্দ, হুমায়ন আহমদ , অনল চৌধুরী, সাড়ে চুয়াত্তর, রাজীব নূর, মোহাম্মদ গোফরান। আবার কেউ আজন্ম গরু-ছাগল।
এরা যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা এরা নিজেরাও আয়নায় তাকালেই বুঝবে।
এদের উচিত লেখালেখির মতো কাজে সময় নষ্ট এবং অন্যদের লেখালেখির গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত সৃষ্টি না করে এরা দেশে -বিদেশে যে পেশায় জড়িত, সেটাই করা।
সেটাই সবার জন্য ভালো।
০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩১
নতুন বলেছেন: লেখক বলেছেন: ১৪) মতের অমিলের কারণে বা রাজনৈতিক ভিন্নতার কারণে পছন্দ করেনা এমন কারও নামে কোন গরু গাধা ছাগল একটা পোস্ট দিলেই হইল । সাথে সাথে কাপড় খুলে উলংগ হয়ে কটাক্ষ করে ব্যক্তি আক্রমণ করবে ও অন্যদের কাছে কালার করার হীণ নোংরা প্রচেষ্টা চালাবে।
অবশ্যই বলদেরা ভীন্য মত সহ্য করতে পারেনা। তারা নিজেদের অনেক বড় হনু ভাবে। বলদেরা যদি বুঝতো যে তারা বলদ তারা বলদামি করতো না। তাদের কাজই হলো অন্যকে ব্যক্তিআক্রমন করা, উম্মাদের মতন কাপড় খুলে কটাক্ষ করবে।
এদের জাস্ট ইগনর করতে হয়।
০৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: নিজেকে মুই কি হণুরে মনে করা,ব্যাক্তি আক্রমণ করা আসলে ছোট লোকের কাজ। যারা ব্যক্তি আক্রমণ করে ওদের আসলে ব্যক্তিত্বই নেই। তবে আমি গরু ছাগলদের তাদের ভাষায় জবাব দেই। কারণ বলদরা ভদ্রতা ও বিনয়কে দুর্বলতা মনে করে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই । এইসব সুত্র বিবেচনায় রেখে যদি বিচার করি তবে আপনার প্রিয় এক মানুষ বলদ বলে গণ্য হবে ( অন্তত ৫০ শতাংশ ) ।