নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
চট্টগ্রামের ভাষা যারা বুঝেন না তাদের জন্য শিরোনাম এর ভাষাটি বুঝা সহজ হবেনা। কারণ এটি চাটগাঁইয়া ভাষা। যার শুদ্ধ রূপ হবেঃ তোমার কথা খুব মনে পড়ছে। ইংলিশে মিসিং ইউ ব্যাডলি।
ফেসবুকে, ইউটুবে, ইনস্টাগ্রামে অনেকেই দেখেছেন শিরোনামে লেখা লাইন গুলো একটি চাটগাঁইয়া গানের লিরিক্স যা বর্তমানে বেশ ভাইরাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরাই গানটির মউজিক ভিডিও এর মডেল। একবার বিশ্বকাপ ক্রিকেটের সময় দেশের সব বিদ্যালয়ের ছাত্রগণ একটি গানের সাথে নাচ করেছিল। অনেকদিন পর - চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড তারকা "পার্থ বড়ুয়া ও ক্লোজ আপ ওয়ান তারকা নিশিথা বড়ুয়া " - এই গানটি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় গুলোতে খুব জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি চট্টগ্রামের একটি আঞ্চলিক গান, তবুও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গানের সাথে নাচ করার ফলে, খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে।
এরকম আরও একটি চট্টগ্রামের ভাষায় গান আছে - "কইলজার ভেতর গাথি রাইক্কুম তোয়ারে"। এই গানটি আমার কাছে বেশ স্মরণীয়।
সামুতে একজন ব্লগার আছেন। ক্লে ডল।গতকাল উনাকে অনলাইনে দেখে পোস্টটি লিখতে ইচ্ছা হলো। অসাধারণ কবিতা লিখেন।।আমি আমার এক ক্রাশকে ইমপ্রেস করার সময় উনার কবিতা অনুমতি নিয়ে কপি করে ফেবুর ছবিতে ক্যাপশন দিয়েছিলাম। ক্রাশ ইম্প্রেসড হয়ে জিএফ না হলেও বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশী কিছু হয়েছে। আসলে এরকম একজন বন্ধু থাকলে জিএফ লাগেনা।
শীতকালের বিকাল গড়িয়ে সন্ধ্যা আমার কাছে বেশ স্মৃতিময়। বিশেষ করে সন্ধ্যা নামার আগ মুহুর্ত।ও তখন ছাদে যেতো আর আনি ওর বাসার নীচে যেতাম। ওকে দেখতাম। কখনো রিক্সায় ঘুরতাম। চট্টগ্রামের টাইগার পাসে একজন মিঠাই মিশ্রিত ভাপা পিঠা বিক্রি করেন শীত কালে। অসাধারণ খেতে। ওকে নিয়ে রিক্সায়/বাইকে করে সেখানে পিঠা খেতে যেতাম। সন্ধ্যার পর কুয়াশায় ঢেকে যেতো চিরচেনা শহরের রাস্তা গুলো। মাঠগুলো ঢেকে যেতো কুয়াশার সাদা আবরণে। চাঁদের কীরণ যখন ওর মুখে পড়তো মনে হতো মুখখানি যেনো প্রকৃতির মাধুরী দিয়ে গড়া একটি উজ্জ্বল নক্ষত্র। তখন তো অনেক শীত পড়তো, ওর হাত ধরার অনুভূতি ছিল " হিমালয়ার পাহাড়ের চূড়ার কনকনে শীতের তীব্রতার মাঝে মাটির পেয়ালায় এককাপ গরম চায়ের মতো।
ব্লগার শাহ আজিজ ভাই এর ফেবুতে শেয়ার দেয়া - দুটি ছবির ১ টি ভাপা পিঠা দেখে সে স্মৃতি মনে পড়ছে। বিল্ডিংং এর ছবিটি দেখে তার পড়ন্ত বিকেলে ছাদে ওঠা মিস করছিলাম। ছবিতে যাকে নিয়ে পোস্টটি লিখছি সে। আজিজ ভাই ছবিগুলো সত্যি সুন্দর তুলেছেন। পোস্টে ব্যবহৃত ছবি গুলোর মধ্যে ভাপা পিঠা ও পড়ন্ড বিকেলে ঢাকা ছবি দুইটি শাহ আজিজ ভাই এর ফেবু ওয়াল থেকে।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: শীত শীত পড়ছে তো হালকা।
২| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ছবিটা এমন স্মৃতিজাগানিয়া কেন ??
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার জি এফ ছিল, নোয়াখালির।।ও আমাকে গানটি ডেডিকেট করে চাটগাইয়া ভাষায় ফেবুতে স্ট্যাটাস দিসিলো প্রপোজ এক্সেপ্ট করার পরের দিন।তাই স্পেশাল।
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টের বিষয় বস্তুর সাথে ছবির সম্পর্ক আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। এই কথা বললে আপনি আবার মাইন্ড করবেন।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: দুটি ছবির ১ টি ভাপা পিঠা দেখে সে স্মৃতি মনে পড়ছে। বিল্ডিংং এর ছবিটি দেখে তার পড়ন্ত বিকেলে ছাদেত ওঠা মিস করছিলাম। ছবিতে যাকে নিয়ে পোস্টটি লিখছি সে।
এর পরও যদি ব্লগ টিমের বিচারে ছবি অপ্রাসঙ্গিক হয় প্রথম পাতা থেকে পোস্ট সরিয়ে দিবেন।
ধন্যবাদ দস্যু ভাই।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি শেষের দিকে আবার পোস্ট এডিট করছি। একটু পড়বেন?
৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৪
শেরজা তপন বলেছেন: এর অর্থ তো 'পেট জ্বালা করে তোমার জন্য' না কি?
আজিজ ভাইয়ের পোষ্টটা ফেবুতে দেখেছিলাম।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: অর্থ সঠিক তবে মিনিংং 'তোমার কথা মনে পড়ছে বা মিসিং ইউ ব্যাডলি।।আজিজ ভাই ছবি গুলো মোবাইল থেকে চমৎকার ক্যাপচার করেছেন। ধন্যবাদ শেরজা ভাই মন্তব্যের জন্য।
৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪১
সোনাগাজী বলেছেন:
রিসেশানে চট্টগ্রামের মানুষের অবস্হা কি রকম?
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ৬০% কোম্পানি বন্ধ হওয়ার পথে।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: নিম্ন ও মধ্যবিত্তদের ভয়াবহ অবস্থা।
৬| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তা নয় আসলে ছবিটা দেখে আমারও একটা স্মৃতি মনে পড়ে গেল তাই কথাটা বললাম !!
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: স্মৃতি মনে পড়লে তা মনে রাখতে নেই। ব্লগে লিখে ফেলুন। আমরা পড়ি।
৭| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি মনে হয় না আমার পোস্ট পড়েন তবুও দেখি লিখব । বুদ্ধিটা ভালো দিয়েছেন !!
১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আপনার পোস্ট পড়া হয়নি। পড়বো নেক্সট থেকে।
৮| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১
নেওয়াজ আলি বলেছেন: চিটাং এর কথা বুজি এবং বলি । আঞ্চলিক গানও শুনি।
১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বাহ! জেনে ভালো লাগলো নেওয়াজ ভাই।
৯| ১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১৩
রানার ব্লগ বলেছেন: দুই নম্বর ছবি কি আপনার ক্রাশের ছবি? দিয়ে ভুল করলেন। এখন দুনিয়ার সবার ক্রাশ হয়ে যাবে। প্রাসংগিক না হলে হুট হাট কারো ছবি কি ঠিক?!
১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি ক্রাশরই ছবি। একটি সুন্দর মেয়ের উপর সবাই ক্রাশ খাবেই। যারা বলবেন ক্রাশ খায়নি তারা আসলে মিথ্যার আশ্রয় নেন যাকে নিয়ে পোস্ট লিখছি তার ছবি অপ্রাসঙ্গিক হলে সরিয়ে দিব ।
থ্যাংক ইউ রানা ভাই।
১০| ১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি গতকাল পড়েছি।
লেখায় দুটা বানান ভুল আমার চোখে পড়েছে।
কি লিখবেন সেটা কি আগে থেকে ঠিক করে নেন? না লিখতে থাকেন, যা হোক কিছু একটা দাঁড়াবে।
'ক্রাশ' শব্দটা আমার পছন্দ না। মানুষ ক্রাশ খাবে প্রকিতির উপর, বইয়ের উপির, নীতির উপর, আদর্শের উপর, জ্ঞানের উপর, মানবতার উপর। একটা মেয়ের উপর ক্রাশ খাওয়াটা অতি তুচ্ছ বিষয়।
১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: যখন যা মনে আসে লিখি। প্ল্যান নেই।
এই পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যানকর।
অর্ধেক তার গড়িয়াছে নারী
অর্ধেক তার নর।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৪
শূন্য সারমর্ম বলেছেন:
সিটিতে শীত না ডুকতেই ভাপাপিঠা পেটে চলে গেছে, বাহ!!