নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

রানী গরীব হলেও মনটা রানীর মতোই থাকে, ফকিন্নি পয়সা ওয়ালা হলেও মনটা ফকিন্নির মতোই থাকে।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩১


অতিথি আপ্যায়নের জন্য রান্না করার একটি দৃশ্য।

চট্টগ্রাম শহর থেকে ৬০ কি,মি দূরে ফঠিকছড়ি। গাড়িতে ঘণ্টা খানিক লাগে। ফঠিক ছড়ি মাইজভান্ডারি মাজারের জন্য পুরা দেশে বেশ পরিচিত। ওরশের সময় লাখ লাখ ভক্ত দেশ বিদেশ থেকে মাইজভান্ডারি মাজারে সমাবেশ করে। ২০১১ সালের কথা। সে ওরশের সময়। সেখানে আমার দুই বন্ধুর গ্রামের বাড়ি।একটি ছেলে যে ফকিন্নি থেকে পয়সা ওয়ালা হয়েছিল। আরেকজনের কথা ব্লগে একবার লিখেছিলাম। ওর নাম রীয়া। আমার মেয়ে বন্ধুদের নিয়ে কোন স্মৃতি শেয়ার করলে একটা অত্যন্ত নীচু মানের জঘন্য ক্যাচালবাজ মাল্টির হিংসায় জ্বলে। ফলে পরোক্ষ ভাবে গালি দিয়ে ব্যক্তি আক্রমণ করে। তাই যাদের আমার পোস্টের কারণে জ্বলে তারা এখানেই থেমে যান।

যাই হোক ওরশ উপলক্ষে ২০১১ সালে সে পয়সাওয়ালা বন্ধুর বাড়িতে পৌছাই ওরশের আগের দিন দুপুর ১২ টাই।অনেক দিন দেশের বাইরে থেকে ভালোই রোজগার করেছে। বাড়ি গাড়ি নারী সব হয়েছে। কিন্তু ছোট লোক পয়সাওয়ালা হলেও মনতো ছোটলোকের মতোই থাকবে। বিকাল ৩ টা গড়িয়ে ৪ টা আপ্যায়ন তো দূরের কথা এমন ব্যস্ততা দেখাচ্ছে যেনো আমরা চলে যাই।

আমাদের প্ল্যান ছিল পরের দিন রীয়া দের বাড়ি যাবো।রীয়ারাও খুব বড়লোক ছিল। একেবারে খানদানি বড়লোক যাকে বলে। বিশাল জমিদার বাড়ি ওদের। অবস্থা দেখে ওরে ফোন দিলাম। ছোটলোকের বাড়ি থেকে ৩০ মিনিটের পথ রীয়াদের বাড়ি।দুপুরে যে খাবার দিছিলো সেগুলো খাওয়া তো দূরের কথা ওর সাথে কথাই বলেনি কেউ। তো ৫ টার মধ্যে চলে আসছে আমাদের নিয়ে যেতে। আমরা সংখ্যায় ৮ জন। ২ জন মেয়ে ৬ জন ছেলে। রীয়া সহ ৯ জন। সবাই ক্ষুধার্ত নানান রকমের নাস্তা করেছিল ওর আম্মু আমাদের জন্য। ডিনারে এতো বেশি পরিমাণ ডিস করেছিল যে, চট্টগ্রামের দাওয়াত যারা খান নি তাদের পক্ষে বুঝা সম্ভব নয়।

চট্টগ্রামের মানুষের হসপিটালিটি লেভেল অহংকার মতো ঐতিহ্যবাহী। সারারাত আড্ডা, ভান্ডারিগান, হালকা সিদ্ধি, ওরশের দিন মেলার উৎসব মুখর পরিবেশ, রীয়া ও ওর কাজিনিদের ভালোমানুষি মিশ্রিত সম্মান করার সুন্দর মানসিকতার সাথে ১০০% প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে পুরা নস্টালজিয়া অনুভূতি। এজন্যই হইতো লোকে বলে -
রানী গরীব হলেও মনটা রানীর মতোই থাকে, ফকিন্নি পয়সা ওয়ালা হলেও মনটা ফকিন্নির মতোই থাকে।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:


ছবিটা কি কোন মেজবানের?

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: মেজবানি ঠিক নয়, গরুর মাংস সহ অনেক আইটেম রান্না হচ্ছিলো।

২| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে একটি কথা বলি, নদী শুকিয়ে গেলেও মানুষ বলে এখানে কোনো এক সময় নদী ছিলো। আর খাল যতো বড়ই হোক তার নাম খাল থাকে। বনেদি বিষয়টি ভিন্ন বিষয় যা সবার বোঝার জানার বিষয় না।

আমাদের চট্টগ্রামের মানুষ ও আমাদের নোয়াখালীর মানুষ আমার পছন্দের মানুষ।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ফকিন্নিরা অন্যদের সুখ সহ্য করতে পারে না।

৩| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৭

অনল চৌধুরী বলেছেন: এ পর্যন্ত অপনার সব লেখার মধ্যে সেরা লেখাটা গেলো কই !!!!!?????
ভালো জিনিস কার ভালো লাগেনা ?????
লেজ বাকা প্রানীদের ?

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এর আগের পোস্ট ব্লগের হিংসুক ও নোংরা মানসিকতার লোকদের লেংটা করে দেয়ার মতো। মন্তব্য অপ্রাসঙ্গিকতার অভিযোগ করে রিপোর্ট করছিল। তাই কর্তৃপক্ষ মুছে দিসেন।মুছে দিক। প্যারা নাই চিল।

৪| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৬

ঊণকৌটী বলেছেন: আপনার সোজা সাপটা মন্তব্য ভালো লাগে, এরকমই থাকুন

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। আমি আমার মতোই থাকবো সারাজীবনে। নোংরাদের সাথে নো কম্প্রোমাইজ।

৫| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০২

রানার ব্লগ বলেছেন: মানুষ কে কিছু দিতে শুদ্ধ মন লাগে। তা সেটা খাবার হোক আর দুইটা মিস্টি কথা হোক। যার শুদ্ধ মন আছে তার অর্থ না থাকলেও সে অতিথি কে আপ্যায়ন করতে দ্বিধা বোধ করে না। আর যাদের মন কলুষিত তাদের কাছ থেকে আর যাই হোক আপ্যায়ন আশা করা বোকামি।

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন রানা ভাই। ♥️ যার মন বড় সে আসলে প্রকৃত বড়লোক। যারা হঠাৎ পয়সা ওয়ালা হয়ে, অন্যের ক্ষনতা বলে হেডম দেখায় ওরাই আসলে ছোটলোক ও ফকিন্নি।

৬| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: রানার ব্লগ যথার্থই বলেছেন।

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ হিরণ ভাই। রানা ভাই এর সাথে আসলে আমার মেন্টালিটির আসলে অনেক মিল।আপনার সাথেও।তাই উনি এবং আপিনি আমার প্রিয় ব্লগার তালিকায় সবসময় ছিলেন আছেন থাকবেন।

৭| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে উৎসর্গ ও কৃতজ্ঞতা স্বীকার করে সামান্য একটি লেখা পোস্ট দিয়েছি মেজবানি ও আমাদের চট্টগ্রাম আশা করি আপনার ভালো লাগবে।

আপনাকে অশেষ ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০২২ রাত ১:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি সম্মানিত অনুভব করছি প্রিয় ঠাকুর মাহমুদ ভাই।

৮| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- রিয়াদের জমিদার বাড়ির নাম কি? গুলগ ম্যাপে অবস্থান ও একটা ছবিকি দিতে পারেন বাড়িটির?

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে মিয়া বাড়ি বলে পরিচিত। আগে জমিদার বাড়ি ছিল। এখন সম্ভবত পরিত্যক্ত। ওদের বড় এরিয়া জুড়ে ২ তলা বাড়ি ছিল তখন।

৯| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: গোফরান ভাই আমরা পাশাপাশি জেলার মানুষ মেজবান সংস্কৃতিতে পরিচিত

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: চলে আসুন চট্টগ্রাম।

১০| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৩

জুন বলেছেন: চিটাগাং এ আমাদের অনেক আত্নীয় স্বজন আছে। এদের মধ্যে অনেকে খাটি চট্টগ্রাম এর আবার কেউবা আমাদের দেশ অর্থাৎ ঢাকা থেকে সেখানে সেটেল্ড। এছাড়া আমরা আমার আব্বার চাকরি সুত্রেও অনেক বছর চিটাগং, সীতাকুণ্ড, চন্দ্রঘোনা ছিলাম। অনেক ভালো মানুষ তারা।

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু,
আসলে ভালো খারাপ মিলেই তো মানুষ। সব বিভাগে ভালো ও খারাপ মানুষ আছে। যেমন সবাই ব্লগার হলে ফেক/ ছাইয়া কারা? সবাই ভালো হলে খারাপ কারা। আমার কে ভালো কে খারাপ জাজ করার যোগ্যতা নেই। আমি নিজে শত পাপে পাপী অপরজনকে পাপী/ খারাপ বলতে আমার ব্যক্তিত্বে লাগে। একমাত্র ছোট লোক ছাড়া আর কেউ নিজেকে শতভাগ ভালো দাবী দাবি করে না।

আমি পোস্টে উল্লেখ করেছি চট্টগ্রামের মানুষের বিশেষত্বের একটা দিক যে তার খুব অতিথি পরায়ন হয়।

ভালোবাসা জানবেন।

১১| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৬

রানার ব্লগ বলেছেন: মেজবান খাওয়ার অভিজ্ঞতা ছোটবেলায় হয়েছে। অতটা মনে নাই।

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি ২৫ শে ডিসেম্বর আসুন চট্টগ্রাম। আমার একটা শো আছে ২৫ তারিখ বড় দিন উপলক্ষে আর ২৬ তারিখ একটা মেজবানি আছে। ভালো লাগবে আমার সাথে ঘুরলে আপনার ।

১২| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুলগ ম্যাপে অবস্থান ও একটা ছবিকি দিতে পারেন বাড়িটির?

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জমিদার বাড়ি নাকি রীয়াদের বাড়ি ?

১৩| ০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জমিদার বাড়ি

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: চেষ্টা করবো। আপনি ভুজপুর জমিদার বাড়ি লিখে গুগল করে পেয়ে যাওয়ার কথা,

১৪| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব এরকম একটা খানাদানার আয়োজন করেন। আমরা খাই।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: করবো ইনশাআল্লাহ। একটু রাশিয়া ইউক্রেন নির্বাচন বাল ছাল গুলো যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.