নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
সন্ধ্যা খুবই গম্ভীর।নিরবতায় যেন গ্রামের সন্ধ্যার ভাষা।সন্ধ্যা নামার পূর্বক্ষনে অমসৃয়মান সূর্যের রক্তিম আভা সত্যি নস্টালজিক।শহরে সন্ধ্যা নামার সাথে গ্রামের সন্ধ্যার পার্থক্য হলো, গ্রামে শহরের মতো কোলাহল নেই। শুধুই নির্জনতা।শহরে জ্বলমলে আলোয় হারিয়ে যায় গোধূলি লগ্নের আভা।যস্ত্রিক সভ্যতার ফলে নীড়ে ফেরা পাখির কলকাকলি শহরে কল্পনা পর্যন্ত করা যায়না।গ্রামে মৃদু শান্ত হেসে সন্ধ্যা পৃথিবীতে স্নেহের পরশ বুলিয়ে দেয়। অম্বিকার মুখে যখন সন্ধ্যায় হারিকেনের আলো পড়ে, তখন মনে হয় এক অপূর্ব জ্যোতি তাকে নতুনরূপে অলংকৃত করেছে। কবি জীবনানন্দ লিখেনঃ 'দিনের ক্লান্তি শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে'|
আলো ছড়ানো জোছনা আঙ্গিনা ভরে দিয়েছে। সন্ধ্যা নামার পর মৃদু অন্ধকার গাড় হচ্ছে। অম্বিকা সবে সাঁজের প্রদীপ জ্বলিয়েছে। মফস্বলের মেয়েরা নেচারালি বিউটি হয়। একটি উঁচু পিড়ির উপর বই রেখেছে আর শিতল পাঠিতে নিজে বসেছে। হারিকেনের মৃদু আলো তার প্রকৃতির মাধুরী দিয়ে গড়া মুখখানির উপর যখন পড়েছে, তখন কি অভিনব সৌন্দর্য্য তার মুখ থেকে বিকশিত হয়েছে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।
মফস্বলের মেয়েদের একটা বৈশিষ্ট্য হলো এরা নয় অতি আধুনিক নয় অতি গ্রাম্য। আধুনিকতা আর গ্রম্য সরলতার সংমিশ্রনে চলনে বলনে মননে খুবই অনন্যা হয়ে ওঠে। আচরণে লজ্জা মিশ্রিত নম্রতা নারীদের অতুলনীয়া বানায়। জোছনা রং এর সাথে চন্দন মাখালে যেমন সৌন্দর্য ধারণ করে চাঁদের আলো পড়া অম্বিকার মুখখানি তেমনই। কিছু কিছু সৌন্দর্য রাতের ঝরনার সৌন্দর্যকেও হার মানায়। সে অমনি একটি সৌন্দর্য। অম্বিকা যখন অন্যায় হতে দেখে তখন রৌদ্র মূর্তি ধারণ করে।একই অম্বিকা সুন্দর মনের মানুষের ক্ষেত্রে শেষ বিকেলের রোদের মতো মিষ্টি। সে যেন গৌধুলী রঙে রাঙানো সোনালী আভা। অম্বিকার সৌন্দর্য আর নাদীর পাড়ে সন্ধ্যা নামার সৌন্দর্য্যের মধ্যে তুলনা করতে গিয়ে আমাকে বেশ দ্বিধায় পড়তে হয়। ও কখনো নদীর মতো , কখনো অরন্যের মতো, কখনো তারাময় আকাশের মতো সুন্দর। তার নেচারালি রিবন্ডিং করা চুলগুলো যেন সৌন্দর্যের পরিপূর্ণ সম্ভার।
অম্বিকাদের স্বপ্ন গুলো খুবই সরল ও সুন্দর। আমার মাঝে মাঝে ইচ্ছা করে এখন থেকে ১৬ বছর আগের জীবনে ফিরে যেতে।সাঁজের বেলায় অম্বিকাদের চাঁদের কিরণ ছড়ানো উঠানে ওপাশের ছোট্ট আরেকটি কুড়ে ঘর থেকে হারিকেনের আলোয় অম্বিকার মুখের সৌন্দর্য আমাকে যতটুকু মোহিত করে তার চেয়ে বেশি মোহিত করে তাদের গ্রামের প্রকৃতি। শহুরে ব্যস্ত জীবন থেকে হাঁফ ছেড়ে বাঁচতে ওদের বাড়ির চেয়ে আর সুন্দর কোন জায়গা নেই আমার কাছে।তাদের গ্রামের চেয়ে অনেক অনেক সুন্দর গ্রাম আছে নিঃসন্দেহে কিন্তু আমার কাছে অম্বিকার জন্য তাদের গ্রামই সেরা। পাহাড়, বন, ঝরনা, লেক, হাওর ও নদীবেষ্টিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি । নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য হাওর তীরবর্তী গ্রামটি সত্যি ছবির মতো। মেঘালয়ের কোলবেয়ে নেমে আসা লাকমাছড়া ঝরনা অনেকে দেখেছেন। এই গ্রামে ঝরনা নেই , কিন্তু নদী আছে। তবে প্রশান্তি একই রকম। প্রতি বৃহস্পতিবার একটি বাড়িতে গানের আসর বসে ওদের গ্রামে। ঐতিহ্যবাহী বাউল, জারি সারি, মুর্শিদী, ভাটিয়ালিসহ মরমি সাধক হাসন রাজা ও বাউল আবদুল করিমের গান মনে করিয়ে দেয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের কথা।
গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য সাথে অম্বিকার সৌন্দর্য মিলে একাকার হয়ে হিন্দু পুরাণে দেবালোকের জাদুকারিনী, সুন্দর নারী এবং অপ্সরার রাণী রম্ভার কথা মনে করিয়ে দেয়|
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ঐ অঞ্চলের পুরুষ সব মিডলইস্টে ভিড় করে। বুঝলাম না কাহিনি কি?
২| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৩
সোনাগাজী বলেছেন:
কাহিনী সোজা, চাকুরী, রুটির কারণে।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: সব ঘরে ১/২ জন দুবাইওয়ালা থাকবেই।
৩| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৭
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: সব ঘরে ১/২ জন দুবাইওয়ালা থাকবেই।
জাতির অবস্হা এমন খারাপ হওয়ার কথা ছিলো না যে, বউয়েরা বৃদ্ধা বয়সে স্বামীর দেখা পাবেন।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দীর্ঘদিন আরব থাকার পর তাদের স্ত্রীরা যদি শয়তানের পাল্লায় পড়ে পরকিয়া করে তবে দোষ কার? স্বামীর না একাকীত্বের তীব্র যন্ত্রনা সহ্য করতে না পারা বউ গুলো?
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার সাথে কাজ(ব্যবসা) করতে হলে যোগ্যতা কি থাকতে হবে?
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সততা, পরিশ্রম করার মানসিকতা, সত্যবাদিতা, মৌলবাদ মানসিকতা মুক্ত হওয়া।
৫| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৪
শাওন আহমাদ বলেছেন: সন্ধ্যা আমার কাছে আমার প্রেমিকার মতো!
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: এই বিষয়বস্তুর উপর লিখুন।
৬| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,
শিরোনামের কথার সাথে ছবিব্লগের ছবির মিল নেই! মিল নেই লেখার সাথে ছবিরও!
তবে খুব সুন্দর লিখেছেন অম্বিকাকে নিয়ে। ছবিগুলি যতো না সুন্দর তার চেয়ে্ও বেশী সুন্দর সন্ধ্যের ছড়িয়ে পড়া আলোর মতন
মিষ্টি এমন লেখা ।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,
আমার ভুল গুলো সবসময় শুদ্ধ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি পোস্টের একদম নিচে একটা নোট দিয়েছি। আশা করছি ব্লগ টিম এই পোস্টটা সেক্রিফাইস করবেন।
আপনার প্রশংসা অর্জন করা সহজ কিছু নয়। সম্মানিত অনুভব করছি। ♥️
৭| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- লেখা চমৎকার হয়েছে।
- ছবি ব্লগে ছবি সম্পর্কে কিছুই লিখেন নাই!! (আমার চোখে পড়ে নাই।)
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই।
স্যরি ফর দ্যাট। আমি আসলেই পোস্টের বিষয়বস্তুর সাথে ছবিগুলো ফুটিয়ে তুলতে পারিনি। নিচে নোট দিয়ে দিসি একটা।
৮| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০১
শেরজা তপন বলেছেন: ফের এমিল বেমিলে পড়ে গেলেন
লেখায় ধীরে ধীরে হাত পাকছে বেশ!
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ভুল হয়ে গেলো আবারও। স্যরি।
অনেক ধন্যবাদ কমপ্লিমেন্ট এর জন্য।♥️
৯| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৩
কামাল৮০ বলেছেন: সন্ধ্যায় গরুরা যখন ঘরের দিকে আসতো তখন তাদের চলার কারণে যে ধূলি উড়তো তাই গোধূলি।এখন গরুও নাই গোধূলিও নাই।আছে শুধু সন্ধ্যা।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ বলেছেন। গোধুলীর সময় রাখালের গরু নিয়ে বাড়ি ফেরার দৃশ্য সত্যি অসাধারণ।
১০| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৬
কামাল৮০ বলেছেন: নারীকে আমরা কোমল করে রেখেছি উপভোগের সামগ্রী হিসাবে।কবিতায় গল্পে সাহিত্যে।তাকে মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করি নাই।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: অথচ 'এই পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যানকর অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর'।
১১| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
সততা, পরিশ্রম করার মানসিকতা, সত্যবাদিতা, মৌলবাদ মানসিকতা মুক্ত হওয়া।
-সবই আছে। যোগাযোগের মাধ্যম কি?
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুক /
[email protected]
মেইল দেন আমি মোবাইল নাম্বার দিতাসি।
১২| ১৮ ই অক্টোবর, ২০২২ ভোর ৪:৪১
রানার ব্লগ বলেছেন: হারিকেনের ওপাশের আলোকিত মুখের সে কি এক অপুর্ব মায়া আছে কে জানে? দেশ বিদ্যুৎ নামক বস্তু দ্বারা আলোকিত হবার ফালে অমন নরম আলোর ঝলকানি দেখার সুজুগ আর হয় না।
গ্রাম গুলোতে বিদ্যুৎ ঢুকলো আর গ্রামের যে আদিম ভৌতিক সন্ধ্যা রাত্রী তার সকল সৌন্দর্য হারিয়ে নড়বড়ে কিছু একটা হয়ে বসে আছে। দূর থেকে দেখে এখন আর রোমাঞ্চ জাগে না। আধারে পথ আর হারাই না। আধারে পথ হারাবার যে কি এক আনন্দ কি এক উন্মাদনা তা যে হারায় সেই জানে বোঝে।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: গ্রাম গুলোতে বিদ্যুৎ ঢুকলো আর গ্রামের যে আদিম ভৌতিক সন্ধ্যা রাত্রী তার সকল সৌন্দর্য হারিয়ে নড়বড়ে কিছু একটা হয়ে বসে আছে। দূর থেকে দেখে এখন আর রোমাঞ্চ জাগে না। আধারে পথ আর হারাই না। আধারে পথ হারাবার যে কি এক আনন্দ কি এক উন্মাদনা তা যে হারায় সেই জানে বোঝে।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১৩
রোকসানা লেইস বলেছেন: লেখা পড়তে খুব ভালোলাগল।
স্নিগ্ধতার রেশ।।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রোকসানা লেইস আপু।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৭
বিটপি বলেছেন: শেষের ছবিটি কোন গ্রামের মেয়ের নয়। গ্রামের মেয়েরা খুব স্মার্ট, সহজাত এবং আচার আচরণে স্ট্রেইট। এই মেয়েটীর মধ্যে কাক না ময়ূর - এরকম একটা সংকোচভাব আছে।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ও বাংলাদেশের একজন ফাস্ট ক্লাস মডেল।
১৫| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা আর দুটো ছবি খুব সুন্দর
এজন্য +
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি আপা ।
১৬| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোষ্ট
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সাখাওয়াত হোসেন বাবন ।,
১৭| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই।
১৮| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: সব ছবি সুন্দর। শেষের মেয়ের ছবিটা সবচেয়ে সুন্দর।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ ও আসলেই সুইট একটা মেয়ে।
১৯| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাকে মেইল করেছিলাম মনে হয়। রিপ্লাই দেননি।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মেনেজ হলে দিব।
২০| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
-মেইল দেন আমি মোবাইল নাম্বার দিতাসি।
দিয়েছি মেইল।
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ওকে
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪২
সোনাগাজী বলেছেন:
উত্তর চট্টগ্রামের গ্রামগুলো নারীস্তান হয়ে গেছে, পুরুষেরা আরবে।