নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
পূজা চেরির মা ঝর্ণা রায়।তার ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’
একটা মা কতো অসহায় অনুভব করলে এমন মিনতি করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মৌলবাদী মানসিকতার। একটা মেয়ে বয়স খুব কম। মিডিয়া পাড়ায় গুঞ্জন অনেক কমন একটা বিষয়। কিন্তু একজন নবাগতের নামে স্ক্যাণদাল ছড়ালে তাকে বেশ বেগ পোহাতে হয়। একটা উদাহরণ দেই, নায়িকারা যতক্ষণ সিঙ্গেল থাকে ততক্ষণ তাদের অনেক কদর থাকে। সর্বোপরি কাজ বেশি থাকে। কিন্তু যখনই গুজব ওঠে এই নায়িকা হেন করছে তেন করছে এরে বিয়ে করছে ওর সাথে শোইছে তখন ঢালি-উডে বা বাংলা নাটকে এমন কি মডেলিং এও তার ক্যারিয়ারের ১২ টা বাজে। কাজের জন্য তেমন ডাক পড়েনা।তাই সে গতকাল বলছে- আমাকে নিয়ে আজগুবি গুজব ছড়ালে আইনের দ্বারস্থ হবো। আমি একটি বিখ্যাত ফ্যাশন ব্রান্ডের ফটোশ্যুটের জন্য ওয়ার্ক ওয়ার্ডার পেয়েছিলাম। মডেল ছিল তাহসান আর বিদ্যা সিনহা মিম। ইভালি ইস্যুতে তাহসান এর নামে কিছু গুজব ওঠলে উক্ত ব্রান্ড তাহসান কে বাদ দিতে অনুরোধ করেছিল। এমন কি পরে স্যুটটা বাতিল হয়েছিল। তাই অহেতুক কারো ইমেজের ক্ষতি করা ঠিক?ওখানে তো রিজিক। মিডিয়া থেকে সে রোজগার করে।
পূজা বলদ সাকিব খান কে বিয়ে করছে কিনা আমি নিশ্চিত নই, তবে পূজা অনেক বেশি ক্যারিয়ার কনসার্ন। তাই এসব গুজবে সে ভয় পাচ্ছে। পূজার মা বলেছেন- ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনও সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’
সবশেষে পূজার মা বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’
কে শোনে কার কথা। কতগুলো মিডিয়া / অনলাইন পোর্টাল প্রতিদিন আজগুবি ভিত্তিহীন অনুমান নির্ভর নিউজ করছে আর সেখানে কমেন্ট করে পৈশাচিক উল্লাস করছে এদেশের বলদ মৌলবাদীরা। একজন মা আর্তনাদ করছে - "দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন।" সেখানে ছাগল কিছু বাঙালীর মন্তব্য দেখে ঘৃণায়, লজ্জায় গা গোলিয়ে গেলোঃ
১) ছোট হলে এতো বড় **** কিভাবে **** ?
২) আমাদের সাকিব ভাই আরো ছোট আপনার মেয়ের কিছু হবেনা।
৩) মেয়ে চায় আমেরিকা নিবাসী ছাকিব এর বিএস আর এম --- এখানে আমাদের কি করার ?
অন্য মন্তব্য গুলো লেখার রুচি পেলাম না। আমি বার বার বলছি মেয়েটির ট্যালেন্ট আছে। ৩ বছর আগে টিভিতে প্রতিবন্ধীদের নিয়ে নিচের বিজ্ঞাপনটি সবাই দেখেছেন। দেখুন অল্প বয়সে প্রতিবন্ধী চরিত্রে সে কতো নিখুন অভিনয় করেছে। সে বাংলা ছবির বস্তা পোঁচা নায়িকাদের মতো নয়। আমরা তার ব্যক্তিগত জীবন নিইয়ে খোঁচাখোঁচি না করি।
ওর অভিনয় এবং নাছ দুইটাই সুন্দর। সে দেখতেও নেচারালি বিউটি। হুদাই ওর ক্যারিয়ার হ্যাম্পার করে কি লাভ?
নিচের নাচ টি দেখেনঃ
নিউজ সোর্সঃ আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন: পূজা চেরির মা
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: সে আমার ফ্রেন্ডলিস্টে আছে। একটা ক্লথিং ব্রান্ড শ্যূট এর জন্য ওর সাথে কথা হয়েছে আর তাছাড়া ও জনপ্রিয়তা পেয়ে ফ্যাশন মিডিয়া ও বিজ্ঞাপন থেকে। মেয়েটি বিনয়ী ও ডেডিকেটেড ক্যারিয়ারের প্রতি।
কিছু বাঙালী'র মন্তব্য পড়লে হাসি পায়।
এদের বাঙালী বললে বাঙালীর অপমান হয় ব্রাদার।
২| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সামাজিক অবক্ষয় সর্বত্র , সহজে মুক্তি নেই ।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু অসুস্থ মানুষ সমাজকে অসুস্থ করে দেয়।
৩| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি বলেছেন- ''মেয়েটি বিনয়ী''।
তাকে বিনয়ী বোঝার জন্যে কোন ঘটনা মনে পড়ে কি আপনার?
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: ১) সে শ্যুটের ডেট দিলে তা কখনো মিস করে না।
২) গাদ্দারি করেনা বা অহংকার করেনা।
৩) একবার এক গানের মঞ্চে ওকে প্রস্তুতি ছাড়া নাচতে অনুরোধ করা হয়েছিল । সে এতো টাই কনফিডেন্ট যে নেচারাল লুকে জিন্স টি-শার্ট পড়েই স্টেজে ২ মিনিট নাচ করছিল।
সে কতোটা বিনয়ী তা বুঝতে হলে ওর সাথে কথা বলতে হবে ব্রো। ওর এক্সপ্রেশানে ওর বিনয় ফুটে ওঠে।এই ভিডিও দেখুনঃ
৪| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪১
সোনাগাজী বলেছেন:
আনুমানিক বয়স কত, কোন এলাকার মেয়ে?
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ওর বয়স ২২, বাড়ি খুলনা । বড় হইসে ঢাকায়। ২০১৯ এ এস এস সি পাস করছে।
৫| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাজে লোকদের কথায় কি ক্যারিয়ারের ক্ষতি হয়?
ব্যারিস্টার সুমন, সোলাইমান সুখনদের নিয়ে কত মানুষ কত কথা বলেছে। তাঁদের ক্যারিয়ারে কি কোন ক্ষতি হয়েছে? হয়নি। বরং, তাঁদের উত্তরোত্তর উন্নতি হয়েছে।
রিজিক যার যেখানে, সেটা পাওয়া কোন মানুষ ঠেকাতে পারবে না।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: বাজে লোকদের কথায় কি ক্যারিয়ারের ক্ষতি হয়?
- বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় ব্রাদার। বিয়ে হয়ে গেলে কদর ও ডিমান্ড কমে যায়।
ব্যারিস্টার সুমন, সোলাইমান সুখনদের নিয়ে কত মানুষ কত কথা বলেছে। তাঁদের ক্যারিয়ারে কি কোন ক্ষতি হয়েছে? হয়নি। বরং, তাঁদের উত্তরোত্তর উন্নতি হয়েছে।
- ওনারা তো এক্টর নন।
রিজিক যার যেখানে, সেটা পাওয়া কোন মানুষ ঠেকাতে পারবে না।
-ঠিক বলেছেন, কিন্তু বিয়ে হয়ে গেলে যে কোন একজনের সাথে জড়িয়ে গেলে বুবলি , অপুদের মতো পরিণতি হয়। অপুর এখন কাজ নেই বললেই ছলে। জয়া নুসরাত ফারিয়া মিম একটা ব্রান্ড এর উদ্ভোধনী অনুষ্ঠানে গেলে ৫ লাখ ডিমান্ড করে। অপু ইনভাইটো পাননা। কিছু ইন্টারনাল বিষয় আছে আসলে মিডিয়ায়। নভেম্বরে দেখা হলে সামনা সামনি বলবো ইনশা আল্লাহ।
৬| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
বুবলি যদি অপুর মতো রণে ভঙ্গ দেন, তাহলে, নির্ঘাত পিছিয়ে পড়বেন।
পূজা চেরির ক্ষেত্রেও একই কথা খাটে।
বাঙ্গালী এক্ট্রেসরা বিয়ের পরে ফিটনেস ধরে রাখতে পারেন না। তাই, দর্শকও মুখ ফিরিয়ে নেন।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: বাঙ্গালী এক্ট্রেসরা বিয়ের পরে ফিটনেস ধরে রাখতে পারেন না। তাই, দর্শকও মুখ ফিরিয়ে নেন।
এটা সঠিক বলেছেন। আর নির্দিষ্ট একজনের সাথে জড়িয়ে গেলে- পরিচালক, অরগানাইজার গণ অনিহা প্রকাশ করে ফলে কাজ কমে যায়।
৭| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশের মিডিয়া গুলো কুৎসিত হয়।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: অত্যন্ত নোংরাও হয়।
৮| ১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সংবাদ পড়ার ইচ্ছে হইলো না।
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: এমন সংবাদ পড়ার রুচি না পাওয়াই স্বাভাবিক
৯| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
চেরীকে মিডিয়াতে এন্ট্রি করিয়েছে কে?
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে সে জাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। ২০১১ সালে শিশু শিল্পী হিসেবে ইন করে মিডিয়ায়। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ২ টা ও সিয়ামের সাথে ১ টি ছবি করে পরিচিতি লাভ করে।এছাড়া সে বেশ কটা ভালো মানের টিভিসি করে।
১০| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: একটু সতর্ক না হলে অপু, বুবলির দশা হবে। হিসেব করে আগানো দরকার।
১২ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: যেখানে পুজার হিউজ টিভিসি ওভিসি মিউজিক ভিডিও অফার আছে, ব্রান্ড এম্বাসাডর এর অফার আছে সেখানে ফোরথ ক্লাস সাকিবরে এতো দাম কেন পূজা দিচ্ছে বুঝতে পারছি না।
১১| ১৩ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:২৮
ককচক বলেছেন: শাকিব আউলা পাব্লিকদের সুযোগ করে দিয়েছে; এখন এদের সহজে থামানো যাবে না।
১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মৌলবাদীরা একটা সুযোগ পাইলেই হইল।
১২| ১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৩
বিটপি বলেছেন: সমসাময়িক ঘটনা বিশ্লেষণ করলে কিন্তু দেখা যায় পূজা চেরিরও অপরাধ আছে, না হলে এগুলো সে তোয়াক্কাই করত না। অপু তো শাকিব খানের ক্যারিয়ারের জন্য নিজের গর্ভ ধারণের যন্ত্রণা, প্রসব যন্ত্রণা সব মুখ বুঝে সহ্য করেছে। কিন্তু যখন দেখেছে সে নতুন নায়িকার সাথে লটর পটর করছে, তখন আর চুপ থাকতে পারেনি। সব প্রকাশ করে দিয়ে শাকিবের চক্ষুশূল হয়েছে। বুবলিও নিশ্চয়ই তখনকার অপুর মত পরিস্থতিতে পড়ে সব এক্সপোজ করতে বাধ্য হয়েছে! এক সময় মানুষ বুবলিকে নিয়ে সন্দেহ করেছে - এখন তা প্রকাশিত সত্য। কাজেই পূজা চেরিকে নিয়ে যে সন্দেহ করা হচ্ছে - তার একটা না একটা বেজ নিশ্চয়ই আছে।
১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: মিডিয়ার একটু হাগ কিস ২/১ বার লিভ ইন এগুলো কমন। মিথ্যাচার করা ঠিক না।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পূজা চেরি মেয়েটার সাথে আপনার কখনো কথা হয়েছে?
কিছু বাঙালী'র মন্তব্য পড়লে হাসি পায়।