নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
সামাজিক যোগাযোগের মাধ্যমে হট টপিক এর কয়েকটি নিয়ে আলোকপাত।
বাংলাদেশ নারী ফুটবল দলের বিজয় আমাদের গর্বিত করেছে। আবেগাপ্লুত করেছে।আমাদের সম্মানিত করেছে। স্বভাবগত ভাবেই আমরা খুবই আবেগী। ফুটবলে আমাদের অর্জন খুবই কম। তাই এই বিজয়ে আমাদের উল্লাস্টা একটু বেশি।
তবে সবকিছু নিয়ে বেশি বেশি করা আমাদের খুবই বাজে একটা অভ্যেস।আমাদের মতো উদ্ভট কান্ড পৃথিবীর আর কোন দেশে হয় কিনা জানিনা। সকলে লক্ষ্য করেছেন কিছু কার্টুন সবার হোম পেজে ঘুরছে। তার মধ্যে নিচের টি ১ টি।
ছবিতে দেখা যাচ্ছে একজন নারী একজন দাড়ি টুপি ওয়ালা হুজুরের দিকে ফুটবল কিক করছে। কার্টুনিস্ট হয়তো মিন করেছেন যারা চায়না নারী খেলুক ঘরে বন্দী থাকুক, বোরখা পড়ে রাস্তায় বের হোক তাদের দিকে ঘৃণা নিক্ষেপ করা হচ্ছে। এ ছবিটি যিনি এঁকেছেন এবং যারা শেয়ার দিচ্ছেন তাদের ক্ষোভ আমি বুঝতে পেরেছি।হুজুরগণ ধর্ম নিয়ে এবং ইসলাম নিয়ে এতো বেশি বাড়াবাড়ি করেছে যে সাধারণ মানুষের মনে এদের বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিয়েছে। তাই এমন করেছেন। আমি পজিটিভলি নিলাম। কিন্তু এই ছবির উদ্দেশ্য যদি একটি নির্দিষ্ট ধর্মকে অসম্মান ও আলেমদের অসম্মান হয় তবে বিষয়টি আপত্তিকর। মনে রাখতে হবে নারীদের এই বিজয় কাঠমোল্লাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নয়। এবার নিচের ছবিটি দেখুন।
আজ শুক্রবার কোন আল্লাহর বান্দা এই কার্টুনটি এঁকেছে। এখানে যাকে কিক করা হচ্ছে তিনি নাকি নিচের কার্টুনটি এঁকেছেন ইরানের নারীদের হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।ক্যাপশনে লিখছে যেমন কুকুর তেমন মুগুর।
কোন মানে হয় এগুলোর? পৃথিবীর আর কোন দেশের মানুষ এগুলো করছে?
এবার এই স্ক্রিনশটটি দেখুন। লিনা স্টোরি দিয়েছেঃ
ছবিটির বিষয়বস্তু হলোঃ "সৌদি-আরবে'র পবিত্র মক্কা নগরীতে অনুষ্টিত, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশকে হারিয়ে বাংলাদেশী হাফেজ "সালেহ আহমদ তাকরীম" তৃতীয় নাম্বারে বিজয়ী লাভ করেছে।
বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা এভাবেই উচু করছে প্রতিবছর আমাদের সোনার ছেলেরা। অভিনন্দন ও শুভকামনা হে প্রিয় সালেহ আহমদ তাকরীম।"
এই ছেলেটি বাংলাদেশ কে যে সম্মান এনে দিয়েছে মেয়েদের সাফ জয়ী হওয়ায় যারা উল্লাস করছেন তাদের অনেকেই এই ছোট্ট ছেলেকে এপ্রিসিয়েট করতে পারছেন না। মনে মনে পারলেও সুশীলতায় আঘাত আসবে বলে শেয়ার দিচ্ছেন না। যদিও কে কি শেয়ার দিবে,এপ্রিসিয়েট করবে তা যার যার ব্যক্তিগত পছন্দ তবে সাফ জয়ী মেয়েদের এপ্রিসিয়েট করবেন হাফেজ সাহেব কে এপ্রিসিয়েট করতে লজ্জা পাবেন অথবা হাফেজ সাহেব কে এপ্রিসিয়েট করবেন ফুটবলার মেয়েদের উরু দেখে অশ্লীল হারাম বলে ইসলাম গেলো ইসলাম গেলো বলে চিল্লাবেন এগুলো কি ঠিক!! ধর্মান্ধতা এবং একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষ করতে গিয়ে কারও অনুভূতি ও স্বাধীনতায় আঘাত করা অনুচিত।
লিনার স্টোরির আরেকটি হলো নিচের ছবিটি।
হাফেজ সাহাবের স্টোরিতে যারা লাভ রিয়েক্ট দিয়েছেন তাদের মধ্যে একজন এই ছবিতে ফিডব্যাক দিয়েছেন - 'দুই রূপ কেন? একদিকে কোরানের হাফেজ কে এপ্রিসিয়েট করছেন অন্যদিকে বেপর্দা ছবি আপলোড কেন?' এই হলো আমাদের দেশের মানুষের মানসিকতা। লিনা বা যে কেউ নিজের পছন্দ মতোই ড্রেসাপ করবে।কেউ ফ্যাশন মিডিয়ার সাথে জড়িত বা ফ্যাশন সচেতন স্টাইলিস্ট বলে কি তার হাফেজ সাহেব কে এপ্রিসিয়েট করার অধিকার নেই? মাদ্রাসার এতিম ছাত্রদের ভালোবাসার অধিকার নেই? নামাজ কোরান পড়ার অধিকার নেই?কেনো এই মানসিকতা?এমন মানসিকতার অধিকারী হওয়া কি ঠিক।
ছবিতে কিছু মাদ্রাসার ছাত্রদের সাথে লিনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। পড়ব।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা নন ইস্যুকে ইস্যু বানাতে ওস্তাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জাতির বৃহদাংশ প্রতিক্রিয়াশীল।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: সব কিছুতে পতিক্রিয়া ব্যক্ত করতেই হবে।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,
সম্ভবত আমাদের দেশের মানুষের মানসিকতাই এমন!
আমাদের বদ্ধ ঘরে শিক্ষা ও জ্ঞানের আলো - হা্ওয়া ঢোকেনা বলেই মন-মানসিকতা পরিষ্ফুট হয়না............
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: খুব খারাপ ফুটবল খেলায় মেয়েরা জিতছে আমরা তাদের অভিনন্দন জানাবো উল্লাস করব। এই কারণে মাওলানাদের খারাপ লাগসে আবার অতি প্রগতিশীলরা কিছু কাঠ মোল্লার জন্য ইসলাম ধর্মের কঠোর সমালোচনা সমালোচনার নামে বিদ্বেষ পোষণ করছে।
সুশিক্ষার অভাব।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১
ডার্ক ম্যান বলেছেন: আপনার বন্ধু লিনার সাথে পরিচয় করিয়ে দিয়েন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: শ্যুটে বা শোতে আইসেন।।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০
নতুন বলেছেন: বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা কোন দরকার আছে?
একজন মাদ্রসা পাশ ছাত্র জীবন জিবিকা হিসেবে কতটুকু উপযুক্ত বর্তমান বিশ্বে?
আমাদের উপমহাদেশের মতন এতো মাদ্রাসা আরব বিশ্বেও নাই। পাকিস্তানে ১০-১৫ লাখের উপরে কোরানে হাফেজ আছে।
এই যে জনগোস্ঠি মাদ্রসা পাশ করছে তারা বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিতে কতটু মানিয়ে নিতে পারবে?
তাই তারা সবাই চেস্টা করে নিজে আরেকটা মাদ্রাসা দিয়ে শিক্ষক হতে। এরাই সমাজে মানুষকে ধর্ম ভীতু বানাতে চেস্টা করে। আধুনিকতার বিরোধিতা করে, সমাজের প্রচলিত প্রথাকে বাদ দিয়ে আরবের প্রথা চালু করতে চেস্টা করে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: মাদ্রাসা গুলোকে স্কুল করা সময়ের দাবী। আল্লাহ সবাইকে সমান মেধা দিয়েছেন। কোরানে বলা আছে জ্ঞান অর্জন কর। একজন মাদ্রাসা শিক্ষার্থী শুধু আলেম কেন হবে? কে ডক্তর হবে না? শুধু মিলাদ পড়ানো নামজ পড়ানো কোরান পড়ানো ও হেফজ করানোতে তাদের বন্দী করে রাখা হচ্ছে। মাদ্রাসায় আধুনিক ও বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
ধন্যবাদ নতুন ভাই সময়োপযোগী মন্তব্য করার জন্য।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪২
মোগল বলেছেন: +++++++++++++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মোগল।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২
অপ্সরা বলেছেন: আমারও মনে হয়েছে ঐ কিক দেওয়া মেয়েটার ছবি আর হুজুরকে সামনে দাঁড়া করিয়ে আঁকা ছবিটা দিয়ে ইচ্ছা করেই উসকানি দেওয়া হয়েছে।
এই সব গন্ডগোল বাড়াবার উদ্দেশ্যেই করা হয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমারও তাই মনে হয়েছে। কেউ কারো থেকে কম না।গন্ডগোল লাগিয়ে কি মজা পায় এরা বুঝিনা।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেই কাজ তো খই ভাজ!
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: এমন বিশ্রী কান্ড পৃথিবীর আর কোথাও নেই আই এম সিউর।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হেফজ বা কোরান মুগস্ত করে হাফেজ হওয়া সম্পুর্ন অর্থহীন।
আল্লাহ কোরান পাঠিয়েছেন কোরানের আদেশ আমল করতে, কোরান পড়ে বুঝে পালন করতে।
মুগস্ত করে কোন অর্থ না বুঝে হাফেজ হয়ে কোন পুন্য নেই।
মুগস্ত করে হাফেজ এর প্রয়োজনিয়তা ছিল, খুবই জরুরি ছিল একসময়, যখন রসুলের আমলে কোরান শত বছর কোন লিখিত ভার্শন ছিল না।
তখন কোরান টিকিয়ে রাখতে কিছু মোগস্ত বিসারদ হাফেজের দরকার হয়েছিল।
লিখিত পরে পৃন্টেড ভার্শন আসার পর হাফেজ হওয়া সম্পুর্ন অর্থহীন পন্ডশ্রম। এর কোন প্রয়োজনিয়তা নেই। কোন সোয়াবও নেই।
বরং কোরান মাতৃভাষায় অর্থ বুঝে আমল করাটা সবচেয়ে বেশি দরকার।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি সঠিক বলেছেন হাকাবৈ ভাই। কিন্তু একজন হাফেজ যদি কোরান তেলওয়াত করে ১১১ টি দেশকে পেছনে ফেলে সৌদি থেকে ৩য় স্থান অধিকার করে বাংলাদেশ কে সম্মানিত ও মর্যাদা দেয় তবে ক্ষতি কি? এপ্রিসিয়েট করতে সমস্যা কোথায়? সৌদি আরব কে আপনি আন্ডারস্টিমেট করবেন? যেখানে জো বাইডেন তেলাচ্ছে? ইউ এ ই কে আন্ডারস্টিমেট করবেন যেখানে দুবাই পৃথিবীর সেরা শহর গুলোর মধ্যে একটি? কাতার কে আন্ডারস্টিমেট করবেন যেখানে ওরা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আয়োজক? মধ্যপ্রাচ্যের কোন দেশকে আন্ডারস্টিমেট করবেন? ১১১ দেশে বাংলাদেশের মুখ কেউ কোরান পড়ে উজ্জ্বল করলে ক্ষতি কি?
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা এমনই।
বেলাইনে হাঁটা, বেলাইনে চিন্তা করায় উস্তাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: এদের মুরুব্বি নূরু ভাই এর ভাষায় বলতে হয় নেই কাজ তো খই ভাজ!
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
বিটপি বলেছেন: কি অসভ্য! ১নং ছবিটা এঁকেছে কে? শিল্পী কি বাংলাদেশী? কোন বাংলাদেশী শিল্পী এভাবে ছবি আকেনা। আমার কাছে মনে হয়েছে ছবিটি পাকিস্তানী। মেয়েটার জার্সিতে একটা পাকিস্তানী পাকিস্তানী ভাব আছে।
পাকিস্তান ফুটবলের ক্যাপ্টেন নাদিয়া খানকে এক আবাল সাংবাদিক জিজ্ঞেস করেছিল একটা ইসলামী প্রজাতন্ত্রের নাগরিক হয়ে শর্ট প্যান্ট পড়ে দৌড়াদৌড়ি করতে লজ্জা করেনা? উত্তরটা ছিল খুব স্মার্ট "আমাদের ঈমান খুবই শক্তিশালী, শর্ট প্যান্ট পড়লে আমাদের ঈমান যায়না। খালার মাঠে যদিও শর্ট প্যান্ট পড়ি, কিন্তু নামাজে দাঁড়ালে পূর্ণ সতরের সাথেই দাঁড়াই"
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আঁকছেন নাকি কোন?
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৩
বিটপি বলেছেন: আমি আখব খেন? আরে কি কুত্তায় খামড়ায় নি কোন?
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: !!!
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি সঠিক বলেছেন হাকাবৈ ভাই। কিন্তু একজন হাফেজ যদি কোরান তেলওয়াত করে ১১১ টি দেশকে পেছনে ফেলে সৌদি থেকে ৩য় স্থান অধিকার করে বাংলাদেশ কে সম্মানিত ও মর্যাদা দেয় তবে ক্ষতি কি? এপ্রিসিয়েট করতে সমস্যা কোথায়? সৌদি আরব কে আপনি আন্ডারস্টিমেট করবেন? যেখানে জো বাইডেন তেলাচ্ছে? ইউ এ ই কে আন্ডারস্টিমেট করবেন যেখানে দুবাই পৃথিবীর সেরা শহর গুলোর মধ্যে একটি? কাতার কে আন্ডারস্টিমেট করবেন যেখানে ওরা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আয়োজক? মধ্যপ্রাচ্যের কোন দেশকে আন্ডারস্টিমেট করবেন? ১১১ দেশে বাংলাদেশের মুখ কেউ কোরান পড়ে উজ্জ্বল করলে ক্ষতি কি?
আগে হাফেজ দরকার হইতো কোরান রক্ষার জন্য, এখন সেটা কতটুকু দরকার? না বুঝে কোরান মুখস্ত করে কি আসলেই ইসলামের কোন লাভ হচ্ছে বর্তমানে?
সৌদি আবর বা অন্য আরব দেশে কতজন হাফেজ হয় আর আমাদের এই উপমহাদেশে কতজন হাফেজ হয় প্রতিবছর?
যারা বর্তমানে মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলে তাদের মাঝে কতভাগ নিজেদের ছেলেমেয়ে কে মাদ্রসায় পড়ায়? অথবা পড়াবেন?
তত্ব কথা বলা সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার বক্তব্য আমার বক্তব্য এই ক্ষেত্রে একই। আমি বুঝাতে চেয়েছি এপ্রিসিয়েট করতে তো সমস্যা নেই ছোট্ট শিশুটিকে। কিছু একটা অর্জন করছে সে।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
কামাল৮০ বলেছেন: কোরান বুঝে পড়ুন বাংলায় পড়ুন।