নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো।একটু বসিয়া থাক।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৮



পাহাড় ভ্রমণ একটি এডিকশন।আকর্ষণ এতোই তীব্র যে আমি যখন পাহাড়ে যাই মুবাইল কম্পিউটার ব্যবসা ফেসবুক ইনস্টা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। একদম কাক ডাকা ভোরে মেঘ এসে যেন বলে ওঠো ওঠো।যেনো মেঘ গুলো চাদর হয়ে আয়ায় ঢেকে দেয়।পাহাড়ের চূড়ার মেঘেরা সবুজের সাথে মিশে একাকার হয়ে চারপাশ নস্টালজিয়া করে দেয়, তখন বলতে ইচ্ছা আমি অনন্তকাল এখানে থাকতে চাই।

দার্জিলিং, মেঘালয়,সিকিম এবং বান্দরবান আমার খুবই প্রিয়। আমি পাহাড়ের দেশের মানুষ।সমুদ্রের চেয়ে পাহাড় আমায় বেশি টানে। সেখানে রাতের গভীরতা আমায় মোহিত করে। ঝর্ণা গুলোর অবিরাম ছুটে চলা আমাকে দুনিয়ায় থেকে বিচ্ছিন্ন করে। পাহাড় যারা ভ্রমণ করেন তারা জানেন এক একটি পাহাড় বিভিন্নরকম সৌন্দর্য ধারণ করে।সিকিম যারা গিয়েছেন তারা জানেন সম্ভবত সিকিমের ঝর্ণা অন্য যেকোন স্থানের চেয়ে বেশি।চলতি পথের উপর পর্যন্ত ঝর্ণা আছে।ঝর্ণার উপর দিয়ে গাড়ি চলার দৃশ্য আপনাকে পাগল করে দিবে।একটি পাশ জুড়ে আছে সুউচ্চ পশাড় অপর পাশে বিশাল খাদ। রিস্কি রাস্তায় ভয় মিশ্রিত ছুটে চলা সত্যি এডভেঞ্চারাস।

এমন পরিবেশে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মতো সুখ আর নেই। সুন্দর একটি স্থানে বসে, চা_বিডি খেতে খেতে হেড ফোন শেয়ার করে গান যে শোনেনি সে ভালোবাসার প্রকৃত স্বাধ অনুভব করতে পারেনি। বৃষ্টিতে ভিজে প্রেমিকার হাত ধরে যে হাটেনি সে কিছু একটা মিস করেছে জীবনে। এমন পরিবেশে ভালোবাসার মানুষের ভেজা চুলের ঘ্রাণ যাকে পাগল করেনি সে অপূর্ণ।

-সিকিম।

বৃষ্টির দিন। সন্ধ্যা নেমেছে। পাহাড়ের কোন একটি স্থানে অন্ধকারের সাথে মেঘের মিলন ঘটেছে।এরকম একটি পরিবেশে যদি কোন সুন্দরী কাঁধে মাথা রেখে সিগারেট শেয়ার করলে গলা ফাটিয়ে গাইতে ইচ্ছা করে,
'তুমি আমার পাশে বন্ধু হে, অনন্তকাল বসিয়া থাকো।'

শিরোনাম কনক এবং কার্তিকের জনপ্রিয় গান 'একটু বসিয়া থাকো' এর লিরিক্স। গানটি আগে শোনছেন। আবারও শুনুন।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: দার্জিলিং আর বান্দরবান গেছি। মেঘালয় আর সিকিম দেখার সুযোগ এখনো হয়নি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: দার্জিলিং থেকে সিকিম যাওয়া তো সহজ। মিস করলেন কেন?

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: দার্জিলিং থেকে সিকিম যাওয়া তো সহজ। মিস করলেন কেন?
সেই সব আদি কালের কাহিনী ভাইজান, তখন সিকিম বাংলাদেশীদের জন্য নিষিধ্য অঞ্চল ছিলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পেরেছি দস্যু ভাই । ইনশাআল্লাহ শীগ্রই যাবেন।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৪

কামাল৮০ বলেছেন: যেখানে পাহাড় আর সমুদ্র একাকার সেটাতো সোনায় সোহাগা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: নদী ও সমুদ্র পাড়ের শহরে আমার বসবাস। সমুদ্রের প্রতি টান তাই হইতো কম আমার।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:০০

রানার ব্লগ বলেছেন: পাহাড় দেখতে ভালো চড়তে একদম ভালো না। জীবনে তো কম পাহাড়্র চড়লাম না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ট্রেকিং কঠিন কিন্তু অন্যরকম ফীল আছে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
পাহার অরন্য আমার সব সময় ভীষন প্রিয়!

শুভেচ্ছা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপু। আমারও ভালো লাগে পাহাড়।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৯

বিটপি বলেছেন: পাহাড়ের কাছে গেলে আমার কেন যেন মনে হয় জীবন্ত একটি প্রাণী। এখনি বীভৎস শব্দে নড়েচড়ে উঠবে। শুভলং পাহাড়ের চূরায় ওঠে যখন নিচে তাকিয়েছিলাম, মাথা ঝিম ঝিম করে উঠেছিল। মনে হয়েছিল বিশাল এক গডজিলার মাথায় চড়ে বসেছি। একটু নাড়া দিলেই ছিটকে নিচে পড়ে যাব।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর মন্তব্য।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও ছবি দিলে ভাল লাগতো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি দিলে হিংসুক দের জ্বলে।প্রাসঙ্গিক ছবি দিলেও বলে অপ্রাসঙ্গিক।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৬

মুদ্‌দাকির বলেছেন: আমারতো মনে হয় বন, পাহাড়, সমুদ্র আর নদীর চেয়ে বন্ধুটা বেশী important.

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বন্ধু থাকলে সব কিছুতে অন্যরকম আনন্দের মাত্রা যুক্ত হয়।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কোথাও যাওয়া হয়নি
বর্ণনা শুনেই মন ভরলাম
ধন্যবাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর মনের বন্ধু থাকলে সবকিছুতে আনন্দের মাত্রা যুক্ত হয়।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ লেখায় নারী সেলিব্রেটিদের ছবি না দেবার জন্য।
তবে আমার জানতে ইচ্ছা করে নারীরা কী বন জঙ্গলে যায়না? পাহড়ে
ওঠেনা? তাইলে তাদের ছবি দেখলে কেনো অন্তর আমার জ্বলে

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আত্নীয় বন্ধু পরিবারে কেউ মডেল থাকলে তাদের নিয়ে ভ্রমণ করলে ছবি তুললে সে ছবি সোসাল মিডিয়ায় শেয়ার করলে অপরাধ এই দেশে।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ লেখায় নারী সেলিব্রেটিদের ছবি না দেবার জন্য।
তবে আমার জানতে ইচ্ছা করে নারীরা কী বন জঙ্গলে যায়না? পাহড়ে
ওঠেনা? তাইলে তাদের ছবি দেখলে কেনো অন্তর আমার জ্বলে?
অন্তর আমার জ্বলে

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: হিংসুকরা হিংসার আগুনে জ্বলে পুড়ে যাক।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২২

শেরজা তপন বলেছেন: আহ পাহাড়! আমি হাড় হিম করা তীব্র শীতে পাহাড়ে থাকতে চাই;

~মেঘের পরে মেঘ জমেছে পাহাড় জোড়া সারি সারি
কুয়াশায় ভেজা চায়ের চুমুক- জোর ছুটেছে সপ্ন গাড়ি।।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ওপস! কি চমৎকার করে মন্তব্য করেছেন ♥️

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,




পাহাড়-অরণ্যের গান যে শোনেনি তার মতো নিরস মানুষ আর নেই!

কিছু মনে না করলে বলি- বানানের দিকে সতর্ক চোখ রাখুন। যদি্ও জানি, বাংলা লিখতে আপনাকে বেশ বেগ পেতে হয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ স্যার সুন্দর মন্তব্যের জন্য।
কেন কিছু মনে করবো? আপনার প্রতিটি মন্তব্য আমার কাছে স্পেশাল।আপনি এবং আরও কয়েকজনের কাছ থেকেই তো আমি ব্লগিং শিখছি।

স্যার মোবাইল থেকে ব্লগে লেখা একটি অত্যাচার। ভিপিএন ইউজ করতে হয়।মুবাইল ডেটা খুব স্লো।ব্লগের ফুল ভার্সন লোড হতে হিউজ টাইম লাগে।আমার যে কম্পুটার এবং লেপটপ নেই তা নয়।ওগুলো থেকে ব্লগিং করার সময়টা পাইনা। সারাক্ষণ ব্যস্ততার মাঝেই ব্লগিং। একটু স্পীডে টাইপ করলেই টাইপো হয়ে যায়। আমি চেষ্টা করছি শুদ্ধ করে লেখার। আমার ২ টি মাল্টি নিক আছে। ঐগুলা থেকে (জামাত+মোল্লাদের,যদিও ব্লগে এরা নেই, এদের মানসিকতার লোক আছে) গদাম ছাড়া আর কোন অসুস্থ একটিভিটিজ জীবনেও হবেনা, কারও কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা ০% এরও কম তাই বানান দিয়ে মাল্টি এক্সপোস হওয়াকে পাত্তা দেইনা।

শুভেচ্ছা ♥️

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক দিন পাহাড়ে যাওয়া হয় না। সমুদ্রের পাড়ে সেই ২০২১ সালে গিয়েছিনু।

ফার্মের মুরগী হয়ে যাচ্ছি আস্তে আস্তে!

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রাদার আপনি এই উইন্টারে প্লিজ চিটাগং আসুন। খুশি হব। এখানে সমুদ্র পাহাড় নদী সবুজ ঝর্ণা সব কিছু আছে। ♥️

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৫

পোড়া বেগুন বলেছেন:
চমৎকার বর্ণনা।
শুভেচ্ছা জানবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখা হয়নি অনেক কিছুই।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আশেপাশের সৌন্দর্য গুলো উপভোগ করুন। সুন্দর মনে চিন্তা করলে টং এ চা খেয়েও শান্তি। অসুন্দর মনের মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে গেলেও অসুখী হবেন এবং পুরা পরিবেশ অসুস্থ করে তুলবেন।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০২

সোনালি কাবিন বলেছেন: দার্জিলিং আর বান্দরবান গেছি।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দুইটিই খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.