নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

জেনে নিনঃ আপনি স্মার্ট না ক্ষেত।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮



বিঃদ্রঃ অপ্রাসঙ্গিক, ব্যক্তি আক্রমণ, নোংরা মন্তব্য মুছে দেয়া হবে।

কিছু লোক আছে যাদের হিংসা নিন্দা ঘৃণা মিথ্যা,বিবাদ, ফেতনা ফ্যাসাদ দেখে স্বয়ং শয়তান লজ্জা পায়। শয়তান আল্লাহকে হয়তো বলে, "হে আল্লাহ! লুক এট ইউর বেস্ট ক্রিয়েশন, ওরা আমাকেও হার মানায়, আপনি এদের পিতা কে সেজদা না করায় আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন।আমি শুধু আপনাকে অহংকার দেখাইছি,এতেই আমাকে এত বড় শাস্তি দিলেন,অথচ এরা এমন কোন নোংরামি নেই করেনা"

এরা অকর্মন্য, বেকার, ইতর শ্রেণীর লোক। এরা সুখি,সফল,শ্রেষ্ঠ লোকেদের সাফল্য দেখে এতোই ঈর্ষান্বিত হয় যে, কারো ক্ষতি করতে না পারলে, অন্যেকে কটাক্ষ করতে না পারলে রাতে শান্তিতে ঘুমাতে পারেনা ফলে উক্ত সফল ও শ্রেষ্ঠ মানুষ গুলোর আরামের ঘুম হারাম করে দেয়ার জন্য উঠে পড়ে লাগে, এরা আসলে এক প্রকার সাইকো। অন্যের সুখ দেখতে পারেনা।

এরা দল বেঁধে একজোট হয়ে উঠেপড়ে লাগে কিভাবে সফলদের ক্ষতি করা যায় তার জন্যে। এদের এড়িয়ে যেতে হবে কারণঃ

১) এদের উদ্দেশ্য আপনার সকালের অফিসে দেরি করে দেয়া।
২) আপনার ব্যবসায় মনযোগ না দিয়ে যেন ক্যাচালে মেতে থাকেন।
৩) আপনার ঘুম নষ্ট করে শারিরীক ভাবে অসুস্থ করে দেয়া।
৪) আপনাকে বিষন্নতায় ভোগানো।
৫) আপনি কাজ ফেলে ক্যাচালে কনসেনট্রেশান দিচ্ছেন। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে।
৬) টেকনিকালি আপনার ব্রেনকে উত্তেজিত করে দিচ্ছে যেন আপনি রেগে গিয়ে হেরে যান। এবং এদের লেভেলে নেমে যান।

এরা সাইকো, যা হিংসুক নিন্দুকেরা খেলে থাকে। আপনার পেছনে এরা লাগে এই কারণে নয় যে আপনি এদের কোন ক্ষতি করেছেন, আপনার সুন্দর মেয়ে/ছেলে বন্ধু আছে এটাই হিংসার কারণ, আপনি ভালো ছবি তুলতে পারেন সে পারেনা, আপনি সত্যবাদী ফলে আপনি যাই বলেন লোকে বিশ্বাস করে কিন্তু লাগাতর মিথ্যা বলার কারণে ওদের ২ পয়সারও বিশ্বাস করেনা, আপনি ৭ টাকা দামের চা খেয়ে যত সুন্দর ভাবে উপস্থাপন করতে সে অমৃত খেয়েও তা পারেনা, আপনার স্ত্রী সুন্দর দেখতে সে ক্ষেত, আপনার সুন্দর জুতা আছে ওর নাই, আপনার সুন্দর চুল আছে ওর নাই, লোকে আপনাকে এটেনশন দেয় ওদের পাত্তাই দেয়না। এমন শত শত কারণ।

এদের ইগনোর করতে পারার মতো স্মার্টনেস আর কিছু নেই। এসব নোংরাদের ইগনোর করুন আর স্মার্ট হয়ে যান।আর যদি আপনি এদের সাথে যুক্ত হয়ে উলঙ্গ হয়ে যান, আপনিও ওদের মতো অন্যের ক্ষতি করতে পেরে পৈশাচিক আনন্দ লাভ করেন, তবে আপনার মতো ক্ষেত পৃথিবীতে আর নেই।
ছবি- গুগল থেকে ডাউনলোড করা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৯

জ্যাক স্মিথ বলেছেন: বেশি কথা বলা লোক আমার একদমই পছন্দ না, আমি আন্তত তিনজনের সঙ্গ ছাড়ছি এই বেশি কথা বলার কারণে। এরা সরাদিন প্রচুর গার্বেজ বকে। প্রাকৃতিকভাবেই বেশি কথা বলা মানুষের বুদ্ধিসুদ্ধি একটু কম হয়ে থাকে, কারণ এরা ব্রেইন খুব একটা ইউজ করে না, এরা ইউজ করে মুখ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সারাদিন পেন পেন পেন। এত সময় কোথায় থেকে পায় আল্লাহই জানে। কতগুলো আছে ল্যাদালে মনে হয় বাথরুমের দরজা খুলসে।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

রানার ব্লগ বলেছেন: আপনি আপনার মতো করেই ব্লগিং করুন এতে কার গাত্রদাহ হলে তা নিয়ে আপনার ভাবার কিছুই নাই !! তবে বারবার মোল্লা ছাগু না বলাই উত্তম এতে ওই প্রজাতির ভাব বেড়ে যায় !! যেহেতু তারা কোথাও ঘাস পায় না আপনি অহেতুক তাদের ডাকাডাকি করেন যার ফলে ঘাসের লোভে এসে দেখে শুকনা পাতাও নাই এতে তাদের মনে দুঃখ জেদ রাগ অভিমান ইত্যাদী হয় !! তাই এই প্রজাতিকে না ডেকে ব্লগিং করা যায় কি না ভেবে দেখুন !!

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ ২৯ দিন ছাগু মোল্লা শব্দ গুলো উচ্চারণও করি নাই। ভাই অযাচিত মন্তব্য ডিলেট করলে/গদাম দিলে নতুন করে পোস্ট দেয় আমার নাম উল্লেখ করে মাল্টি থেকে। সুস্থ ব্লগিং সহ্য হয়না এই প্রজাতির। সাইকো এগুলো। অন্যের ভালো দেখলে পশ্চাত দেশ জ্বলে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫

নূর আলম হিরণ বলেছেন: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই লেখা দেখার পরেও মানুষ ধূমপানের প্রতি আকৃষ্ট হয় আপনি যে শব্দগুলোই ব্যবহার করছেন যাদেরকে আসতে না করছেন তারা এগুলো দেখে আরো আকর্ষিত হয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের কমেন্ট পাওয়ার চেয়ে কমেন্ট ছাড়া পোস্ট অনেক প্রেসটিজিয়াস। মনে রাখবেন পরিশ্রমের ১ টাকা ভিক্ষার লাখ টাকার চেয়ে বেশি সম্মানজনক।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

Ml Ali বলেছেন: মানুষ মানুষের জন‍্য, জীবন জীবনের জন‍্য।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র মানুষই অন্য মানুষের ক্ষতি করে।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

পোড়া বেগুন বলেছেন:
জনৈক ব্লগার এক জনকে বলেছেন" আপনার আচরণ সেই বুন মোষের মতো। যে সারাক্ষণ নোংরা কাদায় বসে থেকে জাবর কাটে আর অপেক্ষায় থাকে কাকে একটা ঢুস দেয়া যায়"।

আমি তাকে সাধুবাদ জানাই তার এই বাক্য চয়নের জন্য।
কিছু মানুষ আছে যারাও এমন মোষের মত আচরণ করে। তাদের
থেকে দূরে থাকুন। এরা পচা কাঁঠালে নরক গুলজার করতেই থাকবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ যে কতো সার্কাস দেখাতে পারে!! জাস্ট ইগনোর। হিংসুক দের শাস্তি দিতে হয়না। হিংসার আগুনে জ্বলে ওরা নিজেরাই নিজেদের পুড়িয়ে মারে।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার পোস্ট না পড়েই বলে দিতে পারি আমি ক্ষেত।

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার সাথে আমার ব্লগে ইন্টারেকশন ৫ মাস। এই ৫ মাসে কোন ব্লগারকে হেয়/অসম্মান/ব্যক্তি আক্রমণ / গালি/ হিংসা/নিন্দা/ গীবত/অন্যের পেছনে লাগা এগুলো করতে দেখিনি। সুতরাং আপনি স্মার্ট।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিন দিনে পানিতো দেখি অনেক গড়াইছে!
আমি মনে হয় খ্যাত !

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ব্লগ জীবনে দেখা সেরা বলদ।


মনে হিংসা না থাকলে মন সুন্দর হলে কারো ক্ষতি না করলে স্মার্ট।
উল্টো হলে খ্যাত।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৬

কামাল৮০ বলেছেন: আমি স্মার্ট না আবার ক্ষেত ও না।আমি আধুনিক।চিন্তায় ও মননে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি নিশ্চিত আপনি স্মার্ট। কুৎসিত ও নোংরা মননের পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: আমি বর্ং ক্ষেত ই থাকবো- এটাই আমার এমবিশন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে খ্যাত বলে খ্যাত সে নয়,
লোখে যারে খ্যাত বলে খ্যাত সে হয়।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিচু মনের লোকেরাই অন্যের পিছে লাগে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: নিচুস্তর নোংরা লোক গুলো হিংসাত্মক আচরণে কুকুরকে হার মানায়।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাজের লোক কম কথা বলে। অকাজের লোক বক বক করে প্রতিদিন এইতো দেখছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: যে পোলা মাইয়া সাঁজে আর যে মাইয়া পোলা সাঁজে এর তো ক্লাসই নেই।


সারাক্ষণ ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান কেমনে করে রে ভাই? অফুরন্ত টাইম। অথচ ছুটির দিনেও কাজের ঠেলায় শান্তিতে ঘুমাতে পারিনা।


১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ক্ষেতদের থেকে দূরে থাকলেই মঙ্গল। :P

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্রো এদের ইগনোর করতে পারাটা একটা আর্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.