নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কর্নফুলী পুরান ব্রিজ,চট্টগ্রাম । ছবিতে- সাইরা।
আমরা বাঙালি। মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-উপজাতী মিলে কি চমৎকার একটা দেশে আমাদের বসবাস। কি নেই এখানে? সবুজের সমারোহ, পাহাড়, নদী, সমুদ্র, পোর্ট, ঐতিহ্য, স্বাধীন একটি দেশ, শুধু নিজস্ব ভাষায় কথা বলার জন্য প্রাণ দিয়েছেন ৩০ লক্ষ মানুষ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে পৃথিবীর অনেকেই অবাক চোখে তাকি থাকে। ৫৬ হাজার বর্গমাইলের ৬ ঋতুর রূপসি বাংলা যেন সৌন্দর্যের একটি মিউজিয়াম।
-রাজশাহী-
একটা সময় ছিল সব কিছুই সুন্দর ছিল। শুক্রবারে পরিবারের সবাই শূন্য দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি এখন কোন পরিবার দেখে বলে মনে হয়না। উদ্ভট বাংলাছবি আগের বাংলা ছায়াছবির ঐতিহ্য নষ্ট করে দিয়েছে।
রাজশাহী।
শুক্রবারে পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাওয়া হতো ৭/৮ বছর আগেও। এখন বিদেশ ট্রিপের জন্য টাকা জমাতে হয়। আমার কেন জানি দেশের অভ্যন্তরে ট্রাভেল করতে ভালো লাগে। খাবার দাবার- গান বাজনা, সংস্কৃতি সব কিছুই যান্ত্রিক। চারদিকে কৃত্রিমরূপ তৈরি হচ্ছে। চট্টগ্রামে কর্নফুলীর এপাড়ের মানুষের সাথে ওপাড়ের মানুষের যোগোযোগ এর জন্য রয়েছে দুটি সেতু। একটির নাম নতুন ব্রিজ অন্যটির নাম পুরাতন ব্রিজ। কর্নফূলীর তীর সত্যি সুন্দর।
কর্নফুলী, চট্টগ্রাম।
ভ্রমনের জন্য আমার সবসময় প্রিয় হলো উত্তর বঙ্গ। রাজশাহী, পাবনা, কুস্টিয়া, সিরাজগঞ্জ এর প্রকৃতি আমায় খুব টানে। এখানে আমি যে সুখ খুঁজে পাই, থাইল্যান্ড -ইন্দোনেশিয়া, মালেশিয়া- দুবাই ভ্রমণে কেন জানি সে সুখ নেই।
গাজীপুর। ছবিতে - মাইশা।
আমার সিম্পল সব কিছুই ভালো লাগে। জীবন সহজ সরল হলেই সুন্দর। যান্ত্রিক ও জটিল হয়ে গেলে ভালো লাগেনা।
- ফ্লোটিং প্যারাডাইস, কাপ্তাই, চট্টগ্রাম।ছবিতে সাইরা।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: দস্যু ভাই আমার ৬ টি রাস্ট্রে ভ্রমণ হয়েছে। বাংলাদেশ ভ্রমণের মত সুখ পাইনা।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বৈচিত্রময়তায় পূর্ণ। স্বপ্ন দেখি একদিন না একদিন এই দেশ জাপান, সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে।
প্রথম ছবিটি অসম্ভব ভালো লেগেছে, বাঙ্গালী নারী শাড়িতেই বিশ্ব সুন্দরী।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। পৃথিবীর অনেক রাস্ট্র থেকে সুন্দর। শাড়িতে বাঙালী ললনা সত্যি অনন্যা।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: দস্যু ভাই আমার ৬ টি রাস্ট্রে ভ্রমণ হয়েছে। বাংলাদেশ ভ্রমণের মত সুখ পাইনা।
আমি বেকার মানুষ দেশের বাইরে খুব একটা যাওয়ার সুযোগ হয় না। আসলে বলা ভালো আর্থিক সামর্থ হয় না। তাই দেশের বাইরে বেরাবার খায়েস মনে কোনে থেকেই যায়।
আমি অতি অল্প সময়ের জন্য ৪টি দেশে বেরিয়েছি। আর্থিক সামর্থ অর্জিতো হলো হয়তো আরো কিছু দেশে যাওয়া যেতো।
অপেক্ষায় আছি।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ভ্রমণের উদ্দেশ্যে কোন দেশে যাইনি। কোন না কোন প্রয়োজনে গেসি।
দোয়া রইল আপনার সপ্ন গুলো সব পূরণ হোক।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৯
কামাল৮০ বলেছেন: পরিবার নিয়ে মাঝে মাঝে ভ্রমন করা ভালো।দেশে হলে কম পয়সায়। বিদেশে হলে বেশি পয়সায়।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার দেশের অভ্যন্তরে ভালো লাগে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৯
পোড়া বেগুন বলেছেন:
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের ওপরে একটি শিশিরবিন্দু।
অনেকে বিদেশ ভ্রমণ করতে পছন্দ করেন।
তবে আমাদের দেশে ঘুরে বেড়ানোর জন্য
অনেক সুন্দর জায়গা আছে। যা আপনার
লেখায় দেখলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের মতো আর কোন দেশ সুন্দর লাগে না।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে পোস্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত ছবি প্রদান করুন।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: শিরোনাম পরিবর্তন করে দিয়েছি ভাইয়া। ধন্যবাদ সংশোধন করে দেয়ার জন্য।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
সাহাদাত উদরাজী বলেছেন: নিরাপত্তা বিষয়টার জন্য অনেক সময় বের হতে চাই না।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ভ্রমণের ক্ষেত্রে, পরিবার নিয়ে ভ্রমণের সময় নিরাপত্তা আসলেই চিন্তিত করে। দেশের একটা স্থানও সিকিউর। আমিও অনিরাপদ স্থানে যাইনা।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
রানার ব্লগ বলেছেন: সামান্য বিষয় নিয়ে কি শুরু করলেন। যতো সব ছেলে মানুষি কাজ কারবার।
আমি যখন অনেক ছোট তখন কর্নফুলির পাশেই থাকতাম। তখন কর্নফুলি দেখতে অসম্ভব সুন্দর ছিলো। কিছু স্মৃতি আমাকে আজো নাড়া দেয়।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগু মাগু, মোল্লা টোল্লা,ছাইয়া মাইয়া এগুলো নিয়ে কিছুই কই না এহন।বাদ দিসি টোটালি। এরপরও হুদাই আরেকজনের ব্লগিয় অধিকার নিয়ে কেউ ল্যাদালে মেজাজ খারাল লাগে ভাই। বন্ধু বান্ধব পরিবার নিয়ে ভ্রমনের ছবি ব্লগে শেয়ার করা যাবেনা এমন কোন নীতিমালা কি আছে? কতক্ষণ অশ্লীল ট্যাগ দিবে। কতক্ষণ কেন মেয়ে বন্ধুদের ছবি দিসি তার কৈফিয়ত চাবে। এরা কোথাকার কোন হণু?
কর্নফুলী বাসার কাছে। ঢাকা থেকে কেউ শর্টকাট ঘুরার মত জায়গা। নেভাল তো আছেই।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহর সেরা সৃষ্টি মানুষ গুলোর ভাষাই শুধু সুন্দর।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শান্তি শান্তি শান্তি।
উভয়কে সংযত আচরণের অনুরোধ করছি। ব্যক্তি আক্রমণ না করে উভয়ে যুক্তি উপস্থাপন করে বিতর্ক করার চেষ্টা করবেন আশা করি। যার যার যুক্তি তুলে ধরুন প্লিজ।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই ৫ দিন হলো ব্লগে আসছে। বলতেসে সোনাগাজীকে দেখতেসিনা কেন। হেয় যদি ৫ দিন্যা বলগার হতো ২ মাস আগে ব্যান হওয়া সোনাগাজীকে চিনতনা। তার মানে বুঝে নয়া নিকে পুরান মাল।অপ্রাসঙ্গিক ভাবে পোস্টে সোনাগাজীকে টেনে আনতেসে। এখানে সোনাগাজী কোত্থেকে আসছে।এসব মাল্টি ফাল্টির সাথে কি বা* যুক্তি তর্ক? প্রথমে কইসে আমার পোস্ট দেখে তার মেজাজ খারাপ হয়,তারপর কইসে ছবি অপ্রাসঙ্গিক, তারপর কইসে নারী অবমাননা করসি, তারপর কইসে ভ্রমন পোস্টে নারী কেন? তারপর কইসে মডেলের ছবি কেন? ও কি কইতাসে নিজেই জানেনা। হুদাই পোস্টে ল্যাদাইতাসে।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: এদিকে পাকিস্তান ০ বলে ৯ রান নিয়ে ফেলসে।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্য ডিলিট না করে আপনি ওনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করলে ভালো হবে বলে মনে করি। আপনি যদি আপনার অবস্থানে ঠিক থাকেন তাহলে ওনার প্রশ্নের জবাব দিতে সমস্যা নাই মনে হয়।
আপনার ব্লগে মন্তব্য মোছার এখতিয়ার আপনার আছে। কিন্তু এই ক্ষমতা অল্পতেই প্রয়োগ করাটা কি ঠিক।
মাল্টি নিক মানেই তো খারাপ কিছু না।
যাই হোক এটা আপনার নিজস্ব ব্যাপার। আমি কোন পরামর্শ বা উপদেশ দিতে চাই না। আপনি যা ভালো মনে করেন তাই করেন।
১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই সারাদিন পরিশ্রম করে এখন ক্যাচাল করার মুড নেই। এখন খেলা দেখতেসি। উনাকে ৪ মন্তব্যে একই জবাব দেয়া হয়েছে আর কতবার দিব?
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেগম অঞ্জনার (অঙ্গনা) সাথে আপনার ক্যাচাল লাগলো কেনো?
মাত্র ২৬ ঘণ্টায় যিনি সেফ হয়ে প্রথম পাতায় আসবার ক্ষমতা রাখেন
তার সাথে বিবাদ না করাই উত্তম। মন্তব্যের জবাব দিতে ইচ্ছা করলে
দিবেন নচেৎ তার মন্তব্য পর্যবেক্ষণে রাখবেন তাতেই ল্যাঠা চুকে যাবে।
অযথা হিচিংয়ে যাবেন না।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: চিনতে পারছি উনাকে। বেশ ক্ষমতাধর।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভ্রমণের বেলায় আমি প্রায় সবভূক, সব কিছুই ভালো লাগে।