নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ফ্যাশনের জন্য কেউ কোন পোশাক পরলে তা আসলে অশ্লীল নয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩১


ছবি - ফেসবুক।
নোটঃ পোস্টে ৩ টি ব্লাউজ বিহীন শাড়ি পড়া নারী মডেলের ছবি আছে। যাদের এগুলো অপছন্দ তারা প্লিজ পোস্টটি পড়বেন না।

এক বছর আগে বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা,অভিনেত্রী ও মডেল মারিয়া নূর কে দিয়ে একটা ফাল্গুনের ফটোশ্যুট করেছিলাম। স্টাইলিং এ ছিল লিনা। কেন জানি তার মাথায় আসছে, গতানুগতিক শ্যুট না করে একটু অন্যভাবে করা যাক। তার প্ল্যান ছিল, আমাদের নারীরা তো একসময় ব্লাউজ ছাড়াই শাড়ি পড়তেন। বর্তমানের আধুনিক ট্রেন্ড অনুসারে সে পুরনো ঐতিহ্য, মারিয়ার মতো জনপ্রিয় ও পরিচিত মডেলকে দিয়ে উপস্থাপন করলে খারাপ হয়না। এর পরে, দেশের জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন আইস টুডে, ফ্যাশন মডেল তানজিয়া জামান মিথিলা কে দিয়ে ব্রাউজ ছাড়া শাড়িতে একটা ব্রাইডাল শ্যুট করে, আমি ব্লাউজ ছাড়া শাড়িতে দুর্গাপূজার একটা শ্যুট করি। ছবিগুলো যারা দেখেছেন ২/৪ জন মৌলবাদী ছাড়া সবাই দারুণ প্রশংসা করেছেন। কিন্তু একটা ফ্যশন ট্রেন্ড নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, যেমন ঐতিহ্য,সংস্কৃতি বা ফ্যাশনের উদ্দেশ্যে নয় বরং দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টে আঘাত করার উদ্দেশ্যে উক্ত ফ্যাশনকে কাজে লাগায় তবে তা অনুচিৎ।

ছবি - আমি।
অশ্লীলতা আসলে কী?
অশ্লীল একটি বিশেষণ পদ যার সমার্থবোধক শব্দ হলোঃ কুৎসিত, অভদ্র, জঘন্য, নীচ; কুরুচিপূর্ণ।
পোশাক কি অশ্লীলতা প্রকাশ করে? কোন কোন ক্ষেত্রে হতে পারে। যেমনঃ একটি মেয়ে টপস আর মিনি স্কাট পড়লো।এটা কি আপনি অশ্লীল পোশাক বলবেন? মনে হয়না। কারণ মুসলিম দেশ গুলো ছাড়া অন্য সব দেশের নারীদের এমন পোশাক পড়ে রাস্তায় বের গতে দেখা যায়। কাজে কর্মে যেতে দেখা যায়। তবে ছেলেদের সিডিউস করার উদ্দেশ্যে যদি একটি মেয়ে ক্লিভেজ দেখায় বা এমন ভাবে পোশাক পড়ে যার একমাত্র উদ্দেশ্য হলো ছেলেদের সিডিউস করা, তবে সেটাকে কি অশ্লীল পোশাক বলা যাবে?

ছবি- আমি

মোটকথা হলো ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড অনুযায়ী যদি কেউ মানানসই পোশাক পড়ে, গেটাপ নেয়, তাহলে তা অশ্লীল পোশাক নয়। বোরখা পড়েও কিন্তু সিডিউস করা যায়। যেমন কেউ এমন ভাবে বোরখা পড়ল, যাতে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর মেজোমেন্ট অনুমাণ করা যাচ্ছে, তাহলে সে বোরখাও কিন্তু অশ্লীল পোশাক তাদের মতে।আসলে পোশাক কখনো অশ্লীল হয়না। অশ্লীল হয় মস্তিষ্ক এবং মানসিকতা।

ছবি - আইস টুডে ম্যাগাজিন।

নারীবাদীরা যেটা নিয়ে আন্দোলন করছেন তা হলো, স্বাধীন দেশে যে যার ইচ্ছা মতো পোশাক পরিধান করবেন। শুধু মাত্র মুসলিম প্রধান দেশ বলে, মুসলিমরা ঠিক করে না দিক কে কেমন পোশাক পড়বে।১৯৭০ সালের আগে আমাদের দেশের নারীরা ব্লাউজ ছাড়া শাড়ি পড়তেন। তখন তো এটা অশ্লীল ছিলোনা এখন কিভাবে অশ্লীল হয়ে গেল?তবে ওনাদের বুঝতে হবে, ফ্যাশন হলো মুখ স্টাইল হলো মুখশ্রী। স্টাইল হলো এমন একটা গেটাপ নেয়া যেটাতে আপনাকে মানায়। একজন ফ্যাশন মডেল যদি ব্লাউজ ছাড়া শাড়ি পড়েন, তাকে মানাচ্ছে কারণ তার ফিগারটা এমন যে, সে ভ্যানগাড়ি থেকে ৪০ টাকা দামের একটা টিশার্ট পড়লেও সুন্দর দেখাবে। কিন্তু একটি মেয়ে দেখতে তেমন সুন্দর না। ফিটনেস নেই। তিনি যদি ব্লাউজ ছাড়া শাড়ি পড়ে বিশ্ববিদ্যালয়, অফিস কিংবা শপিংয়ে যায় অশ্লীল নাহলেও তাতো হাস্যকর হয়ে যাবে। আমি মোটেও বডি শেমিং করছিনা, বুঝাতে যাকে যে পোশাকে মানায় তার সেটা পড়া উচিৎ।কোন ভাবেই বলছিনা যে নারী নিজের পছন্দমতো পোশাক পড়বেনা। যে যেটাতে কমফোর্ট সে সেটাই পড়বে।ড্রেসাপ স্থান, কাল ও পাত্র ভেদে হওয়া উচিৎ।

কে কি পোশাক পড়বে এটা যার যার ব্যক্তিগত অধিকার। কেউ কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ না করুক।তবে প্রতিটি দেশের একটি নিজস্ব সংস্কৃতি আছে।নিজস্বতার চেয়ে সুন্দর কিছু নেই হয়তো। কেউ কাউকে নির্ধারণ করে না দিক কে কি পোশাক পড়বে।যার ইচ্ছে সে বোরখা পড়ুক, যার ইচ্ছা সে টপস জিন্স পড়ুক। অনধিকার চর্চার মতো ক্লাসলেস কাজ আর কিছু নেই।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবিগুলিতো ভালই লাগলো। মেয়েরা হয়তো এমত নাও হতে পারে।
যাইহোক, ব্রাইডাল শ্যুট ব্লাউজ ছাড়া!!
চিন্তাটা অভিনব। তবে কখনো কোনো ব্রাইডাল ব্লাউজ ছাড়া শাড়ী আদিকালে পড়েছে বলে শুনি নাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যতিক্রম কিছু করার একটা ট্রেন্ড থাকে।
এটা কখনো হয়নি তাই কেউ পড়লে যদি অট দেখাবে বলে মনে করা হয় তবে উপরে মহাজ্ঞানী সাসুমের মতে রেসিস্ট ট্যাগ খেতে হবে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১০

মোগল বলেছেন: প্রথম কার্টুনটা জট্টিল হইছে, ++++++++++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে আসলেই মজার।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৪

কামাল৮০ বলেছেন: কে কি পোষাক পরবে এটা তার ইচ্ছা।পোষাক পরা নিনিয়ে বাংলাদেশে কি কোন আইন আছে?বিশেষ বিশেষ স্থানে বিশেষ কিছু পোষাকের নিয়ম আছে সেটা সবার মেনেচলা প্রয়োজন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক। মানানসই সব কিছুই সুন্দর। সেটা বিকিনি হোক আর শাড়ি।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কার্টুনে মাঝির ডায়ালগে হাসি চলছেই B-)

শ্লীলতা হলো চেতনা। সুস্থ সুন্দর বোধকে ধারন ও লালন।
এখন সবগুলো বিষয়ই দেশ, কাল, সমাজ, ধর্ম, পরিবেশ ভেদে আপেক্ষিক!

জাত গেল জাত গেল বলে কানতে তো লালন গুরুই মানা করে গেছেন! :)
কিংবা এক দেশে যা পাপ গণ্য অন্য দেশে পূন্য তাইও বলে গেছেন!

এখন কেউ যদি লালনকেই মারতে আসে তবে ভাই আমারে ক্ষমা কইরা দিয়েন। :P =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বাধীনতা বা অধিকার মানেই স্থান কাল পাত্র ভেদে অমানানসই কিছু পড়া বলা নয়।

ধন্য ভৃণ্ড ভাই মন্তব্যের জন্য।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২২

অপ্‌সরা বলেছেন: প্রথম ছবিটাও যেমনই সুন্দর শাড়িটাও দেখে আমি মুগ্ধ! :)

আর সবগুলি ছবিই খুব সুন্দর লেগেছে। জানিনা ব্লাউজ ছাড়া আগের দিনে শাড়ি পরলেও এখনকার দিনে কেউ হাজার ফ্যাশন হলেও পরবে কিনা। তবে অনেকেই আমি সোল্ডার অফ অর অফ সোল্ডার টপস বা ব্লাউজ পরতে দেখেছি। আর তাছাড়া আমার বারবিডলদেরকেও এমন পোশাকে খুবই সুন্দর দেখায়।

তবে আমার মনে হয় এটা বাঙ্গালী ফ্যাশন হতে পারে না। ওয়েস্টার্ন ফ্যাশনই হবে।

আগের দিনে ঠাকুরবাড়ির বউদের ব্লাউজ ফ্যাশন তো আমার দারুন প্রিয়। কি সুন্দর ফ্রিল দেওয়া থাকে। আমি জানতাম না আগের দিনে বাংলাদেশের মেয়েরা ব্লাউজ ছাড়াই শাড়ি পরতো। আমি জানতাম শুধু দরিদ্ররা তেমনটা করতো আর ব্লাউজ বিবর্তনের মাঝে বর্তমান রূপে আসলেও কাঁচুলীর প্রচলন আরও অনেক আগে থেকেই রয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু মোটমাট কথা হলো আপনি আপনার পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্রভেদে ড্রেসাপ করবেন। যা কিছুতে আপনি কমফোর্ট তাই পড়বেন। কেউ ব্লাউজ ছাড়া শাড়ি পড়েছে বলে, তাকে যেমন অশ্লীল বলা উচিত না ঠিক তেমনি কাউকে উস্কানি দেয়ার জন্য উত্যক্ত করার জন্য উদেশ্যপ্রনোদিত কিছু করাও অনুচিত। আধুনিক হওয়া মানে স্টাইলিস্ট হওয়া। কেউ বোরখা পড়েও স্টালিস্ট হতে পারে আবার কেউ ব্লাউজ বিহীন শাড়ি পড়েও। যে যেটাতে কমফোর্ট সেটা সেটা পড়বে।

ব্লগের সাথে যায়না এমন একটা ছবি যদি আপলোড দেই এবং সামু যদি সেটা সরিয়ে দেয় তাহলে সামু কি রেসিস্ট। মোটেও না বরং বেমানানসয় কিছুকে এলাউ করসেনা। সবক্ষেত্রেই এমন হওয়া উচিৎ।

প্রথম ২ ছবি আমি আর লিনা। ড্রেস চুজিং, স্টাইলিং, ফটোগ্রাফি, জুয়েলারি সব।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: ইশ এত এত অর্জিত জ্ঞান, মানবতাবাদ নিয়ে কী পরিমাণ সময়ের অপচয় !!!!
এই বৈশ্বিক সময়ে এসে ও কত কুপমুন্ডুকতা বলেন !
যেখানে ব্যাসিক ৫ টা প্রয়োজন ই সকল স্তরের মানুষের মিটছে না, সেখানে এমন বালখিল্য আচরণ শিক্ষিতদের মানায় ?
ক্লান্তি আসে দুপক্ষের এহেন যুক্তিতর্কে।

আপনার লেখার বিস্তারিত বিবরণ চমৎকার হয়েছে। শায়মার মন্তব্য ও আমার মতামত কে অনেকখানি তুলে এনেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু জানেন না আমরা বাইক্যা কাজে সময় বেশি নষ্ট করি। অহংকার করার মতো একটা জিনিস ছিল আমাদের, ক্রিকেট। সেটাও শেষ। শায়মা আপুর মন্তব্য সত্যি সুন্দর।


শুভেচ্ছা নিরন্তর।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রামের বউ ঝি'রা কোনো অনুষ্ঠান ছাড়া এখনো ব্লাউজ পড়েনা,
আমার মা চাচীরাও ব্লাউজ ছাড়া শাড়ী পড়তেন কিন্তু তাদের
অশালীন মনে হয়নি কখনো।এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যপার।
মনে পঙ্কিলতা না থাকলে সবই শ্লীল!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক। সবকিছুর দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: ভালো তো সমস্যা কি!
আমিওতো শার্টের নীচে গেঞ্জি পরি না :)

আপনার পরিচিত কয়জন নারী মডেল ফটো শ্যুটার আছে? তারা কিভাবে ছেলেদের সেক্সি পোজে দেখতে চায়? জেনে একটু ব্যাখ্যা করবেন প্লিজ?

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে আপনার যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেভাবেই ড্রেসাপ করবেন। তবে মানানসই হওয়া চায়। মডেল আর শ্যুটার দুইটা আলাদা প্রফেশন। ফটো শ্যুটার মানে যিনি ফটো শ্যুট করেন।নারী মডেলের কথা বলছেন নাকি নারী ফটোগ্রাফার এর কথা বলসেন?

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৫

শেরজা তপন বলেছেন: মন্তব্য পড়ে বোঝা উচিত ছিল ভায়াঃ ফটোগ্রাফার এর কথা বলছি। নারী মডেলতো চারপাশে শত শত চক্কর খায় :)

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্যুটার মানে যে ক্লিক করে আর মডেল মানে যে পোস দেয়। তাই একটু কনফিউজড হয়ে গেসি ভায়া।

নারী ফটোগ্রাফার অনেক। তবে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব কম। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল কে হবে তা যে ব্রান্ডের শ্যুট হয় সে ব্রান্ডের ওনার চুজ করেন। ফটোগ্রাফারের ভুমিকা নেই। :)

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩২

রোকসানা লেইস বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।
পোষাক নিয়ে ঝগড়া বিবাদ ভালোলাগে না। যার যা পছন্দ আরাম লাগে পরতে তাই পড়বে

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু কিছু বেয়াদব আছে মতের সাথে একটু অমিল হলেই নোংরা ভাষায় ভিন্নমতাবলম্বীদের কটাক্ষ করে। আলোচনার নামে নোংরা ব্যক্তি আক্রমণ করে। ফেবুতে তো ফেক আই ডি এখন কোন ভাবেই খোলা যায়না। কিছু স্যোস্যাল মিডিয়ায় এখনো ফেক আই ডি, ব্লগীয় ভাষায় মাল্টি থেকে ভিন্ন মতের মানুষদের নোংরা অকথ্য ভাষায় কথা বলে। বিরোধী দলীয় নেত্রী চাইলেই এখন টপস আর জিনস পড়তে পারেন।এটা তাঁর অধিকার। কিন্তু এমন করাটা কি ওনার পক্ষে মানানসই? প্রত্যেক্ব প্রত্যেকের পছন্দ বা রুচিকে সম্মান করলেই হয়।

ছবির প্রশংসার জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৪

পোড়া বেগুন বলেছেন:
পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে কে কখন কোন পোষাক পড়বে।
বেড রুমের পোষাক নিয়ে পার্টিতে যাওয়া যাবে কি?

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু বলদ গরু ছাগল এনভাইরনমেন্ট স্থান কাল পাত্রভেদ বলে যে কিছু আছে, তা মানতে চায়না।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩৭

সোহানী বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে। ইয়ং বয়স থাকলে আপনাকে বলতাম কিছু ছবি তুলে দিতে। এখন বুড়ো বয়সে আর কি ছবি তুলবো.........

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মনের তো বয়স হয়না আপু। আমার ছোট বোনের নাম সোহা। আমি আদর করে ওকে সোহা মণি ডাকি।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩২

নতুন বলেছেন: আমাদের দেশের নারীরা বর্তমানে ৯৯% হিজাবী হয়ে গেছে বলে মনে হয়।

দেশ ভন্ডামীর চরম উতকর্ষে পৌছে যাচ্ছে কিন্তু লোক দেখানো ধর্ম দেখে অবাকই লাগে।

বাইরের দেশের মানুষ বিভিন্ন পরিবেশে বিভিন্ন পোষাক পরে। অনেকেই হলিউডি মুভিতে বিচে বিকিনি পড়া দেখে মনে করে বিদেশের মেয়েরা এমনই পোষাক পরে থাকে।

আর কিছু মানুষ আছে যারা আছে মতের সাথে একটু অমিল হলেই নোংরা ভাষায় ভিন্নমতাবলম্বীদের কটাক্ষ করে। আলোচনার নামে নোংরা ব্যক্তি আক্রমণ করে। এরা কিভাবে ধামিক হয় বুঝি না।

বাংলাদেশের সোসাল মিডিয়াতে যে পরিমান কাদাছোড়াছুড়ি হয় তাতে অবাকই লাগে। যাকে চিনি না জানিনা তাকে আক্রমন/বাজে কথা বলতে একটুই ভাবে না জনগন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই মুসলিম দেশ গুলোর সমস্যা হল কে কি পোশাক পড়বে তা অন্যজন ঠিক করে দিতে চায়। আবার কিছু মানুষ আছে শুধুমাত্র ধার্মিকদের উস্কানোর জন্য উদ্ভট কাজ কারবার করে। সোস্যাল মিডিয়ায় যারা অন্যকে মতের অমিলের কারণে গালি দেয়, কটাক্ষ করে, নোংরা ব্যক্তি আক্রমণ করে, তারা আসলে জানোয়ার।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

রানার ব্লগ বলেছেন: বাংগালী রমনীরা ব্লাউজ পরা শিখেছে সেই দিন। এর আগে সবাই ব্লাউজ ছাড়াই শাড়ি পরতেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই তো। কারও ব্লাউজ পড়তে ইচ্ছা না করলে পড়বেনা। কেউ তাদের জোর করে তার পছন্দ মতো পোশাক পড়তে কেন বাধ্য করবে? আর অতি প্রগতিশীল দের সমস্যা হলো ওরা স্থান কাল পাত্রভেদ বুঝেনা। ব্লাউজ ছাড়া শাড়ি যদি আপনাকে মানায় আপনি পড়ুন। কিন্তু পরিবেশ বলে তো একটা বিষয় আছে। পৃথিবীর সব দেশে পরিবেশ অনুযায়ী ড্রেস কোড আছে।স্বাধীনতার নামে নিজের সাথে অমানানসই ড্রেস পড়লেও তো বিষয়টি অদ্ভুত। দুই পক্ষই দুষ্ট আছে।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার জীবনের প্রথম দিকের একটা চাকরীতে আমার গুজরাটি বয়স্ক বস বলেছিলেন যে তার বাংলাদেশের গ্রামের ব্লাউজ ছাড়া মেয়েদের দেখতে ভালো লাগে। ওনার বয়স ঐ সময় প্রায় ৫২ বছরের মত হবে। সকাল বিকাল দুইবার ইন্সুলিন নেন। একদিন সন্ধ্যায় শুনি যে দুইটা মেয়ে এসে তাকে সাথে করে নিয়ে গেছে দামী কোন হোটেলে ওনার ক্লান্তি দূর করার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঐগুলা সুগার ডেডি।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৯

জ্যাক স্মিথ বলেছেন: এই ২০২২ সালে এসেও পোষাক নিয়ে কত কথা রে!! পরচর্চা আর পরনিন্দাকারী এই জাতি এখনো সভ্যতার সে পর্যায়ে পোঁছায়নি যে এই দেশে খোলামেলা পোশাকে একজন নারী একা রাস্তা দিয়ে হেঁটে যাবে আর তাকে কুটুক্তি, বাজে কথা শুনতে হবে না, ৯৯% সম্ভবনা আছে উক্ত নারী ধর্ষণ অথবা অন্য কোনভাবে হেনেস্তার শিকার হবে। এটাই আমরা এটাই আমাদের বাংলাদেশ। খোলামেলা পোষাক পরলে, তাকে কুটুক্তি করা যায়, আজেবাজে কথা বলা যায়, তাকে হেনেস্তা এবং ধর্ষণ করা যায়, ৯৯% পুরুষদের মধ্যে এই মেন্টালিটিই বিরাজ করে আমাদের দেশে। এই মেন্টালিটি খুব সাহসাই দূর হবে বলে আমি মনে করি না। আর তাই যতদিন বর্বর এই জাতির মধ্যে নূন্যতম মনুষত্বের ছোঁয়া না লাগবে তত দিন পর্যন্ত এ থেকে মুক্তির একটাই উপায়; আর তা হলো, দেশের সবকটা নারীকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, ঠিক এই ভাবে।

তাহলে হয়তো এদের লালা ঝড়া একটু কমতে পারে। কিন্তু আমি ঠিক গ্যারান্টি দিতে পারতেছি না যে তাদের লালা ঝড়া থামবেই। সেক্ষেত্রে তারা হয়তো অন্য কোন বাহানা বের করতে পারে নারীদের কুটুক্তি, উত্ত্যক্ত করার জন্য যেমন- বোরকাটা এত টাইট কেন? কাপড়টা এত পাতলা কেন? চোখ দুটি বের হয়ে রয়েছে কেন? ইত্যদি।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মনের কথা গুলোই বলে দিলেন। মন্তব্যে নির্মম সত্য ফুটে উঠেছে। যারা সমস্যা তার শুধু চোখ দেখা গেলেও সমস্যা হবে, যার সমস্যা না সে নুড কাউলে দেখলেও স্বাভাবিক ভাবে নিবে।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

বিটপি বলেছেন: যে যেই পোশাকই পড়ূক না কেন, মেয়েদের কাঁধ এবং থাই ঢাকা না থাকলে আমি সেটাকে কোনভাবেই শ্লীল পোশাক বলতে পারিনা। সেটা একরকম নগ্নতাই। মিনি স্কার্ট ওইয়েস্টার্ন ওয়ার্ল্ডের মেয়েরা অহরহ পড়লেও সেটা অশালীন পোশাক হিসেবে সেখানেও স্বীকৃত। স্কার্ট একটা আরামদায়ক পোশাক। মেয়েরা স্কার্ট পড়লে সেটা আমার চোখে লাগেনা, কিন্তু মিনিস্কার্ট পড়লে তার রুচি নিয়ে আমার সংশয় থেকেই যায়। তাই ব্লাউজ ছাড়া কোন মেয়ে যদি কাঁধ ঢেকে রাখে, তবে দেখতে খারাপ লাগেনা। কিন্তু এই পোস্টের তিনটি ছবিই কাঁধ খোলা থাকায় আমার কাছে আধা অশ্লীল বলেই মনে হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার কাছে যেটা অশ্লীল সেটা অন্য কারো কাছে নরমাল হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.