নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
মফস্বল থেকে একটি মেয়ে আসছে লিনার গ্রুমিং স্কুলে ভর্তি হতে। মফস্বলের মেয়েরা যেমন গেটাপ নেয় ওরকম গেটাপ। চুলে হালকা তেল দেয়া। থ্রীপিস পড়া। এইচ এস সি পাস করা মেয়েটি শহরে এসেছে কোন একটি বিশ্ববিদ্যালয়ে পড়বে সাথে পার্ট টাইম রোজগার করে নিজে পড়ালেখা করবে এবং সাথে মধ্যবিত্ত পিতামাতাকে সাহায্য করবে। তার কোন এক বান্ধবী তাকে বলেছে কিছু করতে হলে তো স্মার্ট হতে হবে।তাই স্মার্ট হতে হলে গ্রুমিং স্কুলে ভর্তি হতে হবে।এখন দেখতে স্মার্ট না হলে জব পাওয়া মুশকিল।
মেয়ের সব কথা শোনে তাকে ফ্রীতে ভর্তি করানো হলো। সাধারণত গ্রুমিং স্কুলে ছেলে মেয়েরা মডেল হতে আসে। এই মেয়ে আসছে শহরের সাথে নিজেকে মানানসয় করতে। দেখুন কি আজিব! বর্তমানে একটা মেয়েকে একটা পার্ট টাইম কাজ পাওয়ার জন্যও দেখতে সুন্দর ও স্মার্ট ফাস্ট হতে হচ্ছে।
তো যথারীতি শুরু হলো ক্লাস। সপ্তাহে ২ দিন। ৬ মাসের মধ্যে যে মেয়ে শুদ্ধ করে কথা বলতে জানতোনা, চুলে তেল দিয়ে ঝুটি করতো সে এখন স্পীডি ইংলিশ বলে,হাটা চলা, আচরণ, ব্যবহার, লুক, এক্সপ্রেশন সব মিলিয়ে একজন পরিপূর্ণ মডেল ও আধুনিক মানুষ। এর মধ্যে একটা ফ্যাশন শো এর আয়োজন চলছে। সে নিজ থেকে ইন্টারেস্ট দেখালো র্যাম্পে হাঁটবে। বিধি বাম! এই র্যাম্পে হাটা তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সে ভুল করে ফেসবুকে তার জীবনের প্রথম র্যাম্পে হাটার স্মৃতি শেয়ার করসে। পুরা গ্রামে প্রচার হয়ে গেসে মেয়েটি বেশ্যা। এগুলো যারা করে তারা বেশ্যা হয়। আন্দাজে কিছু না জেনে এমন কোন রিউমার নেই তার সম্পর্কে ছড়ানো হয়নি।
মেয়েটি শুধু মাত্র র্যাম্পে হাটার অপরাধে সামাজিক ও পারিবারিক ভাবে লাঞ্চিত হয়। আমাদের দেশের ৭০% মানুষের মানসিকতা নোংরা। একটি ছেলে বা মেয়ে এই প্ল্যাটফর্মে বিজনেস করলে বা জীবীকা নির্বাহ করলে তাকে নোংরা অপবাদ দেয়, আন্দাজে প্রমাণ ছাড়া এমন বিশ্রী ভাবে অপবাদ দেয় যে বনের কোন পশুকে যদি এদের ভাষা গুলো বুঝার ক্ষমতা দেয়া হতো তবে তারা সৃষ্টি কর্তার ঝগড়া করতো। পশু গুলো বলতো,এসব নোংরা নর্দমার কীট, ক্লাসলেস, ক্ষেত, বস্তি গুলোর চেয়ে আমরা বেশি সম্মান ডিজার্ভ করি। আপনি সৃষ্টি কর্তা আমাদের সাথে অন্যায় করছেন। এরা আমাদের চেয়ে নিকৃষ্ট।
মেয়েটি এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস এ পড়াশোনা করসে। নিয়মিত ফ্যাশন শো ফটুশ্যুট করছে, একটা ফোরস্টার হোটেলে ওয়েটারের কাজ করছে। তার মফস্বলে যারা কূৎসা রটিয়েছিল তাদের অধিকাংশই হিংসুক ও নিন্দুক। এরা অপরের সুখ দেখতে পারেনা, অথবা ধর্মান্ধ মৌলবাদী। এরা ঘৃণ্য। এরা পরনিন্দা ও গীবত করে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও নিকৃষ্ট কাজ করে। এরা চোগলখোর।বদমাশ ও ধর্মীয় বা সুশীলতার লেবাস পড়া এক একটা ভন্ড। কে কার পারসোনাল লাইফ কিভাবে লিড করসে?কে কিভাবে জীবন সংগ্রাম করসে? এগুলো নিয়ে কথা বলা একমাত্র অত্যন্ত নিচু মানের নোংরা লোক ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এদের এড়িয়ে চলুন।
গ্রুমিং এর সময় লিনা ও স্টুডেন্টরা।
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: একজন মানুষ সম্পর্কে বিস্তারিত না জেনে যারা নোংরা অপবাদ দেয়, কুৎসা রটায় এদের চেয়ে বেশ্যা বেশি পবিত্র। বেশ্যা অন্তত ভন্ডামি করসেনা।
২| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫২
ককচক বলেছেন: খুব দুঃখজনক!
গ্রামের যেসব মেয়েরা শহরে পড়তে আসে বা পড়ে, জব করে... গ্রামের মানুষ তাদের ভালোচোখে দেখে না। মানুষ মনে করে তারা খারাপ বা অনৈতিক কর্মকাণ্ড করে। কিছু খারাপ মানুষ বিভিন্নভাবে গ্রামের সাধারণ মানুষের এই ধারণা পোক্ত করেছে বা করছে।
গ্রামের যেসব মেয়েরা শহরে পড়তে আসে তারা সফল হলে, সুশাসন প্রতিষ্ঠা হলে আস্তে আস্তে মানুষের এহেন ধারণা চেঞ্জ হবে।
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: এরা নোংরা জানোয়ার ও নর্দমার কীট।
৩| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই খারাপ হয় না,। ১-২% খারাপ হতে পারে, সেটা ছেলেরা বেশী খাপার হয়।
লেখাপড়া করে জব করে টিউশনি করে। অনেকে মডেলিংও করে। মডেলিং বা বিক্রয় প্রতিনিধী সবাই খারাপ হয় না,
কিন্তু মৌলবাদি মানসিকতার লোকজনের সহ্য হয় না।
২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধরে নিলাম যে ১০০% খারাপ। কিন্তু হিংসুক নিন্দুকরা কেন এগুলো নিয়ে নির্লজ্জ বেহায়ার মতো কুৎসা রটাবে? এরা কিভাবে জানে এরা বেশ্যা! ভান ধরে বিরাট বড় ইসলামিস্ট অথবা সুশীল, অথচ সারাক্ষণ গীবত, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। জাহান্নামও এদের রিসিভ করবে কিনা আমি সন্দিহান।
৪| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১:৩৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: স্যালুট! গোফরান ভাই, আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।
২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আমার সামর্থ্য ছিল শুধু তাকে লিনার গ্রুমিং স্কুলে ফ্রীতে ভর্তি করানো আর প্রথম ৫/৬ টা কাজে রেফার করা পর্যন্ত। অন্য সব সে নিজে করেছে। স্যালুট এসব সাহসী হার না মানা মেয়েদের।
৫| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:৩১
কামাল৮০ বলেছেন: অন্ধ ধর্মবিশ্বাসীরা এমন অপবাদ ছড়ায়।স্বাবলম্বী হলে এসব তাকে স্পর্শ করতে পারে না।সে বাংলাদেশের একটা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।তার ভবিষ্যত উজ্জল।সাফল্য কামনা করি।
২৭ শে আগস্ট, ২০২২ ভোর ৫:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের বোন গুলো ধর্মান্ধদের এসব বাঁধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। একদিন দেশে একটাও ধর্মান্ধ থাকবেনা।
৬| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ২:৩৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: লিনা তো আত্মনির্ভরশীল প্রত্যয়ী মানুষ, আমি জানি। তার সংগ্রামী অভিযাত্রায় শুভকামনা অবশ্যই।
আপনাকে স্যালুট জানিয়েছি আপনার প্রগতিশীল বোধ ও ভাবনার জন্য।
ও হ্যাঁ, আমন্ত্রণ জানিয়েছিলাম আপনাকে।
২৭ শে আগস্ট, ২০২২ ভোর ৫:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাই।
লিনা সুইট মেয়ে।
আপনি আসুন না আগে। আমার অফিস জি ই সি।
বাসাও জিইসির কাছে। চলে আসুন। আড্ডা হয়ে যাবে।
৭| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: টাইপো আছে ভাই-
ত্রিপিস < থ্রীপিস
এইস এস সি < এইচ এস সি
পুরা গ্রাম হয়ে গেসে মেয়েটি বেশ্যা
লাইনটিতে সমস্যা আছে, ঠিক এমনই সমস্যা আছে আমাদের সমাজ ব্যবস্থাতেও।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য,ঠিক করে দিচ্ছি।
দশ্যু ভাই অবস্থা এত বাজে হয়েছে আমরা হিংসা নিন্দা মিথ্যা গীবত অন্যের ব্যক্তিগত জীবন-জীবিকায় নাম গলানো ছাড়া দিনই কাটাতে পারিনা।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন:
পুরা গ্রাম হয়ে গেসে মেয়েটি বেশ্যা
এই লাইনে টাইপো খুঁজে পাচ্ছিনা।
৮| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৩
শাওন আহমাদ বলেছেন: কিছু জায়গা এবং পেশার সাথেই নোংরামো লেগে থাকে। তাই এসবের সাথে যেই যুক্ত হয় তাদের নিয়েই মানুষ চর্চা করা শুরু করে দেয়। হয় তা হিংসে থেকে কিংবা স্বভাব থেকে। তবে আর যাইহোক কারো সম্পর্কে যথাযথ না জেনে তাকে নিয়ে আন্দাজে কিছু বলা ঠিক না। এটা ধর্ম সাপোর্ট করেনা।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: সব পেশাতেই ভালো এবং নোংরামি দুইটাই আছে। মাদ্রাসার হুজুরদের মধ্যে ভালো খারাপ আছে। আন্দাজের উপর ভিত্তি করে কারও নামে মিথ্যাচার ও গীবত করার ও রিউমার স্প্রেড করার মত পাপ আর নেই।
৯| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
পুরা গ্রাম হয়ে গেসে মেয়েটি বেশ্যা
পুরা গ্রামে (খবর/প্রচার/চাউর) হয়ে গেছে মেয়েটি বেশ্যা।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে বুঝতে পেরেছি। থ্যাংকস এগেইন ব্রাদার।
১০| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪
অপ্সরা বলেছেন: এই লেখাটার দুইটা পজিটিভ দিক আছে।
যুগের বিবর্তনে মানুষের এগিয়ে যাবার গল্প। এই মেয়েটা গ্রাম থেকে এসেছিলো কিন্তু সে নিজেকে শহুরে চলনে বলনে কেতা দুরস্ত করে তুলতে চেয়েছিলো। মানুষ সব সময় তার ইম্প্রুভমেন্ট চাইবে। এটাই হওয়া উচিৎ।
সামনে এক পা না বাড়েলে কেমনে জানবে তারপর কি আছে?
যদিও পা বাড়াবার আগে তাকে বিচক্ষন হতে হবে। পা না ফসকে পড়ার। আমার মনে হয় এই যদি ভেবেও আমরা অনেকেই পা বাড়াই না। আমি সেই যদির দলে না।
আমি যদি নিয়ে ভেবে বিচক্ষনতার সাথে সামনে আগাবার দলে।
ভেরী গুড জব গোফরান ভাইয়া।
লীনার জন্যও অনেক শুভকামনা।
আর সবচাইতে খুশি হবো এই মেয়েটা শুধু মডার্ন লুক চলন বলন নিয়েই বসে না থেকে জীবনের উচ্চ শিখরে উঠে যাক জ্ঞানে ও বুদ্ধিতেও।
ওর জীবনের সাফল্য কামনা করি।
যে পেশাই আসুক সে মডেল হোক বা কোনো উচ্চ পদস্ত কর্মচারী। সবখানেই আত্মসন্মান ও সাহস নিয়ে এগিয়ে যাক।
২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপু একটা শ্রেণী মনে করে মেয়েরা বা ছেলেরা কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম এ কাজ করলে, নষ্ট হয়ে যায়। ইহা ভুল। আমাদের বিমান বালাদের কম অপবাদ সহ্য করতে হয়না। একজন ইউটিউবার ও তার ক্রিয়েটিভিটি দেখিয়ে টাকা আয় করসে এখন। ওরাও খারাপ ওদের মতো।
একমাত্র ওরা ছাড়া সবাই খারাপ। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১১| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোনো মানুষের চলার পথই সহজ সরল নয়। সবারই কমবেশী বন্ধুর পথ। তবে মেয়েদের চলার পথ কখনো কখনো বা কারো কারো জন্য একটু বেশী বন্ধুর হয়ে থাকে।
২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন। কয়েকজন বিশ্রী নোংরা ব্লগার নামল মেরুদণ্ডহীন মাল্টি নিক আমার প্রফেশন নিয়ে বাজে কটাক্ষ ও ইংগিত করসে। মডারেটরকে বিচার দিলেও কিছু হয়না। ওরা মডারেটরকেও মানেনা।
সব মানুষ মানুষের মত আচরণ করুক। এটাই প্রত্যাশা।
১২| ২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ইমেইল এড্রেস হলে যোগাযোগে সুবিধা হয়।
২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আমাকে ফেসবুকে এড করতে পারেন। অথবা মেইল করতে পারেন
[email protected]
১৩| ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: পরচর্চা সমাজের রন্দ্রে রন্দ্রে ছেয়ে গেছে! আর গ্রামে এখন শুধুই নোংরা ভিলেজ পলিটিক্স!!
২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ইহা দেশ সমাজ ও ধর্মের জন্য বিশাল এক হুমকি।
১৪| ২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪২
শেরজা তপন বলেছেন: এই সমাজের বিরুদ্ধে যুদ্ধ করার একটা মজা আছে!
সে ও একজন সার্থক মডেল হয়ে উঠছে- হয়তো ভবিষ্যতে ভাল চাকুরিও পাবে।
আর আমরা এদের সংগ্রামের ইতিহাস নিয়ে নতুন নতুন লেখার কন্টেন্ট পাব
২৭ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই খুব কষ্ট করে, সংগ্রাম করে বেড়ে ওঠা ও প্রতিষ্ঠিত হওয়া এসব ছেলেমেয়েরা একএকজন যুদ্ধা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শেরজা ভাই
১৫| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫১
আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,
মনে-মগজে-মননে-মনীষায় যে দেশের মানুষসকল বেহায়া- বেলেহাজ-বেআক্কেল, তাদের সর্বসংস্কারমুক্ত হবার কথা নয়।
যে দেশের মানুষ কেবল অজিজ্ঞাসা- অযুক্তিবাদীতা- অস্বীকৃতি- জ্ঞানবিমুখতার রশিতে বাঁধা সেখানে মেয়েদের আত্মনির্ভরশীল হয়ে ওঠাটাও পাপের বলেই অবলীলায় ধরে নেয়া নতুন কিছু নয়।
শায়মার ১০ নম্বর মন্তব্য আর ঠাকুরমাহমুদ এর ১১ নম্বর মন্তব্য ভালো লেগেছে।
মেয়েটি শুধু আত্ন নির্ভরশীলই নয় , আত্মমর্যাদা নিয়েও যেন প্রতিষ্ঠিত হতে পারে সে কামনা রইলো ।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,
যথারীতি অসম্ভব সুন্দর মন্তব্য। স্যার একমাত্র আমাদের দেশের মানুষই মনে হয় এইরকম। আমি কয়েকটা দেশে গেসি। এই রকম বিশ্রী কান্ড আমি কোথাও দেখিনি। খালি অন্যকে কিভাবে টেনে নীচে নামাবে এই ধান্দা। আমার পুরা জীবনে আমি দেখেছি আমাদের দেশের শিক্ষিত মানুষগো অশিক্ষিত মানুষ গুলোর তুলনায় এই কাজ বেশি করে।
মেয়েটি আসলে সাহসী। জাস্ট ডুন্ট কেয়ার এনিথিং ফর মেকিং ব্রাইট ফিউচার টাইপ মেয়ে। ১০০% ডেডিকেটেড টু হার এম্বিশনস।
অনেক ধন্যবাদ। শায়মা আপু এবং টাকুর মাহমুদ এর মন্তব্য আসলেই সুন্দর। ♥️
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
মেয়ে জাতকে 'অন্য লেভেলে নিয়ে যাচ্ছে বাঙালী পুরুষরা; আশে পাশে চোখ কান খোলা রাখলেই স্পষ্ট টের পাওয়া যায়।