নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

দেশে দুর্যোগ চলাকালীন চেয়ারম্যান।

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫২

চ্যায়ারম্যান সাহেব!
ভোট আছে ১০ টা,
৬০ টা পাইলেন কেমনে!
দেখেন না মিয়া ৫০ আমি নিজে দিসি।
মানসিক প্রশান্তি আছে এতে?
প্রশান্তির কাম নাই।
লোকে চ্যায়ারম্যান বললেই হল।
লোকজনকে আহাম্মক পাইছেন!
ওরা বুঝেনা আপনে সিন্ডিকেট করে
ভোটে জিতেন! নিজের ভোট নিজে দেন।
আমি হইলাম এই গ্রামের হণু।
আমি যাহা চাহিব তাহাই ঘটিবে।
কিন্তু এভাবে কতদিন!
লোকে আপনারে সামনে তেলালেও
পেছনে হাসে।
পি এম বলসেন জনগণের ১ কেজি চাল,
১ কেজি ডাল, ১ কেজি তেলের
লোভ যারা সামলাতে পারে না,
ওদের দেশে থাকার অধিকার নেই।
ঐ এরে কাউন্সিলে কে ঢুকতে দিসে!
এখনই বের কর ইউনিউন থেকে।
চ্যায়ারম্যান সাহেব,
স্যরি স্যরি।
আর সত্য কথা বলবনা।
আপনি সেরা।
সব ভোট জেনুইন।
ঐ এরে এক কাপ লাল চা দে,
সাথে একটা বেলা বিস্কুট দে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
৬০ টাকা!!??
৬০ টা হবে হয়তো।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: টাইপো ছিল ঠিক করে দিসি।

২| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

শূন্য সারমর্ম বলেছেন:


চেয়ারম্যান পদ বিলুপ্ত করে দিই চলেন।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: যে ইউনিয়নে জনগনের ভোটাধিকার কেড়ে নেয়া হয়, সিন্ডিকেট করে ভোট পেতে হয়, সে গ্রামের চেয়ারম্যান হওয়ার চেয়ে মুড়ি বিক্রি করা বেশি সম্মানজনক। বিলুপ্ত হতে আর বাকি কই?

৩| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা সত্য কথার কাব্যকথন
ভালো লাগলো

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৪| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫

পোড়া বেগুন বলেছেন:
আপনার এই কাব্য কথনের মর্ম বোঝার ক্ষমতা ওই বেটা চেয়ারম্যানের নাই!
এরা নিজেদের ভোট নামে বেনামে তিন চারগুন বাড়াইয়া দিয়া প্রশান্তি খোঁজে।
আরে ছাগল ডুবে ডুবে জল খেয়ে মনে করো একাদশীর বাপেও জানবেনা!
পাবলিককে ভোদাই মনে করার দিন শেষ!

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্ঞানী গুণী দের দিন শেষ, ভুলভাল প্রশ্নফাঁস জেনারেশনের বাংলাদেশ।

৫| ২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

পোড়া বেগুন বলেছেন:
এক লোক রাতের বেলা এক গেরস্ত বাড়ির পাশ দিয়ে যাবার সময় তার পায়ের শব্দ শুনে জিজ্ঞাসা করলো কে যায়?
পথিক বললো, রহিমুদ্দি মাতুব্বত!
গেরস্তঃ মাতুব্বত কি লোকে বলে না নিজে বলে?
পথিকঃ নিজে না বললে লোকে জানবে কী করে?

এই হলো অবস্থা! এরা নিজের ঢোল নিজেরাই বাজায়,
এক ভোট দশ বার করে দিয়ে বড় চেয়ারম্যান হয় আর মানুষকে বেলা বিস্কুট খাওয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.