নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
যমুনা ফিউচার পার্কে ওয়ার্ল্ড ক্লাস ক্লথিং ব্রান্ড হুরের লঞ্চিং শোতে, শো স্টপার জয়া আপু ও রানওয়ে ডিরেকশনে লিনা।
পোশাক প্রদর্শনী বা ইংরেজিতে ফ্যাশন শো আসলে কি? সাধারণত একজন/একাধিক ফ্যাশান ডিজাইনারের নকশাকৃত নতুন শৈলীর পোশাকগুলি (এবং অন্যান্য পরিধেয় অনুষঙ্গগুলি) জনসমক্ষে প্রদর্শন করাকে পোশাক প্রদর্শনী বা ফ্যাশন শো বলা হয়। বাংলাদেশে সাধারণত ৩ টি ঋতুতে পোশাক প্রদর্শনী বা ফ্যাশন শো এর আয়োজন করা হয়। যদিও বাংলাদেশে বিভিন্ন ঋতুর শুরুতেই ফ্যাশন শোর আয়োজন করা হয়, তবে আন্তর্জাতিক ভাবে সাধারণত গ্রীষ্মে, শীত/বসন্ত কালে ফ্যাশন শো এর আয়োজন করা হয়ে থাকে। পোশাক প্রদর্শনীগুলি একটি ঋতুর শুরুতে এক সপ্তাহ ধরে চলে বলে,একে পোশাক প্রদর্শনী সপ্তাহ ইংরেজিতে 'ফ্যাশন উইক' বলা হয়।
হূর ব্রান্ডের পোশাক প্রদর্শনী করতে ক্যাট ওয়াক করসেন জয়া আহসান।
মূলত ফ্যাশন শো গুলোর মাধ্যমে নিত্যনতুন ডিজাইন গুলো প্রদর্শন করা হয়। পাশ্চাত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি পোশাক প্রদর্শনী সপ্তাহ হল প্যারিসের পোশাক প্রদর্শনী সপ্তাহ এবং নিউ ইয়র্কের পোশাক প্রদর্শনী সপ্তাহ, যেগুলি বছরে দুইবার আয়োজন করা হয়। এছাড়া ইতালির মিলান, যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির বার্লিনে আয়োজিত পোশাক প্রদর্শনী সপ্তাহগুলিও খুবই জনপ্রিয় ও বিশ্বজুড়ে সমাদৃত। শুধুমাত্র নিত্য নতুন ডিজাইন দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাশান সচেতন মানুষ সেসব পোশাক প্রদর্শনী উৎসব উপভোগ করার জন্য ছুটে যান।
- পোশাক প্রদর্শনীর জন্য লিনার ডিজাইন করা রানওয়ে।
এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট লঞ্চিং, কোম্পানি লঞ্চিং, ক্লথিং ব্রান্ড লঞ্চিং উপলক্ষে বিভিন্ন শো তেও মডেলরা রানওয়েতে ক্যাটওয়াকের মাধ্যমে প্রোডাক্ট গুলো রিপ্রেজেন্ট করে থাকেন। সাধারণত একটি ছোট শো থেকে তে ৫০ জন মানুষের কর্মসংস্থান হয়। একটি বড় শোতে ২৫০-৩০০ জন মানুষের কর্মসংস্থান হয়।
- বাংলালিংক ১৫ বছর সেলিব্রেশনে লিনা ও মডেলরা।
একটি ফ্যাশন শো /প্রোডাক্ট শো আয়োজন করা বাংলাদেশের ৭০% মানুষের মানসিকতা এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে বেশ জটিল। করোনা ও করোনা পরবর্তী গোটা ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়েছিল। এখনো পুরোপুরি রিকভারি হয়নি। ঢাকার সবচেয়ে বড় শো এই বছর অত্যন্ত সীমিত পরিসরে হয়েছিল। চট্টগ্রামের সবচেয়ে নন্দিত - বার্জার-প্রথম আলো শোটিও তেমন জমেনি বাজেট স্বল্পতার কারণে। ৩ বছর আগেও বাংলাদেশে বড় বড শো হতো। ট্রেসেমি ফ্যাশন উইক, ওয়েভার ফেস্ট, বাংলাদেশ ফ্যাশন উইক,নোকিয়া হিপহপ ফেস্ট, আড়ং ফতাশন উইক ইত্যাদি। চট্টগ্রামে আমার ইন্টারন্যাশনাল উইমেন'স ডে এর শোটি ২০১৮-২০১৯-২০২০ এ পুরা বানংলাদেশে নাম কুড়ালেও ২০২১ এ অত্যন্ত ছোট পরিসরে সম্পন্ন করতে হয়েছিল, ২০২২ এ আয়োজন করা সম্ভবই হয়নি। বলতে চাচ্ছি দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ। ব্যবসা নেই বললেই চলে। কি হবে কিছুই বুঝা যাচ্ছেনা।
যারা নিজস্ব ক্রিয়েটিভিটিস দিয়ে একটা নরমাল স্থানকে পরিবর্তন করে দেয় তাদের কাজের পরিমান বর্তমানে ৩ বছর আগের তুলনায় ২০% ও নেই। নিচের চিটাগাং ক্লাবের অডিটোরিয়াম নরমাল স্টেজ টি দেখুন।ক্লায়েন্ট চাহিদার কারণে আমার ম্যাগাজিন স্পেল বাউন্ড এর লঞ্চিং শো টি সেখানে আয়োজন করতে হয়েছিল।
এইবার দেখুন এটাকে কি বানিয়েছি। হলের হাইট এত কম যে লাইট ট্রাস সেট আপ করা অসম্ভব। এর পরেও মেধা আর ক্রিয়েটিভিটি মাধ্যমে চট্টগ্রাম ক্লাবের সে মঞ্চকে ফ্যাশন শো এর মঞ্চের জন্য উপযোগী করে তুলা হয়েছিল।
রানওয়ে সাধারণত ১০ ফিট থেকে ৮০ ফিট হয়ে থাকে। এটা স্পেস কম হওয়ার কারণে ৪২ ফিট।
শুধু লাইটিং ডিরেক্টর এর ক্রিয়েটিভিটি দেখুন।
শুধু এই ইন্ডাস্ট্রি নয় প্রতিটি ইন্ডাস্ট্রি হুমকির মুখে।কোম্পানি গুলো কর্মী ছাটাই করার প্রতিযোগিতায় নেমেছে। বাজারে আগুন!! কোন দিকে যাচ্ছে পরিস্থিতি!! ভাবলেই সামনে শুধু অন্ধকার দেখি। সর্বশেষ সবার কাছে ২ টি প্রশ্নঃ
প্রশ্ন ১ঃ শিল্পীরা তো কারো কোন ক্ষতি করসে না। তারা কর্ম করসে। কর্ম করে খাওয়া তো অন্যায় নয় তাহলে তাদের কেন এত কটাক্ষ কটুক্তি মানসিক অত্যাচার সহ্য করতে হবে? এরা কি না খেয়ে মরবেন? আসুন দৃষ্টিভঙ্গি পালটাই।
সানসিল্ক এর একটি শো তে লাক্স তারকা ও সময়ের জনপ্রিয় সেলিব্রিটি মেহজাবিন চৌধুরীর ক্যাটওয়াকটি দেখুন।৪ মিনিটের পর থেকে মেহজাবিন এর ক্যাটওয়াক। (ফ্যাশন শো পছন্দ যারা করেন না বা যাদের আইডিয়া নেই তারা ক্লিক করবেন না)
প্রশ্ন ২ঃ
একটা অসাধারণ মুভি- এই হাওয়া আমায় নেবে কত দূর - নিয়ে এগুলো কি হচ্ছে?
শনিবার বিকেলে কাদের খুশি করতে বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে দেশে?
পোস্ট উৎস্বর্গ - ফ্যাশন মডেল মায়শা। আজ ছিল ওর জন্মদিন।
২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: মডেল লাগে সর্বনিম্ন ২১ জন
সাউন্ডে ৪ জন (সর্বনিম্ন
লাইট ৬ জন (সর্বনিম্ন)
ইভেন্টের সাথে রিলেটেড ২০ জন (সর্বনিম্ন)
ফটোগ্রাফি ভিডিওগ্রাফি - ১০ জন সর্বনিম্ন
অন্যান্য আর্টিস্ট- ১০ (সর্বনিম্ন)
ফুড হসপিটালিটি - ১০ (সর্বনিম্ন)
কোরিওগ্রাফি ও এসিস্ট- ৬ জন (সর্বনিম্ন)
মিডিয়া কাভারেজ - ৫ (সর্বনিম্ন)
২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর ও নান্দনিক উপস্থাপনা।
ধন্যবাদ গোফরান ভাই, মাঝ রাতে
অসাধারণ একটি লেখা প্রকাশ
করার জন্য।
২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নূরু ভাই আপনার প্রশংসার জন্য।
৩| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার লিখেছেন। বেশ গুছানো লেখা, ছবি সহ উপস্থান ভালো লেগেছে।
তবে শেষ দুই লাইন বুঝলাম না।
হাওয়া সিনেমা কি নিষিদ্ধ হয়েছে নাকি?
২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই।
হাওয়া মুভির বন্যপ্রানী নিয়ে আইন লঙ্ঘনের জটিলতায় পড়ে মামলা খেয়েছে ছবিটির পরিচালক সুমন ভাই।
হলি আর্টিজান এর ঘটনা নিয়ে নির্মিত এদেশীয় সাম্রদায়িক গোষ্ঠীর(যাদের নাম নিতে আপনি অনুরোধ করেছেন) আন্দোলনের মুখে বাংলাদেশে সম্প্রাচার নিষিদ্ধ করেছিল সরকার।
৪| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বন্যপ্রাণী সংক্রান্ত বিষয়টা জানি।
তার জন্য মোল্লারা হাওয়া বন্ধ করে দিয়েছে? নাকি অন্য কোনো সিনেমা?
২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সম্মানিত মোল্লা রহঃ রা মোস্তফা সরওয়ার ফারুকীর 'শনিবার বিকালে' টেলিফিল্ম টির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছিলেন অনলাইনে। তাই সেটি বাংলাদেশে সেন্সর পায়নি। হলি আটিজান এ জঙ্গি হামলার ঘটনা নিয়ে নির্মিত ছিল।
৫| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি আপনাকে মোল্লা, কাঠ মোল্লা, ছাগু লিখতে নিষেধ করেছি ভাবাটি ঠিক হয়নি।
আপনি যতবার খুশী তা লিখতে পারেন। লেখার কারণ উপস্থিত হলে অবশ্যই লিখবেন।
আমি সম্ভবতো বলেছিলাম অহেতুক প্রতিটা পোস্টেই মোল্লা, ছাগু, কাঠমোল্লা লিখা নিয়ে।
আপনার জন্য শুভকামনা রইলো।
২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি বুঝতে পেরেছি দস্যু ভাই ইটস ওকে। ♥️
৬| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুণ একটা ব্যাপার নিয়ে আপনি লেখেন। অনেক গোছালো উপস্থাপন। ছোটখাটো একটা শো আর উঠতি মডেলদের সাথে গ্রুমিং করার অভিজ্ঞতা হয়েছিল।
গ্রামীণফোন- অমিতাভ রেজা- আমারে ছাড়িয়া রে বন্ধু এই টিভিসির কথা মনে আছে?
২১ শে আগস্ট, ২০২২ রাত ২:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ একসময়ের খুব জনপ্রিয় টিভিসি। আসলে অমিতাভ ভাই খুবই ট্যালেন্ট। জিপির সব টিভিসিই আসলেই অত্যন্ত ভালো মানের।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৫৪
জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: আজব এক চাকরী, শুধু কাপড় পড়ে হাটো আর নগদ টাকা।
২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: আজব কেন হবে? এটাও একটা প্রফেশন।
৮| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৩
রানার ব্লগ বলেছেন: যাক আপনি আপনার নিজ ভুবনে ফিরতে পেরেছেন !! এটাই আনন্দের !!!
২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ ধন্যবাদ রানা ভাই। আমাকে কেউ না খোচালে আমি বরাবরই সৃজনশীল ব্লগিং করব।
৯| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর উপস্থাপনা।
২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
১০| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:২২
পোড়া বেগুন বলেছেন:
খুব ভালো লিখেছেন। আপনাকে ধন্যবাদ
২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোড়া বেগুন।
১১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: আমরা তো একই লাইনের পাপী !!
২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বিজনেস লাইন সেম নাকি?
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
রোজগারটা কিভাবে হয়?