নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সুন্দর কিছু ফুলের ছবি। একটি কোরানের আয়াত। একটি চিঠি

১১ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৬

সুন্দর কিছু ফুলের ছবি।

আসলে ফুল খুব ভাল। মিষ্টি। পবিত্র। প্রেমিকাকে ফুল দিতে বেশ লাগে। ভ্যালেন্টাইন্স ডে তে ফুল খুব কাজে লাগে। ফুল আল্লাহর অতি আশ্চর্য নিদর্শন। আসুন ফুল ভালোবাসি।

ফুলের উপর প্রজাপতি বসছেন।

একটি মেয়ে ফুল নিয়ে খেলসে।

প্রেমিকাকে ফুল দিচ্ছেন।

চিঠিঃ

ডিয়ার ইউ,
আই লাভ ইউ।
আই এম মিসিং ইউ।
প্লিজ গিভ মি আ হাগ।
আই কান্ট ওয়েট ফর ইউর টাচ।
-- ইউর মি ♥️

আয়াতঃ

তোমরা কাফেরকেও কাফের বলোনা। কারো উপর জুলুম করোনা। মজুলুমের বদ দোয়া বড় ভয়ংকর।

এগুলোই আসলে ব্লগিং ♥️
ছবি - গুগল

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'তোমরা কাফেরকেও কাফের বোল না।' এটা কোন সুরার আয়াত?

বাকি দুইটি আয়াত কোন সুরার?

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ঠিক জানি না তাফসিরে শোনছি।

২| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহতায়ালা নিজেই তো কাফেরদের কাফের বলেছেন। কোরআনের একটা সুরার নামই সূরা 'কাফিরুন'। বহু জায়গায় আল্লাহ কাফেরদের কাফেরই বলেছেন। কোরআনের কোন আয়াতে কাফেরদের কাফের না বলার কথা আছে বলে আমার মনে হয় না। তবে আমি নিশ্চিত না।

জুলুমের ব্যাপারে একাধিক আয়াত আছে। যেমন -
জুলুম সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে।’ (সূরা হূদ : ১১৩)। তবে অনেক জায়গাতেই জুলুম বলতে কাফেরদের কুফরিকে বুঝানো হয়েছে।

মজলুমের বদদোয়ার ব্যাপারে কোরআনে সম্ভবত কিছু নাই। তবে আপনি যে বদ দোয়ার উল্লেখ করেছেন সেটা হাদিসে আছে।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: জাজাকাল্লাহ খাইরান সাচু ভাই। ♥️

৩| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনৈক নাম্বার ওয়ান ব্লগারের মতো আপনার
মন কি আজ বিক্ষিপ্ত!
কিছু দিন অবসর যাপন করুন, সব
ঠিক হয়ে যাবে।

১১ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: " অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কা-পুরুষ লড়ে যায় বীর। ________________ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।"

৪| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৭:১৬

কামাল৮০ বলেছেন: এটা কোন সুরার কত নাম্বার আয়াত।
৭:১৭৯ وَ لَقَدۡ ذَرَاۡنَا لِجَهَنَّمَ کَثِیۡرًا مِّنَ الۡجِنِّ وَ الۡاِنۡسِ ۫ۖ لَهُمۡ قُلُوۡبٌ لَّا یَفۡقَهُوۡنَ بِهَا ۫ وَ لَهُمۡ اَعۡیُنٌ لَّا یُبۡصِرُوۡنَ بِهَا ۫ وَ لَهُمۡ اٰذَانٌ لَّا یَسۡمَعُوۡنَ بِهَا ؕ اُولٰٓئِکَ کَالۡاَنۡعَامِ بَلۡ هُمۡ اَضَلُّ ؕ اُولٰٓئِکَ هُمُ الۡغٰفِلُوۡنَ ﴿۱۷۹﴾ و لقد ذرانا لجهنم کثیرا من الجن و الانس ۫ۖ لهم قلوب لا یفقهون بها ۫ و لهم اعین لا یبصرون بها ۫ و لهم اذان لا یسمعون بها اولئک کالانعام بل هم اضل اولئک هم الغفلون ﴿۱۷۹﴾
আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না; তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল।
এ ছাড়াও আপনি দেখতে পারেন,২৫:৪৪এবং ৮:৫৫

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: একদিকে ইসলাম ইসলাম বলে মুখে ফেনা তুলে অন্যদিকে গালি দেয় ও ব্যক্তি আক্রমণ করে অথবা এগুলো যারা করে তাদের সেখানে গিয়ে হাততালি দেয়। এরা ভন্ড।

৫| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৩

মৌফড়িং বলেছেন: ফুল গুলো সুন্দর।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাফির বা কাফের (আরবি: ‎كافِر - কাফির‎‎) একটি আরবি শব্দ, যা আরবি কুফর ‎(আরবি: ‎َ‏كَفَر - kfr‎‎) ধাতু থেকে আগত, যার শাব্দিক অর্থ হল ঢেকে রাখা, লুকিয়ে রাখা এবং এর ব্যবহারিক অর্থ হল অবাধ্যতা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা। ইসলামী শরীয়তের পরিভাষায় কুফর ঈমানের বিপরীত।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জামাত শিবির মনে করে ওরা ছাড়া এদেশে সব কাফের।

৭| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


গোলাপটাকে আরেকটু বড় হবার দরকার ছিলো।

১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম ঠিক বলেছেন।

৮| ১২ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ছবি গুলো ভালো লাগলো। আর কুরআন এর আয়াত শিক্ষণীয়।

১২ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ♥️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.