নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
ইনস্টাগ্রামে ইউটিউবার দীপিকা মাতিয়ালার আই ডি তে দেখলাম উপমহাদেশের শ্যামবর্ণের স্মার্ট নারীদের অবয়বে প্রথম বারের মতো নির্মিত হচ্ছে বার্বি । নেটে ঘাটাঘাটি করে দেখলাম এ বছরই আমাদের উপমহাদেশের নারীদের শ্যামবর্ণের মায়াময় সৌন্দর্য, স্মিত হাসি এমনকি গালের নজর কাড়া টোল নিয়ে বার্বি আসছে একেবারে নতুন রূপে। সঙ্গে এক ঢাল কালো চুল, মোহময়ী কালো দুচোখ- আর কি চাই! বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার দীপিকা মাতিয়ালার সঙ্গে কোল্যাবোরেশনেই এই বার্বি পুতুলটি তৈরি হচ্ছে। ভারতীয় মুখের আদল, শারীরিক বৈশিষ্ট্য বা সাজপোশাকে এই ভারতীয় বার্বি নাকি বিশ্বজয় করবে।
করলেও করতে পারে। শ্যামলা মেয়েরা ফর্সা মেয়েদের চেয়েও সুন্দর। বাংলাদেশ ভারত শ্রীলংকা ও পাকিস্তানের অধিকাংশ সেরা মডেল শ্যামলা। পাকি মডেল গুলো একটু উজ্জ্বল শ্যামলা ও ফর্সা। বেশী লম্বা। তাই ভারত বাংলাদেশ শ্রীলংকার মডেলদের মতো অবিকল দেখাচ্ছে এই বার্বি। এই পুতুলটির জনপ্রিয়তা নাকি সারা বিশ্বেই সর্বাধিক।
দেখা যাচ্ছে বার্বিটির গালে টোল পড়ছে। ঠোঁটে হাসি। কানে ঝুমকা দিসে, পরিপাটি খোলা চুলে দেখতে বার্বিটি সত্যি অসাধারণ দেখাচ্ছে।
ছবিতে দীপিকা মাতিয়ালা। ওর এবং বার্বির ছবি ইনস্টাগ্রামে শেয়ার দেয়া পাবলিক পোস্ট থেকে।
এটি একটি একটি ম্যাও প্যাও পোস্ট ।
(বিভিন্ন পত্রিকা তে নিউজ হয়েছে)
২২ শে জুলাই, ২০২২ রাত ১২:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: পুরা পৃথিবীতে বাজার পাবে বলতেছে।
২| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
দীপিকা মাতিয়ালার কে? চিনতে পারলাম না।
২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৫১
মোহাম্মদ গোফরান বলেছেন: ইউটিউব ভিডিও বানায়।ইউটুবার সালমান মোকতাদির এর মত।
৩| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ কবি।
৪| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্যামলা বরণই প্রকৃত সুন্দরীর রূপ!
শ্যামলা বরণ মেয়েটি, ডাগর ডাগর আখিটি, না না তার নাম বলবো না !
২২ শে জুলাই, ২০২২ রাত ১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: ফ্যাশনের মঞ্চে এবং ফ্যাশন ফটোশ্যুটে শ্যামলা মডেল গুলো অতুলনীয়া।
৫| ২২ শে জুলাই, ২০২২ রাত ১:৩৪
কামাল৮০ বলেছেন: বিবি রাসেল কি এই জন্য বেশ নাম করেছিল।
২২ শে জুলাই, ২০২২ রাত ১:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে বিবি রাসেল বাংলাদেশের একটি পতাকার মত। আমাকে খুব স্নেহ করেন। তাকে খুব কাছ থেকে চেনার ও জানার সুযোগ হয়। ২০২০ সালের নভেম্বরে আমার একটা শোতে চিটাগাং এসেছিলেন। তিনি গামছা পড়ে র্যাম্পে হাঁটেন। একটি সাধারণ গামছা কে অসাধারণ ভাবে প্রেজেন্টাশানে একমাত্র উনাকেই মানায়। মেয়েরা লুঙি পরলে কেমন বিশ্রী লাগবে। কিন্তু বিবি রাসেল কত সহজ ভাবে সেটা পড়ে দেখিয়েছেন। তিনি একজন আন্তর্জাতিক ফ্যাশন মডেল ও দক্ষ ফ্যাশন ডিজাইনার। রুট লেভেলের ফ্যাশন কে সবার সামনে গর্ব করে কনফিডেন্টলি উপস্থাপন করেন। এজন্যই তিনি সেরা।
সেই শো এর ছবি।
২২ শে জুলাই, ২০২২ রাত ২:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: *২০২১ সালের ১২ ফেব্রুয়ারী এসেছিলেন। তারিখটা ভুল হয়েছে।
৬| ২২ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
গায়ের রঙের গৎবাধা চিন্তাভাবনা থেকে বের হতে পারবে উপমহাদেশ?
২২ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে এখন একটু চ্যাঞ্জ হচ্ছে। শ্যামলা মেয়ে গুলো বেশী স্মার্ট হয়ে যাচ্ছে। এটাও একটা পরিবর্তন।
৭| ২২ শে জুলাই, ২০২২ সকাল ১০:০১
শেরজা তপন বলেছেন: বার্বি ডল আপনারও পছন্দ!!!
মডেলের সাথে বার্বির আদল কি মিলেছে? নাকি তার সাথে শুধু যৌথভাবে এটা হচ্ছে প্রচার প্রসারের জন্য?
২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি
না মিল নেই কিন্তু বার্বিটির গায়ের রঙ তার সাথে মিল। মানে শ্যাম বর্ন। যৌথভাবেই এটা হচ্ছে প্রচার প্রসারের জন্য।
৮| ২২ শে জুলাই, ২০২২ সকাল ১১:১১
নতুন বলেছেন: মানুষ সচেতন হচ্ছে রং ফরসা ক্রিমের বিরুদ্ধে প্রচারনা বাড়ছে।
তাই এখন শ্যামবর্ণ/কালো তাদেরও কিভাবে প্রসাধনীর বাজারে আরো বেশি ভেড়ানো যায় সেটার জন্যই এই মাকেটিং পরিকল্পনা।
২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ক্রিম কখনো ফর্সা করতে পারেনা এটা এখন মেয়েরা বুঝে গেসে সময়ের পালাবদলে। দেখুন একটা মেয়েয় জন্য ফেসিয়াল পেডিকিউত মিনিকিউর এগুলো জরুরী। উপরের বিবি রাসেলের কথা বলা হচ্ছে। ৩৫০ টাকার শাড়িতেও উনাকে সেরা দেখায়।কারণ কনফিডেন্ট। আপনার কথায় ভাবুন ২ দিন বগলে বডি স্প্রে বা ডিউ না দিলে কেমন বিশ্রী দুর্গন্ধ আসবে। ১ দিন ব্রাশ না করলে ঘুমানো যাবে ! মেয়েদের হালকা মেক আপ নিতে জলবায়ু বা আবহাওয়া জনিত কারণে।
৯| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭
নতুন বলেছেন: ক্রিম কখনো ফর্সা করতে পারেনা এটা এখন মেয়েরা বুঝে গেসে সময়ের পালাবদলে। দেখুন একটা মেয়েয় জন্য ফেসিয়াল পেডিকিউত মিনিকিউর এগুলো জরুরী। উপরের বিবি রাসেলের কথা বলা হচ্ছে। ৩৫০ টাকার শাড়িতেও উনাকে সেরা দেখায়।কারণ কনফিডেন্ট। আপনার কথায় ভাবুন ২ দিন বগলে বডি স্প্রে বা ডিউ না দিলে কেমন বিশ্রী দুর্গন্ধ আসবে। ১ দিন ব্রাশ না করলে ঘুমানো যাবে ! মেয়েদের হালকা মেক আপ নিতে জলবায়ু বা আবহাওয়া জনিত কারণে।
168 chemical ingredients
On average, women use 12 personal care products a day, exposing themselves to 168 chemical ingredients. Men use six, exposing themselves to 85 unique chemicals.
আমি নিজে সেভিং ফোম, ডিও, আফটার সেভ, পারফিউম, হেয়ার জেল = এই ৬ টা ব্যবহার করি। নারীরা পরুষের চেয়ে অনেক বেশি ক্যমিক্যেল ব্যবহার করছে এবং তার পরিমান বাড়ছে বই কমছে না।
২২ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে বাড়তি সৌন্দর্যের জন্য মেয়েরা কিছু বেশী প্রসাধণী ব্যবহার করে থাকেন। মনে করুন কারো মুখে ব্রোন। তার লিকুইড ফাউন্ডেশন ব্যবহার জরুরী হয়ে পড়ে। বিউটি স্পেশালিস্ট কানিজ আলমাস খান এক সাক্ষাতকারে বলেছেন, ‘সৌন্দর্যের মূল শিকড় ছড়িয়ে আছে আপনার শরীরের ভেতরে, সেই সাথে মনেও। শুধু বাইরে থেকেই নয়, যত্ন নিতে হবে আপনার গভীরতম সৌন্দর্যের। তবেই তা প্রতিফলিত হবে আপনার চোখে-মুখে।’
১) ফেস ওয়াস
২) নেইল পলিশ
৩) লিপস্টিক
৪) বডি ওয়াশ
৫) বডি স্প্রে/ পারফিউম
৬) হেয়ার ক্রিম/জেল/ওয়েল
৭) বডি লোশন/বডি ওয়েল
৮) ফেসিয়াল সামগ্রী
৯) লিকুইড ফাউন্ডেশন ।
১০) মাশকারা ও আইলাইনার
১১) ফেস পাউডার
এই ১১ টা যে কোন মেয়ের লাগবেই।
১০| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৪
নতুন বলেছেন: নারীদের যেটা দরকার সেটা হলো আত্নবিশ্বাস।
সব মানুষই আলাদা সবাইকে নায়িকাদের মতন দেখতে হতে হবে এই ধারনা সমাজে দেবার জন্যই নারীদের এতো প্রসাধনী ব্যবহারের মুল কারন।
পারসোনাল হাইজিন সবার জন্যই ফরজ। আমার মনে হয় মানুষের জন্য পারসোনাল হাইজিনের জন্য দরকারী প্রসাধনীই দরকার।
২২ শে জুলাই, ২০২২ রাত ৮:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: নারীদের যেটা দরকার সেটা হলো আত্নবিশ্বাস।
সব মানুষই আলাদা সবাইকে নায়িকাদের মতন দেখতে হতে হবে এই ধারনা সমাজে দেবার জন্যই নারীদের এতো প্রসাধনী ব্যবহারের মুল কারন।
ঠিক বলেছেন। আত্নবিশ্বাসের চেয়ে বড় কোন প্রসাধনী নেই।
পরিষ্কার পরিচ্ছনা ইমানের অঙ্গ । কেউ নিজেকে স্মার্টলি রিপ্রেজেন্ট করতে চাওয়া দোষের কিছু না। তবে অন্য কারো সুন্দর হওয়া অনুচিত।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:০৪
সোনাগাজী বলেছেন:
ভারতে বিশাল বাজার পাবে।