নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তিনযুগ হলো
যাত্রাবাড়ির ওয়াসা গলিতে হাঁটতে হাঁটতে বাড়ির ছাদ ছাড়িয়ে আকাশের চাঁদ দেখা হয়নি,
সেই গলির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা পরিচিত কোন চেহারায় একটু আসকারা হাসি দেখা হয়নি তিনযুগ।
তবুও ঘুমের মাঝে ভরা পূর্ণিমার ফকফকা জোৎসনায় আমি হেঁটে বেড়াই
সেই মায়ামাখা গলির এক মাথা থেকে আরেক মাথায়।
বাড়িগুলোর ছায়া আমাকে আলিঙ্গন করে অনেকদিন পরে দেখা হওয়া বন্ধুরই মতো
পেয়ারা ঝুলে থাকে পরিচিত গাছটিতে
-আমাকে লোভী করার জন্য,
স্বপ্নের মাঝে গলির কুকুরগুলোর বিকট চিৎকারে আচমকা আমার ঘুম ভেঙ্গে যায়।
ঘুম ভেঙ্গে যায়
শুধু জানান দিতে
আমি এখনো বেঁচে আছি।
——————————
রশিদ হারুন
২৫/১০/২০২৪
ক্যালগারি, কানাডা
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৪
শেখ রফিকুল হক বলেছেন: স্মৃতিজাগানিয়া!
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭
মিরোরডডল বলেছেন:
আজ একজন কে ভিজিট করলাম।
সে অনেক দূর!! সিডনির বাইরে।
ক্যান্সার, ডক্টর বলেছে হয়তো আর ছয়মাস।
আমাকে দেখে উচ্ছসিত হয়ে বললো I didn't know you're coming.
আমি বললাম সারপ্রাইজ! Look, I've cooked for you.
এতদূর থেকে তার জন্য রান্না করে নিয়ে গেছি দেখে সে ভীষণ খুশি।
কি অবলীলায় সে বললো, I'm ready to die. I've done enough.
চলে আসার সময় যখন বললাম, I'll see you again.
মিষ্টি একটা হাসি দিয়ে বললো, are you sure!
নিঃসঙ্গ মানুষটিকে একা রেখে আসতে
বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করলাম!
সত্যিই কি আর কখনও দেখা হবে তার সাথে!
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার