নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রতন টাটা : পার্সি রা মরার পরে যা হয় !

১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৮



পার্সি সম্প্রদায়ের মৃতদেহ সত্‍কারের প্রক্রিয়া অন্যদের থেকে একদম আলাদা। তাঁরা নাতো হিন্দুদের মতো মৃতদেহ দাহ করে, না মুসলিম বা খ্রীষ্টানদের মতো কবর দেয়। পার্সিদের কারোর মৃত্যু হলে দেহ শ্মশান বা কবরস্থানে নয়, নিয়ে যাওয়া হয় 'Tower Of Silence'-এ। এটি হলো টিলার মাথায় তৈরি একটি উঁচু গোল টাওয়ার। সেখানে মৃতদেহ খোলা আকাশের নীচে সূর্যের আলোয় রেখে আসা হয়। তারপর শকুন, চিল, কাকে সেই মৃতদেহ ছিঁড়ে খুবলে খায়। মুম্বইয়ের দুঙ্গারওয়াডিতে রয়েছে এমন একটি টাওয়ার অফ সাইলেন্স । কলকাতায় বেলেঘাটা অঞ্চলে আছে এমন একটি টাওয়ার যদিও সেটা এখন আর ব্যবহার হয়না।

তবে এখনকার পার্শিরা এই পদ্ধতিতে শেষকৃত্য সম্পন্ন করেন না। বছর খানেক আগে টাটা কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রী এক পথ দুর্ঘটনায় মারা গেলে তাঁকে ওরলির এক শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা হয়েছিল। রতন টাটার শেষকৃত্য সম্ভবত এভাবেই হবে।

ওম শান্তি!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৭

শাহ আজিজ বলেছেন: সাইরাস মিস্ত্রি হিন্দু ছিলেন পার্সি নয় , খোজ নিয়ে দেখুন ।

১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৯

গেছো দাদা বলেছেন: বোধহয় না।

২| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮

আজব লিংকন বলেছেন: rest in peace ❣

১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৫

গেছো দাদা বলেছেন: ওম শান্তি

৩| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

মাস্টারদা বলেছেন: ভালো লোক ছিল

৪| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সৈয়দ কুতুব বলেছেন: হাজার হাজার মানুষ কে কর্মসংস্থান এর সুযোগ করে দিয়ে তাদের মুখে অন্ন তুলে দেয়ার দায়িত্ব মহান আল্লাহ পাক উনাকে দিয়েছিলেন। খুব কঠিন কাজ এটা। যেখানে গিয়েছেন সুখে থাকুন সে কামনা করি।

৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

রানার ব্লগ বলেছেন: বিস্তির্ন কর্মজীবন শেষ করে অনন্তের পথে যাত্রা করলেন৷ যাত্রা শান্তিময় হোক।

৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: পরিবেশ দোষণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।যে যেভাবে পারে করুক।

৭| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৫

শ্রাবণধারা বলেছেন: কত অজানারে! আপনার লেখাটা পড়ে পার্সিদের মৃত্যু সম্পর্কে নতুন একটা বিষয় জানতে পারলাম।

সাইরাস মিস্ত্রি পার্সি কি না জানা নেই, তবে কানাডার একজন সুবিখ্যাত লেখক আছেন রোহিংতন মিস্ত্রি (Rohinton Mistry), তিনি পার্সি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.