নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬

আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব যেখানে কেউ নেই
এ এক নির্জন রঙ্গশালা, যেখানে যাচ্ছেতাই করা যায়
কড়া পাহারা, কারো চোখরাঙানি, নিয়ম-শৃঙ্খল নেই,
নেই কোনো নিষেধাজ্ঞা
যা খুশি ভাবতে পারায় কোনো পাপ নেই
বসন-ভূষণ খুলে ফেলে নাঙা শরীরে লজ্জা পাবে না তুমি
কোনো বাধা নেই - যেমন, যেভাবে সাধ তেমনই খেলতে পারো

এ হলো এক নিরালা বাগান।
তোমার হাতে আশ্চর্য এক জাদুর কাঠি-
এক ফুঁ-য়ে একটা গোলাপ, অথবা
একটা সাপ বানিয়ে ফেলতে পারো

আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব, যেখানে তুমি ছাড়া
আর কেউ নেই
স্বাধীন সার্বভৌম এ এক অদ্ভুত ভুবন - তোমার মধ্যে তুমি।
তোমার ভিড়ে তুমি আর তোমার ছায়া।
প্রকৃত ‘তোমাকে’ একমাত্র সেখানেই খুঁজে পাবে।

যখন সকল জানালা বন্ধ হয়ে গেছে
গুহার আঁধারে অবরুদ্ধ তুমি
তখন তোমার হৃদয় খুলে দেবে
এ এক অনিন্দ্য অতুল্য রূপকথার দেশ
এ এক অদ্ভুত অনন্য ভুবন – তোমার মধ্যে তুমি

বস্তুত, সবারই একটা অন্যজগত আছে- একান্ত আপন
তোমাকে প্রায়শ সেখানে ডুব দিতে হবে
খুঁড়ে পেতে অমূল্য কাঞ্চন।
দেহ-দ্রোহ, যাবতীয় ক্লেদ, ধুয়েমুছে সাফ করার
সে এক অনুপম নদী, গভীর অলখে ডাকে নিরবধি।

চলো, এই নিবিড়, নিশুতি রাতে, আমরা ডুবে যাই সুচারু গহনে।

২ সেপ্টেম্বর ২০১৫


ফুটনোট :

আজ প্রথম পাতায় ১টা মাত্র কবিতা দেখছি, যা অন্য সময়ের চাইতে অনেক কম। তাই একটা কবিতা দিলাম আজ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪

আমি সাজিদ বলেছেন: তীব্র প্রেমের আকুতি

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম লাইক ও প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সাজিদ ভাই। শুভেচ্ছা।

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: অলীক স্বপনের কবিতা সুন্দর ভাইয়া!! :)

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাইক ও কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিন।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা খুবই ভালো হয়েছে। + রইলো।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই। শুভেচ্ছা।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩৫

আহরণ বলেছেন: ভালো হয়েছে................ @ ভাইয়া।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.