নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

গত ২৪ ঘণ্টায় ব্লগে মোট কমেন্টের সংখ্যা

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৫

গত ২৪ ঘণ্টায় ব্লগে মোট কমেন্টের সংখ্যা কত হতে পারে, আন্দাজ করুন।

গত ১২ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ১০টায় সৈকত ভাইয়ের কমেন্ট ছিল আজব লিংকন ভাইয়ের 'তুই পাগল, তোর বাপে পাগল' পোস্টে। আমি এ পোস্ট লেখা শুরু করি ১৩ অক্টোবর ২০২৪ তারিখের দুপুর ২ঃ২০-এ। আমি 'সাম্প্রতিক মন্তব্য' কলামে স্ক্রল করে নীচে যেয়ে সৈকত ভাইয়ের কমেন্টে গিয়ে থামলাম। ওখান থেকে ক্যাজুয়ালি গুনে উপরে উঠলাম। সংখ্যাটা ৪৮-৫০ এর মধ্যে। ২৬ ঘণ্টায় কমেন্টের সংখ্যা ৫০টি, প্রতি ঘণ্টায় গড়ে কমেন্টের সংখ্যা ২-এর নীচে।

আমি গত রাতে ১২ঃ০২-এ আমার একটা গল্প পোস্ট করি। সারারাত ওটা টপলিস্টে ছিল :) সকাল ৫ঃ৫৬-তে সাইফ সিরাজ ভাইয়ের পোস্ট আসে।

ব্লগে অ্যাক্টিভ ব্লগার, পাঠক ও কমেন্ট সংখ্যা ভয়ানকভাবে কমে গেছে। কারণ কী? কীভাবে পাঠক আকৃষ্ট করা যায়?

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হবে না।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

২| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১

ডার্ক ম্যান বলেছেন: আপনার পোস্ট দেখে আমার কমেন্ট গুনলাম। ১০ টা

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে, 'সাম্প্রতিক মন্তব্য'-এর মন্তব্য গুনে সংখ্যা নির্ণয়ে মনে হয় ভুল হবে, এইমাত্র সেটা ধরতে পারলাম। 'সাম্প্রতিক মন্তব্য'র নীচে আমার কোনো কমেন্ট দেখলাম না, যদিও আমার থাকার কথা ছিল। টেকনিক্যাল কারণ যেটা বুঝলাম, একই পোস্টে পর পর একাধিক কমেন্ট করা হলে শুধু সর্বশেষ মন্তব্যটাই ওখানে ওঠে, বাকিগুলো ওঠে না।

কাজেই, এই ৫০ সংখ্যাটা কিছু বাড়তে পারে, খুবই অল্প পরিমাণে।

৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩০

ডার্ক ম্যান বলেছেন: ব্লগে লিখে যদি টাকা পাওয়া যায় তবে পাঠকের সংখ্যা অনেক বেড়ে যাবে ।

১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, ব্লগিং করে সামহোয়্যারইন ব্লগ থেকে পাওয়া আমার জীবনের প্রথম সম্মানি পাওয়ার কথা মনে পড়ে গেল। সেই যে ছিল দিনগুলি, সোনার খাঁচায় রইল না :(

৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪২

শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা আমিও খেয়াল করছি । পোস্ট এবং কমেন্টস আশংকাজনক হারে কমে গেছে । আমি ভেবে ভেবে বার করতে পারিনি এর কারন ।

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হতাশ হচ্ছি খুব, প্রিয় শাহ আজিজ ভাই। পূজার কারণ কিছুটা হতে পারে হয়ত, অন্যদিকে ৪দিনের একটানা ছুটিও কিছুটা প্রভাব ফেলতে পারে।

আবার আলো ঝলোমলো হোক ব্লগ, এই প্রত্যাশা।

৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

পবন সরকার বলেছেন: আবার ব্লগ দিবস পালন করে ব্লগারদের উৎসাহ দিতে হবে

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ দিবস পালন, কিংবা ব্লগীয় আড্ডাও হতে পারে।

৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: অনেকে ব্লগ লিখতে চায় না, ঐ এক আদম সন্তানের বিশ্রী কমেন্টের কারনে, ফলে অনেকে আসেও না।

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কি লিখবো ?লেখার কিছু নাই। পারিও না।

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো লিখছেন, অনেক ভালো লেখেন আপনি, দুশ্চিন্তার কারণ কী?

৮| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:




এই সময়ের ভেতর, আপনার পোষ্ট কয়টা কমেন্ট পেয়েছে?

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সময়ে আমার কমেন্টের সংখ্যা 'শূন্য'। আপনার ক'টা হতে পারে? স্বাভাবিক মাত্রার চাইতে কম, নাকি এটাই স্বাভাবিক?

৯| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:


সাহাদাত উদরাজী বলেছেন: অনেকে ব্লগ লিখতে চায় না, ঐ এক আদম সন্তানের বিশ্রী কমেন্টের কারনে, ফলে অনেকে আসেও না।


-আপনি আমার দিকে আংগুল তুলেছেন! আমি ২ বছর ৮ মাসে ৩২০০০ মন্তব্য পেয়েছি, ২৫৫০০ মন্তব্য করেছি। আপনি ১৬ বছর ব্লগে লিখেছেন, ১টা পোষ্টও "শুদ্ধ ও সঠিকভাবে লেখা হয়নি"।

নীচে আপনার রেকর্ড:

মন্তব্য করেছি: ৬৬৫৩টি
মন্তব্য পেয়েছি: ৬০৪৬টি
ব্লগ লিখেছি: ১৬ বছর ৩ সপ্তাহ

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

১০| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:



আমি ২৪ ঘন্টায় আনুমানিক ২০/২২টা মন্তব্য পেয়েছি, ৪০টার বেশী মন্তব্য করেছি।

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উত্তরের জন্য ধন্যবাদ সোনাগাজী ভাই। এ সংখ্যাটা কি অন্যান্য সময়ের চাইতে কম, নাকি বেশি? নাকি এটা আপনার জন্য স্বাভাবিক সংখ্যা ছিল?

১১| ১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



অন্য সময়ের তুলনায় এটা মোটামুটি কম; এখন ব্লগে কঠিন মেরুকরণ হয়েছে দেশের "নতুন স্বাধীনতা" নিয়ে; আমি "নতুন স্বাধীনতা", "নতুন বাংলাদেশ"এর মত শব্দগুলোর বিপক্ষে আছি; বেশীরভাগ ব্লগারেরা আমাকে মোটামুটি বয়কট করছেন।

১৩ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উত্তরের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সোনাগাজী ভাই।

১২| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

আজব লিংকন বলেছেন: আসলেই বিষয়টা একদিক দিয়ে বেশ চিন্তাজনক। ভালো ভালো নতুন লেখকদের অভাবে নতুন প্রজন্ম প্রায় ব্লগে আসে না বললেই চলে।। নতুনদের আকৃষ্ট করার জন্য আসলেই কিছু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।।
তবে,
একদা একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, "দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো।"

সামু'র ভান্ডারে এমন সব তথ্য (লেখা) রয়েছে, যা কালজয়ী হয়ে রবে চিরকাল। যতদিন সামু জীবিত রবে ততদিন।

"রসিক বুঝে রসের মর্ম, অরসিক বুঝেনা তার আস্বাদন।" যারা খোঁজে তারাই পায়। জোরজবস্তি করে আসলে কাউকে কিছুই শেখানো যায় না।

ছোট মুখে বড় কথা, বলা ঠিক না তবুও বলি, আজাইরা পাবলিকের থেকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ অনেক ভালো।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: "দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।" এর বিপরীতে অবশ্য কেউ কেউ 'নাই মামার চেয়ে কানা মামা' ভালো বলতে পারেন :)

এটা ঠিক, ব্লগে এ মন্দাভাব নতুন কিছু না, ব্লগের উত্তাল দিনগুলোতেও ছিল। আমি নিজেও এর আগে এ বিষয়ে একাধিক পোস্ট লিখেছি বলে মনে পড়ে, যার একটা - ব্লগে মন্দাভাব চলছে; গত ১৫ ঘণ্টায় মাত্র ১৫টি পোস্ট। লিংক দিলাম না। এগুলো প্রথম পাতায়ই আছে। ভেতরে পাবেন দুটি বোনাস :), ২২ আগস্ট ২০১৮

তবে, সার্বিকভাবেই আমাদের ব্লগিঙে ভাটা পড়েছে, যেটা মেনে নিতে হবে। ব্লগ যখন শুরু হয়, তখন ফেইসবুক ছিল না, ইউটিউবও তেমন পপুলার ছিল না। ফেইসবুক আসার পর কোনো একটা সময়ে আমার মেইন এফোর্ট ছিল ফেইসবুকে। এরপর ইউটিউবে। ইতিমধ্যে অনলাইনে লেখালেখির আরো অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে। তবে, ফেইসবুকের আগ্রাসনের কারণেই ব্লগের প্রতি মানুষের আকর্ষণ কমে গেছে বলে মনে হয়। তা ছাড়া আরো কিছু কারণ আছে এ আকর্ষণ বা ইচ্ছা কমে যাওয়ার।

থাক, রিপ্লাই ছোটো করি।

কমেন্টের জন্য ধন্যবাদ আজব লিংকন ভাই।

১৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আপনার তো ব্যাপারটা খেয়াল করার কথা ! আপনি কি খেয়াল করেন নি যে প্রতি শুক্রবার ব্লগটা ঝিমিয়ে পড়ে? গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত টানা চারদিন ছুটি । অনেকেই গিয়েছে গ্রামে । আমি সারাদিনের পরে একটু আগে বাসায় আসলাম ।
কাল পরশু থেকে আবার আগের মত হয়ে যাবে।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ নং কমেন্টের রিপ্লাই দ্রঃ :)

বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত - এই সময়ের মধ্যে আমি মাঝে মাঝেই পোস্ট লিখে থাকি, অনেকটা অনিচ্ছায়ই, কীভাবে যেন হয়ে যায়। তবে, এ সপ্তাহের মতো ব্লগ এত নীরব এর আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না।

তবে, ছুটিছাটার কারণে হয়ে থাকলে দ্রুতই তা কেটে উঠবে বলে মনে করি। কাল তো অফিস খুলছে, আবার রমরমা হবে ব্লগ, সেই আশায় থাকা যাক।

কমেন্টের জন্য ধন্যবাদ অপু তানভীর ভাই।

১৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



@রাফখাতা- অপু তানভীর ,

নীচের ব্লগিং রেকর্ডটা আপনার; আপনি ব্লগে থাকলে কি কমেন্টের নহর বসে? ৮ বছরে ১০৪ টি মন্তব্য করেছেন, ২৪ ঘন্টায় আপনি কয়টি মন্তব্য করেন? কি লিখে ৭৪টি মন্তব্য পেলেন ৮ বছরে?

মন্তব্য করেছি: ১০৪টি
মন্তব্য পেয়েছি: ৭৪টি
ব্লগ লিখেছি: ৭ বছর ৯ মাস

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

১৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৩

ডার্ক ম্যান বলেছেন:

আপনার দেয়া লিংকে ঢুকলাম। কমেন্ট পড়তে পড়তে একটা জায়গায় থমকে গেলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই মনটা খারাপ হয়ে গেল। জাহাঙ্গীর ভাই একজন ব্লগ-পাগল সাদা মনের মানবিক মানুষ ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

১৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫

অপু তানভীর বলেছেন: হ্যা । কাল থেকে অফিস শুরু হলেই দেখবেন আগের মত হয়ে যাবে। টানা চারদিন ছুটি তো ঈদ ছাড়া পাওয়াই যায় না।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই আশায় রইলাম। ধন্যবাদ আবার আসার জন্য।

১৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

কালো যাদুকর বলেছেন: ব্লগে মানুষ এখন আর আসে না। এত প্লাটফর্ম আছে, এখানে আর কেউ আসতে চায় না।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন। জ্ঞানচর্চা, কিংবা বিনোদনের জন্য এখন অসংখ্য প্ল্যাটফর্ম আছে, ব্লগের প্রতি আকর্ষণও সেভাবে ভাগ হয়ে যাচ্ছে।

কমেন্টের জন্য ধন্যবাদ, কবি।

১৮| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেই ২৪ ঘন্টায় আপনি কয়টি মন্তব্য করেছিলেন? আমি একটিও করি নাই। আমরা মন্তব্য করি নাএটাই সবচেয়ে বড় কারণ সবকয়টির।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ ২৪ ঘণ্টায় আমি ২টা কমেন্ট করেছি। তবে, আগের ২৪ ঘণ্টায় সংখ্যাটা একটু বেশি ছিল :)

হ্যাঁ, আপনার কথাটা জেনুইন, আমরা মন্তব্য করি না। কেন করি না, তারও অনেক কারণ থাকতে পারে।

কমেন্টের জন্য ধন্যবাদ জলদস্যু ভাই।

১৯| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: এমনিতেই লম্বা ছুটি ছিলো তার উপরে ইদানিং রাজনীতি ছাড়া পোস্টই নেই বলতে গেলে। আগে ব্লগে নানা বিষয়ের উপর পোস্ট ছিলো। সবাই সবার পোস্ট পড়তো বুঝার চেষ্টা করে অবশ্যই মন্তব্য দিত। এখন সেটা আর হয় না। :(


তুমি নিজেও তো তেমন কারো পোস্ট পড়ো না ভাইয়া বা পড়লেও মন্তব্য করো না। অথচ আগে অনেক পড়তে, মন্তব্য দিতে .......

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মূল পোস্টে উল্লেখ করতে ভুলে গেছি যে, যেখানে আপনার পোস্টেও গড়ে ৪০-এর উপর কমেন্ট থাকে মন্দা অবস্থায়ও, সেই আপনার পোস্টেও কমেন্ট খরা ছিল গত রাতে।

কমেন্টে একটা ভালো পয়েন্ট লিখেছেন। রাজনৈতিক পোস্ট আসে অনেক, আন্তর্জাতিক সম্পর্কের পোস্টও, কিন্তু কন্টেন্ট বা বিশ্লেষণ খুব নিম্ন মানের। এর মধ্যে সংবিধানের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কিত একটা ভালো সিরিজ লিখছেন, ওটা ছাড়া আর কোনো ভালো পোস্ট চোখে পড়ে নি। তো, এতে অনেকটা একঘেঁয়েমি চলে আসে, যারা লেখার চাইতে পড়ার প্রতি বেশি আগ্রহী, তারাও আগ্রহ হারিয়ে ফেলেন।

হ্যাঁ, আগের মতো কমেন্ট করি না এখন। পৃথিবী ছোটো করে নিয়ে এসেছি। এতে পারস্পরিক টেনশন অনেক কম হয়।

কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

২০| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সবাই যে যার মতো ব্যস্ত। মন্তব্য করতে হলে তো পড়তে হবে। পড়ার সময় কই মানুষের?

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবাই যে যার মতো ব্যস্ত। - কথা ঠিক। আমিও ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও কিছুক্ষণ পর পরই ব্লগে ঢুঁ মারি, অন্তত হেডিংগুলি দেখি। তবে পড়ার সময় পেলে পড়ি এবং কমেন্ট করা নিরাপদ মনে হলে কমেন্টও করি।

আপনার কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় সাধু।

২১| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছুটিতে সবাই ব্যস্ত ছিল।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ব্লগ কিছুটা চাঙ্গা হয়েছে ছুটির পর, তবে অতোটা সরগরম হয়ে ওঠে নি।

কমেন্টের জন্য ধন্যবাদ মশিউর ভাই।

২২| ১৪ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

মন থেকে বলি বলেছেন: নিনজা টেকনিক: নিজেই বারবার কমেন্ট করতে হবে। মোট কমেন্টব্ল সংখ্যা বাড়বে তবে কমেন্টিদাতার সংখ্যা বাড়বে না।
বাট হু কেয়ারস?

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ধন্যবাদ কমেন্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.