নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটি অসম্পূর্ণ || গান তুমি কি আমায় আজও ক্ষমা করো নি?

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১২

গতরাতে অন্য একটা গানের ভিডিও বানানোর কাজ করছিলাম। একটু ব্রেক নিলাম, সেই ব্রেকে একটা সুর তৈরি করার ইচ্ছে হলো। প্রথম টানে ('মুখ' তৈরির সময়) তাৎক্ষণিকভাবে মুখে যে-শব্দ এলো, তাই বললাম, দ্বিতীয়বারও তাই।



এরপর তাৎক্ষণিক কথাগুলোকে একটু সাজালাম এবং 'মুখ'-এর অংশ গাইলাম। নিজের কাছেই ভালো লাগলো। এরপর 'অন্তরা'র টান দিলাম। এবারও মুখে যে-শব্দ এলো, তাই বললাম। পরে 'মুখ' আর 'অন্তরা'কে এফ-এল স্টুডিয়োতে জোড়া লাগালাম।

প্রথম বারেই 'অন্তরা'য় যে কথাগুলো বলে ফেলেছি, তা গানের মূল বক্তব্যের সাথে যায় না। এখানে শেয়ার করা 'অন্তরা'র কথাগুলো আমূল বদলে যাবে, সেই সাথে দ্বিতীয় অন্তরাও লেখা হবে। তারপর হবে একটা পূর্ণাঙ্গ গান, যার সাথে মিউজিকও যোগ করা হবে। গান চূড়ান্ত করার সময় সুরও রি-ফাইন ও রি-ডিফাইন করার সম্ভাবনা প্রবল। আপাতত এই অসম্পূর্ণ গানটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো, তাই করলাম, সেই সাথে সুরটাকেও ধরে রাখা হলো।


তুমি কি আমায় আজও ক্ষমা করো নি?
আমি তো অনুতাপে পুড়ে পুড়ে
এতোটা জীবন ধরে ছাই হয়েছি
হায়
আর কতকাল বলো আসামি করে তুমি
রাখবে আমায়
আসামি করে তুমি রাখবে আমায়
হায়
এ কী তোমার ছলনা
তুমি কি তবে তোমার ক্ষমা কভু দেবে না?

--------
নীচের অংশ পালটে যাবে। দুটি স্তবক বা অন্তরা হব।
--------

হায়
আমাকে তোমার মনে পড়ে কি?
কোথায় কবে য্যানো দেখা হয়েছে
তারপর কত কথা
কোথাও কোথাও তুমি গিয়েছ ভুলে
ওওওওও

১১ অক্টোবর ২০২৪

কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি কি আমায় আজও ক্ষমা করো নি?

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, আপনার কণ্ঠে আলাদা একটা শ্রুতিমাধুর্য ধ্বনি-দ্যোতনা আছে- যা অনেকটা ব্যতিক্রমী।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। তবে, নিজের কণ্ঠশৈলী নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুব অপটিমিস্টিক না, এর প্রয়োজনও তেমন বোধ করি না, কারণ, নিজেকে গানের শিল্পী হিসাবে কখনো ভাবি না, নিজেকে সুরকার ও গীতিকার ভাবতেই আমার যত আনন্দ।

ভালো থাকবেন। শুভেচ্ছা সতত।

২| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: বাহ!! খুব সুন্দর হয়েছে ভাইয়া!!!

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনুপ্রাণিত হলাম।

৩| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

আমি সাজিদ বলেছেন: কে এই মডেল?

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তিনি বাংলাদেশের একজন টিভি অভিনেত্রী ও মডেল। নাম ফারিহা শামস সেওতি।

শুভেচ্ছা সাজিদ ভাই।

৪| ১১ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

ঢাবিয়ান বলেছেন: সাজিদ সাহেব, পোস্ট ডিলিট করলেন কেন ? এক ভন্ডের মুখোশ উন্মোচন চলছিল , আর আপনি কিনা পোস্ট ডিলিট মারলেন :(

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, আমি মিস করে ফেলেছি সেই পোস্ট :(

৫| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৮

আমি সাজিদ বলেছেন: @ঢাবিয়ান ভাই, দিনশেষে আমি শান্তি চাই। বাদ দেন ওই বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.