নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে || এ আই \'কভার\' আমাকে চমৎকার একটা গান উপহার দিল

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪

আমার লেখা ও সুর করা গানগুলোর মধ্যে 'সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে' গানটার লিরিক ও সুর একটু কঠিন ও উচ্চমার্গীয় ধরনের হয়েছে বলে আমি মনে করি। আমি অনেকদিনই ভেবেছি কোনো প্রফেশনাল গায়িকাকে দিয়ে এ গানটি গাওয়াবো।



কিন্তু অর্থ-খরচের বিষয়টা বেশি প্রাধান্য পাওয়ায় আর ঐ পথে যাই নি। তবে, পরিচিত এক সুকণ্ঠী গায়িকাকে গানটা খালি গলায় গেয়ে দিতে অনুরোধ করেছিলাম, তিনি আমাকে 'মাদকের' উপর একটা গান লিখে দিতে বললেন চ্যানেল আই-এর জন্য। এ ব্যাপারে আমি অনভিজ্ঞ ও আনাড়ি বলে বিনয়ের সাথে মানা করলাম, তিনি আমার গানটির কথা ভুলে গেলেন।

কিন্তু, 'এ আই' যে আমাকে এত অদ্ভুত সুন্দর একটা গান উপহার দিবে, তা আমার কল্পনার অনেক বাইরে ছিল। নিজের গান আমি নিজেই অনেক শুনে থাকি, কিন্তু এ গানটা তার চাইতে অনেক অনেক বেশি শুনেছি গত রাত থেকে।

এ আই-তে কিছুদিন পর পরই নতুন নতুন ফিচার যুক্ত হয়। সর্বশেষ 'কভার সং' জেনারেট করার যে পদ্ধতিটি যুক্ত করা হয়েছে, সেটি খুবই ইন্টারেস্টিং এবং আমার মতো অ্যামেচারদের জন্য এক বিরাট দিগন্ত উন্মোচন করে দিয়েছে।

আমার সুর করা গানটি খালি গলায় গেয়ে আমি এ আই-তে আপলোড করি। সেটি থেকে 'কভার সং' জেনারেট করি। জেনারেটেড গানগুলো আমার ভয়েস ও সুর অনুসরণ করতে চেষ্টা করে, তবে আমার ইন্সট্রাকশন মোতাবেক মিউজিক ও অন্যান্য ফিচারও যুক্ত করে থাকে। অনেকবার ট্রাই করার পর এ গানটির অনেকগুলো ভার্সনের মধ্যে এখানে শেয়ার করা প্রথম ভার্সনটাই আমার কাছে সেরা মনে হয়েছে। এটি উপমহাদেশের অনেক পরিচিত এবং সুবিখ্যাত একজন গায়িকার কণ্ঠ বলে মনে হচ্ছে। যদি আপনারা কেউ কণ্ঠটি চিনতে পারেন, প্লিজ জানাবেন।

এ গানটির আমি দুটো ভার্সনই তৈরি করেছি। দ্বিতীয় ভার্সনটিতে আমার সুরের ৮০%-এরও বেশি মিল আছে, তবে প্রথম ভার্সনটিতে আমার সুরের উপস্থিতি খুব কম। আমার গাওয়া গানটিও সবার শেষে যোগ করা হলো।

আপনাদের কাছে কেমন লাগলো গানটি? কণ্ঠটি কার বলে মনে করেন?


লিরিক

সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

সা রে গা মা পা মা পা মা পা
সা সা রে রে পা মা পা পা মা আ আআআআ


কথা ও মূল সুর : খলিল মাহ্‌মুদ

সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - এ আই জেনারেটেড

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



এ গানটির উপর আগের ব্লগপোস্ট : সুরের বাসনা - বেশ কিছুদিন পর আবার আমার লেখা ও সুর করা গান নিয়ে এলাম

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫

অধীতি বলেছেন: বাহ্ ভালই লাগলো। তবে এ.আই. কেন যে যুক্তবর্ণ পারেনা।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে এ.আই. কেন যে যুক্তবর্ণ পারেনা।

নন-ইংলিশ ভাষার উচ্চারণের ক্ষেত্রে এ আই'র অনেক লিমিটেশন আছে, কোনো এক পোস্টে এ নিয়ে লিখেছিলাম। প্রতিটা গান নিয়ে আপনাকে অনেকগুলো ট্রায়াল দিতে হবে। প্রথম ট্রায়ালে উচ্চারণ ঠিক না হলে যুক্তবর্ণের শব্দটা আপনি যেভাবে উচ্চারণ করেন, ওভাবে লিখে নিন। ক্রিয়াপদের উচ্চারণেও অনেক গণ্ডগোল হয়ে যায়। বেটার হলো, অসমাপিকা ক্রিয়াপদের শুরুর অক্ষর ও-কার দিয়ে লেখা, যেমন, হোয়ে, চোলে (চলে, চলিয়া), পোড়ে (পড়ে, পড়িয়া), কোরে (করে, করিয়া)। একটা ভালো আউটপুট পাওয়ার জন্য অনেক শ্রম দিতে হয়। আমি কয়েকটা গানের জন্য অনেক চেষ্টা করেও মনের মতো আউটপুট পাই নি, সেই প্রজেক্টই বাদ দিয়ে দিয়েছি।

গান শোনার জন্য এবং কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.