নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মুরগীর বাচ্চার নাম ময়না

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২১



অজ্ঞাত কারণে ময়নাকে এর মা এক দিন বয়সে তাড়িয়ে দেয়। অবশেষে আমার ছোট মেয়ে এর প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করে।



পালক মায়ের কাছে ময়না প্রতিপালিত হতে থাকে। তখন সে সবার আদরের হয়ে উঠে। সে নিজেও স্বজাতি থেকে দূরে থাকে।



অবশেষে মেয়ে ঝালকাঠিতে বেড়াতে আসে। কিছুক্ষণ পরে আমি দেখি একটা মুরগীর বাচ্চা সারা ঘরে বিচরণ করছে। আমরা হাঁটতে গেলে ময়নাকে সাথে নিয়ে যেতাম। ময়না আমাদের সাথে সাথে থাকতো। প্রতিবেশী বাচ্চারা কাড়াকাড়ি করে ময়নাকে নিয়ে আদর করতো। তখনো ময়নার নাম রাখা হয়নি। আমার প্রতিবেশী একজন কলিগ একদিন বললেন, আপনার ময়না কই? তথন থেকে আমরা মুরগীর বাচ্চাটাকে ময়না বলি।



ময়নার এখন অনেক আব্দার। ময়না আমাদের সাথেই থাকতে চায়। সেজন্য ময়নার থাকার কাটুন আমাদের খাটেরই এক কোনে স্থাপন করা হয়েছে। ময়নাকে আমার পেটের উপর রাখলে ময়না আমার বুকের উপর চলে আসে। একদা ঘুমিয়ে ছিলাম। ময়নার কারণে ঘুমভেঙ্গে দেখি ময়না আমার গালের উপর। ময়নার প্রতি প্রতিবেশীদেরও অনেক আদর পরিলক্ষিত হয়।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

মামুন ইসলাম বলেছেন: আসলে পশু পাখি পালন করলে তখন তাদের প্রতি একটা আলাদা মায়া মমতা এসে যায়।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে আমার অভিজ্ঞতা ছিলো না। এখন ময়নাকে আমাকে খাইয়ে দিতে হয়। কারণ ময়না নিজে নিজে খায় না।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:




ইহার আপন মা যদি ত্যাগ করে থাকে, ইহা শিবির জাতীয় বাচ্চা হতে পারে।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোষ বাচ্চার নয়। দোষ হইলো গিয়া বাচ্চার মায়ের। ইহা শিবির হলে জনগণের অকুন্ঠ সমর্থন পেত না। আপনার মূল্যায়নে মনে হয় কোথাও কোন ভুল হচ্ছে।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৫৪

জটিল ভাই বলেছেন:
কি অপরূপ আল্লাহ্'র লীলা ♥♥♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.