নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বাংলাদেশের প্রধান চার দলের তিন দল স্বৈরাচার এবং এক দল রাজাকার। ছোট দল গুলোর সাংগঠনিক যোগ্যতা কম। সেজন্য এখানে সমর্থন করার মত কোন দল নাই। তথাপি গণতন্ত্র চাই একারণে তাতে শাসক দলের মাঝে ভালো কিছু করার তাড়া থাকে।শাসক দল যদি মনে করে তাদের গড়ে তোলা সিস্টেমে তারা এমনিতেই ক্ষমতা কন্টিনিউ করতে পারবে তাহলে তারা কাজ ছেড়ে অকাজটাই বেশী করে। তাতে করে বিভ্রান্ত দল সমূহ জনগণের একটা অংশকে তাদের দিকে টানতে পারে এবং রাষ্ট্রের সর্বনাশ সাধন করতে পারে।
আওয়ামী লীগ অগণতান্ত্রিক পদ্ধতিতে বহুকাল ক্ষমতা কন্টিনিউ করতে পারায় এন্টি আওয়ামী লীগ জনমনে তাদের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভের সঞ্চয় করতে পেরেছে। যা আওয়ামী সরকার উৎখাতের আন্দোলনে প্রতিফলিত হয়েছে। আওয়ামী সভানেত্রী এখনো মনে করছেন তিনি সিগ্র ক্ষমতায় ফিরতে পারবেন। তিনি ক্ষমতায় ফিরতে পারলে তিনি অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা অব্যাহত রাখবেন। সসস্ত্রবাহিনী ও জনগণ সেটা হতে দিবে বলে মনে হয় না। রাষ্ট্রপতি তাঁর দলের লোক এবং সেনাপতি তাঁর আত্মিয়। কিন্তু অন্য সেনা অফিসারগণ অন্য লোক। পদ হারানোর ভয় থাকলে সেনাপতি সেনা পক্ষেই থাকবেন। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজপথ দখলে নিতে পারলে হিসাব অন্য রকম হবে।কিন্তু এন্টি আওয়ামী লীগ এবার মরণ কামড় দিয়েছে। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য রাজপথ ছাড়বে বলে মনে হয় না।এমতাবস্থায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ অস্থিরতা বেশী দেখালে সামনে সেটা তাদের ভোটের পক্ষে ক্ষতিকর হবে। এদিকে বেকুব পক্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সেটা করলে তারা জনগণের সহানুভূতি পাবে এবং স্বতন্ত্রভাবে তারা অপেক্ষকৃত বেশী আসনে জয়ী হবে। তারা বরং রাজনীতিতে থাকুক এবং ভোটের মাধ্যমে তাদের বিচার হোক। ভোটের মাধ্যমে তারা আবার ক্ষমতায় ফিরলে তাদের উচিৎ হবে গণতন্ত্র বজায় রাখা।
দেশে এতদিন যে বেঠিক অবস্থা ছিলো তা’ আর কন্টিনিউ না হোক। এখন থেকে সব কিছু সঠিকভাবে পরিচালিত হোক। কারণ বেঠিক পদ্ধতির শাসনে জাতীয় ঐক্য গড়ে উঠে না। আর জাতীয় ঐক্য না থাকলে জাতি হিসাবে টিকে থাকা যায় না। ফিলিস্তিন এত মার খায় তথাপি তাদের মধ্যে ঐক্য নাই। সেজন্য আমাদের ঐক্যের চিন্তা সবার আগে করতে হবে। ভারতে গণতন্ত্র আছে সেখানে ঐক্যও আছে। শেখ হাসিনা প্রশ্নে দেখাগেল সরকারের সাথে অন্যদের মতভেদ নেই। আমাদের এখানেও এধরনের পরিবেশ গড়ে উঠা দরকার। তারজন্য দরকার ন্যায়-নীতি ও গণতন্ত্র। এটা এখানে না থাকলে আমাদের প্রয়োজনে এখানে এটার উৎপাদন বাড়াতে হবে। নতুবা দেখা যাবে একদা আমরা আর জাতি হিসাবে টিকে নাই। আমাদের কেউ ভারতীয়, কেউ পাকিস্তানী, কেউ নৃ-তাত্ত্বিক। তার উপর যদি ন্যায়-নীতি ও গণতন্ত্রও না থাকে তাহলে আমরা আর কিভাবে জাতি হিসাবে টিকে থাকতে পারব? আমরা বাংলাদেশী এ পরিচয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা এবং ছাত্র লীগ ভালো হলে তারাই আবার আসুক ভোটের মাধ্যমে।
২| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা এবং ছাত্র লীগ ভালো হলে তারাই আবার আসুক ভোটের মাধ্যমে।
দেশে ভোট লাগেনা। সন্ত্রাসী দলে থাকলেই বাক্স ফুল হয় যায়।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সন্ত্রাসী ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
৩| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫২
নতুন বলেছেন: লেখক বলেছেন: সন্ত্রাসী ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
কিভাবে বের হবেন?
সাকিব, মাশরাফী সন্ত্রাসী করেনাই। দুনিতি বা হামলা, হত্যার কোন অভিযোগ নাই। তাদের নিয়ে যা হচ্ছে সেটা প্রমান করে কিছু মানুষ আয়ামীলীগ সরিয়ে নতুন স্থান দখল করতে চাইছে।
সরকার যদি এসব হামলা, মামলা না বন্ধ করে তবে কিছুই অর্জন হবেনা।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: অতি রঞ্জন কোন কিছুই ভালো না্।
৪| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩
সৈয়দ কুতুব বলেছেন: নতুন দল লাগবে যারা মীমাংসিত বিষয় নিয়ে মারামারি না করে দেশের মানুষের উন্নয়নে কাজ করবে। বাংলাদেশের রাজনৈতিক দল গুলো চরম মাত্রায় প্রতিশোধ পরায়ণ। একজনের বাবার দেশ,অন্য জনের স্বামীর দেশ এবং ধর্মীয় রাজনীতির কথা বলা লোক বারবার আমাদের উপর ছড়ি ঘুরাচ্ছে।এদের ভারত, পাকিস্তান,আমেরিকায় পাঠিয়ে দিতে হবে।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: হক কথা
৫| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামায়াত তো আছেই।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দৈনিক পাঁচ ওয়াক্ত
৬| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
এস.এম.সাগর বলেছেন: নতুন বলেছেন: লেখক বলেছেন: সন্ত্রাসী ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
কিভাবে বের হবেন?
সাকিব, মাশরাফী সন্ত্রাসী করেনাই। দুনিতি বা হামলা, হত্যার কোন অভিযোগ নাই। তাদের নিয়ে যা হচ্ছে সেটা প্রমান করে কিছু মানুষ আয়ামীলীগ সরিয়ে নতুন স্থান দখল করতে চাইছে।
সরকার যদি এসব হামলা, মামলা না বন্ধ করে তবে কিছুই অর্জন হবেনা।
ভুয়া ভোটের এমপি কে ? মাশরাফি, সাকিবরা পলাতক হাসিনার দোসর। পলাতক হাসিনার যদি অপরাধ করে থাকে, পলাতক হাসিনার যদি বিচার হয় তাহলে শাকিব, মাশরাফি সহ সকল আওয়ামী সমর্থকদেরও বিচারের আওতায় আনতে হবে। কারন তারা অন্যায় সমর্থন করেছে, অধিকাংশ নেতা কর্মি ও সমর্থকরা অনেক অপরাধ করেছে
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশাল কর্মযজ্ঞ।
৭| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কে বলেছে দেশে দল নেই।
জামাত আছে।
বিএনপি আছে।
চরমুনাই আছে।
নুরা পাগলা আছে।
মামুনুল হুজুর আছে ।
আর কেউ না থাকলে আপনি তো আছেনই বোনাস!
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনিও আছেন। আমরা একটা দল করব- বাংলাদেশ দড়ি টানাটানি দল।বিডিটিডি
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪
নতুন বলেছেন: আমরা জাতী হিসেবে এতোই বিভক্ত যে আমরা কখনোই কোন কিছুতে একমত হতে পারবোনা।
আমাদের দেশের পরিবর্তন সম্ভবনা।
দেশের জনগন পরিবর্তনের জন্য রেডি না।
তাদের জন্য শেখ হাসিনা আর ছাত্রলীগই ভালো।
বাঙ্গালী গুতায় সোজ থাকে।