নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা পরবর্তী দেশ শাসনে সবচেয়ে যোগ্যব্যক্তি কি তারেক রহমান?

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৪



আমরা যেহেতু ভোট দিতে চাই, সেহেতু ভোট দেওয়ার লোকতো আগে থেকেই খুঁজে রাখা দরকার। আমার জামাইয়ের মতে শেখ হাসিনা পরবর্তী দেশ শাসনে সবচেয়ে যোগ্যব্যক্তি তারেক রহমান। কেউ তার মতে একমত না হলে সে বলুক কে সেই যোগ্য ব্যক্তি? তারপর না হয় ভেবে দেখব আসলে কার কথা সঠিক? এ যোগ্য নয়, সে যোগ্য নয়, সকলেই বলে। কিন্তু কে যোগ্য সে কথা শুধু জামাই বাবাজী বলে।

ছাত্ররা শেখ হাসিনাকে সরিয়ে ড. ইউনুসকে তাঁর স্থানে বসিয়ে দিলো। এখন কেউ বলছে এটা ঠিক হয় নাই, শেখ হাসিনাকে আবার ডেকে আনো। কেউ বলছে নির্বাচন দিয়ে তারেককে শাসকের জায়গায় বসিয়ে দাও। এখন তবে কি করা হবে? ডা. শফিকতো ছাগলের তিন নম্বর বাচ্চার মত শুধু লাফায়। জ্যাকস্মিথ অবশ্য তাঁর নাম প্রস্তাব করে ছিলেন। সোনাগাজী অবশ্য আকারে ইঙ্গিতে তাঁর নিজের কথাই বলছেন। কিন্তু শেখ হাসিনার ছেড়ে যাওয়া আসনে তাঁকে কিভাবে বসানো যায় সেটা অবশ্য বোধগম্য নয়।অন্য কোন বিকল্প না পেলে আমি জামাইয়ের পক্ষেই থাকব।

সুষ্ঠ ভোট হলে সজিব ওয়াজেদ জয়ও কারো কারো বিবেচনায় আসবেন। চোর অপছন্দ হলে ডা. শফিক বিবেচনায় আসতে পারেন। রাজাকার চোরের চেয়ে বেশী অপছন্দ হলে ডা. শফিক বিবেচনা থেকে বাদ পড়বেন। তখন বড় চোর ছোট চোর দেখে নেতা বাছাই করতে হবে। এদিকে কোমল মতিরা সোনাগাজীকে পছন্দ না করে ড. ইউনুসকে কেন পছন্দ করলেন এ নিয়ে তিনি বেশ খেপেছেন। কিন্তু সোনাগাজীকে কেউ কিভাবে পছন্দ করবে তাঁকে তো কেউ চিনেই না। তিনি যদি শেখ হাসিনার ফিরে আসা কামনা করেন তবে এর জন্য রক্ত দান জরুরী। তবে মুখে যে যাই বলুক শেখ হাসিনার ফিরে আসার জন্য কেউ রক্ত দানে প্রস্তুত আছে বলে মনে হয় না।

ড. ইউনুস ও কোমলমতিরা একটা দল করে নির্বাচনে আসতে পারে। ড. ইউনুস তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে লড়তে পারেন। তাঁকে আবার লোকে সুদখোর বলে। রাজাকার, চোর ও সুধখোরের মধ্যে কে উত্তম? সেইটা বিবেচনা করবে ভোটার। তারপর ভোটে যে জয়ী হবে সে পাবে শেখ হাসিনার রেখে যাওয়া ক্ষমতা।

মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪০

সোনাগাজী বলেছেন:



লন্ডন গিয়ে ভোট দিয়ে আসতে হবে কিন্তু!

১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারেকের লোককে ভোট দিলেই তিনি ভোট পাবেন।

২| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



সেটা অবশ্যই নতুন কিছু হবে; আমাদের প্রাইম মিনিষ্টার দেশ চালাবেন লন্ডনে বসে।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রাইম মিনিষ্টার হলে কি আর লন্ডনে বসে থাকবেন?

৩| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫২

আমি সাজিদ বলেছেন: জামায়াতের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বা আয়ের উৎস কি ওরা ছাড়া কেউ জানে না। জামায়াতের আমির শফিক সাহেব একটা প্রাইভেট মেডিক্যালের মালিক সিলেটে। ওইটার পেছনে কারা বিনিয়োগকারী বা উনি কীভাবে ওইটা প্রতিষ্ঠা করলেন, ওরা ছাড়া কেউ জানে না। জামায়াতের মধ্যে স্বজনপ্রীতি প্রচুর। ওরা সবার হতে পেরেছে কিনা আমি জানি না। বিগত লীগের আমলে বিএনপির অনেক নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান তছনছ হয়েছে কিন্তু জামায়াতের মার্কা মারা প্রতিষ্ঠানগুলো বহাল তবিয়তে ব্যবসা করে গেছে।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে আসলে আমিও কিছু জানি না। ওরা বলে ওরা চোর না। ওদের গায়ে এখনো চোরের লেবেল লাগেনি। কিন্তু তারা রাজাকার। জনগণ চোর থেকে রাজাকারকে নিকৃষ্ট মনে করলে তারা ভোট পাবে না।

৪| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আগে ভোটের পরিবেশ আসুক।
সুষ্ঠু, সকলের গ্রহনযোগ্য ভোটে যে বা যারা জয়ী হবে তাদেরকেই মেনে নেবো।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটাই আসল নাগরিকের মত কথা। জনমতের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। নতুবা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয় না।

৫| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এখনো বলি।
বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নাই।

তিনি কিছু কিছু বিষয়ে কঠোর হলেই দেশটা ভালো চলতো।

মানুষ তো বলতে শুরু করেছে-

আগেই ভালো ছিল।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আপনি সহ অনেকের কথা, তবে সবার কথা না। গণতন্ত্রে মেজোরিটি মানতে হয়।

৬| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের মানুষ ভোট দিতে যায় না।
বিগত নির্বাচনে সবাই ভোট দিতে গেলে আজকে এই অবস্থা হতো না।
অস্ট্রেলিয়াতে ভোট না দিলে ১০০ ডলার জরিমানা করা হয়।

আমাদের দেশেও কেউ ভোট না দিলে তাকে ১০০০ হাজার টাকা জরিমানা করা দরকার।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জোর করে ভোট দেওয়ানোর দরকার নাই। ভোটের দিন আমি বের হয়ে ছিলাম। একজনকে পরিস্থিতি কি জিজ্ঞাস করায় সে বলল, একচের টাক্কায়। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যিনি জিতেছেন তিনি একই দলের যিনি হেরেছেন তাঁর সমর্থকদেরকে মেরে ভর্তা বানিয়েছেন। একদলীয় ভোটটাও যদি সুষ্ঠ হতো তবুও শান্তি পেতাম।

৭| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৭

মাস্টারদা বলেছেন: পচা চাল আর কাঁকড়াযুক্ত চাল__ দুটোই খারাপ।

মগডাল দেখে ভোট না দিয়ে নির্দিষ্ট আসনের প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত। মগডাল দেখা দরকার তবে মগডালে দেখে ভোট দিয়ে দিয়ে এখন এই দেশে মগডাল নিজেকে রাজা/রাণি ভাবা শুরু হয়ে গেছে। বিকল্পহীন ভেবে হয়ে ওঠে স্বৈরাচারী। আর এলাকায় হায়েনা হয়ে ঢোকে শুয়োর, কুত্তা, ভেড়া আর মেনিদের পাল। এরা তখন শিখে যায়, "আমাগো দেইখা এই দুচির ভাইয়েরা ভোটাই নাই। হালারা নিজেদের সম্বন্ধে অন্ধ! আমাদের দেখে না। নেতায় মাতাল! নেতা যারে ভোট দিতে কবে তারেই ভোট দেবে। সো যে করেই হোক নমিনেশন‌ই আসল!"

একতা গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, লিডার দরকার আছে, নেতা না। কিন্তু সব ধন এই একজনের ওপর ছেড়ে দেবার এই যে বাঙালি-প্রবণতা তা এতদিন আত্মঘাতী হয়েছে এবং হবে। যদি না এর থেকে বের হ

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য ঠিক আছে।

৮| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩১

রাসেল বলেছেন: বর্তমান তারেক রহমান ১৬ বছর আগের তারেক রহমানই আছেন, গুণগতমান পরিবর্তনের কোনো কারণ নাই ।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বুঝলাম। তবে আপনি কাকে সমর্থন করছেন?

৯| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশকে সঠিক পথে পপরিচালনা করার মতো কোনো রাজনৈতিক দল নেই। আমাদের এখন যে মেরিটের শাসক দরকার আওয়ামী -বিএনপি- জামাত কারো মধ্যে সেরকম নেতা দেখা যায় না।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে সমাধান কি?

১০| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১২

ডার্ক ম্যান বলেছেন: মির্জা ফখরুল সাহেব বেটার । তবে উনার জামাতাকে দূরে রাখতে হবে।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: একটা দলের একজন বেটার হলে তো হবে না।

১১| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

আমি সাজিদ বলেছেন: ব্যাক্তিগত ভাবে আমি উনাকে পছন্দ করি না। উনিও পরিবারতন্ত্রের অটোমেটিক চয়েজ। যদি উনি প্রধানমন্ত্রী হয়ে যান, আশা করি উনি আমাদের ভুল প্রমাণিত করে দেশের জন্য কাজ করবেন।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাষ্ট্র নায়কেরা দেশের জন্য ভালো করবেন- এটাই জনগণের কাম্য।

১২| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২১

আমি সাজিদ বলেছেন: ডার্ক ম্যানের মন্তব্যের একটা অংশের সাথে একমত। মির্জা ফখরুলের জামাতা প্রচন্ড এটেনশন সিকার আর নাটুকে।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: শ্বশুর ভালো হলেও জামাই ভালো নাও হতে পারে। কারণ সে অন্য পরিবারের সদস্য।

১৩| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

শাহ আজিজ বলেছেন: রাজাকার এবং সুদখোর যৌথ ব্যাবস্থা ভাল হবে । চোরকে দিলে দেশে খাম্বার সংকট বাড়বে ।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারজন্য ড. ইউনুসকে আঠার মাস পর তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে লড়ার জন্য দল গঠন করতে হবে। বেশ কিছু ভালো কাজ করে ক্ষমতা থেকে নামতে পারলে জনমত তাঁর দিকে ঘুরতে পারে। তারমধ্যে একটি হলো বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। চোরাই টাকা ফেরত আনা ও চোরদের বিচার। শূন্যপদ সমূহে জনবল নিয়োগ। আরিচায় ্দ্বিাতীয় পদ্মাসেতুর কাজ শুরু করা । শরিয়তপুর-চাঁদপুরে মেঘনা মেতুর কাজ শুরু করা । আরো কয়েকটি মেট্রোরেল প্রকল্প শুরু করা এবং কর্মসংস্থান মূলক কিছু প্রকল্প শুরু করা। তাহলে তিনি তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ভোট চাইতে পারবেন।

১৪| ১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৯

রাসেল বলেছেন: অতীত কার্যক্রমের ভিত্তিতে আমি বর্তমানের কোনো রাজনীতিবিদকে সমর্থন করি না । পাশাপাশি সরকারী প্রশাসন যন্ত্রে যারা আছেন, তাদের সৎ বলে আস্থা রাখতে পারছি না। এমতাবস্থায় সঙ্গত কারণেই প্রশ্ন আসবে, তাহলে দেশের নেতৃত্বে কারা আসবে । এক্ষেত্রে কিছু অতিপ্রাকৃত ঘটনা প্রয়োজন, অন্যথায় ধ্বংস অনিবার্য ।

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতিপ্রাকৃত ঘটনার জন্য অপেক্ষা কোন সমাধান নয়।

১৫| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩২

ফেনা বলেছেন: কোন প্রকার নারী ত নয়ই। তবে কোন পুরুষ সে যেন ছেচড়া না হয়। তারেক, জয়, আর এখন যারা নিয়মিত রাজনীতিতে আছেন তাদের মাঝে কাউকেই এই দেশের জন্য যোগ্য বলে আমার মনে হয় না।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে আপনার সাজেশন কি? আপনি কি বিদেশ থেকে শাসক আমদানির পক্ষে?

১৬| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: তারেক রহমানকে অন্তত একবার সুযোগ দেয়া উচিত। শেখ হাসিনার তুলনায় সে মন্দের ভালো। সে হয়তো মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠবে না, গুম-খুনের রাজনীতি করবে না। দলীয় চোরদের জন্য দেশে খাজাঞ্চিখানা উন্মুক্ত করে দিবে না, অশ্লীল ভাবে দলীয় করণ আর স্বেচ্ছাচারীতার মাধ্যমে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করবে না। দেশটাকে বাবার তালুক মনে করে বিভৎস লুটতরাজ চালাবে না। মেয়াদ শেষ হলে ক্ষমতা আঁকড়ে ধরে না থেকে মায়ের মতো সসন্মানে বিদায় নিবে।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও আপনার মতই মনে করতে চাই।

১৭| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যোগ্য-অযোগ্য বিবেচনায় যাব না। মনে হয় জয়মাল্য তারেকের গলায় উঠবে। আর রাজনীতির ক্ষেত্রে ইউনূসের চেয়ে তারেক অধিকতর ভালো।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক হওয়ার সম্ভাবনা আছে।

১৮| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:







বিএনপি-র মধ্যে ভালো নেতা থাকলে তিনি মির্জা ফখরুল সাহেবই আছেন।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু তিনি তারেক রহমানের আজ্ঞাবহ।

১৯| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৩

ক্লোন রাফা বলেছেন: বর্তমান সময়ের প্রেক্ষাপটে জাতিয় সরকার মনে হয় সবচাইতে বেশি প্রয়োজন। রিকন্সিলিয়েসন করে বিভাগ ভিত্তিক পরিচালনা পরিষদের মাধ্যমে দেশ পরিচালিত করা হোক। কেন্দ্র শুধু আন্তর্জাতিক আর প্রতিরক্ষা বিষয়ে কাজ করবে। এবং প্রয়োজনে সমন্বয় করবে যদি প্রয়োজন হয়। ১৮ কোটি জনগনের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী বা ন্যায়পাল নিযুক্ত করা হোক।

১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতীয় সরকারের কথা অনেকেই বলছেন, কিন্তু এ বিষয়ে সাড়া মিলছে কম।

২০| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৫

রাসেল বলেছেন: আমিও আপনার মত বিশ্বাস করি, অতিপ্রাকৃত ঘটনার জন্য অপেক্ষা কোন সমাধান নয় ।

কিন্তু যে দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, সে দেশে বেড়ায় খেত খাবেই । আমি আশা করি আপনিও বুঝতে পারবেন, এই ব্লগেও অনেকেই অনৈতিক অর্থের বিনিময়ে অন্ধভাবে লিখে থাকে। অন্যথায়, কেউ মরিয়া হয়ে মিথ্যা প্রচার করে না।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: দুষ্ট লোক তাদের কাজ করবে। আমাদেরকে যা আছে তার মধ্য থেকেই একটা বেছে নিতে হবে।

২১| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:








দেশটা আফগান হয়ে যাবে সেটা তো জানতাম।
কিন্তু এতো তাড়াতাড়ি হবে সেটা কখনোই ভাবি নাই।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিভাবে কি হলো বুঝিয়ে বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.