নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ক্ষমতা ভোগে সেনা প্রধান জিয়া ও এরশাদ ছিলেন সিঙ্গেল। জুটি বেঁধে ক্ষমতা ভোগে ছিলেন সেনা প্রধান মঈনদ্দীন এবং এখন জুটি বেঁধে ক্ষমতা ভোগে আছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ভোটে ক্ষমতায় আসতে পারেন জয় অথবা তারেক। তবে তারেকের সম্ভাবনাই বেশী। তবে ওয়াকার-ইউনুছ জুটি আমার খুব পছন্দের। ওয়াকার স্বদেশ সামলালে এবং ইউনুছ বিদেশ সামলালে রাষ্ট্র ভালো চলার কথা। উর্মি গং শেখ হাসিনাকে কেন ফেরত চাচ্ছে সেটা বোধগম্য নয়।
নিরিহ আওয়ামী লীগকে ভাগ না দিয়ে যারা গলা অবধি খেয়েছে নিরিহ আওয়ামী লীগও তাদের বিচার চায়। ন্যায় সঙ্গতভাবে তাদের বিচার হোক। বিচারের নামে কারো হয়রানি না হোক। যেথায় যা শূন্য পদ আছে এ সরকার সেসব পদে নিয়োগ প্রদান করুক। তারপর দেশে একটা ভালো নির্বাচন হোক। সে নির্বাচনে আওয়ামী লীগ আবারো ভোট পেয়ে ক্ষমতায় ফিরে আসলে আসুক। তথাপি জনমতের সঠিক প্রতিফলন দরকার।
এন্টি আওয়ামী লীগ যদি মনে করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনা যাবে না, তাহলে ৫০% ভোট পেয়ে কেউ নির্বাচিত না হলে প্রথম দফার প্রথম ও দ্বিতীয় এর মাঝে আবার ভোট হোক। তাতে বাদ পড়া ভোটের জোটে যে জিতে জিতুক। দেশের আঠার লক্ষ কোটি টাকা যেখানে পাচার হয়েছে সেখানে ভালো নির্বাচনের জন্য কার্পণ্য করা ঠিক না।
ওয়াকার-ইউনুছ ভোটে লড়তে চাইলে তারা সব কিছু ঠিক-ঠাক করে তিনমাসি তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে নতুন একটা দল করে ভোটে লড়তে পারেন। তাতে তাঁরা জয়ী হলে ড. ইউনুছ প্রধানমন্ত্রী ও ওয়াকারুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী হলে মন্দ হবে না। তেমন একটি নির্বাচিত সরকার যদি জাতি পায় তবে সেই সরকার অতীতের তুলনায় বিশ্ব সমর্থন বেশী পাবেন। তাতে যদি আমাদের রপ্তানী আয় বাড়ে, বৈদেশীক কর্মসংস্থান যদি বাড়ে, রেমিটেন্স যদি বাড়ে তাহলে দেশে আরো বেশী উন্নয়ন হবে। আরিচা-নগরবাড়ী পদ্মাসেতু হলে, আরো অনেক বেশী মেট্রোরেল হলে, সড়ক বৃদ্ধি ও মেরামত বেশী হলে, বেশী বেশী বিদ্যুৎ উৎপাদন হলে, বেশী বেশী শিল্পয়ন হলে, বিনা সুদে অনেক বেশী ক্ষুদ্র ঋণ দেওয়া হলে জাতি অল্পতেই ঘুরে দাঁড়াবে।
আমি হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ধর্মের আলাদা ধর্ম মন্ত্রণালয় চাই। সারা দেশে সেই মন্ত্রণালয়ের অধিদপ্তর চাই, যারা উক্ত তিন ধর্মের জনগুষ্ঠির উন্নয়নে ব্যাপক কাজ করবে। তাহলে তাদের শান্তি বাড়বে বলে আমি মনে করি। আমরা আর কথা নয় কাজ দেখতে চাই। আর সোনাগাজীকে আওয়ামী লীগের জন্য কাজ করার সুযুগ করে দিলে আওয়ামী লীগের উপকার হবে বলে আমি মনে করি।
১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: গণতন্ত্রে জরগণের ইচ্ছাটাই বড় কথা। আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়।
২| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৭
আজব লিংকন বলেছেন: "আমি হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ধর্মের আলাদা ধর্ম মন্ত্রণালয় চাই। "
আপনি মুসলিম সহ এই ৩ টা ধর্মের কথা বলেছেন।
এদেশে কি এই ৪ ধর্ম ছাড়া আর কি কোন ধর্ম নাই ভাইজান?
তাদের কি অধিকার নেই?
১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্য যারা আছে তারা সংখ্যায় সামান্য। তাদের জন্য মন্ত্রণালয়, অধিদপ্তরের প্রয়োজন আছে বলে মনে হয় না। আর প্রয়োজন হলে তাদেরটাও না হয় হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ধর্মমন্ত্রণালয়ের আওতাভূক্ত থাকবে। দেশে হিন্দু, খ্রিস্টান ও বোদ্ধ ঐক্য পরিষদের নামে দল আছে। তারা আলাদা মন্ত্রণালয় চাচ্ছে। আমি দেখলাম তাদের চাওয়াটা আসলে যোক্তিক।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫০
তানভির জুমার বলেছেন: ১১ কোটির বেশি নাগরিকের তথ্য বিক্রি; ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ
১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: চোরের খনিতে চোর তো থাকবেই। সেই চোরকেই যদি জনগণ ভোট দেয় তবে আর কি করার থাকে। প্রজাতন্ত্রের মালিকগণই ঠিক করবেন তারা কাকে প্রজাতন্ত্রের সেবকের দায়িত্ব প্রদান করবেন। সরকারী লোক হিসাবে আমিতো পক্ষপাতিত্ব করতে পারি না।
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১
সোনাগাজী বলেছেন:
পাক-ভারতে ৩টি দেশ; ভারতে মিলিটারী ক্ষমতায় আসেনি, তারা উন্নত; পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে মিলিটারী, তারা ফেইল দেশ; বাংলাদেশে ৪র্থ বার মিলিটারী; আপনি ও ডাবিয়ান মিলিটারীর সমর্থক।
১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবার মধ্যেই ভালো-মন্দ আছে। মঈনদ্দীন ভোটের মঞ্চে আসেননি। জিয়া ও এরশাদ ভোটের মঞ্চে এসেছেন। তাদের দল এখনো জাতীয় সংসদে সীট পায়। ওয়াকারও সেই পরীক্ষায় একবার নামতে পারেন। তাঁর চেহারা-চুরত-ভাষা-বক্তব্য ভালো। জনগণ পছন্দ করলে কার কি করার থাকে। আপনি বরং জয়ের সাথে যোগাযোগ করুন। তারপর তার থেকে একটা দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের জন্য কাজে নেমে পড়েন। দেখেন শেষ বয়সে ভালো কিছু করতে পারেন কি না।
৫| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬
রিফাত হোসেন বলেছেন: সোনাগাজী বলেছেন:
পাক-ভারতে ৩টি দেশ; ভারতে মিলিটারী ক্ষমতায় আসেনি, তারা উন্নত; পাকিস্তানে ১৯৫৮ সাল থেকে মিলিটারী, তারা ফেইল দেশ; বাংলাদেশে ৪র্থ বার মিলিটারী; আপনি ও ডাবিয়ান মিলিটারীর সমর্থক।
১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৭১
লেখক বলেছেন: সবার মধ্যেই ভালো-মন্দ আছে। মঈনদ্দীন ভোটের মঞ্চে আসেননি। জিয়া ও এরশাদ ভোটের মঞ্চে এসেছেন। তাদের দল এখনো জাতীয় সংসদে সীট পায়। ওয়াকারও সেই পরীক্ষায় একবার নামতে পারেন। তাঁর চেহারা-চুরত-ভাষা-বক্তব্য ভালো। জনগণ পছন্দ করলে কার কি করার থাকে। আপনি বরং জয়ের সাথে যোগাযোগ করুন। তারপর তার থেকে একটা দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের জন্য কাজে নেমে পড়েন। দেখেন শেষ বয়সে ভালো কিছু করতে পারেন কি না।
১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী কথার মধ্যে থেকে পাকা পাকা কথা বলেন। কাজে নামলে বুঝা যায় কত ধানে কত চাউল। সেজন্যই তাঁকে কাজে নামার কথা বলেছি। আওয়ামী লীগের এখন দূর্দিন। তিনি যদি জয়কে ভালো কিছু করার কথা বুঝাতে পারেন তাহলে হয়ত আওয়ামী লীগের একটা কাজ পেলেও পেতে পারেন।
৬| ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪১
জুল ভার্ন বলেছেন: দুঃসময়ে ভালো কম্বিনেশন।
১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: চেষ্টা করলে কোমলমতিদেরকে সাথে নিয়ে এরা একটা দলও দাঁড় করাতে পারবেন। আর যদি দল দাঁড় করাতে পারেন তবে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তাঁরা নির্বাচনেও লড়তে পারেন। এরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। সুতরাং এরা নির্বাচন সম্পন্ন করতে বাধ্য না। একটা সরকার উৎখাতে যে বিশৃঙ্খলা তৈরী হয়েছে সেটাকে শৃঙ্খলায় আনতে এ সরকার। সুতরাং এরা সব ঠিকঠাক করে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে ভোটের লড়াইতে নামতেই পারেন।
৭| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: মুহাম্মদ ইউনূস এর উচিত দ্রুত ইলেকশন দেয়া! উনার উপদেষ্টা পরিষদ এবং কোমল মতিরা দেশ শাসনের কিছুই বুঝে না। ২০২৬ সালের আগে ইলেকশন দিয়ে কেটে পড়া ভালো।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনা প্রধান আঠার মাসের কথা বলেছেন। আপনার হিসাবের সাথে সেটা মিলে।
৮| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
পবন সরকার বলেছেন: রাজনৈতিক নেতাদের দ্বারা দেশের সংস্কারের চেয়ে নিজে কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে সেই চেষ্টা বেশি হয় কাজেই আমার অভিমত হলো নির্দলীয় লোকজনই দেশের ভালো সংস্কার করতে পারবে। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে সাধারণ জনগণ নয় যারা রাজনীতি করে তারা।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপরেও সবার কথা শুনা ভালো। তাতে জনগণ বুঝতে পারে কার ভাবনাগত যোগ্যতা কেমন?
৯| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: বড়ো বড়ো চোর গুলো সব পালিয়ে গেলো। বিপ্লব, হারুন, মনিরুল সহ কুখ্যাত পুলিশ অফিসার গুলোও পালিয়ে গেলো। দেশকে বাপ-দাদার জমিদারী ভেবে লুটপাট করা বিশাল শেখ পরিবারের একটাকেো ধরা গেলো না। লুটেরা ব্যবসায়ীদেরকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তোলার সুযোগ দিয়ে অতঃপর তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এই অবস্থায় কিসের দেশ সংস্কার করবে এরা?
এদের উচিত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সংস্কারের বিষয়টি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দিয়ে মানে মানে কেটে পড়া।
১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরপর যারা আসবে তারাও যদি এদেরকে ধরতে না পারে তবে তারাও কি কেটে পড়বে?
১০| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১২
আমি সাজিদ বলেছেন: ঢাকাতেই গতকাল নিজের ফ্ল্যাটের সামনে এক টিভি চ্যানেলের সাংবাদিককে পিটিয়ে মেরে ফেললো। কোন জুটিই কিছু করতে পারবে না যদি না মানুষ সভ্য হয়।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশের কোন কিছুই ভালো না। বাধ্য হয়ে আমাদেরকে মন্দের ভালো খুঁজতে হয়। তো জুটির চেয়ে আপনি কোন জুটিকে এগিয়ে রাখবেন, সেটাতো আপনি বলতে পারেন। আপনার নিকট ভালো বিকল্প না থাকলে আপনি আমার মতে একমত হচ্ছেন না কেন?
১১| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১
আমি সাজিদ বলেছেন: একমতের বিষয় নয়। আমি বলছি যে মানুষের স্বভাবের পরিবর্তন না হলে সুশাসন আসবে না।
১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে ভালো কিছু হয় না। সেজন্য আমাদেরকে তুলনা মূলক ভালো খুঁজতে হয়।
১২| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৫
আহা রুবন বলেছেন: এই জুটির সেনা অংশের কোনও তৎপরতা চোখে পড়ে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি।
১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: দুষ্ট লোকের হাতে অনেক অস্ত্র চলে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে।
১৩| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাকে পদার্থ বিদ্যায়ও নোবেল দেয়া যেতে পারে।
সম্প্রতি উনি রিসেট বাটনকে বাংলাদেশে রাজনীতি ও ইতিহাসে সফল ভাবে প্রয়োগের কৌশল আবিষ্কার করেছেন।
ইহা অতুলনীয়।
১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি যে অর্থে কথাটা বলেছেন, সে অর্থে হয়ত অনেকে কথাটা বুঝতেছে না অথবা বুঝতে চাইছে না।
১৪| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫
ধুলো মেঘ বলেছেন: মইনুদ্দি ফখরুদ্দি ইয়াজুদ্দি টিমও ভালো ছিল। কিন্তু তারা যেভাবে দেশের পেছন মেরে গেছে - সেই ক্ষতি সহসা পূরণ হবার নয়।
১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এজাতি সব মন্দের মাঝে একটু ভালো থাকার চেষ্টা করছে।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৬
তানভির জুমার বলেছেন: কোন সভ্য মানুষ জয় ক্ষমতায় আসার কথআ বলতে পারে না। জয়ের সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে ১১ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য জয় কুলাঙ্গার ভারতীয়দের কাছে ২০ হাজার কোটি টাকায় বিক্রি করেছে। এটা প্রমানিত সত্য, এই অপকর্মের সাথে জড়িতরা জয়ের নির্দেশের কথা স্বীকার করেছে।
২৪ সালে ছাত্র-জনতা আওয়ামীলিগ কবর দিয়েছে। এরা যদি আবার চোখ তুলে তাকানোর দু:সাহস দেখায় তাদের চোখ উপরে ফেলা হবে।