নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
মুসলিম অখন্ড ভারত শাসন করেছে তখন তারা ছিলো সংখ্যা লঘু। খ্রিস্টান অখন্ড ভারত শাসন করেছে, তারা তখন সংখ্যা লঘু মুসলিম থেকেও সংখ্যা লঘু ছিলো। তারপর মুসলিমদেরকে সাথে নিয়ে হিন্দুরা খ্রিস্টান শাসনের অবশান ঘটায় এবং মুসলিম শাসনে ভারতীয় উপমহাদেশের একটা অংশ ছেড়ে দেয়। এখন তাদের কিছু সংখ্যক মুসলিমদরকে ছেড়ে দেওয়া অংশ ফিরে পেতে মরিয়া। তাদের এ ইচ্ছা পূরণে তাদেরকে মুসলিমদের সাথে একটা ব্যাপক যুদ্ধে লিপ্ত হতে হবে। তখন মুসলিমদের সাথে আফগানরা যুক্ত হবে। তখন ভারতের ঘরের মুসলিমরাও শত্রুপক্ষে চলে যেতে পারে। তখন মুসলিমরা চীন ও মায়ানমারকে গণিমতের মাল দেওয়ার প্রতিশ্রুতিতে যদি সাথে নিতে পারে তাতে মনে হয় মুসলিমরা তাদের দেশ আরো বড় করতে পারবে। আর তখন অখন্ড ভারতের বদলে বড় ভারত আরো ছোট হয়ে যেতে পারে।সেজন্য ভারতের প্রতি আমার নচিহত হলো যেমন আছ তেমন থাক, আর বাড় বাড়িও না।
আমাদের ঘরের হিন্দুদেরকে আমরা মহাসমাদরে প্রতিপালন করতে চাই। কারণ ঘরের শত্রু বিভিষণ তৈরী করতে নাই। স্বদেশী হিন্দুদের সাথে আমাদের আচরণ এমন হতে হবে যেন তারা ভারত থেকে স্বদেশকেই বেশী ভালো বাসে। আমাদের দেশ থেকে সাম্প্রদায়িকতা চিরতরে বিদায় করতে হবে। আর অনগ্রসর পাহাড়ীদেরকে অগ্রসর জাতিতে পরিণত করা আমাদের দায়িত্ব। আমরা যেমন অসাম্প্রদায়িত জাতি চাই তেমন অসাম্প্রদায়িক জাতি গঠনে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করতে হবে। আমার মেয়েকে একটা হিন্দু ছেলে বিয়ে করতে চেয়ে ছিলো। সে আবার মৃসলিম হতেও রাজি ছিলো না। আমি তাকে বলেছি ঠিক আছে, তোমার বাবা-মাকে তুমি রাজি কর। সে তার বাবা-মাকে রাজি করতে পারেনি। আমি তাকে বলেছি, তোমার জন্য আমি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারব না। সুতরাং আমি মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছি। আমি ছেলেটিকে অসম্মান করিনি। কারণ সে আমাদের দেশের নাগরিক।
ড. ইউনুস নাগরিক অধিকারের কথা বলেছেন। আমাদের দেশের সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব। ভারত আমাদেরকে আক্রমন করলে আমাদের হিন্দুদের ভারতের পক্ষে যোগদানের কোন কারণ আমাদেরকে তৈরী করলে চলবে না। অত:পর ভারত যদি গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসে তবে তাদেরকে এর সমচিত জবাব দিতে হবে। তাতে করে আমাদের দেশটা আরো বড় হয়ে গেলে তখন আর কেউ আমাদেরকে কোন দোষ দিবে না। আমাদের ইতিহাস হলো আমরা চিরকাল স্বাধীন থাকতে চেয়েছি। আমাদের সে ইচ্ছার বাস্তবায়ন চেষ্টা চির অব্যহত থাকবে-ইনশাআল্লাহ।
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যদি না চাইলেও যুদ্ধ আমাদের ঘাড়ে এসে যায়। আর তখন যদি অখন্ড বাংলা গঠন করা যায় তখন না হয় সেটা করা যাবে। কিন্তু কোন অর্বাচিনের কারণে ভারতের সাথে যুদ্ধে জড়ানো আমাদের জন্য সঠিক কাজ নয়। ভারত চিরকাল আমাদের বন্ধু রাষ্ট্র থাকুক, প্রভু রাষ্ট্র না হোক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত।
২| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১
সোনাগাজী বলেছেন:
কোন যুগে মুসলমানেরা ভারত শসন করেছে, কোন যুগে ইংরেজরা ভারত শাসন করেছে?
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুলতানী ও মোগল আমলে মুসলমানেরা ভারত শসন করেছে এবং ইংরেজ আমলে খ্রিস্টানরা ভারত শাসন করেছে।
৩| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
কোন যুগে মুসলমানরা বিশ্ব জয়ের কথা বলছে, কোন যুগে "কিছু" হিন্দু অখন্ড ভারত ও রামরাজ্য চাচ্ছে? এবং এগুলো কি বর্তামান সময়ের বিশ্বে সম্ভব?
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিমদের বিশ্ব জয়ের কথা হাদিসে আছে। যখন ইহুদীরা মক্কা-মদীনা দখল করতে যাবে এটা সেই সময়ের কথা। এটা বর্তামান সময়ে নাও হতে পারে। এটা ঠিক কতটা সময়ের ব্যাপার সেটা ঠিক বুঝা যাচ্ছে না। তবে কোন সময়েই ইসরায়েল নিরাপদ রাষ্ট্র হবে না।
৪| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
সৈয়দ কুতুব বলেছেন: ভারত কে কিভাবে জবাব দিবেন? হাতে মারবেন না ভাতে মারবেন ? নাকি বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে হয়ে অখন্ড পাকিস্তান গড়ে তুলে ভারত কে আক্রমণ চালাবেন? কয়েকদিন আগে সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ এর পক্ষ থেকে হুংকার এবং রিলস বানানোর কিছুদিন পর আমাদের থ্রি সিস্টার্স এ অশান্তি শুরু হয়ে গেছে! আপনার ভারত এর বিপক্ষে যুদ্ধ করার পরিকল্পনা নিয়ে পোস্ট করে সেই যুদ্ধে শরীক হওয়ার সুযোগ দিয়েন!
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের ক্ষেত্রে মুসলিমদের হানাদার হওয়া ঠিক হবে না। তারা প্রতিরোধ যোদ্ধা হলে অন্যদের সহানুভূতি পাবে।
৫| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
সোনাগাজী বলেছেন:
ইংরেজ আমল, সুলতানী আমল টার্মগুলো হচ্ছে মোটামুটি ভুল ডেফিনেশন; সঠিক হবে, "কলোনিয়েল" ও "সামন্তবাদ"এর সময়।
০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন কিছুকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়।
৬| ০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
সোনাগাজী বলেছেন:
হাদিসে যা লেখা হয়েছে, উহা নবী(স: ) লিখেননি; যারা এসব লিখেছিলেন, ওরা আপনার মতো কম্প্যউটার ব্যবহার করেননি, ব্লগিং করেননি।
০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: নবির (সা) নামে কিছু ভুয়া কথা প্রচার হয়েছে এটা সত্য। তবে নবির (সা) নামে প্রচার করা সব কথা ভুয়া নয়।
৭| ০৩ রা অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০
প্রহররাজা বলেছেন: ঠিক যেমন বেশীরভাগ মুসলিম পৃথিবী জুড়ে খিলাফত চায়।
০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পরস্পর বিপরীত ইচ্ছার কারণে সংঘাত হয়। অবশেষে যোগ্যতমের জয় হয়। এখন যোগ্যতম হিসাবেই ইসরায়েল জয় পাচ্ছে এবং অযোগ্যতার কারণেই মুসলিম হেরে যাচ্ছে। তবে এ অবস্থার পরিবর্তন হবে।
৮| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: আপনি কি তাদের মালিক যে প্রতিপালন করবেন।এই মালিক মনোভাব ছাড়েন, নয়তো কপালে শনি আছে।
০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যটি বুঝে আসেনি।
৯| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৯
জ্যাক স্মিথ বলেছেন: সব হিন্দুই বিশ্বজুড়ে তাদের অধিপত্য চায়, সব মুসলমান এবং অন্যন্য ধর্মাবলম্বীরাও তাই চায় এদের কামড়া কামড়িতে সাধারণ মানুষের প্রাণ যায়। ধর্মের নামে এসব যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুন।
০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ ক্ষমতার জন্যও হয়। এ ক্ষেত্রে অনেকে ধর্মকে ব্যবহার করে। খর্ম ব্যবহার করে মোদী বার বার ক্ষমতায় আসছে।
১০| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:২২
মামুন ইসলাম বলেছেন: সামনে কি বিশ্ব যুদ্ধের সম্ভবনা আছে ?
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এখনি বিশ্ব যুদ্ধের দরকার আছে বলে মনে হচ্ছে না।
১১| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:৩১
জ্যাক স্মিথ বলেছেন: হিন্দু ধর্মে নাকি গভীর জ্ঞান লুকায়িত আছে যা আমাদের মত সাধারণ মানুষের পক্ষে বুঝা সম্ভব নয়।
এই যে দেখেন কি বলে এই লোকটা।
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: পূর্ব ধর্ম ইসলাম অস্বীকার করে নাই। ইসলাম বলেছে পূর্ব ধর্ম অবিকৃত থাকে নাই। আর সেজন্যই সর্বশেষ সঠিক ধর্ম হিসাবে ইসলামের আগমন ঘটেছে।
১২| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৭
ঊণকৌটী বলেছেন: শাসন আর সভ্যতার মধ্যে কি পার্থক্য বোঝেন ? ভারত তার পাঁচ হাজার বছরের পুরনো ইতিহাস নিয়ে গর্বিত, এবং সেটাই অখণ্ড ভারতীয় সভ্যতা ,আপনি কোন সভ্যতার অংশ ? আরবীয় না ভারতীয় ? আসলে ভারতীয়, কিন্তু মাত্র 52 53 বছরের ইতিহাসে আপনারাই জাতিগত হীনমন্নাতায় ভুগছেন ,পরিচয় নাই, কোন ইতিহাস নাই, এইটাই বাস্তব | পাকিস্তান আর বাংলাদেশ ভারতীয় সভ্যতা অস্বীকার করলে, প্রশ্ন উঠে আপনারা কে ? এই কারণেই আপনাদের কোন অতীত নেই, ইতিহাস নাই, একটা জাতি যার কোন গল্প বলার মতো কাহিনী মাত্র 52 -53 বছরের, সে বড় দুর্ভাগ্য জাতি | এই ইতিহাস নিয়ে বড় গলায় কথা বলা উচিৎ না | পুনশ্চ:- আপনার সভ্যতার আর শাসনের মধ্যে যে পার্থক্য সেইটা বোঝার মতো মগজ নেই |
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সভ্যতা হলো জীবন যাপনের উপায় ও উপকরণ। শাসন হলো সভ্যতাকে পরিচালিত করা। সভ্যতাকে সুপথে পরিচালিত করাকে সুশাসন বলে এবং সভ্যতাকে কূপথে পরিচালিত করাকে কূশাসন বলে। সাংস্কৃতি হলো সভ্যতার অঞ্চল ভিত্তিক বিভাজন। ইতিহাস হলো অতিতের গুরুত্তপূর্ণ ঘটনা। ঐতিহ্য হলো অতীতের গৌরবময় ঘটনা। আপনার মন্তব্য শিশু সুলভ।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:২৯
আহরণ বলেছেন: জাগতিক ভাইয়া : সত্যিকার অর্থে কোন হিন্দুই অখন্ড হিন্দু ভারত চায় না। ১৯৪৭ থেকে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, আছে এবং থাকবে। ভারতের সংবিধানে(বিসমিল্লাহির রাহমানির রাহিম) জয়শ্রীরাম সংযুক্ত নেই।
বরংচ, বাংলাদেশের ৮৫% মানুষ পশ্চিমবাংলা সহ ভারতের সিস্টার্স সংযুক্ত করে বৃহত্তর মুমিন বাংলাদেশের দিবাস্বপ্ন দেখে। কেউ কেউ আবার অতি ঈমানী জোশে গাজওয়াতুল হিন্দের স্বপ্নে বিভোর!! আমি নিশ্চিত আপনি নিজেও গাজওয়াতুল হিন্দের স্বপ্নচারী। ঠিক বলেছি, ভাইয়া????
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: গজওয়াতুল হিন্দ বা হিন্দুস্থানের যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। রাজা দাহিরের সাথে মুসলমানদের যুদ্ধের মাধ্যমে এটা শুরু হয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিম শক্তি টিকে থাকে। সামনে যে গাজওয়াতুল হিন্দ আর হবে না সেটা নিশ্চিত করে বলা যায় না। পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্স বাংলাদেশের সাথে যুক্ত হলে এটা আর মুসলিম দেশ থাকবে না। একটা অমুসলিম এলাকা পার্বত্য চট্টগ্রাম সামলাতে বাংলাদেশের অবস্থা কাহিল। আরো অমুসলিম এলাকা সাথে যুক্ত হলে বাংলাদেশে অশান্তি বাড়া ছাড়া কমবে না।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিন্দুদের শরিয়াহ আইন চাওয়া উচিত? খিলাফত চাওয়া উচিত?
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রত্যেকে যা পছন্দ করে সেটা চায়। এরপর যোগ্যতমের ইচ্ছার বাস্তবায়ন ঘটে। তবে আমি মনে করি যে যা চায় সেটা অন্তত ভেবেচিন্তে চাওয়া উচিত।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি চাই উদার এবং স্যেকুলার রাষ্ট্র হোক।
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার মেয়ের জামাইয়ের কী খবর? বিএনপি তো ভালো ধান্ধা করছে। আপনার মেয়ের জামাই কি ভাগযোগ পাচ্ছেন?
০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুনলাম তার ভাবীকে হাইস্কুলে চাকুরী পাইয়ে দিয়েছে। আমার মেয়েতো মাত্র অনার্স পরীক্ষা দিলো। ও বলছে ফান্টক্লাশ পাবে। মাস্টার্স করলে খায়ের ভুইয়া বলেছে তাকে কলেজে ঢুকিয়ে দিবে। মেয়ে বলেছে সে বিসিএস শিক্ষার জন্য চেষ্টা করবে। দেখা যাক কি হয়।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১:২৮
ঊণকৌটী বলেছেন: যে লোক নিজের জাতির ইতিহাস জানেনা, অশিক্ষিত, ফালতু, তার সাথে কথা বলা আর না বলা অবান্তর |
০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি এক হাজার বছর আগের ইতিহাসের কথা বলছেন?
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৩
নতুন বলেছেন: ধর্ম বানানো হইছেই মানুষের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার জন্য।
ইসলামে যেমন খেলাফত চায়। তেমনি হিন্দু, খৃস্টান, ইহুদীরাও তাদের ক্ষমতা চায়।
সুধুই যারা ধর্মের আফিমে আসক্ত তারাই মানুষের মঙ্গল চায়। তারা কিছু দখল করতে চায় না বরং মানুষের শান্তি চায়।
০৪ ঠা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো-মন্দ সকল পক্ষের মধ্যেই আছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৪
কিরকুট বলেছেন: কিছু বাঙ্গালী অখন্ড বাংলা চায় ।