নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
এক পুলিশ সদস্য আমার অফিসে এসেছিলেন। আমি বললাম, আপনারা কাজ করছেন না কেন? তিনি বললেন, আমাদের কাজে মন নাই। তিনি বললেন, একপক্ষ আমাদের মহামনিব এবং অন্যপক্ষ আমাদের মহাশত্রু। মহামনিবের হুকুম পালন করতে গেলেই অন্য পক্ষ আমাদের মহাশত্রু হয়ে যায়। আমি বললাম যেই মহামনিবের কারণে অন্য পক্ষ আপনাদের মহাশত্রু হলো সেই মহামনিবকে তাহলে এখন ভালো করে পালিশ করতে হয়! তিনি আমার কথায় সায় দিয়ে বললেন, এদিকে মনিব না হতেই বিএনপি তাঁদের উপর হুকুম ঝাড়া শুরু করেছে। তিনি বলেন, এসব রাজনৈতিক দলের কারণে জনগণ তাঁদেরকে ঘৃণা করে।সেজন্যই তাঁদের মন ভালো নেই।
চাকুরীর ক্ষেত্রে আমি বিএনপির সময়ের চেয়ে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। বিএনপি ক্ষমতায় না আসতেই আমাকে ভয় দেখানোর কারণে আমি ছাত্র দল নেতাকে জামাই বানিয়ে বসে আছি।আমি এ মজিদের শ্বশুর, এটা বললে বিএনপির লোকেরা বেশ মান ইজ্জত করে। মেঝ ভাইর জামাই ছিলো ছাত্র লীগ। সব পুলিশের কি আওয়ামী লীগ-বিএনপিকে আত্মিয় বানানো সম্ভব? বিএনপি তাদের সাথে কি করে না করে সেই ভয়েই পুলিশ লীগ ইন্তিজার। এক লোককে তাবৎ অকাজের কথা বললে, সে মানা নেড়ে সায় দেয় সে সেই সব অকাজ করেছে। যখন তাকে রাজনীতির কথা জিজ্ঞাস করা হয় তখন সে উত্তেজিত হয়ে বলে এমন খারাপ সে এখনো হয় নাই।
রাজনীতির লোকেরা কেউ হানাদার, কেউ রাজাকার, কেউ স্বৈরাচার। আর সব শেষ তাদের সবাই লুটেরা। কিন্তু জামায়াত শিবির লুটেরা নয়। অনেকে সেটা মনে করে। সেজন্য রাজাকার হওয়ার পরেও অনেকে তাদেরকে সমর্থন করে। ক্ষমতা পেলে তারা কি লুটেরা হবে? সেটা আল্লাহই ভালো জানেন। আমেরিকার বন্ধু ড. ইউনুসকে ভালো বলে জামায়াত বুঝাতে চায় তারা তাদের সাথে আছে। ভারতের সাথে বন্ধুত্বের কথা বলে জামায়াত ভারতের আনুকল্য কামনা করে। ছাত্র-জনতার আন্দোলনের কৃতীত্ব নিজেদের বলে জামায়াত জনগণের সহানুভূতি আশা করে। শেষতক কি হয় সেটা ভোটের সময় দেখা যাবে। এদিকে নতুন সরকার গণভোটের মাধ্যমে তাদের মেয়াদ নিয়ে নিবে বলে মনে হয়।
পুলিশ পুলিশ কমিশনের অধীনে কাজ করতে চায়। চাকুরী করে সবাই শান্তি ও সম্মান চায়। পুলিশও যদি সেটা চায় তবে তাতে দোষের কি আছে? কিন্তু পুলিশকে ক্ষমতাসীনদের লাঠিয়াল হতে হয়, এটা বড়ই ঝামেলার। বিএনপি ক্ষমতায় আসলে জনগণ ভালো কিছু পাবে কি? তেমন আশা কেউ করতে পারছে না। ভালো না হওয়ার কারণেই একদা জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সেই বিএনপির প্রতি মানুষের সন্দেহ থাকা স্বাভাবিক।আর হানাদারের দোষর জামায়াতকে জনগণ বিশ্বাস করে কেমন করে? এদেশের জনগণের সব দিকেই অন্ধকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ জাতি ঠিক কবে নাগাদ সভ্য হবে বুঝা মুশকিল।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
আরইউ বলেছেন:
মহাজাগতিক,
পুলিশ থাকবে পুলিশের মত, কারো লাঠিয়াল বা গুন্ডা বাহীনি হবেনা যদি পুরো জাস্টিস সিস্টেম রিফর্ম না করা হয়। পুলিশকে রাজনীতিক কাজে ব্যবহার বন্ধ না হলে পুলিশের সংস্কার কখনোই সম্ভব নয়। ক্ষমতায় থাকাকালীন পুলিশকে সব সরকার ব্যবহার করলেও বিগত সরকার এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল।
জামাত-শিবির লুটেরা নয়, এরা হায়েনা!
ভালো থাকুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাত-শিবির লুটেরা নয়, এরা হায়েনা! সেজন্যই এরা ১৯৭১ সালে হানাদারের দোষর ছিলো। তারা বলছে তারা তখনকার রাষ্ট্রের পক্ষে ছিলো। তো রাষ্ট্র যদি এর জনগণের বুকে গুলি চালায় হায়না না হলে কেউ এমন রাষ্ট্রের পক্ষে থাকতে পারে না। হায়না না হলে এত্ত বড় অপরাধের পর ক্ষমা না চেয়ে বসে থাকতে পারে না।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
সোনাগাজী বলেছেন:
পুলিশের সেপাহিরা ঘুষ দিয়ে চাকুরী কিনেছে; তারা সেখানে গেছে পরিবারের জন্য আয় করতে; মানুষ মারতে নয় ও নিজের জীবন হারাতে নয়।
এবার শিবির মাদ্রাসার ছেলদের নিজেরা হত্যা করে পুলিশের ঘাঁড়ে দোষ চাপায়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এবার শিবির মাদ্রাসার ছেলদের নিজেরা হত্যা করে পুলিশের ঘাঁড়ে দোষ চাপায়েছে। হত্যা যে করুক তাদের বিচার হতে হবে। নতুবা এমন হত্যাকান্ড থামবে না।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
অস্বাধীন মানুষ বলেছেন: এই নুনু গাজীর কাছে আমার একটা প্রশ্ন ছাত্র ছাত্রীদের কথায় কথায় শিবিরের ত্যাগ দিচ্ছে যে নুনু গাজীর কাছে কোনো প্রমান আছে । এই আন্দোলনে বিএনপি, জামায়াত, হেফাজত ইসলামিক এমন কি আওয়ামীলীগেরও অনেক নেতা কর্মীরাও ছিলেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ আন্দোলনে এন্টি আওয়ামী লীগের সবাই ছিলো। জামায়াত-শিবির ক্রেডিট নিজেরাও নিতে চায় জনগণের ভোটের আশায়।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: পুলিশের ধান্দা বন, তাই কাজে মন কম
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেইটাও একটা কথা।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭
শিশির খান ১৪ বলেছেন: উপরি আয় নেই সেই জন্য কাজে মন নাই রাজনৈতিক দল আসলে মিলেমিশে ভাগা ভাগি করে খাবে
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে তাদের সক্রিয় হওয়ার জন্য আমাদেরকে বহু কাল অপেক্ষায় থাকতে হবে।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩২
কামাল১৮ বলেছেন: আর্মি পুলিশকে নিরস্ত্র করায় বহু পুলিশ নিহত হয়েছে।তাই আর্মি যতদিন মাঠে থাকবে পুলিশ ঠিক মতো কাজ করবে না।এটা আমার ধারণা।অন্য কোন কারণ দেখছি না।এই সরকারের প্রতি পুলিশের সমর্থন নাই কারণ তারাই পুলিশকে পিটিয়ে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে।সব পুলিশ এই দৃশ্য দেখেছে ,এটাও হতে পারে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুলিশ বলেছে তারা জনগণের জন্য কাজ করতে চায়। তারা জনগণের বিপক্ষে অস্থান নিতে চায় না। তাদেরকে সেরকম ব্যবস্থা করে দিলে তাদের মন ভালো হবে।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ঘুষের টাকা না পেলে তারা কাজ করেনা। ঘুষ পাচ্ছে না তাই হয়তো বন্ধ আছে। এদের রক্তে দূর্ণীতি ঢুকে গেছে। এদের বাদ দিয়ে নতুন লোক নিয়োগ দেয়া দরকার প্রশাসনে ও পুলিশে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
নতুন বলেছেন: দেশের জনগনই দেশের ভালো চায় না। সবাই ক্ষমতা চায়।