নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরের দেখলাম, ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে থাকবে ছাত্ররা!
ঢাকায় যারা নিত্য চলাচল করেন তারা জানেন ঢাকার যান চলাচল কতটা বিসৃঙ্খল! অসংখ্য অদক্ষ, লাইসেন্স ছাড়া ড্রাইভার চালায় গাড়ি। কম লোকই রাস্তার সাধারণ নিয়ম কানুন মানে। সবাই প্রাণ হাতে নিয়ে হাঁটে। এহেন ঝুঁকিপূর্ণ পরিবেশে জানিনা ছাত্ররা এ কাজের জন্য কতটুক উপযুক্ত বা এদের আদৌ কোন ট্রেইনিং দেয়া হবে কিনা। এতে যদি কোন দুর্ঘটনা ঘটে একটা ছেলেও মারা যায় বা আহত হয়, কে নিবে এর দায়ভার?
সংবাদটির লিংক নিচে দেয়া হলো:
https://www.prothomalo.com/amp/story/bangladesh/capital/qv3cqndfep
২| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এদেশে ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারা শিক্ষা বোর্ডে তালা ঝুলায়,শিক্ষক পদত্যাগ করায়,সেলিব্রেটি ক্রিকেটারের জন্য মারামারি করে।এখন ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তাহলে পড়াশোনা করবে কখন বা চাকুরী করবে কখন?এরপর ২৮/২৯ বছর হলে আন্দোলন শুরু করবে চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ চাই।
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩১
আজব লিংকন বলেছেন: সুন্দর। পুলিশের ঘুস খাওয়া তাহলে কমবে।
গুড গুড। বাজারের বিষয়টাও যদি ছাত্রদের হাতে দেওয়া যাইতো। মেডিকেল হাসপাতালেও অনেক ভোগান্তি ওখানেও যদি কিছু ছাত্রদের দ্বায়িত্ব দেওন যাইতো। থানা গুলাতেও অনেক সমস্যা। ঠিক মতো মামলা নেয় না। ওইহানেও যদি কিছু ছাত্রদের দ্বায়িত্ব দেওন যাইতো। আদালতে অবস্থা তো আরও ভয়ানক। সেখানেও যদি কিছু ছাত্রদের দ্বায়িত্ব দেওন যাইতো।
ছাত্রদের হাত দিয়া এইবার সোনার বাংলা আসলেই সোনার বাংলা হইবো। ইনশাআল্লাহ।।
৪| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৩
আহরণ বলেছেন: ওরা ছাত্র না। ছাত্র নামধারী কিশোর গ্যাং। এগুলি পথে ঘাটে, অলিগোলি, অন্ধকারে চুরি ছিনতাই করে। এদের হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ ছেড়ে দেয়া নিরাপদ না............. @ ভাইয়া?
৫| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে মানুষ বেশী হয়ে গেলে যা হয়।
বেকারদের কাজ দিতে পারে না।
এখন বলতেেআছে পার্টটাইম ট্রাফিক সামলাবে?
এরা প্রচুর ঘুষ খাবে।
লিখে রাখেন।
পরে মিলিয়ে নিবেন।
৬| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:২৮
ঢাকার লোক বলেছেন: সবাই বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোন থেকে সমালোচনা করছেন, untrained ছাত্রদের এ বিপদজনক কাজে না লাগায়ে অন্য কি ভাল কার্য্যকর ব্যবস্থা করা যেতে পারে দয়া করে সে বিষয়ে আলোকপাত করলে ভালো হয়।
৭| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৫২
প্রহররাজা বলেছেন: অটোপাশ করা ছাত্র দের দিয়ে আপাতত রাস্তার ময়লা পরিষ্কার, গরুর হাটের দালালি ইত্যাদি কাজে লাগানো হোক।
৮| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৭. ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৫২১
প্রহররাজা বলেছেন: অটোপাশ করা ছাত্র দের দিয়ে আপাতত রাস্তার ময়লা পরিষ্কার, গরুর হাটের দালালি ইত্যাদি কাজে লাগানো হোক।
৯| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশিক্ষণ ছাড়া রাস্তায় দাঁড়ালে বিশৃঙ্খলা বাড়ে শুধু।
১০| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যতদূর জানি পালাক্রমেই অনেক ছাত্রদেরকে ট্রাফিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মধ্য হতে আপাতত ৩০০ জন ছাত্রকে পার টাইম চাকুরী দেয়া হয়েছে। তবে প্রয়োজন হলে এর পরিমান আরো বাড়ানো হবে। এটাতো একটা ভালো উদ্যোগ। ইউটিউবে উপদেষ্টা আসিফের ভিডিও লিংক দেখতে পারেন।
১১| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আফসোসলীগে ভরা আপনার পোস্টে হাহাহাহা
এরা যেকোনো ভাবেই মেধাবী/ছাত্রদের হেনস্থা করতে চাইবে। এর পক্ষে ভালো যুক্তি দেখাতে পারবে না।
১২| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: #সোনাগাজী
এরা মরলে কেউ চিন্তিত হবে না? এদের কোন মা বাপে জন্ম দেয়নি মনে হয়। আপনার মত এমন ঘাড়ত্যাড়া মন্দ লোক আর দেখি নাই। অন্যায়ের পক্ষে কিভাবে সাপোর্ট করেন?
১৩| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯
নতুন বলেছেন: আফসোসলীগ কেন হয় সেটা নিয়ে ভাবার সময় এসেছে।
যারা এতো দিন দূনিতি করে খেতো তারা আফসোসলীগ হবে সেটা সাভাবিক। পেটে লাথি পড়ছে কান্নাকাটি করবেই।
হাকা ভাই, নিঝুম মজুমদারের মতন মানুষের কাছে আফসোস জাতী আশা করে।
অন্যরা কেন আফসোসলীগে যোগ দিয়েছে সেটা জাতী জানতে চায়।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৩
সোনাগাজী বলেছেন:
এগুলো আসলে ছাত্র নয়, এরা পড়ালেখা করে না, এরা মরলে কেহ চিন্তিত হবে না।