নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

হেনা ভাইয়ের স্মরণে......

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮


দেখতে দেখতে চলে গেল একটি বছর!! কী দ্রুতই না সময় চলে যায়?! হেনা ভাই আমাদের মাঝে নাই আজ ১ বছর হয়ে গেল - গতকাল (০১/০৪/২০২২) ছিলো তাঁর ১ম মৃত্যুবার্ষিকী। অনেক স্মৃতি তাঁর সাথে, অনেক কথা যা বলে শেষ করা যাবে না। মূলত হেনা ভাইয়ের সাথে পরিচয় সামু ব্লগে - সামু-পাগলা এর আড্ডাঘর - এরপর কখন যে আমাদের বয়সের তফাৎকে পাশ কেটে শুধু আন্তরিকতার টানে একাত্মা হয়ে গেছি আমরা ক'জন(পুলক ঢালী ভাই,সুজন ভাই, উম্মে সায়মা আপু, রবিন ভাই, ফাহিম সাদি ভাই ), তা বলতে পারি না - আর সব কিছু ছাপিয়ে তাঁর লেখা আত্মজৈবনিকমূলক উপন্যাস "স্বপ্ন বাসর""স্বপ্ন বাসর" বইটি আমাদেরকে নিয়ে এসেছিলো একদম কাছাকাছি। পুলক ঢালী ভাই এ ব্লগে হেনা ভাইয়ের মৃত্যুতে লিখেছিলেন এ লেখাটি - আপনারা পড়ে দেখতে পারেন - এতে হেনা ভাই সম্পর্কে কিছুটা ধারনা করতে পারবেন - আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের প্রিয় হেনা ভাইয়ের মহা প্রয়াণ।
হেনা ভাইয়ের সাথে ২০১৮ এর শুরুর দিকে রাজশাহী গিয়ে দেখা করে এসেছিলাম - সে সময়ের তোলা কিছু ছবি শেয়ার করলাম - (ভিডিও থেকে নেয়া বলে রেজ্যুলেশন ভালো নয় - তারপরও স্মৃতি বলে কথা...)

১/ হেনা ভাইয়ের বাসায় আমরা
২/ হেনা ভাই

৩/ হেনা ভাইয়ের নাতনী - আমাদের নয়নতারা
৪/ ৫/ পদ্মার পাড়ে হেনা ভাই

৬/ ৭/ ৮/ হেনা ভাইকে পাঠানো পুলক ভাইয়ের ক্রেস্ট

তাঁরই প্রিয় একটা গান - একসময় শেয়ার হয়েছিলো আড্ডায় - জানি একদিন আমার জীবনী https://www.youtube.com/watch?v=HEiX6tqSPH8

আসলে অনেক কথা বলার আছে - সব কথা কী বলে শেষ করা যাবে?
তাঁর মৃত্যুদিনে তাঁকে স্মরন করি শ্রদ্ধাভরে - যেখানে থাকুন - ভালো থাকুন প্রিয় হেনা ভাই।

মহান আল্লাহ যেন তাঁকে বেহশত নসীব করেন - আমীন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: হেনা ভাই পরপারে শান্তিতে থাকুন কামনা করি।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ - পদাতিক চৌধুরী। আপনি ভালো আছেন তো?
ভালো থাকুন - কামনা করি।

২| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী আপনাদের দোয়ায় ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

৩| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



আমাদের স্মরণে আছেন তিনি।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি দুবার এসেছে। এডিট করে ঠিক করে নিন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যেখানে থাকুন ভালো থাকুন হেনা ভাই !

৬| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: হেনা ভাইয়ের কথা এখনও অনেক মনে পড়ে।
আল্লাহ হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আপনি ভাল আছেন তো ভাই?

৭| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: ব্লগের সবার প্রিয় এবং সামু পাগলার আড্ডাঘর এর মধ্যমনি হেনা ভাই অসাধারণ গল্প লিখতেন। বাংলা ভাষার উপর তার বেশ ভালো দখল ছিল। স্বপ্ন বাসর উপন্যাসটি ওনার অনন্য সৃষ্টি।
লেখায় এবং প্রতিমন্তব্যে উনি ছিলেন ভব্য, বিনয়ী এবং অন্য লেখক/পাঠকের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে তিনি খুব সহজেই জ্যেষ্ঠ-কনিষ্ঠ সকলের মন জয় করেছিলেন। তাছাড়া তার রসবোধ লক্ষ্যণীয় ছিল।

ওনার সাথে তোলা ছবিতে দু'জনের মধ্যে সম্ভবতঃ আপনি সবুজ টি-শার্ট পরিহিত জন (ভুল হয়ে থাকলে সংশোধন করে দিবেন)। অপরজন কে?

০৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

আরাফআহনাফ বলেছেন: সুহৃদ সালাম জানবেন।
আপনার ধারনা সঠিক - পাশের জন সহব্লগার ফাহিম ভাই - আমরা একসাথে প্লান করে হেনা ভাইকে দেখতে গিয়েছিলাম রাজশাহী।

ভালো থাকবেন - শুভ কামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.