নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা - এ দেশ
তাজা তরুণের ততোধিক তাজা রক্তে
ভেসে যায় রাজপথ
রঞ্জিত হয় ভবের চর খাল - এইতো মাত্র ক'দিনে।
অথচ,
কী নিঃস্পৃহ চোখে -
মুখ ভরা হাসি নিয়ে
আশ্চর্য !- কী আশ্চর্য !
হুম, ঠিক এক গাল হাসি ভরা চেহারায়
তারপরও গেয়ে যায় - খুনীদের পক্ষে সাফাই !!!!
- নমস্কার, আপনি মাননীয় মন্ত্রীমশাই!
আহা - এ দেশ কী আমার?
কী আক্রোশে ফেটে পড়ি অথচ আমিও নির্বিকার!
টুঁটি চাপা গলা ব্যথায় হাহাকার করে চিৎকার।
আজ যে কথা বলতেই হয় -
প্রিয় (পূর্বে কখনো কী চিনেছিলাম তোমাদের?) পায়েল-মীম-করিম -
এদেশে জন্মে, তোমাদের এ ক্ষুদ্র জীবনে, তোমরাও দেখছিলে অনেক ভয়াবহতা, নিস্ঠুরতা। আজ আমরাও দেখছি তোমাদের প্রতি সে ভয়াবহতা-নিস্ঠুরতা। নিশ্চুপ থাকতে পারিনি তাই এ লেখা - হয়তো আমার এমন পরিণতিতেও আমাকে নিয়েই অন্য কেউ একজন লিখবে - এ ব্লগে নয়তো অন্য কোথাও।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০২
আরাফআহনাফ বলেছেন: মর্মান্তিক ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক।
২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬
তারেক ফাহিম বলেছেন:
৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪
আরাফআহনাফ বলেছেন: কিছুই বলার নেই।
৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: শাহজাহানরে ভিসা-টিকিট হাতে না ধরালে এই আওয়ামী লীগকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। এরা কোনোভাবেই জনগনের দল হয়ে উঠতে পারবে না।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮
আরাফআহনাফ বলেছেন: কিছুই বলার নেই - বলার ভাষা হারিয়ে গেছে।
সব নস্টদের দখলে।
৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এই সব অকাল প্রয়ানে অনেক কষ্ট লাগে।
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯
আরাফআহনাফ বলেছেন: এভাবে কেন যেতে হবে?
দায়িত্ব নেয়ার একজনও কী কেউ নেই?
৫| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মন্ত্রী শাহজাহান খানের হাসি দেখে অতীতের অনেক রাক্ষসের কথা মনে পড়ে গেল, যারা এভাবেই হাসতো। আজ তারা কেউ নেই।
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০
আরাফআহনাফ বলেছেন: কেউই থাকে না - থাকে শুধু স্মৃতি - সুখ অথবা দুঃসহের!
কী ক্রান্তিকালই না পাড়ি দিচ্ছি আমরা!! কবে যে হবে এসবের অবসান?
৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: হৃদয় মথিত অনুভূতির সত্য ও সাবলীল প্রকাশ। এ প্রয়াসকে প্রথম প্লাস + দিয়ে সম্মান জানিয়ে গেলাম!
ভাল থাকুন, শুভেচ্ছা নিরন্তর!
২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩০
আরাফআহনাফ বলেছেন: দারুন সম্মানিতবোধ করছি আপনার মন্তব্যে, সহমর্মিতায়, সহাবস্থান করার জন্য।
আপনিও ভালো থাকুন সুহৃদ - সালাম ও শত সহস্র শুভ কামনা।
৭| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৬
উম্মে সায়মা বলেছেন: কতগুলো ছোটছোট তাজা প্রাণ ঝরে যায় প্রতিনিয়ত মৃত্যু মিছিলে
২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন - পাঠ ও মন্তব্যের জন্য।
মৃত্যু মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে অগণিত সাধারন মানুষ - ভাবা যায় শুধু ঈদের ৫ দিনে সড়ক দূর্ঘটনায় চলে গেল ৭০/৭২টি তাজা প্রাণ !!!
প্রত্যেকটা মৃত্যুই আমাকে বিষন্ন করে তোলে - কাঁদায়।
ভালো থাকুন সুহৃদ।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
প্রথমকথা বলেছেন: খুব কষ্ট লেগেছে। উই ওয়ান্ট টু জাস্টিস।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
আরাফআহনাফ বলেছেন: আমার অনুভুতিটুকুও কস্টের ছিলো ।
"উই ওয়ান্ট জাস্টিস/ উই ওয়ান্ট টু বি জাস্টিফাইড"
ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।
ভালো থাকুন অজস্র।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগ দিবস-২০১৮ উৎযাপন
স্থান- সি.আর.বি (শিরীষতলা)
২১/১২/২০১৮ইং।
অনূষ্ঠান সূচী-
১০-৩০ : সূচনা
১০-৩৫ : পবিত্র কোরআন ও গীতা পাঠ
১০-৪০ : পরিচয় পত্র
১১-০০ : অতিথি/বিশেষ অতিথির বক্তব্য
১১-১৫ : ব্লগারদের গান/কবিতা/গল্প পাঠ/ অনুভূতি প্রকাশ
১২-০০ : সমাপনী বক্তব্য
১২-১০ : রিপ্রেশমেন্ট
১২-২০ : বিদায়
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই - ঐ সময় ঢাকায় ছিলাম - ব্যস্ততায় সামুতে আসা হয়নি - আজ দেখলাম ......
অনেক কিছু মিস করলাম !!!!
ভালো থাকবেন ।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহনাফ ভাই,
অনেকদিন পর আপনার ব্লগবাড়িতে হানা দিলুম। নতুন লেখা নেই অনেকদিন হয়ে গেলো।
মনে পরে আড্ডা ঘরের কথা?
আমার ব্যস্ততায় এলহন আর আসা হয় না!
আপনি ভাল আছেন তো?
২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
আরাফআহনাফ বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম ভাই - আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা আমার ব্লগবাড়ী ঘুরে যাওয়ার জন্য। ঠিকই বলেছেন - অনেকদিন লেখালেখিতে হাত যাচ্ছে না - সময়ের বড্ড অভাবই এর কারন।
আড্ডাঘরের কথা মনে পড়বে না কেন - সেকি ভোলা যায় -আড্ডাঘরে যাই এখনো - আপনিও আসুননা - আবার "সৈয়দ সাব" বলতে পারি যেন।
আমি ভালো আছি - আশা করি আপনিও ভালো আছেন - আপনার ব্যস্ততা কেটে যাক শীঘ্রই
শুভ কামনা সবসময়ের।
ভালো থাকুন অজস্র - প্রতিনিয়ত।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭
ইব্রাহীম আই কে বলেছেন: মর্মান্তিক